বঙ্গবাণী সাজেশন
বাংলা ১ম পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
বঙ্গবাণী
আবদুল হাকিম
পেজ সূচিপত্র : বঙ্গবাণী
তথ্যকণিকা(Information)
- ১.আবদুল হাকিমের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ- নূরনামা ।
- ২. যাদের কিতাব পড়ার অভ্যাস নেই তারা কবির কাছে প্রবল ইচ্ছা প্রকাশ করেছে।
- ৩. কবি সবাইকে সন্তুষ্ট করেন বাংলায় কাব্য রচনা করে।
- ৪. কবির বিদ্বেষ নেই- আরবি-ফারসি শাস্ত্রের প্রতি।
- ৫. 'নিরঞ্জন' বলতে কবিতায় সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে।
- ৬.'বঙ্গবাণী' শব্দের অর্থ— বাংলা ভাষা।
- ৭.আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনাকে বলা হয় - মারফত।
- ৮.'বঙ্গবাণী' কবিতাটি রচিত হয়েছে— সপ্তদশ শতকে।
- ৯. 'বঙ্গবাণী' কবিতাটি সংকলিত হয়েছে - 'নূরনামা' কাব্যগ্রন্থ থেকে।
- ১০. 'বঙ্গবাণী' কবিতায় প্রকাশ পেয়েছে – কবির গভীর উপলব্ধি ও বিশ্বাস।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. 'বঙ্গবাণী' কবিতাটি কোন শতকে রচিত?
ক) ষোড়শ
খ) সপ্তদশ
গ) ঊনবিংশ
ঘ) অষ্টদশ
উ:খ
২.মধ্যযুগের কবি কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) আহসান হাবীব
ঘ) আবদুল হাকিম
উ:ঘ
৩. 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’– ‘বঙ্গবাণী' কবিতায় 'সেই বাক্য বলতে কী বোঝানো হয়েছে?
ক) বাংলা ভাষাকে
খ) সংস্কৃত ভাষাকে
গ) সব ভাষাকে
ঘ) আরবি-ফারসি ভাষাকে
উ:গ
৪.'সেসব কাহার জন্য নির্ণয় ন জানি'- কবি আবদুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তিটি করেছেন?
ক) দেশি ভাষার প্রতি যাদের অনুরাগ নেই
খ) বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
গ) দেশি ভাষায় বিদ্যা লাভ করে যারা তৃপ্ত নয়
ঘ) নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায়
উ:খ
৫.‘মারফত' শব্দটির অর্থ কী?
ক) গুণের সাধনা
খ) নিরঞ্জনের সাধনা
গ) প্রবল সাধনা
ঘ) মরমি সাধনা
উ:ঘ
৬.কবি আবদুল হাকিম কোন শতকের কবি?
ক) ষোড়শ
খ) সপ্তদশ
গ) অষ্টাদশ
ঘ) উনিশ শতক
উ:খ
৭.কবি আবদুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
ক) সয়ফুলমুলক
খ) নসীহতনামা
গ) নূরনামা
ঘ) শিহাবুদ্দিননামা
উ:গ
৮.‘বঙ্গবাণী' কবিতায় কারা হিন্দুর অক্ষরে হিংসে করে?
ক) ভাষা বিদ্বেষীরা
খ) মারফতে জ্ঞানহীনরা
গ) দেশদ্রোহীরা
ঘ) নির্বোধরা
উ:খ
৯.মারফত জ্ঞান যাদের নেই, তারা কোন ভাষাকে হিংসা করে?
ক) আরবি
খ) ফারসি
গ) বাংলা
ঘ) হিন্দি
উ:গ
১০. ‘সেসব কাহার জন্ম নির্ণয় না জানি'- কাদের সম্পর্কে এ উক্তি?
ক) নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশ যায়।
খ) বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে
গ) দেশি ভাষায় বিদ্যালাভ করে যে তৃপ্ত নয়
ঘ) যারা বাংলাকে হিন্দুয়ানি ভাষা বলে মনে করে
উ:খ
১১. ‘বঙ্গবাণী' কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?
