বিজ্ঞান নবম শ্রেণীর সাজেশন -২০২৪
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
শ্রেণী -নবম
সেট-ক
বিজ্ঞান - অনুসন্ধানী পাঠ
অধ্যায় ৯ - জৈব অণু
সময়: ১ ঘন্টা ০ মিনিট
পূর্ণমাণ: ৬০
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।
১ । এক কথায় উত্তর দাও
১৫ x ১ = ১৫
ক. ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু একত্রে কী নামে পরিচিত?
উত্তর: জৈব অণু
খ. সকল কোষ তৈরির প্রধান উপাদান কী?
উত্তর: জৈব অণু
গ. রাসায়নিক ক্রিয়ায় জৈব অণু সংযুক্ত হয়ে কিসে পরিণত হয়?
উত্তর: কোষে
ঘ. আদি পৃথিবীর কৃত্রিম রূপ কে তৈরি করেন?
উত্তর: বিজ্ঞানী স্ট্যাইনলি মিলার এবং হ্যারল্ড উরে।
ঙ. নিউক্লিয়িক অ্যাসিড কার জীবজ পলিমার?
উত্তর: মনোনিউক্লিওটাইডের।
চ. উদ্ভিদ কার সহায়তায় CO₂ এবং H₂O থেকে শর্করা তৈরি করে?
উত্তর: ক্লোরোফিলের
ছ. চাল, ময়দা, আলু ইত্যাদিতে কোন শর্করা বিদ্যমান?
উত্তর: স্টার্চ
জ. নিউক্লিয়িক অ্যাসিডের প্রধান উপাদান কী?
উত্তর: পেন্টোজ স্যুগার
ঝ. শর্করা ব্যতীত অন্য কোন উপাদান শক্তিতে রূপান্তরিত হতে পারে?
উত্তর: প্রোটিন
ঞ. কোন শর্করা গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে?
উত্তর: ফাইবারসমৃদ্ধ শর্করা
ট. নিউক্লিয় অ্যাসিডে কয় ধরনের পেন্টোজ স্যুগার থাকে?
উত্তর: দুই ধরনের
ঠ. DNA এর গঠন কত সালে প্রস্তাবিত হয়?
উত্তর: ১৯৫৩ সালে
ড. RNA-তে থায়ামিনের বদলে কী থাকে?
উত্তর: ইউরাসিল
ঢ. RNA কত প্রকার?
উত্তর: ৩ প্রকার
ণ. সাধারণত কয়টি বেইজ মিলে অ্যামিনো অ্যাসিডের সংকেত তৈরি হয়?
উত্তর: তিনটি
২ । সংক্ষেপে উত্তর দাও
১০ x ২ = ২০
ক. প্রাচীন পৃথিবীর উপাদান কী কী?
উত্তর: প্রাচীন পৃথিবীতে যেসব উপাদান ছিল সেগুলো হলো পানি, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন।
খ. জৈব অণু কীভাবে গঠিত?
উত্তর: মৌলিক পদার্থ দিয়ে জৈব অণু গঠিত হয়। সাধারণত ২৫টিরও বেশি মৌলিক পদার্থ নিয়ে এসব জৈব অণু গঠিত। এদের মধ্যে ছয়টি মৌলিক পদার্থ জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে বিবেচিত।
গ. জৈব যৌগ বলতে কী বুঝ?
উত্তর: কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। এই হাইড্রোকার্বন ও এর জাতকসমূহ যাদেরকে প্রাণিদেহে পাওয়া যায় এবং কৃত্রিমভাবে সংশ্লেষণ করা হয় তাদেরকে জৈব যৌগ বলে।
ঘ. নন স্যুগার কী?
উত্তর: যেসব কার্বোহাইড্রেট অদানাদার স্বাদহীন পানিতে অদ্রবণীয় এবং যাদের আণবিক ভর সঠিকভাবে জানা যায় না সেসবই নন স্যুগার।
ঙ. পলিস্যাকারাইড কী?
উত্তর: পলিস্যাকারাইড হলো দশ এর অধিক মনোস্যাকারাইডের লম্বা শিকল বিশিষ্ট পলিমার।
চ. DNA এর নাইট্রোজেনাস বেস কয়টি ও কী কী?
