বস্তুর উপর তাপের প্রভাব সাজেশন
সাজেশন: পরীক্ষা ২০২৫
পদার্থবিজ্ঞান
অধ্যায় ৬: বস্তুর উপর তাপের প্রভাব
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
পেজ সূচিপত্র :অধ্যায় ৬:বস্তুর উপর তাপের প্রভাব
তথ্যকণিকা(Information)
- ১. S.I. পদ্ধতিতে তাপমাত্রার একক— কেলভিন।
- ২. 1 ক্যালরি তাপ- 4.2 J তাপের সমান ।
- ৩. দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুর মধ্যে তাপের প্রবাহ ততক্ষণ চলে— যতক্ষণ না বস্তুদ্বয়ের তাপমাত্রা সমান হয় ।
- ৪ . আয়তন, চাপ, রোধ, ঘনত্ব, এগুলো হলো পদার্থের— তাপমাত্রিক ধর্ম।
- ৫. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হলো— গ্যাসের চাপ।
- ৬. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা— 273.16 K বা 0.01°C ।
- ৭. পানির স্ফুটনাঙ্ক — 100°C বা 212°F ।
- ৮. পরমশূন্য তাপমাত্রা হলো— 0 K বা - 273.15°C।
- ৯. দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক— 6a = 3B = 2y ।
- ১০. তরল পদার্থ যে তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় তা হলো— বাষ্পীভবনের সুপ্ততাপ ।
- ১১. তরলের প্রকৃতি;বাতাসের চাপের ওপর নির্ভর করে— বাষ্পায়ন ।
- ১২. গলনাংকে ও স্ফুটনাংকে সম্পূর্ণ পদার্থের অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত বৃদ্ধি পায়না— তাপমাত্রা ।
- ১৩. আপেক্ষিক তাপ নির্ভর করে— পদার্থের উপাদানের উপর ।
- ১৪. তাপধারণ ক্ষমতার একক— JK-1।
- ১৫. বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর— ভর, উপাদান ও তাপমাত্রার উপর।
- ১৬, গৃহীত বা বর্জিত তাপ— Q = msAT
- ১৭. ক্যালরিমিতির মূলনীতি হলো— গৃহীত তাপ = বর্জিত তাপ ।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. বরফ বিন্দু কাকে বলে?
উত্তর: প্রমাণ চাপে যে তাপমাত্রায় এক টুকরা বরফ গলতে শুরু করে তাকে বরফ বিন্দু বলে।
প্রশ্ন-২. স্থিরাঙ্ক কাকে বলে?
উত্তর : তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়। এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলে।
প্রশ্ন-৩. পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা দাও।
উত্তর: যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি কঠিন, তরল এবং জলীয় বাষ্পরূপে সহাবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে ।
প্রশ্ন-৪. পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলে?
উত্তর: তাপমাত্রার পরিবর্তনের ফলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায় সেটাই হলো তাপমাত্রিক ধর্ম ।
প্রশ্ন-৫. তরলের আপাত প্রসারণ কাকে বলে?
উত্তর: পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে ।
প্রশ্ন-৬. তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে?
উত্তর: তরলকে কোনো পাত্রে না রেখে (যদি সম্ভব হয়) তাপ -দিলে তার আয়তন যতটুকু প্রসারিত হবে তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে ।
প্রশ্ন-৭. সুপ্ত তাপ কাকে বলে?
উত্তর:যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ততাপ বলে ।
প্রশ্ন-৮. গলন কাকে বলে?
উত্তর: গলনাংকে তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থের কঠিন অবস্থা হতে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে গলন বলা হয়।
প্রশ্ন-৯. পুনঃশিলীভবন কী?
উত্তর: চাপ প্রয়োগ করে কোনো কঠিন পদার্থ কে তরলে পরিণত করা এবং চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় পরিণত করার প্রক্রিয়াকে পুনঃশিলীভবন বলে ।
প্রশ্ন-১০. বাষ্পায়নের সংজ্ঞা দাও ।
উত্তর: যে কোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে ।
প্রশ্ন-১১. তাপধারণ ক্ষমতা কাকে বলে?
