আমার পরিচয় সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



আমার পরিচয়

সৈয়দ শামসুল হক

তথ্যকণিকা(Information)

  • ১.সৈয়দ শামসুল হকের জন্ম- ২৭শে ডিসেম্বর ১৯৩৫ সালে। 
  • ২. সৈয়দ শামসুল হক পেশায় ছিলেন— সাংবাদিক।
  • ৩. কবি বাংলায় জন্মেছেন— বাংলায় কথা বলেন ।
  • ৪. কবির চলার চিহ্ন পড়ে— পলিমাটির কোমলে।
  • ৫. কবি বিভেদের রেখা মুছে আঁকতে চেয়েছেন— সাম্যের ছবি। 
  • ৬. কবি পিছনে ফেলে এসেছেন হাজার চরণচিহ্ন ।
  • ৭. চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন।
  • ৮. 'আমার পরিচয়' কবিতায় আমি বলতে বোঝানো হয়েছে— সমগ্র বাঙালি জাতিকে।
  • ৯. বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে আছে— সমৃদ্ধ ইতিহাস।
  • ১০. বৌদ্ধ কবিরা ছিলেন— সহজিয়াপন্থি।
  • ১১. 'আমার পরিচয়' কবিতায় আছে— বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি ।
  • ১২. চর্যাপদে আছে— বাঙালির অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয়।
  • ১৩. পাল আমলে - চিত্রকলার অভূতপূর্ব বিকাশ ঘটে
  • ১৪. বৌদ্ধ বিহারগুলো ছিল বিখ্যাত — জ্ঞানচর্চাকেন্দ্র।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়? 

ক) সমাজবিরোধী আন্দোলনের জন্য

খ) চট্টগ্রামের স্বাধীনতার ঘোষণার জন্য

গ) নীল বিদ্রোহে জড়িত থাকার জন্য

ঘ) ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য

উ:ঘ

২.'আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে।'- এখানে 'জয় বাংলার বজ্রকন্ঠ' বলতে বাঙালির কোন বৈশিষ্ট্য বোঝানো হয়েছে? 

ক) সাংস্কৃতিক ঐতিহ্য ও সমৃদ্ধি

খ) অদম্য রাজনৈতিক প্রতিষ্ঠা

গ) আবহমান সংগ্রামী চেতনা

ঘ) ঐক্য ও সংহতির শক্তি

উ:ঘ

৩."আমার পরিচয়' কবিতায় 'সওদাগরের ডিঙার বহর' কোন পরিচয় বহন করে? 

ক) নদীমাতৃক বাংলা

খ) বাণিজ্যিক ঐতিহ্য

গ)ঐশ্বর্যময় বাংলা

ঘ) মুসলিম ঐতিহ্য

উ:খ

৪. 'আমার পরিচয়' কবিতার শেষ চরণে কবি কীসের ছবি আঁকার প্রতিজ্ঞ করেছেন? 

ক) দেশমাতৃকার 

খ) শান্তির

গ) সাম্যের

ঘ) কল্যাণের

উ:গ

৫.'আমার পরিচয়' কবিতায় কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষঙ্গটি ব্যবহার করেছেন?

ক) বরেন্দ্র ভূমির সোনা মসি

খ) পাহাড়পুরের বৌদ্ধবিহার 

গ) জোড়-বাংলার মন্দির-বেদি

ঘ)  পালযুগ নামের চিত্রকলা

উ:খ

৬. সৈয়দ শামসুল হকের 'পায়ের আওয়াজ পাওয়া যায়।' কোন ধরনের রচনা?

ক) গল্প

খ) নাটক

গ) উপন্যাস

ঘ) প্রব

উ:খ

৭. চর্যাপদের পাণ্ডুলিপি কে আবিষ্কার করেন ? 

ক) হাজী শরীয়ত

খ) হরপ্রসাদ শাস্ত্রী

গ) দক্ষিণারঞ্জন মি

ঘ) অবন ঠাকুর

উ:খ

৮.হাজী শরিয়ত উল্লাহর আন্দোলনকে 'ফরায়েজি আন্দোলন' বলার কারণ--

ক) ব্রিটিশ-বিরোধী আন্দোলন

খ) ধর্মাশ্রয়ী কুসংস্কার-বিরোধী আন্দোলন 

গ) সামাজিক কুসংস্কার-বিরোধী আন্দোলন

ঘ) রাজনৈতিক সংস্কার-বিরোধী আন্দোলন

উ:খ

৯.'বৃষ্টি ও বিদ্রোহীগণ' সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা? 

