নিয়তি সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 নিয়তি

হুমায়ূন আহমেদ

bangla 1st paper


পেজ সূচিপত্র : নিয়তি 

  • ১. হুমায়ূন আহমেদের জন্ম— ১৩ই নভেম্বর, ১৯৪৮।
  • ২ . সাহিত্যিক পরিচয়ের বাইরেও হুমায়ূন আহমেদ খ্যাতি লাভ করেন— চলচ্চিত্র নির্মাতা হিসেবে।
  • ৩. হুমায়ূন আহমেদ সাহিত্যের স্বীকৃতিস্বরূপ— ‘একুশে পদক' লাভ করেন ।
  • ৪.মহারাজার বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থার জন্য ছিল— নিজস্ব জেনারেটর।
  • ৫. লেখকের কাছে অদ্ভুত স্বপ্নময় ছিল— জাগদলের দিনগুলো।
  • ৬.জেনারেটর ছাড়াও দাওয়াতের চিঠি ছাপার জন্য— মিনি সাইজের ছাপাখানা ছিল ।
  • ৭. মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে বের হয়ে এসেছিল— কেউটে সাপ । 
  • ৮.সাপটিকে আক্রমণ করে– বেঙ্গল টাইগার ।
  • ৯.‘নিয়তি' গল্পটির লেখক— হুমায়ূন আহমেদ ।
  • ১০.‘নিয়তি' গল্পটি সংকলিত হয়েছে— 'আমার ছেলেবেলা' গ্রন্থ থেকে । 
  • ১১.জমিদার বাড়ির কুকুরটি রক্ষা করেছিল – লেখকের ছোটো ভাইকে । 
  • ১২.কুকুরটি লেখকের ছোটো ভাইকে রক্ষা করেছিল—কেউটে সাপের ছোবল থেকে।
  • ১৩.সাপটিকে মেরে ফেলেছিল— কুকুরটি।
  • ১৪.কুকুরটির কষ্ট সহ্য করতে না পেয়ে লেখকের বাবা সেটিকে গুলি করে মেরে ফেলে ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.‘নিয়তি' গল্পে মহারাজার কী দেখে মুগ্ধ হতে হয়? 

ক রুচি

খ) ক্ষমতা

গ) সম্পদ

ঘ) আভিজাত্য

উ:ক

২.হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র কোনটি? 

ক. নন্দিত নরকে

খ) নীল অপারিজতা

গ) অয়োময়

ঘ) আগুনের পরশমণি

উ:ঘ

৩.নিচের কোন বৈশিষ্ট্যটি ‘নিয়তি' গল্পের বেঙ্গল টাইগারের নয়?

ক) নিয়মিত নির্মম পরিহাসের শিকার

খ) থালায় করে খাবার দিতে হয়

গ) খাওয়ার জন্য অনুরোধ করতে হয়

ঘ) অল্প বয়স, মজবুত শরীর

উ:ঘ

৪.তিন ভাই-বোন কোথায় বসে রোদ মাখে? 

ক) উঠোনের ঘাসে

খ) মন্দিরের চাতালে

গ) বৈঠকখানায়

ঘ) ঘরের বারান্দায়

উ:খ

৫.শৈশব ‘নিয়তি’ গল্পে লেখকের কোন সময়ের স্মৃতি উঠে এসেছে? 

ক) যৌবন

 খ) কৈশোর

গ)  প্রৌঢ়

ঘ)  শৈশব

উ:ঘ

৬.‘নন্দিত নরকে' কার উল্লেখযোগ্য রচনা?

ক)  কবীর চৌধুরী 

খ) সেলিনা হোসেন

গ)  হুমায়ূন আহমেদ

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উ:গ

৭.জগদলে থাকাকালীন লেখক কীসের মহানন্দ উপভোগ করেছিলেন?

ক) শিক্ষার

খ)  ভক্তির

গ) সুস্থতার

ঘ)  মুক্তির

উ:ঘ

৮. ‘নিয়তি' গল্পে মহারাজার বাড়ির কোন অংশটি তালাবদ্ধ ছিল?

