স্থিরতড়িৎ সাজেশন

 10.স্থিরতড়িৎ

সাজেশন: পরীক্ষা ২০২৫

পদার্থবিজ্ঞান

অধ্যায় 10: স্থিরতড়িৎ

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।




  • ১.আধান বা চার্জের একক হলো- কুলম্ব।
  • ২. একটি প্রোটন বা ইলেকট্রনের আধানের পরিমাণ - 1.6 x 10-19 C 
  • ৩. ইবোনাইট, পলিথিন, ফ্লানেল কাপড় ও সিল্কের মধ্যে ইলেকট্রন আসক্তি কম- ফ্লানেল কাপড়ের।
  • 8.ফ্লানেল কাপড় ও ইবোনাইট বা প্লাস্টিক দণ্ড ঘষলে ফ্লানেল হতে ইলেকট্রন দণ্ডে আসে।
  • ৫. বস্তুর চার্জের প্রকৃতি নির্ণয়ের যন্ত্র ইলেকট্রোস্কোপ বা তড়িৎবিক্ষণ
  • ৬..কুলম্বের ধ্রুবক (k) এর মান 9 x 10 9Nm2C-2
  • ৭. সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরম্পরকে আকর্ষণ করে।
  • ৮.দুটি ভিন্ন আধানের বস্তু স্পর্শ করালে - আধান বণ্টিত হয়।
  • ৯. তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক-- NC
  • ১০. তড়িৎক্ষেত্রের দিক ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয় তড়িৎ বলরেখা।
  • ১১ দুটি অসমান ধনাত্মক আধানের মাঝে তড়িৎক্ষেত্রের নিরপেক্ষ বিন্দু - ক্ষুদ্রতর আধানের নিকটে।
  • ১২. পৃথিবীর বিভব ধরা হয় শূন্য।
  • ১৩. ধারক শক্তি সণায় করে রাখে- তড়িৎ আধানরূপে।
  • ১৪. আহিত কণা তৈরির মাধ্যমে রং করে স্প্রে গান।
  • ১৫. স্প্রে গানে, ফটোকপিয়ারে, ইঙ্কজেট প্রিন্টারে ব্যবহৃত হয়— স্থির তড়িৎ ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

 প্রশ্ন-১. আধান বলতে কী বোঝ? 

উত্তর: পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হল আধান ।

প্রশ্ন-২. কুলম্বের সূত্রটি লিখো।

উত্তর: কুলম্বের সূত্রটি হলো- নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক এবং এ বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।

 প্রশ্ন-৩.তড়িত্বীক্ষণ যন্ত্র কাকে বলে?

উত্তর: যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িত্ৰীক্ষণ যন্ত্র বলে ।

প্রশ্ন-৪.তড়িৎ আবেশ কী? 

উত্তর: একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।

প্রশ্ন-৫. তড়িৎ বল রেখা কী?

 উত্তর: তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে । 

প্রশ্ন-৬. তড়িৎ বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কি?

 উত্তর: তড়িৎ বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা তড়িৎ তীব্রতার সমানুপাতিক।

প্রশ্ন-৭. তড়িৎ ক্ষেত্র কী?

উত্তর: একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে ঐ বস্তুর তড়িৎক্ষেত্র বলে।

প্রশ্ন-৮.তড়িচ্চালক শক্তি কী?

উত্তর: কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তথা উৎস যে তড়িৎশক্তি ব্যয় করে, তাকে ঐ উৎসের তড়িৎচালক শক্তি বলে।

 প্রশ্ন-৯. তড়িৎ বিভব কী?

উত্তর: অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে ।

প্রশ্ন-১০. তড়িৎ তীব্রতা কাকে বলে?

 উত্তর: তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে ।

প্রশ্ন-১১. ধারক কী? 

উত্তর: কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলই ধারক।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. একটি কাচদন্ডকে সিল্ক দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়? ব্যাখ্যা করো।

উত্তর: কাচদন্ডকে রেশম কাপড় দ্বারা, ঘষলে কাচ থেকে ইলেকট্রন রেশমে চলে যায় বলে কাচদন্ড ধনাত্মক আধানে আহিত হয়। যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অপর বস্তুটি থেকে মুক্ত ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয়। আর যে বস্তু ইলেকট্রন ত্যাগ করে তা ধনাত্মক আধানে আহিত হয়। রেশমের ইলেকট্রন আসক্তি কাচের চেয়ে বেশি বলে এদের যখন পরস্পরের সাথে 
ঘষা হয় তখন কাচ থেকে ইলেকট্রন রেশমে চলে যায়, ফলে রেশম, ঋণাত্মক আধান ও কাচদন্ড ধনাত্মক আধানে আহিত হয়।

প্রশ্ন-২. 10 কুলম্ব আধান বলতে কী বুঝ?

