স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর সাজেশন -২০২৪

 বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং



সেট-ক

শ্রেণী-নবম

বিষয়-স্বাস্থ্য সুরক্ষা

অভিজ্ঞতা ৩ - সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে

সময়: ৩২ মিনিট

পূর্ণমাণ: ২৮

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।

১ । বহুনির্বচনী প্রশ্ন

৫x১=৫

ক. ইউনিফাইড পার্টনার কী?

ক প্রতিবন্ধী শিক্ষার্থী

খ প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী

গ অতিরিক্ত খেলোয়াড়

ঘ সহপাঠী

উত্তর: খ

খ. ৫ এ সাইড বাস্কেটবল দলে কতজন অতিরিক্ত খেলোয়াড় থাকে?

ক ৪ জন

খ ৫ জন

গ ৭ জন

ঘ ৬ জন

উত্তর:গ

গ. হকি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে?

ক ১১ জন

খ ১৬ জন

গ ১৫ জন

ঘ ৯ জন

উত্তর:খ

ঘ. হাঁটতে না পারা শারীরিক প্রতিবন্ধীরা বাস্কেটবল খেলতে কী ব্যবহার করে?

ক হুইল চেয়ার

খ চেয়ার

গ বিশেষ ধরনের জুতা

ঘ বিশেষ ধরনের লাঠি

উত্তর: ক

ঙ. হকি খেলার সময়কাল কত?

ক ৩০ মিনিট

খ ৬০ মিনিট

গ ৯০ মিনিট

ঘ ৪৫ মিনিট

উত্তর:খ

২ । এক কথায় উত্তর দাও

৫x১=৫

ক. খেলা বা গেমস কত ধরনের?

উত্তর: ২ ধরনের

খ. গেমসের ধরনগুলো কী কী?

উত্তর: 

  • (১) ইনডোর গেমস; 
  • (২) আউটডোর গেমস।

গ. ইউনিফাইড অ্যাথলেটিক্স-এর ক্ষেত্রে কী দিয়ে হাত বাঁধা থাকবে?

উত্তর: রাবার

ঘ. কাদের খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে?

উত্তর: স্বাভাবিক ও প্রতিবন্ধী সকলের।

ঙ. হকি খেলায় প্রতিদলে কতজন করে অতিরিক্ত খেলোয়াড় থাকে?

উত্তর: ৫ জন।

৩ । সংক্ষেপে উত্তর দাও

৪x২=৮

ক. আউটডোর গেমস কাকে বলে?

উত্তর: ঘরের বাইরে অর্থাৎ খেলার মাঠ বা বড় খোলা জায়গায় যেসব খেলা অনুষ্ঠিত হয় তাকে আউটডোর গেমস বলে।

খ. ৫ এ সাইড বাস্কেটবল খেলার ক্ষেত্রে প্রতিটি দলে মোট কতজন খেলোয়াড় থাকে?

উত্তর: ৫ এ সাইড বাস্কেটবল খেলার ক্ষেত্রে প্রতিটি দলে ৭ জন অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ১২ জন খেলোয়াড় থাকে।'

গ. হুইল চেয়ার বাস্কেটবল কোন ধরনের প্রতিবন্ধীরা খেলতে পারে?

উত্তর: শারীরিক প্রতিবন্ধী বিশেষ করে যারা হাঁটতে পারে না, এমন প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে পারে।

ঘ. প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা কেন খেলায় অংশগ্রহণে সক্ষম হয় না।

উত্তর: শারীরিক অক্ষমতা, মনোবল ও আত্মবিশাসের অভাবে প্রতিবন্ধী' বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা খেলায় অংশগ্রহণে সক্ষম হয় না.।

৪ । রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)

২ x ৫ = ১০

ক. সবাই সব খেলা খেলতে না পারার ক্ষেত্রে বাধাগুলো কী কী?

উত্তর: খেলার বাধা:

  • খেলার সাথির অভাব।
  • প্রয়োজনীয় সামগ্রী না থাকা।
  • উপযুক্ত পরিবেশের অভাব।
  • খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে না জানা।
  •  সামাজিক প্রতিবন্ধকতা।
  • সকল খেলাধুলার নিয়ম-কানুন সম্পর্কে না জানা।
  • খেলাধুলার প্রতি আগ্রহ না থাকা।
  • শারীরিকভাবে অসমর্থ বা প্রতিবন্ধী হওয়া।
  •  অত্যন্ত ব্যয়বহুল।
  • আশেপাশে বড় মাঠ না থাকা
  • সময় বেশি লাগে।
  • অলসতানির্ভর জীবনযাপন করা।

খ. ব্যায়াম বা শরীর চর্চা করতে হয় কেন?

উত্তর: সংবহনতন্ত্র তা মাংসপেশি সচল করা, ক্রীড়া-নৈপুণ্য বৃদ্ধি করা, শারীরিক ওজন হ্রাস করা, আনন্দ উপভোগ করা ইত্যাদি কারণে ব্যায়াম বা শরীরচর্চা করতে হয়।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url