জীবন ও জীবিকা নবম শ্রেণীর সাজেশন -২০২৪
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
জীবন ও জীবিকা
অভিজ্ঞতা ২ - উদ্যোক্ত হিসেবে যাত্রা
১ । এক কথায় উত্তর দাও
১০ x ১ = ১০
ক. ব্যবসায়ে সাধারণত কয়টি পক্ষ থাকে?
উত্তর: দুইটি
খ. কোনো ব্যবসায়ের উদ্যোগে উৎপাদন কার্যক্রম জড়িত থাকলে কোন মূলধন বেশি প্রয়োজন হয়?
উত্তর: এককালীন মূলধন।
গ. উৎপাদনের জন্য আনুষঙ্গিক ব্যয়কে কী বলে?
উত্তর: পরোক্ষ ব্যয়।
ঘ. পণ্য ক্রয়ের সময় যে মূল্য প্রদান করা হয় তাকে কী বলে?
উত্তর: ক্রয়মূল্য।
ঙ. ইট তৈরির কাঁচামাল কী?
উত্তর: মাটি।
চ. প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলে ক্রেতার মধ্যে কী তৈরি হয়?
উত্তর: অসন্তুষ্টি।
ছ. ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়নে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়?
উত্তর: আর্থিক অনুপাত।
জ. যেসব ব্যয় পুরো সামাজিক কার্যক্রমে একবারই করতে হয় সেই ব্যয়গুলোকে কী ব্যয় বলে?
উত্তর: স্থির ব্যয়।
ঝ. যেকোনো উদ্যোগ সফল হওয়ার পূর্বশর্ত কী?
উত্তর: সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি।
ঞ. যন্ত্রপাতি বা উপকরণ সময়ের সঙ্গে সঙ্গে কী কমতে থাকে?
উত্তর: অবচয় বা কার্যক্ষমতা।
২ । শূন্যস্থান পূরণ কর
৫x১=৫
- ক. আমাদের চারপাশে যা দেখি, তার সঙ্গে বিভিন্ন রকম ____ কর্মকাণ্ড জড়িত।
- উত্তর: ব্যবসায়িক
- খ. ব্যবসায়ের জন্য ____ অনুসারে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হবে।
- উত্তর: আর্থিক চাহিদা।
- গ. যেকোনো ____ নতুন সম্ভাবনার পথকে উন্মোচন করে।
- উত্তর: বাধা ও চ্যালেঞ্জ।
- ঘ. সমাজে একজনের সমস্যা অন্যজনকে ____ করে
- উত্তর: প্রভাবিত
- ঙ. মার্কেটিং শুধু পণ্যের বিজ্ঞপ্তি বা প্রচার নয়; বরং এটি ____ ।
- উত্তর: গল্প
৩ । সংক্ষেপে উত্তর দাও
৫ x ২ = ১০
ক. উদ্যোক্তা কে?
উত্তর: যিনি কোনো কাজের বা বিষয়ের উদ্যোগ নেন তিনিই উদ্যোক্তা।
খ. ব্যবসায়ের আইডিয়া নির্বাচনে কী বিবেচনা করতে হবে?
উত্তর: ব্যবসায়ের আইডিয়া নির্বাচন করতে একদিকে যেসব আমাদের নিজের পছন্দ, দক্ষতা ও আগ্রহকে বিবেচনা করতে হবে তেমনি সম্ভাব্য ক্রেতার আগ্রহ, চাহিদা ও সক্ষমতা বিবেচনা করতে হবে।
গ. পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর: পরিচালনা ব্যয় দুই ভাগে বিভক্ত। যথা- প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয়।
ঘ. ব্রান্ডিং কাকে বলে?
উত্তর: ব্রান্ডিং হলো মার্কেটিং বা বিপণনের চর্চা যার অধীনে পণ্য বা সেবা প্রদানকারী কোম্পানির স্বতন্ত্র নাম, লোগো, কোম্পানি ট্যাগ ইত্যাদি করে সঠিক পরিচিতি তুলে ধরা হয় ক্রেতার কাছে। এতে ক্রেতা সহজেই উক্ত কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
ঙ. বিপণন কাকে বলে?
