অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট সাজেশন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট

ICT SSC



পেজ সূচিপত্র : কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

  • ১. মুদ্রিত বই-এর ডিজিটাল কপির অপর নাম— সফট কপি ।
  • ২.ওয়েবিনারো হলো— অডিও কনটেন্ট।
  • ৩.কম্পিউটারে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হতে পারে- ডিজিটাল কনটেন্ট ।
  • ৪.ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোন তথ্য, ছবি, শব্দই হলো— ডিজিটাল কনটেন্ট ।
  • ৫.ডিজিটাল কনটেন্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হলো— টেক্সট । 
  • ৬.ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্টের মধ্যে অন্তর্ভুক্ত হলো— শব্দ বা অডিও । 
  • ৭.ডিজিটাল কনটেন্টকে প্রধানত— ৪ ভাগে ভাগ করা যায় । 
  • ৮.ডিজিটার কনটেন্ট-এ যুক্ত থাকে— টেক্সট, ছবি, অভিও, ভিডিও, এনিমেশন ।
  • ৯. ই-বুক হলো – ইলেকট্রনিক বুক ।
  • ১০. অ্যামাজন কোম্পানির ই-বুক রিডার হলো— কিন্ডল । 
  • ১১. ত্রি-মাত্রিক ছবি যুক্ত ই-বুককে বলে— স্মার্ট ই-বুক
  • ১২. সহজেই স্থানান্তরযোগ্য, অনুসন্ধান ও বিতরণযোগ্য হলো— ই-বুক। 
  • ১৩.ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ই-বুক সংবাদপত্র হলো— টেক্সট।
  • ১৪. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপকে বলে- ই-বুক।
  • ১৫. সাধারণভাবে ই-বুককে ভাগ করা যায়-৫ ভাগে ।
  • ১৬. কিন্ডল হলো— অ্যামাজন ডটকমের সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডার । 
  • ১৭. PDF -এর পূর্ণরূপ — Portable Document Format । 
  • ১৮. ইন্টারনেটে পড়া যায় এমন ই-বুকগুলোর ফরম্যাট— এইচটিএমএল । 
  • ১৯. নোট লেখা, শব্দের অর্থ জানার সুবিধাযুক্ত ই-বুকগুলোর ফরম্যাট- ই-পাব (EPUB)।
  • ২০. মাল্টিমিডিয়া সমৃদ্ধ ই-বুককে বলে – চৌকস ই-বুক।
  • ২১. কুইজের ব্যবস্থা থাকে— চৌকস ই-বুকে।
  • ২২. ওপেন কম্পিউটার্সে তৈরি- আইবুক।
  • ২৩, ই-লার্নিং প্রক্রিয়ায় শিক্ষাদান করতে প্রয়োজন হয়— ব্যক্তিগত নেটওয়ার্কের।
  • ২৪. ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি হলো- ট্যাবলেট।
  • ২৫. ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানকে বলা হয়— ই-লার্নিং। 
  • ২৬. সনাতন শিক্ষাপদ্ধতির পরিপূরক— ই-লার্নিং ।
  • ২৭. ইন্টারনেটে তথ্য খুঁজতে ব্যবহার করা হয়- সার্চ ইঞ্জিন ।
  • ২৮. সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করার জন্য প্রয়োজন— ইংরেজি ভাষার দক্ষতা।
  • ২৯. ভবিষ্যৎ মানুষের রোগ নির্ণয়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে— মোবাইল । 
  • ৩০. তথ্য প্রযুক্তির প্রধান উপকরণটি হলো – কম্পিউটার। 
  • ৩১. স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস তৈরিতে ব্যবহৃত হয় – প্রোগ্রামিং ।
  •  ৩২. দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের আকৃতি – ছোট হচ্ছে। 
  • ৩৩. বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের বড় ক্ষেত্র হলো – আইসিটি। 
  • ৩৪. ফ্রিল্যান্সের কাজ করার জন্য প্রয়োজন – ধৈর্য্য । 
  • ৩৫. বর্তমানে অনেক বেশি চাহিদা রয়েছে— প্রোগ্রামিংয়ের 
  • ৩৬. ক্যারিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক – উজ্জ্বল ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মুদ্রিত বই-এর ডিজিটাল কপির অপর নাম কী?

ক) সফট কপি

খ) ডিজিট কপি

গ) হার্ড কপি

ঘ) প্রোগ্রামিং

উ:ক

২. ব্লগপোস্ট, কার্টুন, ইনফো-গ্রাফিক্স, ব্রডকাস্ট অডিও ও ভিডিও স্ট্রিমিং এ কয় ধরনের ডিজিটাল কনটেন্ট বিদ্যমান?

ক) ৫

খ) 8

গ) ৬

ঘ) ৯

উ:খ

৩. নিচের কোনটি অডিও কনটেন্ট? 

ক)  টেক্সট

খ)  ওয়েবিনারো

গ)  অ্যানিমেশন

ঘ)  গ্রাফিক্স

উ:খ

৪.ডিজিটাল কনটেন্ট কিভাবে কম্পিউটারে সংরক্ষিত হয়?

ক)  ডিজিটাল পদ্ধতিতে

খ)  চিত্র আকারে

গ)  ইমেইল আকারে

ঘ) হাইব্রিড পদ্ধতিতে

উ:ক

৫.ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দকে কি বলে?

ক) ইনফোগ্রাফিক্স

খ)  ডিজিটাল 'কনটেন্ট

গ) ছবি

ঘ) ভিডিও

উ:খ

৬.ডিজিটাল কনটেন্টে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?

ক)  এনিমেশন

খ)  ডিজিটাল 'কনটেন্ট

গ)  টেক্সট

ঘ) এনিমেটেড ছবি

উ:গ

৭. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট নয়? 

