রানার সাজেশন
বাংলা ১ম পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
রানার
সুকান্ত ভট্টাচার্য
পেজ সূচিপত্র :রানার
তথ্যকণিকা(Information)
- ১. সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কলকাতার কালীঘাট ।
- ২. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস – গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
- ৩. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন—১৩৫৪ বঙ্গাব্দের ২৯শে বৈশাখ ।
- ৪. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন – মাত্র একুশ বছর বয়সে।
- ৫. রানার রাতের আঁধারে ছুটে চলে – ঝুমঝুম্ ঘণ্টা বাজিয়ে ।
- ৬. রানার কাজ নিয়েছে— নতুন খবর আনার।
- ৭. রানার ছোটে- দিগন্ত থেকে দিগন্তে ।
- ৮. রানারের পথ চলা দেখে অবাক হয়- রাতের তারারা।
- ৯. রানারের ঘামে ভিজে গেছে— মাটি
- ১০. রানার পথ চলে— হরিণের বেগে।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.রানারের দুঃখ কেবল জানবে পথের—
ক) লোক
খ) ধুলা
গ) তৃণ
ঘ) বৃক্ষ
উ:গ
২. 'রানার' কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে?
ক) হরতাল
খ) অগ্নিবীণা
গ) ছাড়পত্র
ঘ) সাম্যবাদী
উ:গ
৩. দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?
ক) চাকরি হারানোর জন্য
খ) দায়িত্ববোধের কারণে
গ) ডাক না পাওয়ার ভয়ে
ঘ) বাড়ি ফেরার তাড়া থাকায়
উ:খ
৪. 'রানার' কবিতায় কবির মূলভাবনা কী?
ক) শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা
খ) শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করা
গ) মানুষ হিসেবে শ্রমজীবী মানুষের মহত্ত্ব
ঘ) শোষিত-বঞ্চিত মানুষদের কথা
উ:গ
৫. পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন?
ক) মাটি ঘামে ভেজায়
খ) ঘরেতে অভাব থাকায়
গ) রাত নির্জন হওয়ায়
ঘ) আলোর স্পর্শের অভাবে
উ:খ
৬. সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন?
ক) নিপীড়িত গণমানুষের
খ) ক্ষুধায় ক্লান্তদের
গ) ডাক হরকরাদের
ঘ) শ্রমজীবী মানুষের
উ:ক
৭. 'সুকান্ত ভট্টাচার্য' কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
ক) ১৩৫৪
খ) ১৩৫৫
গ) ১৩৫৬
ঘ) ১৩৫৭
উ:ক
৮. রানার কী হাতে পথ চলছে?
ক) বর্ণা
খ) লাঠি
গ) খবরের বোঝা
ঘ) লণ্ঠন
উ:গ
৯. রানার কেমন বোঝা কাঁধে নিয়েছে?
ক) নতুন খবরের
খ) জানা-অজানার
গ) সতর্কবার্তার
ঘ) হুম জারির
উ:খ
১০. রানারের চলার গতির সঙ্গে কবি কীসের সাদৃশ্য খুঁজে পান?
ক) হরিণের
(খ) তারার
গ) সূর্যের
ঘ) আলোর
উ:ক
১১. রানারের ক্লান্তশ্বাস কী ছুঁয়েছে?
ক) আকাশ
খ) প্রকৃতি
গ) পৃথিবী
ঘ) বাতাস
উ:ক
১২. 'রানার' কবিতায় রানারের প্রিয়ার একা শয্যায় বিনিদ্র রজনী জাগার কারণ কী?
ক) ক্ষুধা
খ) পরিশ্রম
গ) ভীতি
ঘ) অভিমান
উ:ঘ
১৩. ‘রানার' কবিতায় মিটি মিটি করে চায় কে?
ক) প্রকৃতি
খ) জোনাকিরা
গ) হরিণ
ঘ) তারারা
উ:ঘ
১৪ . জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনেছে?
ক) সম্ভা
খ) চড়া
গ) অল্প
ঘ) বিনা
উ:গ
১৫. ‘রাত শেষ হয়ে সূর্য উঠবে কৰে – এখানে ‘রাত' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) দুঃখের প্রহর
খ) আঁধার
গ) রাত্রি
ঘ) অস্পষ্টতা
উ:ক
১৬. 'রানার' ক্ষুধিত কেন?
ক) ঘরেতে অভাব
খ) অভিমানে খাবার খায়নি
গ) ব্যস্ততার কারণে
ঘ) খায়নি বলে
উ:ক
১৭. রানার কোনটিকে বেশি ভয় পায়?
ক দস্যুর আক্রমণ
খ) চিঠির বোঝা
গ) কালো রাত
ঘ) সূর্য ওঠা
উ:ঘ
১৮. 'রানার' কবিতায় নতুন খবর কোথায় পৌছাতে হবে?