উত্তর: সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও তা বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।
৪ । রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)
৫ x ৫ = ২৫
ক. ক্রয়মূল্য কীভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: সাধারণ অর্থে পণ্য ক্রয়ের সময় যে দাম বা মূল্য প্রদান করা হয়, তাকে ক্রয়মূল্য বলা হয়। কিন্তু প্রকৃত অর্থে, পণ্যের দাম এবং পণ্যটি বিক্রয় স্থান বা দোকান পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচের সমষ্টিই হলো ক্রয়মূল্য। ক্রয়কৃত পণ্যের দামের সঙ্গে প্যাকেটজাত করার খরচ, পরিবহন খরচ, কুলির মজুরি ইত্যাদি যোগ করে ক্রয়মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।
খ. সামাজিক উদ্যোক্তা বলতে কী বোঝ?
উত্তর: আমরা সমাজে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি। সমাজের একজনের সমস্যা যেমন অন্যদের প্রভাবিত করে, তেমনি সমাজে এমন অনেক সমস্যা আছে, যা দ্বারা আমরা প্রত্যেকেই প্রভাবিত হতে পারি। এই বিশেষ এমন অনেক মানুষ আছে যাঁরা সারা জীবন সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের উৎসর্গ করেছেন। আবার কেউ কেউ এই ধরনের কাজকে পেশা হিসেবেও গ্রহণ করে থাকে অর্থাৎ সামাজিক সমস্যার নতুন নতুন উদ্ভাবনী সমাধান তৈরির মাধ্যমে নিজের আর্থিক চাহিদাও পূরণ করে। যারা এই সকল সামাজিক উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে সামাজিক উদ্যোক্তা বলে।
গ. স্থির ব্যয় কাকে বলে?
উত্তর: যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হ্রাসের সাথে পরিবর্তন হয় না বরং স্থির থাকে তাদেরকে স্থির ব্যয় বলে। সামাজিক উদ্যোগেরক্ষেত্রে যেসব ব্যয় পুরো কার্যক্রমে একবারই করতে হয়, এমন ব্যয়গুলোকে স্থির ব্যয় বলে। যেমন- যন্ত্রপাতি ক্রয়, অফিসের পণ্য আসবাবপত্র ক্রয় ইত্যাদি।
ঘ. বিপণন পরিকল্পনা বলতে কী বোঝ?
উত্তর: বিপণনের অন্যতম কাজ হলো পণ্য উৎপাদনের আগেই তা বিপণনের পরিকল্পনা করা। পরিকল্পনা অনুযায়ী কাজ না করা হলে সফলতা লাভ কঠিন হয়ে পড়ে। উৎপাদিত পণ্যের মান কেমন হবে, সম্ভাব্য ক্রেতা কারা হবে, ক্রেতাদের কাছে কীভাবে পণ্য পৌছে দেওয়া হবে প্রভৃতি বিষয় সম্পর্কে আগাম চিন্তা- ভাবনা করাই বিপণন পরিকল্পনা। এটি ভবিষ্যতে কোন কাজ কীভাবে করা হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে।
ঙ. ক্রয় ক্ষমতা বলতে কী বোঝ?
উত্তর: ব্যক্তির কোনোকিছু কেনার আর্থিক সক্ষমতাকে ক্রয় ক্ষমতা বলা হয়। যেমন: এক হালি কলার দাম ২০ টাকা এবং কলা কেনার জন্য একজন ক্রেতার কাছে ২০ টাকা রয়েছে। এক্ষেত্রে ক্রেতাটির পণ্য কেনার আর্থিক সামর্থ্য রয়েছে। বাজারে একটি পণ্য বা সেবার বিপণনের আগে এর ক্রেতার ক্রয় ক্ষমতা আছে কি না তা বিবেচনায় আনতে হয়।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url