উত্তর: কোন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ করতে হয়, তাকে ঐ নির্দিষ্ট পরিমাণ বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে ।
প্রশ্ন-১২. আপেক্ষিক তাপ কাকে বলে?
উত্তর: 1kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে ।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. দুইটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি? ব্যাখ্যা কর।
উত্তর: দুটি বস্তুর তার সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে । কেননা বস্তুর তাপমাত্রা এর তাপের উপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুর তাপীয় অবস্থার উপর । একই উপাদানের কিন্তু ভিন্ন আকারের দুটি বস্তুর তাপের পরিমাণ সমান হলে ক্ষুদ্রতর বস্তুটির তাপমাত্রা বেশি হবে।
প্রশ্ন-২. ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10K' বলতে কী বোঝায়?
উত্তর: ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 x 10-K-1 বলতে বোঝায় যে, im দৈর্ঘ্যের ইস্পাতের দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 11 × 10-6m বৃদ্ধি পায়।
প্রশ্ন-৩. বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লিখ ।
উত্তর: বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য:
বাষ্পায়ন
i. যেকোন তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে ।
ii. বাষ্পায়ন ঘটে সাধারণ কক্ষ তাপমাত্রায় বা নিম্নতর তাপমাত্রায়।
স্ফুটন
i. তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনা হলো স্ফুটন।
ii. স্ফুটন ঘটে তরলের স্ফুটনাঙ্কের তাপমাত্রায় ।
প্রশ্ন-৪. পদার্থের অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে সুপ্ততাপ গ্রহণ বা বর্জনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সুপ্ততাপ পদার্থের অণুসমূহের গতিশক্তির পরিবর্তন ঘটায় না বলেই সুপ্ততাপ গ্রহণ বা বর্জনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না। তাপ প্রয়োগ করলে পদার্থের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এর গতিশক্তি অংশটুকু বস্তুর তাপমাত্রা নির্ধারণ করে। যখন কোন পদার্থ সুপ্ততাপ গ্রহণ বা বর্জন করে, তখন তার অণুগুলোর মধ্যেকার বন্ধন শিথিল বা দৃঢ় হয় মাত্র। অণুগুলোর নেট গতিশক্তির কোন পরিবর্তন হয় না। ফলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে ।
প্রশ্ন-৫. ঘর্মাক্ত অবস্থায় চলন্ত পাখার নিচে বসলে ঠাণ্ডা অনুভূত হয় কেন?
উত্তর: আমরা জানি, পানি সবসময় বাষ্পায়ীত হতে থাকে। এ বাষ্পায়ন নির্ভর করে এর আশ পাশে উপস্থিত জলীয় বাষ্পের উপর। জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন ধীরে হয়। আমাদের ঘর্মাক্ত দেহ থেকে বাষ্পায়নের ফলে এর চারপাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। পাখার বাতাস এ জলীয় বাষ্পকে সরিয়ে দেয় ফলে বাষ্পায়ন দ্রুত হয়। আমরা আরো জানি বাষ্পায়নের সময় সুপ্ত তাপের প্রয়োজন। ঘাম বাষ্পায়নের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে ফলে ঠাণ্ডা অনুভূত হয়।
প্রশ্ন-৬. প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন?
উত্তর : প্রেশার কুকার আবদ্ধ হওয়ায় এর অভ্যন্তরে বাষ্প উৎপন্ন হলে সৃষ্ট চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় বেশি হয়।ফলে অধিক চাপে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ফলস্বরূপ পানি স্ফুটনাঙ্কে পৌঁছতে অধিক সময় লাগে তথা পানি বেশিক্ষণতরল থাকে এবং তাপের আদান-প্রদান ভালো হয়। তাই খাবার দ্রুত সিদ্ধ হয়। এভাবে প্রেশার কুকারে অধিক চাপে তুলনামূলক সহজে ও তাড়াতাড়ি খাবার রান্না করা যায়।
প্রশ্ন-৭. তামার আপেক্ষিক তাপ 400 JkgK বলতে কী বোঝায়?
