মানুষ সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

মানুষ 

 কাজী নজরুল ইসলাম

তথ্যকণিকা(Information)

  • ১.কাজী নজরুল ইসলামের জন্ম ইংরেজি ১৮৯৯ সালের ২৪শে মে, ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ।
  • ২. কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন— ১৯১৭ সালে
  • ৩. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন— ১৯৭৬ সালের ২৯শে আগস্ট। 
  • ৪. 'মানুষ' কবিতায় কবি— সাম্যের গান গেয়েছেন ।
  • ৫. সব দেশে সবকালে ঘরে-ঘরে মানুষের আতি সৃষ্টিকর্তা। 
  • ৬. মন্দিরের দরজা বন্ধ করে দেয়-- পুরোহিত। 
  • ৭. পার্শ্ব (পথিক) না পেয়ে আছে - সাতদিন। 
  • ৮. ভুখারির পথজুড়ে আলে- ক্ষুধার মানিক।
  • ৯. মোল্লা হেসে কুটি কুটি হয়— শিরনির গোস্ত-রুটি বেঁচে যাওয়ায়। 
  • ১০. 'মানুষ' কবিতায় ভুখারির বয়স আশি বছর।

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.সিন্ধু হিন্দোল' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ক) উপন্যাস

খ) প্রবন্ধ প্র

গ) কাব্যগ্রন্থ

ঘ) নাটক

উ:গ

২.'ভ্যালা হলো দেখি প্যাঠা' – মোল্লা সাহেবের একথায় কোনটি প্রকাশ পায়?

ক) অবজ্ঞা

খ) ঘৃণা

গ) উপহাস

ঘ) বিরক্তি

উ:ঘ

৩.'সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা'- 'মানুষ' কবিতার উত্ত চরণে কী প্রকাশ পেয়েছে?

ক)  অভিমান,

খ)ক্ষোভ

গ) ঘৃণা

ঘ)  অনুযোগ

উ:খ

৪.'মানুষ' কবিতায় ভূখারির কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কী?

ক)  ক্লান্তি

খ) ক্ষুধা

গ) বার্ধক্য

ঘ) ঘৃণা

উ:খ

৫. 'মানুষ' কবিতায় কবি কার চেয়ে বড়ো কিছু নেই বলেছেন?

ক) ধর্মের

খ) গোত্রের

গ) মানুষের

ঘ) বর্ণের

উ:গ

৬.'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান' 'মানুষ' কবিতার এ চরণে কী প্রকাশ পেয়েছে?

ক) বর্ণবৈষম্য

খ) সাম্যবাদ

গ) জাতিভেদ

ঘ) অসাম্প্রদায়িকতা

উ:খ

৭.'সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি' - এখানে 'তিনি' বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) সাম্যবাদী চেতনার মানুষকে 

খ) জগতের সৃষ্টিকর্তাকে

গ) ধর্ম প্রচারকদের

ঘ) পরম আত্মীয়স্বজনকে

উ:খ

৮.'মানুষ' কবিতায় যখন ‘ভূখারি' মন্দিরে গিয়েছিল, তখন পূজারি কী করছিল?

ক)  ঘুমাচ্ছিল

খ) পূজা করছিল

গ)  হাসছিল

ঘ) দান করছিল

উ:ক

৯.'ক্ষুধার ঠাকুর, দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো'—উক্তিটি কার?

ক)  পূজারির

খ) কবির

গ) মোয়ার 

ঘ) মুসাফিরের

উ:ঘ

১০. তাহলে শালা সোজা পথ দেখ'-এর বাক্যে প্রকাশ পায়--

ক)  ঘৃণা

খ) বিরক্তি

গ) ক্ষোভ

ঘ) অকৃতজ্ঞতা

উ:ক

১১. 'পেটটি ভরে পায় না খেতে, বুকের ক'খান হাড়/ সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার পঙ্ক্তিটিতে 'মানুষ' কবিতার কার প্রতিচ্ছবি রয়েছে?

ক)  ভুখারি

খ) পুরোহিত

গ) মোল্লা

ঘ)  ঠাকুর

উ:ক

১২. 'মানুষ' কবিতায় স্বার্থপর কে?

ক) মোল্লা সাহে

খ) গজনি মামুদ

গ) ভূখারি

ঘ) কালাপাহাড়

উ:ক

১৩. 'মানুষ' কবিতায় আজারির চিন গায়ে কে এসেছিল?

ক)  সাধু সন্ন্যাসী

খ) পাি

গ) মুসাফির

ঘ) কালাপাহাড়

উ:গ

১৪. মোল্লা ক্ষিপ্ত হয়ে ভূখারিকে কোথায় গিয়ে মরতে বলেছে? 

ক) ভাগাড়ে

খ) জাহান্নামে

গ) গো-ভাগাড়ে

ঘ)  পথেঘাটে

উ:গ

১৫.'ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়' - এ বক্তব্যে ভূখারির কোন মনোভাব প্রকাশ পায়? 