ক) পশ্চিম দিকটি

খ) দোতলা 

গ) প্রধান দরজা

ঘ) নিচতলা

উ:খ

৯.‘নিয়তি' গল্পে মহারাজার বাড়িতে ছাপাখানার ব্যবস্থা করেছিলেন কেন?

ক) বই ছাপাতে

খ)  দাপ্তরিক কাজের জন্য

গ)  কর্মসংস্থান করতে

ঘ) দাওয়াতের পত্র ছাপাতে

উ:ঘ

১০. ‘নিয়তি' গল্পে মহারাজার বাড়ির কী দেখে তার রুচির পরিচয় মেলে?

ক) বিচিত্র বইয়ের সমাহার

খ) ইলেকট্রিসিটির ব্যবস্থা

গ)  সৌন্দর্যময় বিশাল বাড়ি

ঘ) ছাপাখানা মেশিন

উ:ক

১১. ‘নিয়তি' গল্পে উল্লিখিত কোন জ্বর নিয়মিত আসে?

ক) ম্যালেরিয়া

খ)  টাইফয়েড

গ)  বাতজ্বর

ঘ) চিকনগুনিয়া

উ:ক

১২. জবা নিজের বাড়িতে এক বিশাল লাইব্রেরি তৈরি করেছে, যেখানে আছে - বিচিত্র সব বই । ‘নিয়তি' গল্পের আলোকে জবার কোন দিকটি প্রশংসনীয়?

ক) চিন্তা

খ)  রুচি

গ) আভিজাত্য

ঘ) উদ্যোগ

উ:খ

১৩. ‘কী আশ্চর্য অনুভূতি!'— ‘নিয়তি গল্পের এ অনুভূতি কীসের?

ক) বিচিত্র শব্দ শোনার

খ) স্কুলের যন্ত্রণা থেকে মুক্তির

গ) বাবার সাথে বনে ঘুরার

ঘ) ম্যালেরিয়া জ্বর আসার

উ:ঘ

১৪. রাজবাড়ির মন্দিরের চাতালে এসে গায়ে রোদ মাখার সময় লেখকদের সঙ্গ দিত কে?

ক) বেঙ্গল টাইগার

খ)  দারোয়ান চাচা

গ) পোষা বিড়াল

ঘ) প্রতিবেশী চাচা

উ:ক

১৫. ‘নিয়তি' গল্পে বেঙ্গল টাইগার সারা দিন বাড়ির সামনে কী করত?

ক) পাহারা দিত

খ)  শুয়ে থাকত

গ) বসে থাকত

ঘ) ঘুমিয়ে থাকত

উ:খ

১৬. ‘নিয়তি' গল্পে কুকুরটিকে কোন সাপ কামড় দেয়?

ক)  কেউটে

খ)  ঢোড়া

গ) গোখরা

ঘ) অজগর

উ:ক

১৭. 'তক্ষক' কী? 

ক) গিরগিটি প্রজাতির সরীসৃপ 

খ) নিশাচর পাখি

গ) নাম না জানা প্রাণী

ঘ) একপ্রকার বাঘ

উ:ক

১৮. ‘নিয়তি' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) নন্দিত নরকে

খ)  আমার ছেলেবেলা

গ) শ্রাবণ মেঘের দিন

ঘ) নীল অপরাজিতা

উ:খ

১৯. জগদল লেখককে যা দিয়েছে—

i. মুক্তির মহানন্দ

ii. টাকাপয়সা

iii. স্বপ্নময় দিন।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

২০. ‘নিয়তি' গল্পে নিয়তির নির্মম রূপ লক্ষ করা যায়—

i. কুকুরের করুণ মৃত্যুতে

ii. লেখকের বাবার মনঃকষ্টে

iii. মহারাজার দেশ ত্যাগে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

২১.ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেললেন। কারণ, তিনি― 

i. কুকুরটির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন

ii. কুকুরটির দুর্দশা সইতে পারছিলেন না

iii. অতি নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url