উত্তর: DNA-এর নাইট্রোজেনাস বেস চারটি।
যথা-
- (i) অ্যাডিনিন ;
- (ii) গুয়ানিন;
- (iii) সাইটোসিন;
- (iv) থাইমিন।
ছ. পেপটাইড বন্ধন কীভাবে তৈরি হয়?
উত্তর: একটি অ্যামিনো অ্যাসিডের কার্বোক্সিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ধন তৈরি করে।
জ. RNA কত প্রকার ও কী কী?
উত্তর: RNA প্রধানত তিন প্রকার।
যথা-
- i. রাইবোজোমাল আরএনএ (Ribosomal RNA or rRNA) |
- ii. বার্তাবহ আরএনএ(Messenger RNA or mRNA)।
- iii. পরিবাহক আরএনএ (Transfer RNA or tRNA) |
ঝ. RNA এর নিউক্লিওটাইডে কী কী উপাদান বিদ্যমান?
উত্তর: RNA এর নিউক্লিওটাইডে রয়েছে পেন্টোজ স্যুগার, অজৈব ফসফেট এবং একটি নাইট্রোজেনাস বেস। তবে এই পেন্টোজ স্যুগারটি হচ্ছে রাইবোজ স্যুগার।
ঞ. কার্বোহাইড্রেটকে কিসের ভিত্তিতে ভাগ করা যায়?
উত্তর: কার্বোহাইড্রেটকে আণবিক গঠন, আণবিক ওজন ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা যায়।
৩ । রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)
৫ x ৫ = ২৫
ক. জীবনের উৎপত্তি যে পানিতে হয়েছিল, এ নিয়ে কোনো দ্বিমত আছে কী? ব্যাখ্যা কর।
উত্তর: জীবনের উৎপত্তি যে পানিতে হয়েছিল, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এ সম্পর্কে বিজ্ঞানীরা যে যুক্তি দিয়েছেন তা হলো
প্রথমত,অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত ও অন্যান্য তরলে নানারকম লবণের উপস্থিতি, যার সাথে সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্যরয়েছে।
দ্বিতীয়, সমুদ্রের পানিতে এখনো অনেক সরল এবং একোষী জীব বসবাস করে।
খ. জৈব অণু কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণুর সৃষ্টি। বিজ্ঞানীরা ধারণা করেন যে, বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবংশক্তিশালী সৌর বিকিরণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে যার ফলে আদি পৃথিবীতে অজৈব অণু থেকে এই জৈব অণুগুলো তৈরি হয়েছিল। এই বিষয়টি ১৯৫৩ সালে বিজ্ঞানী স্ট্যাইনলি মিলার এবং হ্যারল্ড উরে প্রমাণ করেন।
গ. কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য লিখ।
উত্তর: কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নিম্নরূপ:
- ১. কার্বোহাইড্রেটসমূহ নির্দিষ্ট গঠন ও কাঠামো বিশিষ্ট হয়ে থাকে।
- ২. এগুলো উদ্ভিদদেহ ও প্রাণিদেহের শক্তির উৎসের এক অপরিহার্য উপাদান হিসেবে বিদ্যমান।
- ৩. এগুলো দানাদার, তন্তুময় বা স্ফটিকাকার কঠিন পদার্থ।
- ৪.এরা স্বাদে মিষ্ট বা স্বাদহীন। বিজারক ও অবিজারক হতে পারে।
ঘ. ডিএনএ-এর কাজ লিখ।
উত্তর: ডিএনএ-এর কাজ নিচে দেওয়া হলো-
- ১. জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে।
- ২. ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
- ৩. বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে।
- ৪. জীবের সব শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলোর নিয়ন্ত্রকহিসেবে কাজ করে।
- ৫. ডিএনএ-এর কাঠামোয় গোলযোগ সৃষ্টি হলে, নিজেই সেটা সংশোধন করে।
- ৬. মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে।
ঙ. কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে সম্পর্কযুক্ত কেন?
উত্তর: কার্বোহাইড্রেট গ্লাইকোসাইলেশান নামে প্রক্রিয়াতে প্রোটিনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রোটিনের গঠনে রূপান্তর করতে পারে তাই কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে সম্পর্কযুক্ত।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url