উত্তর: 10 কুলম্ব আধান বলতে বুঝায়—
  • কোনো পরিবাহকের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার (1A) প্রবাহ 10 সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা 10 কুলম্ব।
  • কোনো পরিবাহকের মধ্য দিয়ে 10A প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে এর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমান আধান প্রবাহিত হয় তা 10 কুলম্ব।

প্রশ্ন-৩.আহিত বস্তুর তড়িৎক্ষেত্রের মধ্যে বিন্দুবস্তু যতদূর সরে যাবে বিভব তত হ্রাস পাবে- ব্যাখ্যা কর।

 উত্তর: আহিত বস্তুর তড়িৎক্ষেত্রের মধ্যে বিন্দুবস্তু যত দূরে সরে যাবে বিভব তত হ্রাস পাবে। কারণ বিভবের সাথে দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক।বিন্দুবস্তু দূরে সরে যেতে থাকলে এর সাথে দূরত্ব বৃদ্ধি পাবে, ফলে বিভবের মান সেই অনুপাতে কমতে থাকবে।

প্রশ্ন-৪.বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন? 

উত্তর: রাস্তার বিদ্যুৎ লাইনের তার খাটাবার সময় ধাতব খুঁটির সাথে সরাসরি সংযুক্ত করা হয় না কারণ ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। ধাত খুঁটির সাথে সরাসরি সংযোগ করা হলে তারের বিদ্যুৎ খুঁটির মধ্য দিয়ে মাটিতে চলে যেত। কেউ খুঁটি স্পর্শ করলে সাথে সাথে তড়িৎ সৃষ্ট হতো এবং মারাত্মক দুর্ঘটনা ঘটতো। তাই অপরিবাহী পোর্সেলিনের কাপের মধ্য দিয়ে তারকে খুঁটির সাথে সংযোগ দেওয়া হয়।

প্রশ্ন-৫. তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর তীব্রতা 60NC বলতে বুঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: তড়িৎক্ষেত্রের কোন বিন্দুর তীব্রতা 60NCT বলতে বুঝায়, তড়িৎক্ষেত্রে 1C এর একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 60N বল লাভ করবে বা 10 C এর একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 600 N বল লাভ করবে ।
অর্থাৎ বল এবং আধানের অনুপাত ঐ তড়িৎক্ষেত্রে সবসময় 60 হবে।

প্রশ্ন-৬.পৃথিবীর বিভব, শূন্য- ব্যাখ্যা করো।

উত্তর: আমরা জানি, কোনো একটি ছোট আকারের পরিবাহক ধনাত্মক বা ঋণাত্মক আধান লাভ করলে এর বিভব পরিবর্তিত এবং এর পরিমাণ নির্ণয় করা যায়। কিন্তু পরিবাহকটি যদি অতি বিশাল আকারের গোলক হয় তাহলে এতে আধানের কিছু পরিমাণ পরিবর্তনের কারণে এর বিভবেরপরিবর্তন ততটা লক্ষণীয় হয় না। আমাদের পৃথিবী এমনি একটি বিশাল আকারের পরিবাহক। পৃথিবী একটি ঋণাত্মক আধানের বিশাল ভাণ্ডার। তাই এ থেকে কিছু ইলেকট্রন বের করে নিলে অথবা এতে কিছু ইলেকট্রন দিলে এর বিভবে কোনো পরিবর্তন হয় না। তাই পৃথিবীর বিভবকে শূন্য  ধরা হয়।

প্রশ্ন-৭. পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো থাকে কেন?- ব্যাখ্যা করো।

উত্তর: পেট্রোলবাহী ট্রাক যখন রাস্তা দিয়ে চলে তখন পেট্রোল ট্যাংকের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। ট্যাংকের সাথে পেট্রোলের এই ঘর্ষণের ফলে আধান সঞ্চিত হয়। এ সময় যদি ট্যাংকের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে পেট্রোলে আগুন ধরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই পেট্রোল আধানের জন্য নিরাপদ স্থান নয়। তাই ট্রাকের পেছনে ট্যাংক থেকে একটা শেকল ঝুলিয়ে দেওয়া হয়, সেটা রাস্তার সাথে অনবরত ঘর্ষণ হতে থাকে যেন কোনো স্থির বিদ্যুৎ তৈরি হলে সেটা সাথে সাথে মাটিতে চলে যেতে পারে।

প্রশ্ন-৮. আকাশে বিজলী চমকায় কেন?

