ঝরনার গান সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

ঝরনার গান

সত্যেন্দ্রনাথ দত্ত



পেজ সূচিপত্র :  ঝরনার গান 

  • ১.সত্যেন্দ্রনাথ দত্তের জন্মসাল- ১৮৮২ খ্রিস্টাব্দে। 
  • ২.'তত্ত্বোবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয়কুমার দত্ত। 
  • ৩.ছন্দ নির্মাণে অসাধারণ নৈপুণ্যের জন্য ছন্দের রাজা বলা হয়। সত্যেন্দ্রনাথ দত্তকে
  • ৪.সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন – ১৯২২ সালে। 
  • ৫.ঝরনাকে ঘাড় ঝুঁকিয়ে ভয় দেখায় - ঝুম-পাহাড়।
  • ৬. ফল ঝাঝির মখমলে মুখ বুলায়- শালিক ও শুক পাখি । 
  • ৭. চাতক পাখি ডাকলে— 'ফটিক জল' শব্দের মতো শোনা যায়। 
  • ৮. লঘু বা হালকা চালের কবিতাকে বলে- তরল শ্লোক। 
  • ৯.‘উপল ঘায়' শব্দের অর্থ- পাথরের আঘাতে।
  • ১০. ‘ঝরনার গান' কবিতাটি গৃহীত – ‘বিদায় আরতি' কাব্য থেকে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.স্করনার গান' কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়?

ক) চকোর

খ)  বুলবুলি

গ) চাতক

ঘ)  শুক

উ:ক

২. ওই ফুল ফোটে বনে

 যাই মুধ আহরণে
দাঁড়াবার সময়তো নাই ।

'ঝরনার গান' কবিতার ঝরনা ও উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায়? 

ক) সৌন্দর্য পিপাসা

খ) গতিময়তা

গ)  মুগ্ধতা

ঘ) সৃষ্টির আনন্দ

উ:খ

৩. চকোর চায় চন্দমায় আমরা চাই মুগ্ধ চোখ'- চরণটিতে ঝরনার কোন রূপ ফুটে উঠেছে?

ক) সৌন্দর্যপ্রিয়তা

খ) ছন্দময়তা

গ) গতিময়তা

ঘ) কল্পনা-বিলাসিতা

উ:ক

৪. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর কে?

ক) সত্যেন্দনাথ দত্ত

খ) জীবনানন্দ দাশ

গ) কামিনী রায়

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উ:ক

৫. সত্যেন্দ্ৰনাথ দত্তকে ‘ছন্দের জাদুকর' বলার কারণ কী?

ক) ছন্দ নিয়ে গবেষণা করায়

খ)  ছন্দ নির্মাণে বিশেষ নৈপুণ্যের জন্য

গ)  ছন্দ ব্যবহারে অত্যন্ত দক্ষ বলে, 

ঘ. ছন্দের প্রবর্তন করেছেন বলে

উ:খ

৬. ঝরনা কীভাবে ধেয়ে চলে?

ক) চপল পায়ে

খ) বিদ্যুৎ বেগে

গ) ধীর গতিতে

ঘ) খুঁড়িয়ে খুঁড়িয়ে

উ:ক

৭. ঝরনার গান' কবিতায় কোনটি ঝিমায়? 

ক) বন

খ)  পথ

গ) ঝিঁঝি পোকা

ঘ) টগর-ফুল

উ:খ

৮. "ঘরনার গান' কবিতায় পথ কী করে?

ক) ডুবে যায়

খ)  কর্দমাক্ত হয়

গ)  পিছল হয়

ঘ) ঝিমায়

উ:ঘ

৯. চলার পথে ঝরনা কার বোল সাধে?

ক)  টিয়ার

খ) শালিকের

গ) বুলবুলির

ঘ) চকোরের

উ:গ

১০. শালিক শুক বুলায় মুখ— কোথায়?

