আলোর প্রতিসরণ সাজেশন

 9.আলোর প্রতিসরণ

সাজেশন: পরীক্ষা ২০২৫

পদার্থবিজ্ঞান

অধ্যায় 9: আলোর প্রতিসরণ

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



  • ১. প্রতিসরণ কোণ ও আপতন কোণের অনুপাত একটি ধ্রুবসংখ্যা এবং তা হলো— প্রতিসরণাঙ্ক ।
  • ২. a মাধ্যম, ৮ মাধ্যমের সাপেক্ষে ঘন হলে — ba > 1 এবং ab < 1।
  • ৩. ঘন মাধ্যমে আলোর বেগ, হালকা মাধ্যম অপেক্ষা কম। 
  • ৪. আপতন কোণ, ক্রান্তি কোণ অপেক্ষা বড় হলে ঘটে— পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ।
  • ৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বাস্তব ঘটনা— মরীচিকা ।
  • ৬. লেন্সের বক্রতার কেন্দ্র- দুইটি।
  • ৭. সকল দূরত্ব পরিমাপ করা হয় লেন্সের আলোক কেন্দ্র হতে 
  • ৮.লেন্সের মধ্যে আলো প্রতিসরিত হয়— - দুইবার ।
  • ৯. ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে- অবতল লেন্সের। 
  • ১০. সর্বদা অসদ বিম্ব তৈরি হয়- অবতল লেন্সে। 
  • ১১. উত্তল লেন্সের ফোকাস দূরত্ব— ধনাত্মক । 
  • ১২. লেন্সের ক্ষমতার একক— ডায়াল্টার ।
  • ১৩. মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগে— রেটিনায় আলো পড়লে । 
  • ১৪. চক্ষুলেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে- আইরিশ ।
  • ১৫. রেটিনা দুই ধরনের স্নায়ু কোষ দ্বারা গঠিত তা হলো- রড ও কোন কোষ ।
  • ১৬. বর্ণ সংবেদনশীল কোষ হচ্ছে— কোণ কোষ ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. আলোর প্রতিসরণ কাকে বলে?

উত্তর: আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদতলে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

প্রশ্ন-২. ক্রান্তি কোণ কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণএক সমকোণ হয় তাকে ঐ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।

প্রশ্ন-৩. এক ডায়াস্টার কাকে বলে?

উত্তর: এক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়াল্টার বলে ।

প্রশ্ন-৪. লেন্সের ক্ষমতা কাকে বলে? 

উত্তর: কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে ।

প্রশ্ন-৫. লেন্সের প্রধান ফোকাস কাকে বলে?

 উত্তর: লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোক রশ্মি গুচ্ছ প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ঐ লেন্সের প্রধান ফোকাস বলে।

প্রশ্ন-৬.লেন্স কাকে বলে ?

 উত্তর: দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।

প্রশ্ন-৭. আলোক কেন্দ্র কাকে বলে?

উত্তর: লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুর মধ্যদিয়ে কোনো আলোক রশ্যি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপরপৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়,সেই বিন্দুকে আলোক কেন্দ্র বলে । 

প্রশ্ন-৮. অ্যাকুয়াস হিউমার কাকে বলে?

উত্তর: কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী যে স্থানটি পরিষ্কার লবণাক্ত দ্রবণে পূর্ণ থাকে, তাকে অ্যাকুয়াস হিউমার বলে।

প্রশ্ন-৯. রেটিনা কাকে বলে?

উত্তর: চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষদচ্ছ আলোক সংবেদন আবরণকে রেটিনা বলে ।

 প্রশ্ন-১১. অপটিক্যাল ফাইবার কী? 

উত্তর: কাঁচ বা কোনো স্বচ্ছ পদার্থের তৈরি সরু তন্তু বা ফাইবার যা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে আলো বহনের কাজে ব্যবহার করা হয়, এরূপ তন্তু হচ্ছে অপটিক্যাল ফাইবার।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. একই আকারের হীরক, কাচ অপেক্ষা অধিক উজ্জ্বল— ব্যাখ্যা করো। 

উত্তর: হীরায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাচের চেয়ে বেশি ঘটে, তাই কাচের চেয়ে হীরা বেশি উজ্জ্বল দেখায় ।কাচের প্রতিসরণাঙ্ক 1.5 এবং হীরার প্রতিসরণাঙ্ক 2.414 । তাই কাচের সংকট কোণ, O = sino= 41.81° এবং হীরারসংকট কোণ, 0e = sin" (2.414) (2414) - 24.47° । হীরার সংকট
কোণ কাচের চেয়ে অনেক কম, তাই হীরায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাচের চেয়ে অনেক বেশি ঘটে। এ কারণেই এক টুকরা কাচের 
চেয়ে এক টুকরা হীরা বেশি উজ্জ্বল দেখায়।

প্রশ্ন-২. হীরকের ক্রান্তি কোণ 24° বলতে কী বুঝ?