উত্তর: বাতাসের জলীয় বাষ্প বায়ুমণ্ডলের আহিত আয়নগুলোর উপর ঘনীভূত হয়ে পানি কণার সৃষ্টি করে এবং তড়িতাহিত হয়। এই ধরনের পানি কণাগুলো একত্রিত হলেই মেঘের উৎপত্তি হয়। মেঘ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো ভাবেই আহিত হতে পারে। তড়িতান্বিত, দু'টি মেঘ কাছাকাছি 
এলে তাদের মধ্যে তড়িৎক্ষরণ হয়, তখন বিরাট অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। তাই আকাশে বিজলী চমকায়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. ইবোনাইট দণ্ড এবং একখন্ড ফ্লানেলকে একত্রে ঘষা হলে ফ্লানেল এ কি চার্জ আবিষ্ট হয়?

ক) ধনাত্মক

খ) ঝণাত্মক 

গ) শূন্য

ঘ) নিউট্রাল

উ:ক

2.আবিষ্ট পরিবাহকের যে প্রাপ্ত আবেশী বস্তুর নিকটে থাকে সেই প্রান্তে যে আধান স্যার হয় তাকে কী বলে?

ক) আবেশী আধান

খ) বদ্ধ আধান

গ) আবিষ্ট আধান

ঘ) মুক্ত আধান

উ:খ

৩. মুক্ত ইলেকট্রন থাকে—

i. লোহা, সিলভার, প্লাটিনাম

ii. কাগজ, সিরামিক, তৈল

iii. তামা, টাংস্টেন, নাইক্রোম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii.

খ) i ও iii

গ) ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:খ

৪.শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত?

ক) 9x 109Nm2 C-2

খ) 9 × 10 Nm 'C-2

গ) 9 × 10°Nm'C

ঘ) 9 × 10 Nm 'C

উ:ক

৫. তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে 10 C আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 NCH তড়িৎ তীব্রতা পাওয়া গেলে অনুভূত বলের মান কত?

ক)  200 N 

খ)  20 N

গ) 2N

ঘ) 0.5 N

উ:ক

৬.দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে?

ক) দ্বিগুণ

খ)  অর্ধেক

গ) এক-চতুর্থাংশ

ঘ) এক-তৃতীয়াংশ

উ:ঘ

৭.দুটি আধানের মধ্যকার তড়িৎ বল –

i. আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে

ii. প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল আটগুণ হবে

iii. আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল চারগুণ হবে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii.

খ) i ও iii

গ) ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:খ

নিচের উদ্দীপকের আলোকে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

                    


৮. F এর মান কত?

ক) 7.8 x 10' N

খ) M 3.6 x 102 N

গ) 3.6 x 1010 N

ঘ) 7.2 x 10঳১2 N

উ:ঘ

৯. উদ্দীপকের---

i. A ও B বস্তুদ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বস্থানে ফিরিয়ে আনলে F বৃদ্ধি পাবে 

ii. স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে F বৃদ্ধি পাবে 

iii. বস্তুদ্বয়ের আধানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে F অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i 

খ) i ও iii

গ) ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:ক

১০. কোনটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই?

ক) ৩ ইলেকট্রন

খ) প্রোটন 

গ) নিউট্রন 

ঘ) বলরেখা 

উ:ঘ

১১. নিচের কোনটি সঠিক? 

ক) FE q

খ) F=qE 

গ) Fq-E

ঘ) FQ=E

উ:খ

১২. 1 N/C তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে, 10 C চার্জ স্থাপন করলে বলের মান কত হবে? 

ক) 0.1 N

খ) 10N

গ) IN

ঘ) 20 N

উ:খ

১৩. কোনো তড়িৎ ক্ষেত্রে 15 C এর একটি আহিত বস্তু স্থাপন করলে 45 N বল লাভ করে। তড়িৎক্ষেত্রটির তীব্রতা কত NC? 

ক) 30

খ) 3

গ) 60

ঘ) 50

উ:খ

১৪. 50C চার্জ হতে 20 cm দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত?

