জীবন সঙ্গিত সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 জীবন সঙ্গিত

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়


পেজ সূচিপত্র : জীবন সঙ্গিত 

  • ১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হুগলি জেলার গুপিটা রাজবল্লভহাট গ্রামে।
  • ২. কর্মজীবনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সরকারি চাকরি, শিক্ষকতা ও আইন ব্যবসায় করেন।
  • ৩.মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান ছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।
  • ৪. 'জীবন-সঙ্গীত' কবিতাটি লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 
  • ৫. জীবন শুধু স্বপ্ন নয়- কাজেই পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যাবে না।
  • ৬.মানব-জন্ম-- অত্যন্ত মূল্যবান।
  • ৭. মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়ানো মানুষের জীবনের উদ্দেশ্য নয় ।
  • ৮. পৃথিবীতে বেঁচে থাকতে হবে সাহসী যোদ্যার মতো যুদ্ধ করে। 
  • ৯. মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের অনুসরণ করলে আমরা হব বরণীয়। 
  • ১০. Henry Wadsworth Longfellow হলেন একজন মার্কিন কবি ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.কবি কোনটিকে নিয়ে চিন্তা করে কাতর না হওয়ার পরামর্শ দিয়েছেন?

ক) সোনালি ভবিষ্যৎ

খ) বর্তমান অব

গ) অতীত দুঃখের দিন

ঘ)  অতীত সুখের দিন

উ:ঘ

২.'মহিমা' শব্দের অর্থ কোনটি?

ক) মহৎ

খ) অহংকারী

গ) গুরুত্বপূর্ণ

ঘ) গৌৱৰ

উ:ঘ

৩।'জীবন-সঙ্গীত' কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে? 

ক) জন্ম

খ)  ধর্ম

গ)  বংশ

ঘ) কর্ম

উ:ঘ

৪. ' বৃথা জন্ম এ সংসারে’– চরণে প্রকাশিত ভাব কী? 

ক) ব্যর্থতা

খ) শ্রদ্ধা

গ) হতাশা

ঘ) আকাঙ্ক্ষা

উ:গ

৫.‘জীবন-সঙ্গীত' কবিতায় ‘এ জীবন নিশার স্বপন' বলতে জীবনের কোন দিকটিকে বোঝানো হয়েছে? 

ক) ক্ষণস্থায়িত্ব

খ) কল্পনা

গ) স্বপ্নময়তা

ঘ) হতাশা

উ:ক

৬. কবি হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় ‘সংসার সমরাঙ্গণ' বলতে কী বুঝিয়েছেন?

ক) যুদ্ধক্ষেত্রকে

খ) প্রতিরোধ যুদ্ধকে

গ) জীবনযুদ্ধকে

ঘ) অস্তিত্ব রক্ষাকে

উ:গ

৭. ‘জীবন-সঙ্গীত' কবিতায় কবি হেমচন্দ্ৰ কোনটিকে জীবনের উদ্দেশ্য নয় বলেছেন? 

ক) সুখের আশা করা

খ) জীবনকে নিরর্থক ভাবা

গ) সংসারে সংসারী হওয়া

ঘ) বাহ্যদৃশ্যে ভুলে যাওয়া

উ:ক

৮.সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ— কেন?

ক)  নিজের উন্নতির জন্য

খ) সমাজের উন্নতির জন্য

গ) পরিবারের উন্নতির জন্য

ঘ) জগতের উন্নতির জন্য

উ:ঘ

৯.‘আয়ু যেন শৈবালের নীর- কথাটির দ্বারা কৰি হেমচন্দ্ৰ কী বোঝাতে চেয়েছেন? 

ক) পানির মতো

খ)  ক্ষণস্থায়ী

গ)  শিশিরের ন্যায়

ঘ)  দীর্ঘস্থায়ী

উ:খ

১০.‘জীবন-সঙ্গীত' কবিতায় মানুষের আয়ুকে কীসের সাথে তুলনা করা হয়েছে? 

ক) মনোহর মূর্তি

খ) সমর-সাগর-তীর

গ)  শৈবালের নীর

ঘ) সমরাঙ্গন

উ্র:গ

১১. কবি হেমচন্দ্রের মতে আমাদের জীবন কীসের মতো ক্ষণস্থায়ী?

ক)  শৈবালের নীর

খ) নয়নের নীর

গ) শৈবালের শিশির বিন্দু

ঘ)  পদ্মপত্রে নীর

উ:ক

১২. কবি হেমচন্দ্ৰ যুদ্ধ করতে বলেছেন— 

ক)  সংসারে

খ) সাগরে

গ) ভবে

ঘ) নিজের সাথে

 উ:ক

১৩. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কোন ক্ষেত্রে নিত্য নিজ কাজ করে যেতে বলেছেন? 

