আশা সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


আশা

 সিকানদার আবু জাফর

তথ্যকণিকা(Information)

  • ১. সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন— ১৯১৯ সালের ১৯ মার্চ। 
  • ২. মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে অনুপ্রাণিত করতে সিকান্দার আবু জাফর— 'আমাদের সংগ্রাম চলবেই চলবে' গানটি লেখেন । 
  • ৩. সিকান্দার আবু জাফরের প্রথম কাব্যগ্রন্থ— তিমিরান্তিক। 
  • ৪. সিকান্দার আবু জাফর সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ— বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন।
  • ৫. কবি হারাতে চান সেখানে যেখানে মানুষ বিত্ত-সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না ।
  • ৬. কবি সেখানে হারাতে চান - যেখানে মানুষ অল্পতেই তুষ্ট থাকে।
  • ৭. জীবনের মহত্ত্ব নিহিত থাকে 
  • ৮. 'আশা' কবিতাটির রচয়িতা – 
  • ৯. জীর্ণ ঘরে বসবাস করেও মানুষকে ভালোবাসার মাঝে। সিকানদার আবু জাফর। প্রকৃত মানুষেরা সুখী।
  • ১০. প্রকৃত মানুষদের দিন কাটে তুচ্ছ নিয়ে আনন্দ অবগাহনে।

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.আশা কবিতার কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে।

ক) জীর্ণ বেড়ার ঘরে 

খ)  দূরাশার গ্লানিতে 

গ) প্রতিবেশীর আঁধার ঘরে

ঘ) সারা দিনের পরিশ্রমে

উ:ক

২.'আশা' কবিতা অনুসারে মানুষের --

ক) যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে 

খ) বিত্ত-সুখের দুর্ভাবনায়

গ) জীর্ণ বেড়ার ঘরে 

ঘ) সম্পদের অভাবে আয়ু কমে

উ:খ

৩. শুধালো সেজন, 'সাগর হইতে কে অধিক ধगान
জ্ঞানী বলে, 'বাছা, তুষ্ট হৃদয় তারো চেয়ে পরীরা।
চরণ দুটির ভাবের সাথে তোমার পাঠ্য কোন কবিতার ভাবের মিল আছে।

ক) জীবন-সঙ্গীত

খ) আশা

গ) রানার

ঘ) পল্লিজননী

উ:খ

৪. কবি কীসের অন্তরালে হারিয়ে যেতে চান? 

ক)  প্রকৃতির

খ) কান্না-হাসির

গ) মানবিকতার

ঘ) ভালোবাসার

উ:খ

৫. অখিলচন্দ্র সমুদ্রের মোহে না থেকে সাধারণ জীবনযাত্রার প্রতি অনুর। উদ্দীপকের অখিলচন্দ্রের মনোভাবে 'আশা' কবিতার কোন ভাব ধরা পড়েছে। 

ক)  নির্মোহ

খ)  মনুষ্যত্ববোধ

গ) ত্যাগ

ঘ) সাম্যবাদ

উ:ক

৬.কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে--

ক) আঁধার ঘরে

খ) কান্না-হাসির জগতে

গ) জীর্ণ বেড়ার ঘরে

ঘ) ছোট্ট কুঠিরে

উ:গ

৭.সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কী ছিলেন?

ক) কৃষিজীবী ও  সাংবাদিক

খ)  শিক্ষক ও বুদ্ধিজীবী

গ) চিকিৎসক ও ব্যবসায়ী

ঘ) কৃষিজীবী ও ব্যবসায়ী

উ:ক

৮.কবি সিকান্দার আবু জাফর পেশায় কী ছিলেন?

ক) অধ্যাপক

খ) সম্পাদক

গ) সাংবাদিক

ঘ) গবেষক

উ:গ

৯.আশা কবিতায় ‘সোনা-রূপায় পাহাড়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বিত্ত-সুখ

খ) আয়ু,

গ) সম্পদ

ঘ) পোভ

উ:ক

১০. 'আশা' কবিতায় কবির দৃষ্টিতে মানুষের আয়ু কমায়-

ক) সারাদিনের পরিশ্রম

খ) দুরাশা গ্লানি

গ) দীনতা ও সংশয়

ঘ) বিত্ত-সুখের দুর্ভাবনা

উ:ঘ

১১.'প্রতিবেশীর আঁধার ঘরে জ্বলতে পারে আলো – কারা আলো জ্বলতে পারে?

ক) ধনীরা

খ) আত্মীয়রা

গ) শিক্ষিতরা

ঘ) দরিদ্র মানুষেরা 

উ:ঘ

১২. 'যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই।'- 'আশা' কবিতায় 'তুচ্ছ' শব্দ দ্বারা কী বোঝান হয়েছে? 

ক) খারাপ

খ) পরিত্যক্ত

গ)  অবাঞ্ছিত

ঘ) সামান্য

উ:ঘ

১৩. সারা দিন বনে বনে কাঠ কাটি। সেই কাঠ বাজারে বেচি। যা পাই, তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি। মনের সুখে খেয়েদেয়ে পান পাইতে গাইতে শুয়ে পড়ি। এক ঘুমে রাত কাবার । উদ্দীপকের ভার নিচের কোন অংশে প্রতিফলিত হয়েছে? 