উত্তর: তামার আপেক্ষিক তাপ 400J kg K- বলতে বোঝায়, 1kg তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করতে 400J তাপ প্রয়োজন হয়।
প্রশ্ন-৮. ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ভেজা মেঝে শুকানোর সময় মেঝের ওপর থাকা পানি বাষ্পীভূত হয়।
বাষ্পীভূত জলীয় বাষ্প মেঝের ওপরের বায়ুতে জায়গা করে নেয়, ফলে অধিকতর বাষ্পায়নের হার কমে যায়। ফ্যান ছেড়ে দিলে ফ্যানের বাতাস উক্ত স্থান হতে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সরিয়ে দেয়। ফলে মেঝের পানি সহজে বাষ্পীভূত হয় ও বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। এ কারণে ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয়।
প্রশ্ন-৯. শীতকালে পুকুরের পানি দ্রুত কমে যায় কেন?
উত্তর: শীতকালে বাতাসে আর্দ্রতা বা জলীয়বাষ্প অত্যন্ত কম থাকে। তাই বায়ুর নতুন করে পানি শোষণের প্রবণতা বেশি। থাকে। এ কারণে শীতকালে পুকুরের পানি খুব দ্রুত বাতাসে মিলিয়ে যায় এবং পানির উপরিতলের লেভেল নেমে আসে। এখানে, বাষ্পায়ন প্রক্রিয়ায় (অর্থাৎ যেকোনো তাপমাত্রায়) পানি বাষ্পীভূত হয়। বাষ্পায়নের ক্ষেত্রে একটি নিয়ামক হলো- বায়ুতে বিদ্যমান আর্দ্রতা, যা কম থাকলে বাষ্পায়ন ক্রিয়া ত্বরান্বিত হয়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. এক জুল তাপ কত ক্যালরির সমান?
(ক) 0.42
(খ) 0.24
(গ) 2.4
(ঘ) 4.2
উ:খ
২. পদার্থের তাপমাত্রিক ধর্ম হচ্ছে—
i. আয়তন
ii. চাপ
iii. রোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উ:ঘ
৩. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা নিচের কোনটি?
(ক) 273 °C
(খ) 273.16 K
(গ) 273.26 K
(ঘ) 373 °C
উ:খ
৪. 40° সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান?
(ক) 40°F
(খ) 72°F
(গ) 104°F
(ঘ) 313°F0
উ:গ
৫. নিচের কোনটি সঠিক?
(ক) C/5 = F/9
(খ) C/9 = F-32/5
(গ) F-32/9 = K-273/5
(ঘ) C/5 = K-273/9
উ:গ
৬. কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান?
(ক) -80°C
(খ) - 40°C
(গ) 40°C
(ঘ) 80°C
উ:খ
৭. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন ?
(ক) 36.89 K
(খ) 98.4 K
(গ) 136.89 K
(ঘ) 309.89 K
উ:ঘ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
সোনার ঘনত্ব 19.30 gm/cc এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ 14 × 10-6 C-1
৮. তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 100° C হলে ঘনত্ব কত হবে?
ক) 18.199 m/cc
খ) 19.22gm/cc
গ) 17.209 m/cc
ঘ) 20.19 m/cc
উ:খ
৯. যদি সোনার তাপমাত্রা আরও 1000° C বাড়ানো হয়, স্বর্ণের কি ঘটবে?
ক) অদৃশ্য হবে
খ) গলে যাবে
গ) গলবে না
ঘ) ফুটবে
উ:গ
১০. একটি তামার দণ্ডের তাপমাত্রা 100°C বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য 10.0167 m হয়, তাহলে তারটির আদি দৈর্ঘ্য কত ছিল? [দৈর্ঘ্য প্রসারণ সহগ a = 16.7 x 10 K]
ক) 10 cm
খ) 0.1 m
গ) 0.01 km
ঘ) 0.1 km
উ:গ
১১. কোন পদার্থের আয়তন প্রসারণ সহগ 12 x 10K হলে ক্ষেত্র প্রসারণ সহগ কত?
ক) 8x10^-6K^-1
খ) 8 x 10 K-2
গ) 18 x 10 K
ঘ) 18 x 10 K-1
উ: ক
১২. কোন সম্পর্কটি সঠিক?