উত্তর: হীরকের সঙ্কট কোণ 24° বলতে বুঝায় আলো হীরক হতে বায়ুতে আলোর প্রতিসরণের সময় 24° কোণে আলো আপতিত হলে প্রতিসরিত
 রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায় অর্থাৎ প্রতিসরণ কোণ 90° হয়। আপতিত রশ্মি 24° অপেক্ষা বেশি কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ 
প্রতিফলন ঘটে । 

প্রশ্ন-৩. অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কেন ব্যাখ্যা কর।

উত্তর: অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় খুব সরু দীর্ঘ, নমনীয় অথচ নিরেট কাচ তন্তু দ্বারা। এই তন্তুর প্রতিসরণাঙ্ক 1.7 এবং ফাইবারের উপর
 অপেক্ষাকৃত কম প্রতিসরণাঙ্কের (1.5) পদার্থের একটি আবরণ দেখা যায়। আলোক রশ্মি ঘন মাধ্যম (অপটিক্যাল ফাইবার) থেকে হালকা মাধ্যমে 
(আবরণ) যাওয়ার সময় ক্রান্তি কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবার এমনভাবে বাকানো 
থাকে যাতে আপতন কোণ সবসময় ক্রান্তি কোণ অপেক্ষা বড় হয়। আবার অপটিক্যাল ফাইবারের আবরণ ভিতরের তন্তুর চেয়ে হালকা হয় তাই
 অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।

প্রশ্ন-৪. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হয় কেন? 

উত্তর:


এ অবস্থায় আপতন কোণকে ক্রান্তি কোণ বলে ।
আপতন কোণের মান আরও বাড়ালে আলো আর প্রতিসারিত না। বরং একই মাধ্যমে ফিরে আসে, এটিই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

প্রশ্ন-৫. রৈখিক বিবর্ধন 10 বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। 

 উত্তর: রৈখিক বিবর্ধন 10 বলতে বোঝায় যে, বিম্বের দৈর্ঘ্য ও লক্ষবস্তুর দৈর্ঘ্যের অনুপাত 10। অর্থাৎ বিম্বটি লক্ষবস্তুর 10 গুণ বড় হবে ।

প্রশ্ন-৬. উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? ব্যাখ্যা কর। 

 উত্তর: যে লেন্সের মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ সরু তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় মিলিত হয় বা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে । নিচের 
চিত্রে বিষয়টি দেখানো হলো :উত্তল লেন্স
              


 প্রশ্ন-৭. কোনো লেন্সের ক্ষমতা 3D বলতে কী বোঝায়?

উত্তর: কোনো লেন্সের ক্ষমতা 3D বলতে বোঝায় লেন্সটি উত্তল এবং এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে এমনভাবে অভিসারী করে যেন প্রতিসরণের পর এরা আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর = m দূরে মিলিত হয় । 

প্রশ্ন-৮.চোখের উপযোজন বলতে কী বুঝ ?

 উত্তর: মানুষের চোখের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো চোখ তার লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করতে পারে। ফলে একটি নির্দিষ্ট দূরত্বেরমধ্যে অবস্থিত যেকোনো বস্তুর স্পষ্ট বিম্ব চোখের রেটিনায় গঠিত হয়। চোখের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনের ঐ ক্ষমতাকে চোখের উপযোজন বলে ।

প্রশ্ন-৯. মানুষের দুইটি চোখ থাকার সুবিধা ব্যাখ্যা কর। 

উত্তর: দুইটি চোখ দিয়ে একটি বস্তু দেখলে আমরা কেবলমাত্র একটি বস্তুই দেখতে পাই। যদিও প্রত্যেকটি চোখ আপন আপন রেটিনায় প্রতিবিম্ব গঠন করে, কিন্তু মস্তিষ্ক দুইটি ভিন্ন প্রতিবিম্বকে একটি প্রতিবিম্বে পরিণত করে। দুইটি চোখ থাকার জন্য দূরত্ব নির্ভুলভাবে পরিমাপ করা যায়। তাছাড়া বস্তুর তুলনায় দুইটি চোখের বিভিন্ন অবস্থানের জন্য ডান চোখ ডান দিকটা বেশি এবং বাম চোখ বাম দিকটা বেশি দেখে। দুই চোখ দিয়ে বস্তু দেখলে দুইটি ভিন্ন প্রতিবিম্বের উপরিপাতন ঘটে এবং বস্তুকে ভালভাবে দেখা যায় । 