ক) উপন্যাস

খ) শিশুতোষ

গ) কাব্যগ্রন্থ

ঘ)  উপন্যাস

উ:ক

১০. 'সওদাগরের ডিঙার বহর' কোন ঐতিহ্যের ধারক?

ক)  শিল্পের

খ)  বিদ্রোহের

গ) ব্যাবসা-বাণিজ্যের

ঘ) চিত্রকলা

উ:গ

১১. 'আমার পরিচয়' কবিতায় উল্লিখিত 'কমলার দীঘি' কী?

ক) পালাগান

খ) দেবালয়

গ) প্রত্নতত্ত্ব

ঘ) সরোবর

উ:ক

১২. 'এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে। – চরণে 'দেউল' শব্দের অর্থ কী? 

ক) পৃথিবী

খ) দেবালয়

গ) স্বৰ্গ

ঘ) মন্দির

উ:খ

১৩. মুক্তিযুদ্ধের সময়ে 'জয়বাংলা' স্লোগান কীসের প্রতীক? 

ক) ঐক্য ও সংহতির

খ)  ত্যাগের ও মহিমার

গ) সংগ্রাম ও গ্রহণের

ঘ) ক্ষমার ও বিদ্রোহের

উ:ক

১৪. 'আমার পরিচয়' কবিতায় 'বাঙালির বীজমন্ত্র বলতে কী বোঝানো হয়েছে?

ক) বাঙালির ঐতিহ্য-গৌরব

খ)  বাঙালির সংস্কৃতি-ইতিহাস

গ) বাঙালির মূল প্রেরণা

ঘ) বাঙালির প্রতিবাদী চেতনা

উ:গ

১৫. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এটি হলো বাঙালির-

ক) চেতনা

খ) মূলমন্ত্র

গ) ঐতিহ্য

ঘ) বীজমন্ত্র

উ:ঘ

"কালো আর ধলো বাহিরে কেবল

ভিতরে সবার সমান রাঙা'

১৬. উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতার কোন দিক ফুটে উঠেছে?

ক) সাম্যবাদ

খ) প্রেরণা

গ) প্রতিবাদ

ঘ) দেশপ্রেম

উ:ক

১৭. 'আমার পরিচয়' কবিতার শেষ চরণে কবি কীসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন? 

ক) দেশমাতৃকার

খ) শান্তির

গ) সাম্যের

ঘ) কল্যাণের

উ:গ

১৮. বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লিখিত কবিতাটি হলো—

ক) কপোতাক্ষ নদ

খ) আমার পরিচয়

গ) পরিমনী

ঘ) সেইদিন এই মাঠ

উ:খ

১৯. 'আমার পরিচয়' কবিতায় 'জয় বাংলার বজ্রকণ্ঠ কার?

ক) সূর্য সেন

খ)  বস্তাবন্ধু

গ) জয়নুল

ঘ) ঈশা খাঁ

উ:খ

২০.হাজী শরীয়ত উল্লাহ কীসের বিরুদ্ধে সোচ্চার হন? 

ক) বিদেশি শাসন-শোষণ

খ)  ধর্মীয় কুসংস্কার

গ) জমিদারদের অত্যাচার

ঘ) সাম্প্রদায়িক শক্তি

উ:খ

২১. ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন কে? 

ক)  তিতুমীর

খ)  হাজী শরীয়ত

গ) জয়নুল

ঘ) ঈশা খাঁ

উ:খ

২২. 'আমার পরিচয়' কবিতায় কীসের সাথে ধর্মীয় চেতনা যুক্ত?

