জুতা আবিষ্কার সাজেশন
বাংলা ১ম পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
জুতা আবিষ্কার
রবীন্দ্রনাথ ঠাকুর
পেজ সূচিপত্র : জুতা আবিষ্কার
তথ্যকণিকা(Information)
- ১. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম— ২৫শে বৈশাখ ১২৬৮ সন ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে)।
- ২. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম স্থান— কলকাতার জোড়াসাঁকো ।
- ৩. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার সাল- ১৯১৩ সাল ।
- ৪. রাজার কথা শুনে মুখ চুন হয়— পণ্ডিতের।
- ৫. রাজার কথা শুনে চোখে আঁধার দেখে— মন্ত্রী
- ৬. চর্মকারকে শুরু নিসে রুদ্ধ করার পরামর্শ দেয় মন্ত্রী।
- ৭. রাজার পা চামড়ার আবরণ দিয়ে ঢেকে নিয়েছিল- কার
- ৮. ঢাক বা ঢোলের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি পার— পিপে।
- ৯, ডিপ্তি পানি বহনের জন্য জনতার তৈরি এক প্রকার খালি।
- ১০. 'জুতা আবিষ্কার' কবিতাটি রচনা করেছেন—ঠাকুর।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.আমারো ছিল মনে, কেমন সেটা পেয়েছে সেটা জানতে- এ কথার মধ্য দিয়ে মন্ত্রীর কী প্রকাশ পেয়েছে?
ক) উপাধীনতা
খ) কার্যনির্বাহের নিপুণতা
গ) মেধাঘরে চৌর্যবৃত্তি
ঘ) চতুরতা
উ:ঘ
২.জুতা আবিষ্কার কবিতার 'রস্ত্র শব্দের অর্থ কী?
ক) ছিদ্র
খ) পক্ষ
গ) লক্ষ
ঘ) সতে
উ:ক
৩.'জুতা আবিষ্কার' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকল্পিতা ?
ক) সোনার তরী
খ) পদধুলি
গ) কল্পনা
ঘ) প্রার্থনা
উ:ক
৪.যতনভরে মন্ত্রী নিয়ে এলো-
ক) জ্ঞানী-গুনী
খ) নস্য
গ) মন্ত্রী
ঘ) বাটা
উ:ক
৫.ধুলা দূর করতে কতটি কাঁটা কেনা হয়েছিল?
ক) পনেরো পক্ষ
খ) সাড়ে আঠারো লক্ষ
গ) সাড়ে সতে
ঘ) একুশ লক্ষ
উ:খ
৬.'পায়ের ধুলা পাইব কী উপায়ে- এখানে 'পায়ের ধুলা কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) পদধুলি
খ) প্রার্থনা
গ) আশীর্বাদ
ঘ) জুठ
উ:গ
৭.কথাটা বটে সত্য'- কোন কথা? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলে-
ক) পানি না পাওয়ার সংকট
খ) পায়ের ধুলার সংকট
গ) জুতা সংকট
ঘ) লোক সংকট
উ:খ
৮.'জুতা-আবিষ্কার' কবিতায় কত পিপে নস্য কুরাল?
ক) সতেরো
খ) ঊনিশ
গ) একুশ
ঘ) ১৬
উ:খ
৯.'জুতা-আবিষ্কার কবিতায় জগৎ ধূলায় ভরপুর হলে সকলে কী নিয়ে ছুটল?
ক) সতেরো লক্ষ কাঁটা
খ) মাদুর, ফরাশ
গ) একুশ লাখ ভিত্তি
ঘ) উচিত-মতো চর্ম
উ:গ
১০. 'ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্বে— এখানে প্রকাশিত হয়েছে—
ক) পদচ্যুত হওয়া
খ) মাথা ধরা
গ) বিভ্রান্ত হওয়া
ঘ) শঙ্কিত হওয়া
উ:গ
১১. কহিল রাজা, এত কি হবে সিধে। এ বাক্যে রাজার কী প্রকাশ পেয়েছে?
ক) রাগ
খ) বিরক্তি
গ) সংশয়
ঘ) ক্ষোভ
উ:গ
১২. 'মহি' শব্দের অর্থ কী?
ক) মহান
খ) শ্রেষ্ঠ
গ) রাজা
ঘ) পৃথিবী
উ:ঘ
১৩. 'ভিত্তি' শব্দের অর্থ কোনটি?
ক) চামড়ার
খ) থলে
গ) পিপে
ঘ) বালতি
উ্র:গ
১৪. 'জুতা-আবিষ্কার' কবিতায় হু ও গোবুরায়ের সম্পর্ক কী?
ক) মনিব ও ভৃত্য
খ) শিক্ষক ও ছাত্র
গ) রাজা ও মন্ত্রী
ঘ) কর্মকর্তা ও কর্মচারী
উ:গ
১৫. “তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান” – 'জুতা আবিষ্কার কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?
ক) হবু
খ) গোবু
গ) চর্মকার
ঘ) পণ্ডিত
উ:গ
১৬. 'জুতা আবিষ্কার' কবিতার সবচেয়ে বিচক্ষণ চরিত্র বলা যায় কোনটিকে?
ক) রাজা
খ) চর্মকার
গ) মন্ত্রী
ঘ) জ্ঞান
উ:খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url