জীবন ও জীবিকা নবম শ্রেণীর সাজেশন -২০২৪
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
শ্রেণী-নবম
সেট-ক
জীবন ও জীবিকা
অভিজ্ঞতা ২ - উদ্যোক্ত হিসেবে যাত্রা
সময়: ৫০ মিনিট
পূর্ণমাণ: ৫০
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।
১ । এক কথায় উত্তর দাও
১০ x ১ = ১০
ক. সৃজনশীল উপস্থাপনায় নিত্যনতুন উপকরণ তৈরি করেন যারা তাদেরকে কী বলে?
উত্তর: উদ্ভাবক
খ. ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে কী বলে?
উত্তর: চলতি মূলধন।
গ. পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত?
উত্তর: দুই ভাগে।
ঘ. পরিকল্পিত ব্যয়ের প্রাক্কলিত আয় থেকে ব্যয় বাদ দিয়ে কী নির্ণয় করা হয়?
উত্তর: সম্ভাব্য মুনাফা।
ঙ. কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তাকে কী বলে?
উত্তর: উৎপাদন ব্যয়।
চ. ভোক্তার নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করা কোন ধরনের কাজ?
উত্তর: ব্যবসায়ের নীতিবিরুদ্ধ কাজ।
ছ. কোন ধরনের তথ্য ক্রেতার বিরক্তি উৎপাদনের কারণ হয়ে দাঁড়ায়?
উত্তর: অতিরিক্ত অসত্য বা প্রতারণামূলক তথ্য।
জ. যেকোনো ব্যবসায়ের মূল পরিচালক কারা?
উত্তর: ক্রেতা।
ঝ. ব্যবসায় শুরুর পর তার সফলতা যাচাইয়ের জন্য কোন কাজটি করা উচিত?
উত্তর: ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন।
ঞ. কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় তাকে কী বলে?
উত্তর: নিয়মিত খরচ।
২ । শূন্যস্থান পূরণ কর
৫x১=৫
- ক. ____ চিন্তা আমাদের আগামীতে টিকে থাকার শক্তি যোগাবে।
- উত্তর: উদ্ভাবনী।
- খ. বাজার যাচাইয়ের ফলাফল ____ হলে ব্যবসায়িক আইডিয়া সংশোধন করতে হবে।
- উত্তর: নেতিবাচক
- গ. পণ্য বিক্রয়জনিত ব্যবসায়ে ____ মূলধন বেশি প্রয়োজন হয়।
- উত্তর: চলতি।
- ঘ. মুনাফা নির্ণয়ে ____ থেকে অবচয় বাদ দিতে হয়।
- উত্তর: আয়
- ঙ. ব্যবসায়ীকে সবসময় ____ অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে।
- উত্তর: ভোক্তার।
৩ । সংক্ষেপে উত্তর দাও
ক. উদ্যোগ কাকে বলে?
উত্তর: কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে।
খ. উদ্ভাবক কারা?
উত্তর: সৃজনশীল উপস্থাপনায় নিত্যনতুন উপকরণ সামনে এনে হাজির করেন যারা, নিঃসন্দেহে তারা উদ্ভাবক।
গ. চলতি মূলধন কাকে বলে?
৫ x ২ = ১০
উত্তর: ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয়, তাকে চলতি মূলধন বলে।
ঘ. মোট ব্যয় কীভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: ক্রয়মূল্যের সঙ্গে ব্যবসায়ের পরোক্ষ ব্যয় যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয়।
ঙ. বিক্রয়মূল্য কীভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্যের পরিমাণ নির্ধারণ করা হয়।
৪ । রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)
৫ x ৫ = ২৫
ক. মূলধনজাতীয় ব্যয় কাকে বলে?
উত্তর: যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং ১ বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ঐ সকল ব্যয়কে মূলধনজাতীয় ব্যয় বলে।কোনো ব্যবসায় শুরু করার সাথে সাধারণত মূলধনজাতীয় ব্যয় হয়ে থাকে। প্রাথমিক ব্যয়, দোকান/জমির মূল্য, সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি ওআসবাবপত্র ব্যয়, নির্মাণ ব্যয়, প্রকৌশল এবং ব্যবস্থাপনা ব্যয় ইত্যাদি মূলধন ব্যয়ের অন্তর্ভুক্ত।
খ. উৎপাদন ব্যয় কাকে বলে?
উত্তর: কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয়, তাই হলো উৎপাদন ব্যয়। অর্থাৎ কোনো পণ্য উৎপাদন বা সেবা প্রদান করতে বাসৃষ্টি করতে যে খরচ হয় তা-ই উৎপাদন ব্যয় হিসেবে পরিচিত। কোনো দ্রব্য কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল থেকে শুরু করে দ্রব্যটি
ব্যবহার উপযোগী করা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে খরচ হয় এই সবকিছুর সমষ্টিই হলো ঐ দ্রব্যের উৎপাদন ব্যয়। যেমন কাপড়ের মিলে তৈরির জন্য ব্যবহৃত সুতা, রং ও শ্রমের জন্য প্রদত্ত মূল্য, যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় এবং অন্যান্য খরচের সমষ্টিকে বলা হবে কাপড় উৎপাদন ব্যয়।
তেমনি ইট তৈরির কারখানায় বালু, মাটি, মজুরি, ইট পোড়ানোর খরচের সমষ্টিই হলো ইটের উৎপাদন ব্যয়।
গ. বিপণন কাকে বলে?
উত্তর: পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌছে দেওয়ার যাবতীয় কাজকে বিপণন বলে। এর প্রাথমিকলক্ষ্য হলো ক্রেতাসন্তুষ্টি অর্জন করা। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ, তথ্য সরবরাহ,
ভোক্তা বিশ্লেষণ প্রভৃতি বিপণনের উল্লেখযোগ্য কার্যাবলি। এসবের মাধ্যমে বিপণনকারী গ্রাহকের কাছে চাহিদামাফিক পণ্য বা সেবা সরবরাহ করে গ্রাহকের সন্তুষ্টি বিধান নিশ্চিত করে।
ঘ. গ্রাহক পরিষেবা কী?
উত্তর: কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কতটা সাবলীলভাবে এর ক্রেতা বা গ্রাহককে সন্তুষ্ট করতে পারছে তাকে বলে গ্রাহক পরিষেবা। ক্রেতা কোনো সেবা নিয়ে প্রশ্ন করলে তা ধৈর্যের সাথে শুনতে এবং উত্তর দিতে হবে। ক্রেতার সাথে এমন আচরণ করা যাবে না যাতে তিনি মনঃক্ষুণ্ণ হন। ক্রেতা কোনো সেবা গ্রহণ না করলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। পেশাদার ব্যক্তিরা সাধারণত ব্যক্তিগতভাবে, ফোনে, ই-মেইল,স্যোশাল মিডিয়া প্রভৃতির মাধ্যমে গ্রাহক পরিষেবা দিয়ে থাকেন। এর মাধ্যমে সেবা সম্পর্কে গ্রাহকের মতামত, অভিব্যক্তি জানা যায়। বিপণনে গ্রাহক পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ।
ঙ. চাহিদা বলতে কী বোঝ?
উত্তর: কোনোকিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলে। অভাববোধ থেকে মানুষের
মধ্যে চাহিদা তৈরি হয়। আর্থিক সামর্থ্যের পার্থক্যের কারণে ভোক্তাদের চাহিদার মধ্যে পার্থক্য থাকে।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url