ক) সংসারে 

খ)  সমরাঙ্গণে 

গ) পৃথিবীতে 

ঘ) কর্মক্ষেত্রে 

উ:ক

১৪. 'আকিঞ্চন' শব্দের অর্থ কী?

ক) আশা

খ)  দুরাশা

গ) অনিত্য

ঘ)  চেষ্টা

উ:ঘ

১৫. ‘ধ্বজা' অর্থ কী? 

ক) গৌরব

খ) অসারতা 

গ) পতাকা

ঘ)  আশা

উ:গ

১৬. ‘জীবন-সঙ্গীত' কবিতায় ‘পদাঙ্ক' শব্দটির অর্থ কী?

ক)  পায়ের চিহ্ন

খ) আত্মত্যাগ

গ) খ্যাতির সমৃদ্ধির চিহ্ন

ঘ) কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম

উ:ঘ

১৭. ‘জীবন-সঙ্গীত' কোন কবির কবিতার ভাবানুবাদ? 

ক) শেলি

খ) কিটস্

গ) বায়রন

ঘ) ওয়াডসওর্থ

উ:ঘ

১৮. শ্রদ্ধা ও সম্মানের পাত্র অর্থে 'জীবন-সঙ্গীত কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?

ক)  আকিঞ্চন

খ) প্রাতঃস্মরণীয়

গ)  পদাঙ্ক

ঘ) যশোম্বার,

উ:খ

১৯. বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়,
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ।'
কবিতাংশটি ‘জীবন-সঙ্গীত' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটায় তা হলো- 
i. সংসার বিবাগী হওয়ার প্রতি নিরুৎসাহ
ii. পারিবারিক মায়ায় আবদ্ধ থাকার প্রয়োজনীয়তা
iii. দারা-পুত্র-পরিবারের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

20.'জীবন-সঙ্গীত' কবিতায় কৰি মানবগণকে বারণ করেছেন-

i. ভয়ে ভীত হয়ে 

ii. সুখের আশা করতে

iii. বৃথা জীবন ক্ষয় করতে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২১. 'জীবন-সঙ্গীত' কবিতার আলোকে পৃথিবীকে বলা ঠিক হবে না-

i. স্বপ্নের জগৎ 

ii. মায়ার জগৎ

iii. কর্মময় জগৎ 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

২২. জীবন-সঙ্গীত' কবিতায় কবি মানবজীবনকে বৃথা বলতে চাননি। কারণ—

i. মানবজীবন সাফল্যে পরিপূর্ণ

ii. মানবজীবন তাৎপর্যময়

iii. মানুষের অনেক দায়িত্ব রয়েছে নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আমরা শক্তি, আমরা বল
আমরা ছাত্রদল
মোদের পায়ের তলায় মূর্ছে তুফান
ঊর্ধ্বে বিমান ঝড়-বাদল

২৩. উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক)  মানুষ

খ) রানার

গ) আমার পরিচয়

ঘ) জীবন-সঙ্গীত

উ:ঘ

২৪. উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো—

i. সংগ্রাম করে টিকে থাকা

ii. সন্ন্যাসী হওয়া

iii. জীবন সাধনা করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ধনী হওয়া সত্ত্বেও শিহাব কঠোর পরিশ্রম করেন। তা দেখে বন্ধু সুমিত তাঁকে বলেন— 'দুদিনের পৃথিবীতে পরিশ্রম করে কী লাভ?' উত্তরে শিহাব বলেন, –
 'পৃথিবী হলো বিশাল কর্মক্ষেত্র।'

২৫. 'জীবন-সঙ্গীত' কবিতা অনুসারে উদ্দীপকের সুমিতের বক্তব্যে ফুটে উঠেছে— 

i. বৈরাগ্য

ii. আধ্যাত্মিকতা

iii. হতশা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

২৬. উদ্দীপকের শিহাবের জীবনভাবনা 'জীবন-সঙ্গীত' কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে?

ক)  এ জীবন নিশার স্বপন
খ)  তুমি কার কে তোমার
গ)  সংসার-সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ় পণে
ঘ)  আয়ু যেন শৈবালের নীর
উ:গ

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

দুর্গম পথ পাড়ি দিয়ে যারা
দুর্জয়ে করে জয়
তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল।

২৭. উদ্দীপকটি কোন কবিতার ভাবকে ইঙ্গিত করেছে?

ক) রানার

খ) সেইদিন এই মাঠ

গ) আমার পরিচয়

ঘ) জীবন-সঙ্গীত

উ:ঘ

২৮. উদ্দীপকটি উক্ত কবিতার যে ভাবটি ইঙ্গিত করেছে?

i. জীবন সংগ্রামে ব্রতী হওয়া 

ii. মহৎ ব্যক্তিদের অনুসরণ করা 

iii. আত্মস্বার্থে নিমগ্ন থাকা 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url