ক)  কৈবর্ত বিদ্রোহ

খ) সার্বভৌম বারোভূঁইয়া

গ) ফরায়েজি আন্দোলন

ঘ) রাষ্ট্রভাষা আন্দোলন

উ:গ

২৩.“আমার পরিচয়' কবিতা অনুযায়ী বাঙালি জাতির টিকে থাকার কারণ—

ক) ঐক্যবদ্ধতা ও সৌন্দর্যবোধ 

খ) ঐতিহ্যের প্রতি সম্মান

গ) দেশপ্রেম ও জাতীয়তাবোধ 

ঘ)  মানবতা ও সাম্যের বোধ

উ:ঘ

২৪. কবি সৈয়দ শামসুল হকের মতে বাঙালি জাতির বীজমন্ত্রে নিহিত আছে—

i: ঐক্য

ii. শৌর্য

iii. সাম্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:খ

২৫. ‘আমার পরিচয়' কবিতায় 'আউল' বলতে বোঝানো হয়েছে— 

i. পথিককে

ii. আউলিয়াকে

iii. সংসার বিরাগী ব্যক্তিকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:খ

২৬. 'আমার পরিচয়' কবিতায় কবি আমাদের লোক-সাহিত্যের ঐতিহ্য বোঝাতে উল্লেখ করেছেন— 

i. কমলার দীঘি

ii. মহুয়ার পালা

iii. চর্যাপদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

২৭. 'আমার পরিচয়' কবিতায় বাঙালি জাতির বীজমন্ত্র--

i. সাম্যবাদিতা

ii. অসাম্প্রদায়িকতা

iii. প্রতিবাদী সত্তা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ভৃত্য চড়িল উটের পিষ্ঠে উমর ধরিল রশি,

মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শমী। 

২৮. উদ্দীপকের ভাববস্তুটি 'আমার পরিচয়' কবিতার কোন চরণের মধ্যে ফুটে উঠেছে?

ক) আমিতো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে 

খ) চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে 

গ)  আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে

ঘ)  সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই 

উ:ঘ

২৯. উদ্দীপক ও উক্ত চরণের ভাববস্তু হলো—

i.মানবতাবাদ

ii. সাম্যবাদ

iii. বাস্তববাদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

সৃজনশীল রচনামূলক

১. দৃশ্যকল্প-১: সেই বাংলাদেশের ছিল সহস্রের একটি কাহিনি
কোরানে পুরাণে শিল্পে, পালা-পার্বণের ঢাকেঢোলে আউল বাউল নাচে; পুণ্যাহের সানাই রঞ্জিত
রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়, মাঝি পাল তোলে, তাঁতি বোনে,
দৃশ্যকল্প-২: তারপর। তারপর নদীর স্রোত বয়ে চলল ।
কখনো ধীরে কখনো জোরে। কখনো মিষ্টি
মধুর ছন্দে। সব মিলে হাজার বছর ধরে চলছে
বাঙালির পথচলা । নিরন্তর এ পথচলা
কে একই চেতনা থেকে উৎসারিত। 
ক. বাঙালি জাতির বীজমন্ত্রটি কী?
খ. 'আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। '— বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. দৃশ্যকল্প-১ ‘আমার পরিচয়' কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ বাঙালি জাতিসত্তার প্রবহমানতাকে সমর্থন করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
 ২. বাঙালির ঐতিহ্য হাজার বছরের। চিত্রকলা, নাট্যকলা, সংগীতকলা ইত্যাদিতে বাংলার সংস্কৃতি সমৃদ্ধ। বিদ্রোহে বাঙালির ইতিহাস বীরত্বপূর্ণ। বহু প্রাচীনকাল থেকেই 
আমরা শত্রুদের সাথে যুদ্ধ করে টিকে আছি। ইংরেজদের অত্যাচার, পাকিস্তানিদের নিষ্ঠুর হত্যাযজ্ঞ সব অনাচারকে শক্তি, সাহস ও মনোবল দিয়ে প্রতিহত করেছি।
 লাখো শহিদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
ক. চর্যাপদের আবিষ্কারক কে?
খ. এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে’—ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকে ‘আমার পরিচয়' কবিতার কোন ভাবটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলার ঐতিহ্যই আমার পরিচয়'— উদ্দীপক ও 'আমার পরিচয়' কবিতা অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো ।
৩. উদ্দীপক-১: গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিষ্টান ।
উদ্দীপক-২: আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলয় খুঁজে পাই। আইডিয়াল অ্যান্ত কলেজ
ক. বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শনের নাম কী? 
খ. 'জয় বাংলা' স্লোগানকে বজ্রকণ্ঠ বলা হয়েছে কেন?
গ. উদ্দীপক-১ এর মধ্যে 'আমার পরিচয়' কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক-১ ও ২-এর মূলভাবে 'আমার পরিচয়' কবিতার সমগ্ৰভাব প্রকাশিত হয়েছে কি? যুক্তি দাও


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url