ক)  নদীর জলে

খ)  থল-ঝাঁঝিতে

গ)  পুকুরের জলে

ঘ) বরফের স্তূপে

উ:খ

১১. 'গরজ যার জল স্যাচার'- তার সম্পর্কে ঝরনা বলেছে-

ক) নিক না সেই পাক হেঁকে 

খ) পাতকুয়ায় যাক না সেই

গ)  তার খোঁজেই বিরাম নেই 

ঘ) আমরা ধাই তার আশেই

উ:খ

১২. ঝরনা কার আশায় যায়? 

ক) সমুদ্রের

খ) সৌন্দর্যপিপাসুদের

গ) বুলবুলির

ঘ) আনন্দের

উ:খ

১৩. আমরা খাই তার আশেই'— এখানে 'তার' বলতে কাকে বোঝানো হয়েছে?

ক)সৌন্দর্য প্রেমিক

খ) ফটিক জল

গ) বুলবুলি

ঘ) তৃষ্ণার্ত

উ:ক

১৪. 'ঝরনার গান' কবিতায় মুগ্ধ চোখে কে চায়?

ক) চাতক

খ) শুক পাখি

গ) ঝরনা

ঘ) কালসার

উ:গ

১৫. 'ঝরনার গান' কবিতার চরণ সংখ্যা কত? 

ক)  ৫০টি 

খ) ৫২টি

গ)  ৫১টি

ঘ)  ৫৩টি

উ:খ

১৬. 'ঝরনার গান' কবিতায় প্রকাশ পেয়েছে?

i. নিরন্তর ছুটে চলা

ii. বাধা না মানা

iii. পেছনের দিকে তাকানো

নিচের কোনটি সঠিক?

ক) i ওii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

১৭. 'চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান'— চরণটিতে প্রকাশিত হয়েছে— 

i. ঝরনার প্রকৃতি

ii. ঝরনার নিরন্তর ছুটে চলা

iii. ঝরনার চঞ্চলতা

নিচের কোনটি সঠিক?

ক) i ওii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৮. “ঝরনার গান' কবিতায় ঝরনার উচ্ছলতা প্রকাশ পায় যে চরণে—

i. কেবল গাই পরীর গান

ii. তার খোঁজেই বিরাম নেই

iii. ঝিলমিলাই দিগ্বিদিক

নিচের কোনটি সঠিক?

ক) i ওii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

নিচের কবিতাংশটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই,
আমি মুক্ত জীবনানন্দ।

১৯. উদ্দীপকের ‘আমি'র সাথে কার সাদৃশ্য রয়েছে?

ক) ঝরনার

খ) দুর্গার

গ) বুধার

ঘ) সুভার

উ:ক

২০. উক্ত সাদৃশ্যের কারণ কী?

ক) উদার প্রকৃতি

খ) খেয়াল স্বভাব

গ) সাধীনচেতা মন

ঘ)  গতিময়তা

উ:ঘ

উদ্দীপকটি পড়ে ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আমি মানি না কোনো ৰাধা
করি না কাউকে ভয়,
অবিরাম পথ চলাতেই আমি শান্তি খুঁজে পাই। 

২১. উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার ভাববস্তুকে ধারণ করে?

ক)  ঝরনার গান

খ) জীবন-সঙ্গীত

গ) মানুষ

ঘ) রানার

উ:ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:-

'বৃদ্ধ তাহারাই যাহারা আলোক পিয়াসী
প্রাণচঞ্চল শিশুদের কলকোলাহলে বিরক্ত
হইয়া অভিসম্পাত করিতে থাকে।'

২২. অনুচ্ছেদে উল্লিখিত বৃদ্ধ ‘ঝরনার গান' কবিতার কার প্রতিনিধি?

ক) কালসার

খ) ঝুম-পাহাড়

গ) চাতক

ঘ) পরী

উ:খ

২৩. অনুচ্ছেদের শিশুরা ঝরনার যে বৈশিষ্ট্য ধারণ করেছে তা হলো—

i. নির্ভীকতা

ii. গতিশীলতা

iii. আনন্দময়তা

নিচের কোনটি সঠিক?

ক) i ওii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:গ





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url