কপোতাক্ষ নদ সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 কপোতাক্ষ নদ

মধুসূদন দত্ত



পেজ সূচিপত্র : কপোতাক্ষ নদ

  • ১. মধুসূদন দত্তের জন্মস্থান— যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম । 
  • ২. মাইকেল মধুসূদন দত্তের অমর কীতি— ‘মেঘনাদবধ কাব্য' । 
  • ৩. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তক —মাইকেল মধুসূদন দত্ত । 
  • ৪. কবি প্রবাসজীবনে কপোতাক্ষকে স্মরণ করেন— প্রেমভাবে। 
  • ৫. কবিতায় 'বিরল' শব্দ ব্যবহার হয়েছে— একান্ত নিরিবিলি অর্থে । 
  • ৬. চৌদ্দ চরণ সমন্বিত ভাবসংহত কবিতাকে বলা হয়- সনেট। 
  • ৭. চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে বলে— অষ্টক (Octave)। 
  • ৮.চতুর্দশপদী কবিতার অষ্টকের পরবর্তী ছয় চরণকে বলে— ষষ্টক (Sestet)। 
  • ৯. চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে— ভাবের প্রবর্তনা । 
  • ১০. চতুর্দশপদী কবিতার ষষ্টকে থাকে— ভাবের পরিণতি।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.কপোতাক্ষ নদ' কবিতার 'সতত, হে নদ তুমি পড় মো পরিটির মধ্যে কোন ভাষটি ফুটে উঠে-

ক) স্বদেশপ্রেম

খ) স্মৃতিকাতরতা

গ) ভ্রান্তির ছলনা

ঘ) মায়ের চোদডোর

উ:খ

২.মাইকেল মধুসুদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?

ক) নিরবধি বয়ে চলতে

খ) বাজ জনের কানে গান গাইতে

গ) প্রজারূপে রাজাকে কর দিতে 

ঘ) প্রেমভাবে তাঁকে স্মরণ করতে 

উ:ঘ

৩.'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার মাধ্যমে কী প্রকাশিত হয়েছে। 

ক) নদীপ্রীতি

খ) দেশপ্রেম 

গ) শৈশব স্মৃতি

ঘ) দেশে ফেরার বাসনা

উ:খ

৪. চতুর্দশপদী কবিতার অষ্টকে কী থাকে?

ক) ভাবের গভীরতা

খ) ভাবের প্রাসঙ্গিকতা

গ) ভাবের প্রবর্তনা

ঘ)  ভাবের পরিণতি

উ:গ

৫.'আর কি হে হবে দেখা।'- চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে?

ক) নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা

খ) অন্তরের আকুল আকুতি

গ) স্বদেশের প্রতি গভীর উপলব্ধি

ঘ) স্বদেশের প্রতি অনুশোচনা

উ:ক

৬.'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কাছে 'ভ্রান্তির ছলনা' কোনটি? 

ক) স্নেহের তৃষ্ণা

খ) মায়া-মন্ত্রধ্বনি

গ)  নিশার স্বপন

ঘ)  কপোতাক্ষের কলকল ধ্বনি

উ:ঘ

৭.‘কপোতাক্ষ নদ' কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?

ক) রাজা

খ) মাতা

গ)  প্রজা

ঘ)  সখা

উ:ক

৮. 'আর কি হে হবে দেখা?' এতে কী প্রকাশ পেয়েছে?

ক) স্মৃতি

খ) সংশয়

গ)  আকাঙ্ক্ষা

ঘ) প্রহসন

উ:খ

৯. 'প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারিরূপ কর তুমি।' এখানে ‘বারিরূপ কর' কে কাকে দেয়?

ক) কবি কপোতাক্ষকে

খ) প্রজা রাজাকে

গ) পর্বত নদীকে

ঘ) নদ সাগরকে

উ্র:ঘ

১০. 'কপোতাক্ষ নদ' কবিতায় 'রাজা' কাকে বলা হয়েছে?

ক) কপোতাক্ষ নদকে

খ) নদীকে

গ)  সাগরকে

ঘ) কবির গ্রামকে

উ:গ

১১. 'কপোতাক্ষ নদ' কবিতায় কাকে প্রজা বলা হয়েছে?

ক)  বারিকে

খ) কপোতাক্ষ নদকে

গ) সাগরকে

ঘ) দেশকে

উ:খ

১২. প্রবাস জীবনে কবি কাকে প্রেমভরে স্মরণ করেছেন?

ক)  বঙ্গভূমিকে

খ) রাজা-প্রজাকে

গ)  বঙ্গবাসীকে

ঘ) কপোতাক্ষ নদকে

উ:ঘ

১৩. 'রুপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিলবিন্যাস কী?

ক) কৰ খক কখ থক

খ) কখ খগ কখখগ

গ)  কখ কখ কখ কখ

ঘ) কখ কখ কখ থক

উ:ঘ

১৪. 'কপোতাক্ষ নদ' কবিতার, ষষ্টকের ছন্দমিল কোনটি?

ক)  পথ প

খ) গৰগ স্বগঘ

গ) গখগ গঘগ

ঘ) গঘঘ গঘণ

উ:ঘ

১৫. 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

ক) অত্যুজ্জ্বল দেশপ্রেম

খ)  শৈশবস্মৃতি

গ) নদীর প্রতি ভালোবাসা 

ঘ) প্রকৃতির প্রতি মমতা

উ:ক

১৬. 'কপোতাক্ষ নদ' কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?

ক) হৃদয় কাতরতার

খ) বাজ অনের

গ) জন্মভূমির

ঘ) মায়ের

উ:ঘ

১৭. “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে, পাঠশালা পলায়ন”— পত্তিটির সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্য কোথায়? 

ক) স্মৃতিকাতরতায়

খ) সুখের অনুভবে

গ) কল্পনাপ্রবণতায়

ঘ) স্নেহের তৃষ্ণায়

উ:ক

১৮. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কাছে মায়া-মন্ত্রধ্বনি হলো---

ক) চির চলমানতা

খ) দুগ্ধ রূপ যোত

গ) কলকল শব্দ

ঘ) অম্লান স্মৃতি

উ:গ

১৯. "কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?

'দুগ্ধ-যোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।'

 পক্তিঘয়ে ফুটে উঠেছে— 

i. দেশপ্রেম

ii. স্মৃতিকাতরতা

iii. হৃদয়ের কাতরতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i,ও iii

গ) ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:ঘ

২০.'কপোতাক্ষ নদ' কবিতার কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচে কোন পঙ্ক্তিতে? 

i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে

ii. দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি-স্তনে

iii. লইছে যে নাম তব বঙ্গের সংগীত 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii

গ) ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:খ

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও: 'বহুদিন পরে মনে পড়ে আজি পল্লিমায়ের কোল

ঝাউশাকে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।

২১. উদ্দীপকের কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে?

ক) পল্লিজননী

খ) সেইদিন এই মাঠ

গ) কপোতাক্ষ নদ

ঘ) আমি কোনো আগন্তুক নই

উ:গ

২২. উক্ত ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে-

ক) কোনদিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূরবনে 

খ) পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল 

গ) আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি

ঘ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।

 ২৩. কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে?

ক)  সেইদিন এই মাঠ

খ) কপোতাক্ষ নদ

গ) পল্লিজননী

ঘ) আমার পরিচয়

উ:খ

২৪. উক্ত ভাব যে চরণে প্রতিফলিত—

ক. পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল

খ) ওরে মুখপোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালি সাঁঝে

গ) আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি

ঘ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে

উ:ঘ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url