জীবন ও জীবিকা নবম শ্রেণীর সাজেশন -২০২৪
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
নবম-শ্রেণী
সেট-ক
জীবন ও জীবিকা
অভিজ্ঞতা ২ - উদ্যোক্ত হিসেবে যাত্রা
সময়: ৪০ মিনিট
পূর্ণমাণ: ৪০
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।
১ । এক কথায় উত্তর দাও
৫x১=৫
ক. কোনো ব্যবসায় শুরু করার সাথে সাধারণত কোন ব্যয় হয়?
উত্তর: মূলধনজাতীয় ব্যয়।
খ. উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কী বলে?
উত্তর: প্রত্যক্ষ ব্যয়।
গ. ব্যবসায়ের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কোনটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর: ক্রেতাদের মতামত ও চাহিদা।
ঘ. সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় করতে হয়?
উত্তর: দুই ধরনের ব্যয়।
ঙ. বেশিরভাগ সামাজিক উদ্যোগ কেমন হয়?
উত্তর: অলাভজনক।
২ । শূন্যস্থান পূরণ কর
১০ x ১ = ১০
- ক. ব্যবসায়ের যন্ত্রপাতি বা অন্যান্য উপকরণের নির্দিষ্ট ____ রয়েছে।
- উত্তর: মেয়াদকাল
- খ. ক্রয় ও বিক্রয়মূল্য নির্ধারণের পর সম্ভাব্য ____ প্রস্তুত করতে হয়।
- উত্তর: আয়-ব্যয় বিবরণী।
- গ. ক্রেতাদের অভিযোগ যাচাই করে তা দ্রুততার সঙ্গে ____ করতে হয়।
- উত্তর: সুরাহা
- ঘ. ____ না থাকলে কোনো ব্যবসাই সফল হবে না।
- উত্তর: ক্রেতা
- ঙ. একটি কার্যক্রম ____ থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পন্ন করতে প্রয়োজন একটি শক্তিশালী দল।
- উত্তর: পরিকল্পনা
- চ. স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ভর করে সামাজিক উদ্যোগের ____ ওপর।
- উত্তর: ধরনের
- ছ. মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ____ ব্যবহার করা যেতে পারে।
- উত্তর: মাধ্যম
- জ. সামাজিক উদ্যোগের সফল বাস্তবায়ন বেশ ____ ।
- উত্তর: কঠিন ও সময়সাপেক্ষ।
- ঝ. আমরা ____ সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি।
- উত্তর: সমাজে
- ঞ. ব্যবসায়ের প্রতিটি পর্যায়ে ____উদযাপন করা যেতে পারে।
- উত্তর: সাফল্য ও অর্জন।
৩ । রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)
ক. ব্যবসায়ের আইডিয়া তৈরি করার জন্য তুমি কোন বিষয়গুলো বিবেচনা করবে?
উত্তর: ব্যবসায়ের আইডিয়া তৈরি করার জন্য নিচের প্রশ্নগুলো বিবেচনা করতে হবেআমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে?ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে?
খ. একটি নতুন ব্যবসায়ের ক্ষেত্রে কীভাবে ব্রান্ডিং করা উচিত বলে তুমি মনে কর?
উত্তর: ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে একটি চমৎকার ও আকর্ষণীয় নাম দিতে হবে। 'ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো তৈরি করতে হবে,তবে অন্য নামিদামি প্রতিষ্ঠানের লোগোর কাছাকাছি বা মিল আছে এমন লোগো তৈরি করা যাবে না। এতে ভোক্তা বিভ্রান্ত করে ফায়দা আদায়ের ষড়যন্ত্রের অভিযোগ উঠতে পারে। এছাড়া যেকোনো ব্যবসায়ের জন্য ব্যবসায়িক কার্ড, ওয়েবসাইট, সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি করার জন্য ব্যবসায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যমান (ভিজ্যুয়াল) পরিচিতি তৈরি করা যেতে পারে।
গ. লজিস্টিকস সাপোর্ট কী?
উত্তর: কাজ সম্পাদনের প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে, যথাস্থানে, যথোপযুক্ত পরিমাণে যোগান দেওয়ার কাজকে লজিস্টিস সাপোর্ট বলে। এর ফলে যথাসময়ে প্রয়োজনীয় উপকরণের যোগান পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হয়। তাছাড়া লজিস্টিকস সাপোর্ট প্রয়োজনীয় উপকরণ পূর্বনির্ধারিত থাকে বলে অপচয় কম হয়। এতে খরচ কমে যায়। উদাহরণস্বরূপ, স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এক্ষেত্রে অনুষ্ঠানটি আয়োজনে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ (যেমন: গেস্টদের বসার চেয়ার, মঞ্চ সাজানোর উপকরণ, মাইক, সাউন্ড বক্স, অতিথিদের আপ্যায়নের খাবার প্রভৃতি) যথাসময়ে যথাযথ পরিমাণে সরবরাহ করা। এ কাজটিই হলো লজিস্টিকস সাপোর্ট।
ঘ. ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বাজার যাচাই করে ইতিবাচক সাড়া পেলে কী বোঝা যায়?
উত্তর: ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে ইতিবাচক সাড়া পেলে বুঝতে হবে যে, নির্বাচিত পণ্য বা সেবার পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য ক্রেতা রয়েছে।অন্যান্য প্রতিযোগীর সাথে টিকে থাকার সামর্থ্য রয়েছে এবং আমাদের পণ্য বা সেবার কাছাকাছি খুব বেশি পণ্য বা সেবা নেই।
ঙ. ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিবেশ বিষয়ক কোন কোন বিষয় নিয়ে তোমার ভাবা উচিত?
উত্তর: ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়টি পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তা যাচাই করে দেখতে হবে। ব্যবসায়ের কাঁচামাল এবংবর্জ্য পরিবেশ দূষণের কারণ হচ্ছে কিনা তা বিবেচনা করতে হবে। একই সঙ্গে উক্ত ব্যবসায়ের পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণে প্রাণিকুলের জন্য ক্ষতিকর কোনো উপাদান বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কি না সেই বিষয়টিও বিশেষভাবে নজর রাখতে হবে।
প্রয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url