ক) বিত্ত-সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না

খ) যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো 

গ) যেথায় লোকে সোনা-রূপায় পাহাড় জমায় না

ঘ) যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই

উ:ঘ

১৪. 'আশা' কবিতায় সুখী মানুষের মনে কী নেই?

ক) ইচ্ছা

খ) হতাশা

গ) সুখ

ঘ) দীনতা

উ:ঘ

১৫. 'আশা' কবিতার কবি কীসের অন্তরালে হারিয়ে যেতে চান?

ক)  নিশুত রাতের

খ)  বিত্ত-সুখের

গ) আঁধার ঘরের

ঘ) কান্না-হাসির

উ:ঘ

১৬. 'আশা' কবিতায় কবির প্রত্যাশা নয় কোনটি?

ক) নির্ভাবনায় থাকা

খ) জ্ঞানবান হওয়া

গ) মানুষের কাছে যাওয়া

ঘ) সংশয়মুক্ত থাকা

উ:খ

১৭. 'আশা' কবিতায় বিত্ত-সুখের দুর্ভাবনায় কী কমে যায়?

ক) পারস্পরিক সম্প্রীতি

খ)  রাতের ঘুম

গ) ভালোবাসার অনুভূতি

ঘ) মানুষের আয়ু

উ:ঘ

১৮. বিত্ত-সুখের দুর্ভাবনা বলতে কৰি বুঝিয়েছেন-

i. সম্পদের জন্য চিন্তা না করা

ii. অধিক অর্থের লোভ

iii. সম্পদ ও সুখের জন্য হাহাকার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর
আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।'

১৯. উদ্দীপকে 'আশা' কবিতার কোন দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে?

ক) নিজের ক্ষতি সাধন করা

খ)  শত্রুতা ছেড়ে দেওয়া

গ) পরার্থে কাজ করা

ঘ) অন্যের জন্য ঘর বাঁধা

উ:গ

২০. উদ্দীপক ও 'আশা' কবিতার কবির চিন্তার ঐকতান হলো-

i. প্রতিবেশীর প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করা

ii. মানুষকে ভালোবাসায় প্রকৃত সুখ নিহিত

iii. মানুষকে সাহায্য করাই মনুষ্যত্ব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:গ

সৃজনশীল রচনামূলক

১. রিকশাচালক মহব্বত আলি প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করে যে টাকা আয় করে তা দিয়েই তার সংসার চলে। তার কোনো বাড়তি চাহিদা নেই; সংসারে সুখের কোনো অন্ত নেই। প্রতিরাতেই সে নিশ্চিন্তে মনের সুখে ঘুমিয়ে যায়। 
ক. কবি সিকানদার আবু জাফর পেশায় কী ছিলেন?
খ. বিত্ত সুখের ভাবনাহীন মানুষেরা সংশয়হীন কেন?
গ. উদ্দীপকের মহব্বত আলির জীবনের কোন দিকটির সাথে 'আশা' কবিতার কবির চাওয়ার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. “উদ্দীপকের মহব্বত আলির জীবনে 'আশা' কবিতার কবির প্রত্যাশা সামগ্রিক দিক প্রতিফলিত হয়নি।”— মন্তব্যটি যথার্থ কি না আলোচনা করো ।
২. 
  • স্তবক ১: সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ সংসারে গড়িব এক নতুন সমাজ
                        মানুষের মাঝে কভু রবে না বিচ্ছেদ— সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ ।
  • স্তবক ২: ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, 
                        পেটুক বলছে আরও খাবার দাও। শুধু দাও আর দাও।
ক. 'আশা' কবিতাটি কে লিখেছেন?
খ.নির্ভাবনায় মানুষের ঘুমিয়ে থাকা' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে স্তবক ১-এর ভাবার্থ 'আশা' কবিতার যে দিকটিকে ইঙ্গিত করে তা বর্ণনা করো ।
ঘ. “উদ্দীপকে স্তবক ২-এর বক্তব্য 'আশা' কবিতার কবির প্রত্যাশার বিপরীত সত্তারই প্রকাশ।” — মন্তব্যটির যৌক্তিকতা যাচাই করো। 
৩. জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠেছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান । কারও মনেই শান্তি নেই।বিত্ত-বৈভব অর্জন করা আর বিত্ত সুখের দুর্ভাবনায় মানুষের আয়ু কমে যাচ্ছে।
ক. 'আশা' কবিতাটি কে লিখেছেন?
খ. বিত্ত সুখের ভাবনাহীন মানুষেরা সংশয়হীন কেন?
গ. উদ্দীপকে ‘আশা' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। 
ঘ. উদ্দীপকটিতে কি ‘আশা' কবিতার মূলকথাই ফুটে উঠেছে? উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে বিশ্লেষণ করো।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url