 প্রশ্ন-১০.রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি ব্যাখ্যা কর ।

 উত্তর: চক্ষু লেন্স কর্তৃক আলো অপসারিত হয়ে রেটিনায় বিম্ব গঠন করে। রেটিনা থেকে মস্তিষ্কে গমনকারী রড ও কোন কোষের মধ্যে কোনগুলো বর্ণ সংবেদনশীল। তিন ধরণের কোন কোষ আছে- নীলবর্ণ, লালবর্ণ এবং সবুজ বর্ণ সংবেদনশীল কোষ। কোনো বর্ণ যতই মিশ্রবা জটিল হোক না কেন চোখ সকল বর্ণকে মাত্র তিনটি বর্ণে ধারণ করে এবং মস্তিষ্কে তথ্য প্রেরণ করে। মস্তিষ্ক আবার বিশেষ প্রক্রিয়ায় বর্ণগুলো আলাদা করে দেয়। এভাবেই আমরা রঙিন বস্তুর আলোকীয় উপলদ্ধি পাই।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.পানিতে আলোর বেগ হলো- 

ক) 1.24 x 10" ms-1
খ) 2 x 10 ms1
গ) 2.26 x 10 ms-1
ঘ) 3 x 10 ms T
উ:গ

২.a মাধ্যম যদি b মাধ্যমের সাপেক্ষে ঘন হয়, তাহলে - 

i.ally < 1
ii. gho > 1
iii. n,> 1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) i ও iii 
ঘ) i, ii ও iii
উ:গ

৩.পানি সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক ও বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হলে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত?

ক) 213
খ) ২৩৪
গ) ৪/৩
ঘ) ৩৪৬
উ:গ

৪. বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 45° হলে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

ক) 1
খ) √2
গ) 0.5
ঘ) 1.5
উ:খ

৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত

i. আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যায়
ii. আপতন কোণ > ক্রান্তি কোণ,
iii. আপতন কোণ = প্রতিফলন কোণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) i ও iii 
ঘ) i, ii ও iii
উ:ক

6.                                                           \


anb = ?

 ক) 1.33
খ)  1.5
গ) 2
ঘ) ৪
উ: গ
নিচের চিত্রের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
 

                                                                      

৭.Bn0 এর মান কত?

ক)  1.125
খ) 1:100
গ) 0.909
ঘ) 0.889
উ:খ

৮.চিত্র অনুসারে--

i. na> nb
ii. Ca>Cb
iii. ⵀc = 65.37^0
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) i ও iii 
ঘ) i, ii ও iii
উ: গ
নিচের তথ্য হতে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
‘মনিরের প্রায়ই প্রচণ্ড মাথাব্যথা হয়। এজন্য তার মা তাকে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে বলে। মনিরের চোখ পরীক্ষার পর ডাক্তার তাকে চশমা ব্যবহারের পরামর্শ দিলেন। লেন্সের ক্ষমতা ছিল -2D

৯.কোন লেন্সের ক্ষমতা ঋণাত্মক?

ক) অবতল লেন্স
খ)  সমতলোত্তল লেন্স
গ) উত্তল লেন্স
ঘ) মোটা লেন্স
উ:ক

১০. ডাক্তারের পরামর্শকৃত চশমার প্রকৃতি কী?

ক) অবতল লেন্স এবং ফোকাস দূরত্ব 2 cm 
খ) অবতল লেন্স এবং ফোকাস দূরত্ব 50 cm 
গ) উত্তল লেন্স এবং ফোকাস দূরত্ব 2 cm
ঘ) উত্তল লেন্স এবং ফোকাস দূরত্ব 50 cm
উ:খ

১১. 1টি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10cm। বস্তুর অবস্থান প্রধান ফোকাস হলে বিম্বের দূরত্ব কত?

ক) 5cm
খ) 10cm
গ) 2.5cm
ঘ) অসীম 
উ:ঘ

১২. 50 cm ফোকাস দূরত্ববিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত?

ক) - 2D
খ) -0.2D
গ) 0.2D 
ঘ)  2D
উ:ঘ

১৩.অবতল লেন্সের বক্তৃতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু রাখা হলে বিবর্ধন m এর মান?

