আমি কোনো আগন্তুক নই সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



আমি কোনো আগন্তুক নই 

আহসান হাবীব

তথ্যকণিকা(Information)

  • ১.আহসান হাবীব জন্মগ্রহণ করেন— ১৯১৭ সালের ২রা জানুয়ারি। 
  • ২.আহসান হাবীবের কবিতাকে ব্যঞ্জনা দিয়েছে— গভীর জীবনবোধ ও আশাবাদ।
  • ৩.আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা – পাঠকচিত্তে মধুর আবেশ সৃষ্টি করে।
  • ৪.আহসান হাবীবের কবিতায় রয়েছে— বৈষম্যের বিরুদ্ধে ও মানবতার সপক্ষের বক্তব্য ।
  • ৫.আসমানের তারাকে সাক্ষী করে কবি বলছেন— তিনি কোনো আগন্তুক নন।
  • ৬. কবি কার্তিকের ধানের মঞ্জুরীসহ তার চিরোল পাতাকে সাক্ষী মেনেছেন।
  • ৭.কবি চেনেন জমিলার মা'র- শূন্য খাঁ খাঁ রান্নাঘর। 
  • ৮.কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকেই— সাক্ষী বলে। 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির গায়ে কী লেগে আছে?

ক) শিশির

খ) জমিনের ফুল

গ) ধানের মঞ্জরী

ঘ) মাটির সুবাস

উ:ঘ

২.“আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা?

ক) সরুপথ

খ) ডুমুরের ডাল

গ) নিশিন্দার ছায়া

ঘ) ধানের মঞ্জরী

উ:গ

৩.এই বলে মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক।'পদ্ধতিটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? 

ক)  আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে

খ) সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা 

গ) গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি 

ঘ) খোদার কসম আমি ভিনদেশি পথিক নই।

উ:ঘ

৪. 'আমি কোনো আগন্তুক নই'— কবিতার কবির অস্তিত্বে কী গাঁথা আছে?

ক) নদীর কিনার 

খ) জলজ বাতাস 

গ) কার্তিকের ধান

ঘ) স্নিগ্ধ মাটির সুবাস

উ:ক

৫. আমি ছিলাম এখানে'- কবি ‘এখানে' বলতে কী বোঝাতে চেয়েছেন?

ক) বাঁশ বাগানকে

খ) নিশিন্দার ছায়াকে

গ) স্বদেশকে

ঘ) পুবের পুকুরকে

উ:গ

৬.'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কেন?

ক) শাশ্বত অবস্থানের গুরুত্বে

খ) রাতের আলো দেয় বলে 

গ) আকাশে মিটিমিটি জলে বলে

ঘ) কবির খুব পছন্দের বলে

উ:ক

৭.'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী  করেছেন? 

ক) ধানের ক্ষেত

খ) নদী

গ) পুকুর

ঘ) আকাশ

উ:গ

৮. ‘আমি কোনো আগন্তুক নই'— কবিতায় উল্লিখিত মাছরাঙা কোন গাছে বসে আছে?

ক) জারুল

খ) জামরুল 

গ) ডুমুর

ঘ) হিজল

উ:গ

৯. 'আমি কোনো আগন্তুক নই'— কবিতায় স্থির দৃষ্টি কার? 

ক) মাছরাঙার

খ) জমিলার মা'র

গ) কদম আলীর

ঘ) জোনাকির

উ:ক

১০. আমি ছিলাম এখানে— এখানে থাকার নাম সবত্রই থাকা— কবি কোন নিয়মে সর্বত্র থাকেন ?

ক)  প্রকৃতির

খ)  সময়ের

গ) স্বাভাবিক

ঘ) স্বাপ্নিক

উ:ঘ

১১. 'আমি কোন আগন্তুক নই' কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে?

ক) আশ্বিন

খ) কার্তিক

গ) অগ্রহায়ণ

ঘ) পৌষ

উ:খ

১২. ‘আমি কোনো আগন্তুক নই' কবিতায় অকাল বার্ধক্যে নত কে?

ক) ভিনদেশি পথিক

খ) জমিলার মা

গ) কদম আলী

ঘ) অবোধ বালক

উ:গ

১৩.“মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস'— এ চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? 