ক)  প্রতিবাদ

খ) অসহায়ত্ব

গ) ধিকার 

ঘ) ফরিয়াদ

উ:ঘ

১৬. 'মানুষ' কবিতায় চেঙ্গিস খানকে কীসের প্রতীক ভাবা হয়েছে?

ক) প্রতিবাদের

খ) বিচারকের

গ) কল্যাণের

ঘ) ধ্বংসের

উ:ঘ

১৭. “মানুষ” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

ক) অগ্নিবীণা

খ) সাম্যবাদী

গ) চক্রবাক

ঘ) ছায়ানট

উ:খ

১৮. ‘মানুষ' কবিতায় ভুখারির অনুভূতিতে ধরা পড়েছে—

i. হতাশা

ii. ক্ষোভ

iii. ঘৃণা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

১৯. 'মানুষ' কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যোদ্ধাদের আহ্বান করেছেন-

i. ইতিহাসবিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য 

ii. উপাসনালয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 

iii. ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

“তোমাতে রয়েছে সকল কেতার সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের দেবতার।” 

২০. কবিতাংশটি ‘মানুষ' কবিতার কোন ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ?

ক)  সামাজিক দায়বদ্ধতা

খ) মানুষের শ্রেষ্ঠত্ব

গ)  প্রতিবাদী চেতনা

ঘ) স্রষ্ঠার মাহাত্ম্য 

উ:খ

২১. উক্ত ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? 

ক) মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান । 

খ) সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতী । 

গ) সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা । 

ঘ) তোমার মিনারে চরিয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। 

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

'সব লোকে কয় লালন কী জাত সংসারে, লালন কয় জাতের কীরূপ দেখলাম না এনজরে।

 ২২. উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে যে চরণের—

ক) তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি 

খ) মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান

গ) মন্দির পূজারির, হায় দেবতা, তোমার নয়

ঘ)  তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়! 

উ:খ

২৩. উদ্দীপক ও 'মানুষ' কবিতায় প্রকাশ পেয়েছে---

i. অসাম্প্রদায়িকতা

ii. সাম্যবাদ 

iii. মানুষের শ্রেষ্ঠত্ব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বিশিষ্ট শিল্পপতি মল্লিক সাহেব কোরবানির ইদে বিশাল দুটি গোরু কিনে কুরবানি দেন। কিন্তু দরিদ্ররা মাংস চাইতে এলে দারোয়ান তাদের তাড়িয়ে দেয়। বিরাট গেটের বাইরে থেকে তারা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভিতরে ঢোকাতে এবং নিজ হাতে তিনি তাদের মাঝে মাংস বিতরণ করেন। 

২৪. উদ্দীপকে দারোয়ানের আচরণ 'মানুষ' কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়।

খ) গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা

গ) তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি 

ঘ) মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়

উ:খ

২৫. উদ্দীপকের মল্লিক সাহেবের কাজে 'মানুষ' কবিতার যে প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, তা হলো-

i. সাম্য প্রতিষ্ঠা

ii. শ্রেণিভেদ বোধ

iii. বর্ণপ্রথা বিলোপ

নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

সৃজনশীল রচনামূলক

১. 
  • (i) মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি। 
  • (ii) মোরা এক বৃত্তে দুট কুসুম হিন্দু-মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তার প্রাণ। 
        এক সে আকাশ মায়ের কোলে যেন রবি-শশী দোলে,
        এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।
ক. 'আজারি' শব্দের অর্থ কী?
খ. কবি ভজনালয়ের সব তালা দেওয়া ঘর ভেঙে ফেলতে বলেছেন কেন? 
 গ. উদ্দীফকের (i) অংশের সঙ্গে 'মানুষ' কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। 
 ঘ. “উদ্দীপকের দ্বিতীয় অংশই 'মানুষ' কবিতার বর্ণিত কবি চেতনার যথার্থ বহিঃপ্রকাশ।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
 ২. হাশরের দিন খোদা বলিবেন, 'হে আদম সন্তান,
আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি করো নাই দান।'
 মানুষ বলিবে, 'তুমি জগতের প্রভু,
আমরা তোমারে কেমনে খাওয়াব, সে কাজ কি হয় কভু?' 
বলিবেন খোদা, 'ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে মোর কাছে ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে।'
ক. ‘মানুষ' কবিতায় কবি কালাপাহাড়কে আহ্বান জানিয়েছেন কেন? 
 খ. ‘তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি'- চরণটিতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের 'আদম সন্তান' 'মানুষ' কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘মানুষ' কবিতার মূলভাবের ধারক।”— বিশ্লেষণ করো। 
৩. কাহারে করিছ ঘৃণা ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারই বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষতবিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ-ভজনালয় ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। 
ক. 'পান্থ' শব্দের অর্থ কী?
খ. 'ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়'— চরণটির দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. কবিতাংশের ভাব 'মানুষ' কবিতার যে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ভাবটুকু কার্যকরী করার লক্ষ্যে 'মানুষ' কবিতায় কবি যে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন তা বর্ণনা করো। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url