ক) অগ্রগতির 'মেলে'
খ) শহরে
গ) ডাকঘরে
ঘ্) মানুষের কাছে
উ:ক
১৯. 'রানার' কবিতার শেষ চরণে কবি রানারকে উল্লেখ করেছেন –
ক) দুর্বার
খ) দুর্দম
গ) দুর্মর
ঘ) দুর্জয়
উ:খ
২০. 'চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠফোটা রোধ সেঁকে চামড়া উদ্দীপকের অনুভূতির সাথে রানারের জীবনের সাদৃশ্য হলো—
ক) দায়িত্বশীলতায়,
খ) দারিদ্র্যে
গ পেশার প্রয়োজনীয়তা
ঘ) নিরন্তর চেষ্টায়
উ:খ
২১. ‘ঝড়-বৃষ্টি-বন্যা কোনো কিছুই আদুভাইকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে পারে না।' =আদু ভাই ও রানার দুজনেই—
i. দায়িত্বশীল
ii. নিয়মানুবর্তী
iii. কর্মঠ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
চাকরি জীবনের দেড়যুগ পার করলেও সবুর কোনোদিন ছুটি কাটাননি। অফিসের সব কাজ নির্দিষ্ট সময়ে যথাযথভাবে সম্পন্ন করেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন কয়েকটি সম্মাননা পুরস্কার।
২২. উদ্দীপকের সবুরের মানসিকতায় 'রানার' কবিতার কোন চরণের মিল রয়েছে?
ক) রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে
খ) ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালোধোয়া
গ) হাতে লণ্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো
ঘ) অবাক রাতের তারারা, আকাশে মিটমিট করে চায়
উ:ক
২৩. উদ্দীপক ও 'রানার' কবিতায় প্রকাশিত হয়েছে—
i. কর্মমুখিতা
ii. দায়িত্বশীলতা
iii. প্রগতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পথের প্রান্তরে ছোটায় বহু তুফান।”
২৪. উদ্দীপকের ভাবার্থে 'রানার' কবিতার রানারের কোন দিকটি গুরুত্ব পেয়েছে?
ক) গতিশীলতা
খ) সেবাপরায়ণতা
গ) নির্ভীকতা
ঘ) কর্তব্যপরায়ণতা
উ:ক
২৫. উক্ত গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পেয়েছে যে চরণে—
i. কাজ নিয়েছে সে নতুন খবর আনার
ii. কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়
iii. আরও জোরে, আরও জোরে, এ রানার দুর্বার দুর্জয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:গ
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
২৬. উদ্দীপকে ‘রানার' কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) দায়িত্বশীলতা
খ) সময়ানুবর্তিতা
গ) উদারতা
ঘ) দেশপ্রেম
উ:ক
২৭. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিকটি নিচের যে চরণে পাওয়া যায়—
ক) রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,
খ) জীবনের সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে অল্প দামে
গ) স্বপ্নের মতো পিছে সরে যায় বন
ঘ) কী হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে
উ:গ
সৃজনশীল রচনামূলক
দৃশ্যকল্প-২: আবুল মিয়া একটি দোকানের কর্মচারী। নিয়মিত বেতন পায় । থাকা-খাওয়াসহ কোনো সমস্যা হয় না। মালিক প্রতিবছর বেতন বৃদ্ধি করেন। সেও সততা ও
পরিশ্রমের সাথে কাজ করে ।
ক. 'রানার' কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?
খ. ‘তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন'— এ কথা বলার কারণ ব্যাখ্যা করো ।
গ. দৃশ্যকল্প-১ এর সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ. “দৃশ্যকল্প-২ এর আবুল মিয়ার মতো সুবিধা পেলে রানারের জীবন সুখ-সমৃদ্ধিতে পূর্ণ থাকত।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
২.শফিক ঢাকায় একটি কোম্পানিতে নাইটগার্ডের চাকরি করে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তার ডিউটি। সারা রাত কোম্পানির মালামালের পাহারাদারির গুরুদায়িত্ব সে
বিশ্বস্ততার সাথে পালন করে। ছয় মাস পরপর সে ছুটিতে বাড়ি আসে। এ দিকে তার স্ত্রী-সন্তানেরা তার পথ চেয়ে বসে থাকে। কবে সে ফিরবে। স্বামীর কথা ভাবতে
ভাবতে তার স্ত্রীর কত নির্ঘুম রাত কাটে ।
ক. অবাক রাতের তারারা কীভাবে চায়?
খ. 'জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।’— চরণটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে শফিকের স্ত্রীর মধ্যে ‘রানার' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের শফিক 'রানার' কবিতার রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
৩. শাহেদ একজন হকার। প্রতিদিন সকাল হলেই সে খবরের কাগজ নিয়ে দ্বারে দ্বারে যায়। এটাকে সে অনেক বড়ো দায়িত্ব মনে করে। সে ঝড়বৃষ্টি উপেক্ষা করেও দায়িত্ব
পালন করে। এতে তার কোনো ক্লান্তি নেই। স্বল্প পারিশ্রমিকেও তার অসন্তুষ্টি নেই। সে মনে করে, টাকার চেয়ে দায়িত্ব বড়ো ।
ক. কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান?
খ. রানার প্রতিদিন কেন ছুটে চলে?
গ. উদ্দীপকে 'রানার' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘রানার' কবিতার মূলভাবের আংশিক রূপ।”— উক্তিটি মূল্যায়ন করো ।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url