ক) 2.5x10 NC-1

খ) 1.125 x 103 NC-1

গ) 2.2 x 1013NC-1

ঘ) 1.125 x 10' NC-

উ:গ

১৫. একটা 40 uF ক্যাপাসিটরে 3.2 x 10+ C চার্জ দেওয়া হলে--

i. সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে।

ii. এর বিভব হবে V

iii. সেখানে 0.5 mJ শক্তি সঞ্চিত হবে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii.

খ) i ও iii

গ) ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:ক

নিচের তথ্য থেকে ১৬.ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

                                   


১৬. বিছিন্ন অবস্থায় A গোলকের 60C চার্জের জন্য B বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত? .

ক) 5.4 x 10^9NC-

খ) 5.4 x 10^11 NC-1

গ) 5.4 x10^10 NC-

ঘ) 5.4 x 10^12 NC-

উ:খ

১৭. যদি B গোলকটি ভূমির সাথে সংযুক্ত হয় তবে ইলেকট্রন প্রবাহ হবে--

i. A থেকে B এর দিকে
ii. B থেকে A এর দিকে
iii. ভূমি থেকে B এর দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii.
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)  i, ii ও iii
উ:খ

১৮. কোনো বস্তুর আধানের প্রকৃতি নির্ণয়ের যন্ত্র নিচের কোনটি? 

ক অ্যামিটার
খ) গ্যালভানোমিটার
গ) ভোল্টমিটার
ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
উ:ঘ

১৯.5cm পুরুত্বের তক্তা ভেদ করতে বুলেটের কত সময় লাগবে?

ক) 2x10^-4  s

খ) 2×10^-6 s

গ) 2 x 10^4 s

ঘ) 50 s

উ:ক

২০. ফটোকপিয়ার মেশিনে সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্ৰীভূত হয়? 

ক) ড্রামের
খ)  কাঁচের
গ) টোনারের
ঘ) কার্বন পাউডারের
উ:ক

২১. ইঙ্কজেট প্রিন্টারের কালির ক্ষুদ্র কণাগুলো-

i. ধনাত্মকভাবে আহিত হয় 
ii. ধনাত্মকপাতে আকৃষ্ট হয়
iii. দুইটি পাতের মধ্যস্থন দিয়ে চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii.
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)  i, ii ও iii

উ:খ

২২. সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কী বলে?

ক) বিভব
খ) রোধ
গ) তড়িৎ প্রবাহ
ঘ) পরিবাহিতা
উ:গ

সৃজনশীল প্রশ্ন

            

১.                                          

ইলেকট্রনের চার্জ 1.6 × 10-19 কুলম্ব ।
ক. ওহমের সূত্রটি লিখো 1
খ. সামান্য পরিমাণ ত্রিযোজী মৌলযুক্ত অর্ধপরিবাহীকে P-টাইপ বলা হয় কেন?
গ. A বস্তুতে কতটি ইলেকট্রন আছে নির্ণয় করো ।
ঘ. A ও B গোলকদ্বয় স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কী পরিবর্তন হবে? বিশ্লেষণপূর্বক মতামত দাও। 
২.                   




ক. ধারক কী?
খ. প্লাস্টিকে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়, বুঝিয়ে লিখো
গ. উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো ।
ঘ. আধানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
৩. 100C ও 60C মানের দুটি আধানকে পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল 13.5 x 102 N
 কাজ করে। আধানদ্বয়ের সংযোগ সরলরেখার উপর P বিন্দুতে তৃতীয় একটি একক আধান স্থাপন করা হলো।
ক. বৈদ্যুতিক আবেশ কাকে বলে?
খ. বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন? 
গ. আধানঘয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
ঘ. আধানদ্বয় থেকে P বিন্দুর দূরত্ব কত নির্ধারণ করলে উভয় আধানের তড়িৎ তীব্রতা পরস্পর সমান হবে — গাণিতিকভাবে ব্যাখ্যা করো। 
 ৩. একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী দূরত্ব 25000 fm পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। 
ক. ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে?
খ. নিউটনের ২য় সূত্র থেকে ১ম সূত্র প্রতিপাদন করো ।
গ. উদ্দীপকের তথ্য অনুসারে কণাদ্বয়ের মধ্যে মাধ্যাকর্ষণ বলের পরিমাণ কত?
ঘ. উদ্দীপকের ঘটনায় কণাদ্বয়ের মধ্যে তড়িৎ বলের মান কত ও প্রকৃতি কী? মধ্যাকর্ষণ বল ও তড়িৎ বলের তুলনা করো।







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url