সাহিত্যের রূপ ও রীতি সাজেশন
বাংলা ১ম পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
সাহিত্যের রূপ ও রীতি
হায়াৎ মামুদ
পেজ সূচিপত্র : সাহিত্যের রূপ ও রীতি
তথ্যকণিকা(Information)
- ১. হায়াৎ মামুদের জন্মস্থান— পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রাম ।
- ২. কবিতার প্রধান দুটি রূপভেদ হলো— মহাকাব্য ও গীতিকবিতা ।
- ৩.যুদ্ধ বিগ্রহের কাহিনি অবলম্বনে রচিত হয়— মহাকাব্য ।
- ৪. মহাকাব্যের মূল লক্ষ্য- গল্প বলা ।
- ৫. গীতিকবিতার আদি নিদর্শন— বৈষ্ণব কবিতাবলি ।
- ৬. বিশ্বসাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন— নাটক।
- ৭. সরাসরি পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে চায়— নাটক ।
- ৮. সাহিত্যের করুণ রস মানুষের মনে নিয়ে আসে— বেদনা ও আনন্দ ৷
- ৯. সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ— ছোটোগল্প।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.কোন শ্রেণির নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে রসের আনন্দ সৃষ্টি করে?
ক) * কমেডি
খ) ট্র্যাজেডি
গ) নৃত্যনাট্য
ঘ) প্রহসন
উ:খ
২.সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কবিতা
ঘ) ছোটোগল্প
উ:ক
৩.মহাকাব্যের মূল লক্ষ্য কী?
ক) গল্প বলা
খ) উপন্যাস
গ) আয়তনের বিশালতার প্রকাশ
ঘ) যুদ্ধবিগ্রহের বর্ণনা
উ:ক.
৪. বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠা শাখা কোনটি?
ক) নাটক
খ) উপন্যাস
গ) - কবিতা
ঘ) ছোটোগল্প
উ:ঘ
৫.সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য কী?
ক) আত্মতৃপ্তি
খ) চরিত্র চিত্রণ
গ) সৃজনশীলতা
ঘ) সৌন্দর্য সৃষ্টি
উ:ঘ
৬.‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ' গল্পটির ঘটনাস্থল কোন দেশে?
ক) ইরান
খ) চিন
গ) আরব
ঘ) সিরিয়া
উ:খ
৭.'বাঙালি বলিয়া লজ্জা নাই'- গ্রন্থটির রচয়িতা কে?
ক) হুমায়ুন আজাদ
খ) সৈয়দ শামসুল হক
গ) শামসুর রাহমান
ঘ) হায়াৎ মানুষ
উ:ঘ
৮. সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে মহাকাব্য ও উপন্যাসের সাদৃশ্য কোথায়?
ক) যুদ্ধের বর্ণনা
খ) আঙ্গিক গঠনে
গ) দীর্ঘ ঘটনার সন্নিবেশে
ঘ) দীর্ঘ ঘটনার সন্নিবেশে
উ:ঘ
৯. মহাকাব্যের মূল লক্ষ্য -
ক) জ্ঞান দান
খ) গল্প বলা
গ) সচেতনতা সৃষ্টি
ঘ) রচনাকালে
উ:খ
১০. বিশ্বসাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?
ক) উপন্যাস
খ) নাটক
গ) ছোটোগল্প
ঘ) কবিতা
উ:খ
১১. সাহিত্যের কোন শাখার সঙ্গে 'রাম্য বিষয়টি জড়িত?
ক) কবিতা
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) ছোটোগল্প
উ:গ
১২.নাটক কয়টি পর্বে বিভক্ত থাকে?
ক) পাঁচটি
খ) চারটি
গ) তিনটি
ঘ) দুইটি
উ:ক
১৩. চরিত্র বিচারে দীনন্ধু মিত্রের 'নীলদর্পণ' কোন শ্রেণির নাটক?
ক) সাংকেতিক
খ) সামাজিক
গ) ঐতিহাসিক
ঘ) পৌরাণিক
উ:খ
১৪. সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?
ক) ছোটোগল্প
খ) ছোটো উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ
উ:ক
১৫. বাংলা ভাষার ছোটোগল্পের অনুপ্রেরণা এসেছে কোন সাহিত্য থেকে?
ক) পাশ্চাত্য সাহিত্য
খ) মধ্যযুগীয় সাহিত্য
গ) নাট্য সাহিত্য
ঘ) গ্রিক সাহিত্য
উ:ক
১৬.ছন্দোবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে, যা লিখিত হয় তাকে বলা হয়-
ক) ট্র্যাজেডি
খ) কমেডি
গ) প্রবন্ধ
ঘ) কবিতা
উ:ঘ
১৭. উপন্যাসের প্রধান উপাদান বা উপজীব্য কোনটি?
ক) কাহিনি
খ) চরিত্র
গ) দৃশ্য
ঘ) ভাষা
উ:ক
১৮. 'গ্রন্থাকারের ব্যক্তিগত জীবন-দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনিকে অবলম্বন করিয়া একটি বর্ণানাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়।'উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে?
ক) উপন্যাস
খ) কবিতা
গ) ছোটোগল্প
ঘ) নাটক
উ:ক
১৯. বাঙালি পাঠক-সমাজকে লেখায় মন্ত্রমুগ্ধ করে জয় করেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উ:খ
২০. সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?
ক) সৃজনশীলতা
খ) আনন্দদান
গ) সৌন্দর্য সৃষ্টি
ঘ) নান্দনিকতা
উ:ক
২১. কোন ধরনের প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য পায়?
ক) তন্ময়
খ) মন্ময়
গ) রম্য
ঘ) বিচিত্র
উ:ক
২২.সাহিত্যের বিভিন্ন শাখা যেমন— গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদির বিস্তারিত আলোচনা নিয়ে রচিত গ্রন্থ কোনটি?
ক) রাজপুত জীবনসন্ধ্যা
খ) মাধবী কঙ্কণ
গ) সাহিত্য সন্দর্শন
ঘ) মহারাষ্ট্রজীবন
উ:গ
২৩. মঙ্গলকাব্যকে উপন্যাস বলা যায় না, কারণ—
i. ছন্দে রচিত তাই
ii. গদ্যভাষায় লিখিত নয় বলে
iii. মধ্যযুগে রচিত হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
উ:ক
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
এমন রচনায় লেখক উপজীব্য হিসেবে তাঁর মন ও বস্তুজগতকে বেছে নেন।
কল্পনাশক্তি দিয়ে চিন্তা ও বুদ্ধিকে সাহিত্য করে তোলেন।
২৪. উদ্দীপকের ভাবসত্য নিচের কোনটিকে সমর্থন করে?
ক) উপন্যাস
খ) ছোটোগল্প
গ) প্ৰবন্ধ
ঘ) নাটক
উ:গ
২৫. উক্ত সাহিত্যরীতির বৈশিষ্ট্য—
ক) বুদ্ধি ও জ্ঞানপ্রধান’
খ) কাহিনিপ্রধান
গ) চরিত্র ও অঙ্ক প্রধান
ঘ) জীবনের খণ্ডাংশের রূপায়ণ
উ:ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url