ক) m>1 
খ) m< 1
গ) m নয় গুণ হবে
ঘ) m=২
উ:ক
নিচের চিত্র অবলম্বনে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
                                                 

                                           

১৪. লেন্সটির ক্ষমতা কত?

ক) 20cm
খ) -0.02 D 
গ) +0.5D 
ঘ)  -5D
উ:ঘ

১৫. 50cm এর চেয়ে বেশি দূরের বস্তু ভালোভাবে দেখতে পায় না এমন ব্যক্তির জন্য - 

i. উদ্দীপকের প্রকৃতির লেন্স প্রয়োজন,
ii. উদ্দীপকের লেন্সটির চেয়ে বেশি ফোকাস দূরত্বের লেন্স প্রয়োজন 
iii. - 2D ক্ষমতার লেন্স প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) i ও iii 
ঘ) i, ii ও iii
উ:ঘ

১৬. একজন শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

ক) 25 cm.
খ)  5 cm
গ)  10 cm
ঘ) 20 cm
উ:খ

১৭. একজন লোক 200 cm এর অধিক দূরের বস্তু স্পষ্ট দেখে না। লোকটির চোখের জুটির প্রতিকারে ব্যবহৃত লেন্স-

i. এর ফোকাস দূরত্ব - 2 m
ii. সর্বদা বস্তু অপেক্ষা ছোট বিম্ব গঠন করে।
iii. এর ক্ষমতা 0.5 D
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) i ও iii 
ঘ) i, ii ও iii
উ:ক

১৮. চক্ষু লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়া অর্থ—

i. রেটিনার সামনে বিম্ব গঠন হয়
ii. ফোকাস দূরত্ব কমে যায় ...
iii. দীর্ঘ দৃষ্টি ত্রুটি হয় 
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) i ও  iii 
ঘ) i, ii ও iii
উ:ক

১৯. রেটিনাতে কয় ধরনের আলোক সংবেদী কোষ রয়েছে?

ক) 1
খ) 2
গ) 3
ঘ) অসংখ্য
উ:খ

২০. তীব্র আলোতে নিচের কোনটি কার্যকর হয়?

ক) চক্ষুলেন্স
খ) কর্নিয়া
গ) কোন
ঘ) রড
উ:গ

২১. নিচের কোনটি বর্ণ সংবেদনশীল?

ক) রেটিনা
খ) চক্ষুলেন্স
গ) রড
ঘ) কোন
উ:ঘ

২২. অপটিক্যাল ফাইবার পদার্থের প্রতিসরণাঙ্ক কত?

ক) 1.3
খ) 1.5
গ) 1.7
ঘ) 2
উ:গ

সৃজনশীল প্রশ্ন

১. মিনার দাদীর চোখের লেন্সের ক্ষমতা কমে যাওয়ার কারণে চশমা ব্যবহার শুরু করলেন । চশমার কাচের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.561
ক. দর্পণের প্রধান অক্ষ কাকে বলে?
খ. সিনেমার পর্দা সাদা থাকে কেন? ব্যাখ্যা করো। 
গ. চশমার উপাদানের ক্রান্তি কোণ নির্ণয় করো।
(ঢাকা বোর্ড ২০২০)
ঘ. মিনার দাদীর চোখের সমস্যার কারণ, ফলাফল এবং প্রতিকার রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা করো ।

2.                


ক. লেন্স কাকে বলে?
খ.চোখের উপযোজন ক্ষমতা বলতে কী বুঝায়?
গ. পানিতে আলোর বেগ নির্ণয় করো ।
ঘ. মাছটি প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে? যুক্তিসহ বিশ্লেষণ করো ।

৩.     

                     

AB লক্ষ্যবস্তুটি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের ঠিক মধ্যবিন্দুতে
অবস্থিত।
ক. লেন্স কাকে বলে?
খ. দুপুর বেলা রংধনু দেখা যায় না কেন?
গ. বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো ।
घ. মচিত্রে AB লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব পাওয়া কি সম্ভব? রশ্মিচিত্র এঁকে ব্যাখ্যা করো ।

৪.       
চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:


ক. বক্রতার কেন্দ্র কাকে বলে?
খ. দৃশ্যমান আলো বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের লেন্সটির বিম্বটি বাস্তব হবে না অবাস্তব হবে— গাণিতিকভাবে নির্ণয় করো ।
ঘ. উদ্দীপকের লেন্সটি চোখের কোনো ত্রুটি প্রতিকারে ব্যবহৃত হয় এবং কেন? বিশ্লেষণ করো।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url