ক) মারফত জ্ঞানহীন
খ) মাতৃভাষা বিদ্বেষী
গ) বাংলা ভাষা হিংসাকারী
ঘ) বিদেশি ভাষাপ্রেমী
উ:গ
১২. “নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়। — চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) অবজ্ঞা
খ) তীব্র ঘৃণা
গ) শত্রুতা
ঘ) মাতৃভাষাপ্রীতি
উ:খ
১৩. দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কী করতে বলেছেন?
ক) মাতৃভাষাকে ভালোবাসতে
খ) মাতৃভাষার চর্চা করতে
গ) কিতাব পড়তে
ঘ) দেশ ত্যাগ করতে
উ:ঘ
১৪. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি 'হিন্দুর অক্ষর' বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন?
ক) বাংলা
খ) ফারসি
গ) আরবি
ঘ) হিন্দি
উ:ক
১৫. ‘বঙ্গবাণী' কবিতায় 'নিরঞ্জন' শব্দটির অর্থ কী?
ক) সৃষ্টিকর্তাকে
খ) কবি নিজেকে
গ) ধার্মিকদের
ঘ) রাজ কর্মচারীদের
উ:ক
১৬. 'বঙ্গবাণী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
ক) শহরনামা
খ) শিহাবুদ্দিননামা
গ) সীমা
ঘ) নূরনামা
উ:ঘ
১৭. 'বঙ্গবাণী' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
ক) নূরনামা
খ) নসীহ নামা
গ) শিহাবুদ্দিননামা
ঘ) শহরনামা
উ:ক
১৮. কোন ভাষার প্রতি কবি আবদুল হাকিমের মোটেই বিদ্বেষ নেই।
ক) আরবি-হিন্দি
খ) হিন্দি-বাংলা
গ) বাংলা-ফারসি
ঘ) আরবি-ফারসি
উ:ঘ
১৯. আরবি-ফারসি শাস্ত্রে কবি আবদুল হাকিমের রাগ নেই কেন?
ক) এ ভাষা অত্যন্ত শ্রুতিমধুর বলে
খ) ধর্মীয় অনুভূতির কারণে
গ) গুরুজনদের উপদেশ রয়েছে বলে
ঘ) সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল বলে
উ:ঘ
২০. কবি আব্দুল হাকিম বাংলায় সাহিত্য রচনা করেন কাদের জন্য?
ক) বাংলা ভাষা বিদ্বেষীদের জন্য
খ) যাদের মারফতে জ্ঞান নেই।
গ) যাদের কিতাব পড়ার অভ্যাস নেই
ঘ) আরবি-ফারসিতে অনুরাগীদের জন্য
উ:গ
২১. 'সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি'- চরণে কবি মনের যে ভাব প্রকাশ পেয়েছে-
i. অভিমান
ii. তিরস্কার
iii. ধিকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i,ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
২২. 'বঙ্গবাণী' কবিতায় কবি কাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন?
i. যারা মারফতি
ii. যারা পরগাছা স্বভাবের
iii. যারা শিকড়হীন ব্যক্তিত্বের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i,ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
২৩. 'বঙ্গবাণী' কবিতায় প্রকাশ পেয়েছে—
i. আরবি-ফারসি ভাষার প্রতি বিরাগ
ii. মাতৃভাষার প্রতি অবজ্ঞা
iii. সব ভাষায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
২৪. মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি' – 'বঙ্গবাণী' কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে-
i. দেশপ্রীতি
ii. প্রকৃতিপ্রীতি
iii. ভাষাপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
২৫. 'বঙ্গবাণী' কবিতার মূলসুর—
1. মানবপ্রেম
ii. ভাষাপ্রেম
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i,ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সকল ভাষা ভালোবাসি "
২৬. উদ্দীপকের শেষ পত্তির তার 'বঙ্গবাণী' কবিতার কোন চরগের ভাবের অনুৰূপ ?
ক) দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ
খ) মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি'
গ) আরবি ফারসি হিন্দে নাই দুই মত
ঘ) 'দেশী ভাষা উপদেশ মনে হিত অতি'
উ:গ
২৭. উদ্দীপকের মূলভাবের মধ্যে 'বঙ্গবাণী' কবিতার যে বিষয় উপস্থাপিত হয়েছে, তা হলো-
i.উদার মানসিকতা
ii. মাতৃভাষার বন্দনা
iii. বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i,ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url