ক) a = 2B = Y
খ) 2a = 3B = y
গ) 2a = B = Y
ঘ) 6a = 3B = 2y
উ:ঘ
১৩. যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ যথাক্রমে a, B ও y হয় তাহলে —নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
ক.খ
১৪. 100°C তাপমাত্রায় বিশুদ্ধ পানিকে তাপ দিলে -
i. পানির তাপমাত্রা বাড়তে পারে
ii. পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
iii. পানি বাষ্পে পরিণত হবে
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
নিম্নের তথ্য থেকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
কিছু পরিমাণ বরফ এবং ফুটন্ত পানি একত্রে মিশ্রিত করা হলো। ফলে বরফ গলে পানিতে পরিণত হলো এবং মিশ্রণের তাপমাত্রা হলো 10°C
১৫. 1°C তাপমাত্রার পার্থক্যের জন্য কেলভিন স্কেলের পার্থক্য কত হবে?
ক) 274 K
খ) 1K
গ) 2K
ঘ) 273 K
উ:খ
১৬. পানির তাপমাত্রা 0°C থেকে 10°C এ উন্নীত করলে, পানি কর্তৃক গৃহীত তাপ কত?
[বরফের ভর m kg]
ক) 200 m J
খ) 4000 m J
গ) 4200 mJ
ঘ) 42000 m J
উ:ঘ
১৭. একটি বস্তুতে মোট তাপীয় শক্তি এবং সকল অণুর গতিশক্তির সমষ্টির সম্পর্ক কিরূপ?
ক) ব্যস্তানুপাতিক
খ) সমানুপাতিক
গ) বর্গের ব্যস্তানুপাতিক
ঘ) বর্গের সমানুপাতিক
উ:খ
১৮. সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘটায়?
ক) তাপমাত্রার
খ) অবস্থার
গ) গলনাঙ্কের
ঘ) স্ফুটনাঙ্কের
উ:খ
১৯.নিচের কোনটির আপেক্ষিক তাপ বেশি?
ক) সীসা
খ) লোহা
গ) তামা
ঘ) বরফ
উ:ঘ
সৃজনশীল প্রশ্ন
১. 1 cm ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50°C বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993 cm এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 12.5874 cm 2 হলো।
ক. গলনাঙ্ক কাকে বলে?
খ. ভেজা গায়ে পাখার বাতাস ঠাণ্ডা লাগে কেন— বুঝিয়ে লিখো ।
গ. গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো ।
ঘ. উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো ।
২. একটি রেললাইনে 100 m দৈর্ঘ্যের লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 cm ফাঁকা স্থান
রাখা আছে। তাপমাত্রা 20°C বেড়ে গেল । লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.15 × 10 K-1.
ক. আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. গাছ থেকে আম পড়লে কী ধরনের কাজ হয়? ব্যাখ্যা করো ।
গ. লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো ।
ঘ. তাপমাত্রা 40°C বেড়ে গেলে রেললাইনটির উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো ।
৩. 10°C তাপমাত্রায় একটি তামার টুকরার ক্ষেত্রফল 50 cm2। যদি তামার টুকরাটির তাপমাত্রা 100°C পর্যন্ত বাড়ানো হয় তবে এর ক্ষেত্রফল হয় 50.25 cm 2 ।
ক. আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. পাহাড়ের চূড়ায় রান্না করা কঠিন কেন? ব্যাখ্যা করো।
গ. তামার ক্ষেত্র প্রসারণ স্হগের পরিমাণ কত?
ঘ. যদি তামার টুকরাটির প্রথম অবস্থায় উচ্চতা 30 cm হয় তবে এর চূড়ান্ত আয়তন কত হবে?
৪. 200°C তাপমাত্রার জ্বলন্ত একটি চুলার পাশে15°C তাপমাত্রার একটি 3 kg ভরের কঠিন বস্তু রাখা হল। ফলে নির্দিষ্ট সময় পর এর তাপমাত্রা হল 86°F।বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ 361 J kg-1 K-1,
বরফ গলনের সুপ্ততাপ 336000J kg-1 ।
ক. আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10 K-1 বলতে কী বোঝায়?
গ. বস্তুটির তাপমাত্রা 86°F এ পৌঁছাতে কী পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে?
ঘ. উল্লিখিত নির্দিষ্ট সময় পর বস্তুটিকে 500 g গলিত বরফের ঠাণ্ডা পানিতে ছেড়ে
দিলে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url