ক) দেশপ্রেম

খ) মর্ত্যপ্রীতি

গ) নিসর্গপ্রেম

ঘ)  আত্মতৃপ্তি

উ:ক

১৪. 'জমিলার মা'র শূন্য খাঁ খাঁ রান্না ঘর' কীসের প্রতীক?

ক) গ্রামবাংলার রান্নাঘর

খ) গ্রামবাংলার সাধারণ মানুষ

গ) গ্রামবাংলার অনাহারী মানুষ

ঘ)  দারিদ্র্যপীড়িত গ্রামবাংলা

উ:গ

১৫. মৃত্তিকাসংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতায়?

ক) সেইদিন এই মাঠ

খ) আমি কোনো আগন্তুক নই

গ) সাহসী জননী বাংলা

ঘ) আমার পরিচয়

উ:খ

১৬. “আমি কোনো আগন্তুক নই' কবিতায় জমিলার মা, কে?

ক)  কবির আত্মীয়

খ) কবির পরিচিতজন

গ) কবির গৃহপরিচারিকা

ঘ) কবির অনাত্মীয়

উ:খ

১৭. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় ফুটে উঠেছে—

ক)  শিকড়ের প্রতি কবির বিশ্বস্ততা

খ)  বিদেশের প্রতি অনাগ্রহ -

গ) দেশের প্রতি কবির বৈরাগ্য 

ঘ) জন্মভূমিকে উপলব্ধি করা 

উ:ক

১৮. কৰি অভ্যাগত না হওয়ার কারণ- 

i. জমিনের ফুল এ দাবির সাক্ষী

ii. স্থির দৃষ্টি মাছরাঙা কবিকে চেনে

iii. কবি একটি সাহিত্য পত্রিকার সম্পাদক 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

১৯. কবি আহসান হাবীবের অস্তিত্বে গাঁথা — 

i. ধানের ক্ষেত

ii. সরু পথ

iii. ধু ধু নদীর কিনার 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও: '

এই বলে মোর নাম খ্যাত হোক

আমি তোমাদেরই লোক।'

২০. উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবের মিল লক্ষ করা যায়?

ক) স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো 

খ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা 

গ) আমার পরিচয়

ঘ) আমি কোনো আগন্তুক নই

উ:ঘ

২১.উক্ত ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

ক) গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি 

খ) আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে

গ) খোদার কসম আমি ভিনদেশি পথিক নই

ঘ) সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা

উ:গ

সৃজনশীল রচনামূলক

১. সুমন ও মামুন ঢাকায় বসবাস করে। বহু বছর পর সুমন বাড়ি ফিরলে গ্রামের লোকজন উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। সুমন স্কুল বন্ধু ফরিদকে জড়িয়ে ধরে। 
খোঁজখবর নেয়। তার ক্লান্ত চোখের চাহনি দেখে মর্মাহত হয়, বাড়ির আমগাছে টিয়া-শালিক দেখে রোমাঞ্চিত হয়। অথচ মামুনের বাড়ি ফেরার সময়ই হয়ে ওঠে না।
 কল্পনায় সে জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও শহুরে চাকচিক্যকে জীবনের অনুষঙ্গ করে নিয়েছে। ক. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন মাসের উল্লেখ আছে? 
খ. কদম আলী অকাল বার্ধক্যে নত কেন? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের সুমনের ভাবনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনার কোন দিকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। 
 ঘ. উদ্দীপকের মামুন জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনার সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে কি? মতামত দাও ।
২. বহুদিন পরে মনে পড়ে আজি পরিমায়ের কোল, ঝাউশাখে সেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।
 কুলের কাঁটার আঘাত সহিয়া কাঁচা-পাকা কুল খেয়ে,  অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালি মেয়ে।
ক. কদম আলী কীসে নত?
খ. “খোদার কসম আমি ভিনদেশি পথিক নই'- কবি কেন কসম করেছেন?
গ. উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সমগ্ৰভাব প্রকাশিত হয়নি।”— যুক্তিসহ বিশ্লেষণ করো।
৩. 'নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। 
ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর।
 ক. কবি আহসান হাবীব এর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
খ. 'দু'পাশে ধানের ক্ষেত-আমার অস্তিত্বে গাঁথা'-এ চরণগুলো দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কোন দিকটি উপস্থিত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূলভাবকে স্পর্শ করে কি? যৌক্তিক বিশ্লেষণ করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url