বিজ্ঞান নবম শ্রেণীর সাজেশন -২০২৪
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
শ্রেণী-নবম
সেট-ক
বিজ্ঞান - অনুসন্ধানী পাঠ
অধ্যায় ৯ - জৈব অণু
সময়: ১ ঘন্টা ০ মিনিট
পূর্ণমাণ: ৩০
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।
১ । এক কথায় উত্তর দাও
৩০ x ১ = ৩০
ক. জৈব অণুর সাধারণ উপাদান কতটি মৌলিক পদার্থ?
উত্তর: ৬টি
খ. মিলার ও উরের পরীক্ষায় কোন জৈব অণু সংশ্লেষিত হয়?
উত্তর: অ্যামিনো অ্যাসিড।
গ. ফ্যাটি অ্যাসিডের জীবজ পলিমার কী?
উত্তর: লিপিড
ঘ. মানুষের শরীরের পুষ্টি উপাদান কয়টি?
উত্তর: সাতটি
ঙ. যে শর্করা মিষ্টি সেটি কী নামে পরিচিত?
উত্তর: গ্লুকোজ
চ. শর্করার ক্ষুদ্র এবং সরল এককের নাম কী?
উত্তর: মনোস্যাকারাইড
ছ. কার্বোহাইড্রেট এর রূপান্তর কী?
উত্তর: গ্লুকোজ
জ. নিউক্লিয়াসের ক্রোমোজোম ও রাইবোজোমে যে জৈব অণু থাকে তাকে কী বলে?
উত্তর: নিউক্লিয়িক অ্যাসিড
ঝ. বংশগত বৈশিষ্ট্য ধারণকারী রাসায়নিক অণু কোনটি?
উত্তর: DNA
ঞ. DNA কে আবিষ্কার করেন?
উত্তর: বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক।
ট. ওয়াটসন ও ক্রিক কত সালে DNA গঠন আবিষ্কারের জন্য নোবেল পান?
উত্তর: ১৯৬৩ সালে
ঠ. RNA এর পেন্টোজ স্যুগারটি কী?
উত্তর: রাইবোজ স্যুগার
ড. জীবদেহের বৃহদাকার জৈব অণু কোনটি?
উত্তর: প্রোটিন
ঢ. প্রোটিন কী দিয়ে তৈরি লম্বা চেইন?
উত্তর: অ্যামিনো অ্যাসিড দিয়ে।
ণ. অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির ফলে কী তৈরি হয়?
উত্তর: পলিপেপটাইড চেইন।
ত. কয়টি অ্যামিনো অ্যাসিড খাদ্যদ্রব্য থেকে সংগ্রহ করতে হয়?
উত্তর: ৯টি
থ. অণুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে কে?
উত্তর: অ্যান্টিবডি
দ. লিপিড উদ্ভিদের কোন অংশে বেশি পাওয়া যায়?
উত্তর: ফল ও বীজে।
ধ. তরল অবস্থায় লিপিডকে কী বলে?
উত্তর: তেল
ন. লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কী গঠন করে?
উত্তর: লিপোপ্রোটিন
প. লিপোপ্রোটিন কী উৎপাদন করে?
উত্তর: শক্তি
ফ. মেমব্রেন গঠনের উপাদান হিসেবে কোন লিপিড কাজ করে?
উত্তর: ফসফোলিপিড
ব. কোন প্রোটিন নিউক্লিয়িক অ্যাসিডকে আবদ্ধ রাখতে সাহায্য করে?
উত্তর: হিস্টোন
ভ. জীবদেহের শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে কে?
উত্তর: DNA
ম. পানি ও লিপিডের মধ্যে কার আপেক্ষিক গুরুত্ব কম?
উত্তর: লিপিডের
য. মস্তিষ্কের একমাত্র শক্তি সরবরাহকারী উপাদান কোনটি?
উত্তর: গ্লুকোজ
র. শর্করায় কার্বন পরমাণুর সংখ্যা ৫টি হলে তাকে কী বলে?
উত্তর: পেন্টোজ স্যুগার
ল. DNA এর কয়টি নাইট্রোজেনাস বেস রয়েছে?
উত্তর: চারটি
শ. শর্করায় কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কেমন?
উত্তর: 1:2:1
ষ. জীবদেহ কত ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত?
উত্তর: চার ধরনের
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url