ক) লিখিত তথ্য

খ)  এনিমেশন

গ) মডেম

ঘ) ছবি

উ:গ

৮. কার্টুন কী?

ক) ছবি

খ) এনিমেশন

গ) ব্লগ

ঘ) ভিডিও

উ:ক

৯.কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয়, তবে সেটিকে কী বলে?

ক) URL

খ) FTP

গ) ডিজিটাল কনটেন্ট

ঘ) এনালগ কনটেন্ট

উ:গ

১০. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত?

ক)  ছবি

খ) লিখিত কনটেন্ট

গ) শব্দ বা অডিও

ঘ) এনিমেশন

উ:গ

১১. ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

উ:গ

১২. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দকে কী বলে?

ক) এনিমেটেড ছবি

খ)  ইনফো গ্রাফিক্স

গ) ডিজিটাল কনটেন্ট

ঘ) ডিজিটাল টেক্সট

উ:গ

১৩.ডিজিটাল কনটেন্ট-এ কোন ধরনের উপকরণ বেশি থাকে?

ক) ছবি

খ) টেক্সট

গ) ভিডিও

ঘ) এনিমেটেড ছবি

উ:খ

১৪. শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?

ক)  ছবি

খ) এনিমেটেড 

গ) ই-বুক

ঘ) টেক্সট

উ:ঘ

১৫. ডিজিটাল কনটেন্ট-এ যুক্ত থাকে –

i. ভিডিও ও অডিও

ii. ছবি ও টেক্সট

iii. এনিমেশন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৬. ডিজিটাল কনটেন্ট সম্প্রচার করা যেতে পারে-

i. কাগজের ফাইলে

ii. কম্পিউটার ফাইল ফরম্যাটে

iii. ডিজিটাল সিস্টেমে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:গ

১৭. ডিজিটাল কনটেন্ট এর ধরন—

i. টেক্সট

ii. ছবি

iii. অডিও এবং ভিডিও

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৮. ডিজিটাল কনটেন্ট হলো- 

i. ই-বুক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ

ii. ইনফো গ্রাফিক্স ও এ্যানিমেটেড ছবি 

iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৯. ছবি কনটেন্ট এর অন্তর্ভুক্ত- 

i. কার্টুন

ii. ইনফো-গ্রাফিক্স

iii. এনিমেটেড ছবি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে । একে বলা হয় ভিডিও স্ট্রিমিং।

২০. উদ্দীপকে কোন ধরনের কনটেন্টের কথা বলা হয়েছে?

ক) অডিও কনটেন্ট

খ) ছবি কনটেন্ট

গ) ইন্টারনেট

ঘ)  ভিডিও ও এনিমেশন

উ:ঘ

২১. এ ধরনের কনটেন্টের অন্তর্ভুক্ত—

i. ইনফো গ্রাফিক্স

ii. ভিডিও শেয়ারিং সাইট

iii. ব্লগ পোস্ট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) ii

উ:ঘ

২২. ই-বুক কী? 

ক) মুদ্রিত বইয়ের ইলেকট্রন রূপ

খ) মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ 

গ) মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রিডার 

ঘ) মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক অডিও

উ:খ

২৩. নিচের কোনটি ই-বুক রিডার? 

ক)  Win-32

খ)  PDF

গ)  Kindle

ঘ) Amazon

উ:গ

২৪. কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? 

ক) অ্যামাজন

খ) মাইক্রোসফট

গ) আইবিএম

ঘ) অ্যাপল

উ:ক

২৫. কিন্ডল (Kindle) কী?

ক) প্রতিষ্ঠানের নাম

খ) ই-বুক রিডারের নাম

গ) কার্টুনের নাম

ঘ)  সার্চ ইঞ্জিনের নাম

উ:খ

২৬. স্মার্ট ই-বুকে লিখিত অংশ ছাড়াও কোনটি থাকে?

ক) ছবি

খ) কার্টুন

গ) অডিও

ঘ) চার্ট

উ:গ

২৭.ই-বুক কে কথা ---

ক) তিন

খ) চার 

গ) পাঁচ

ঘ) ছয়

উ:গ

২৮.ই-বুক অ্যাপস কোন ফরম্যাটে প্রকাশিত হয়।

ক)  PDF ফরম্যাট

খ)  Apps ফরম্যাট

গ)  Web ফরম্যাট

ঘ)  Download ফরম্যাট

উ:ক

২৯.নিচের কোনটি ই-বুক বান্ধৰ সুবিধা নয়?

ক) ই-বুক যে কোনো এডোবি সফটওয়্যারে পড়া যায়। 

খ)  ই-বুক সহজে স্থানান্তরযোগ্য

গ)  ই-বুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য

ঘ) ই-বুকে সহজে তথ্য অনুসন্ধান সহজতর

উ:ক

৩০. লিখিত অংশ ছাড়াও কোন বইয়ে অডিও/ভিডিও/ এনিমেশন ইত্যাদি সংযুক্ত থাকলে তাকে কী বলে? 

ক) ই-বুক

খ)  ই-বুকের অ্যাপস

গ)  পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট 

ঘ) চৌকস ই-বুক 

উ:ঘ

৩১. শুধুমাত্র ইন্টারনেটে পাঠযোগ্য ই-বুক কোন ফরম্যাটে প্রকাশিত হয়?

ক) HTML

খ) PPT

গ) PDF

ঘ) EPUB

উ”:ক

৩২.PDF এর পূর্ণরূপ কোনটি? 

ক)  Preferable Document Fromat

খ) Portable Document Format

গ) Protable Document File

ঘ) Preferable Digital File

উ:খ

৩৩. HTML-এর পূর্ণরূপ কোনটি— 

ক) Hyper Training Mark-up Language

খ) Hyper Text Mark-up Language 

গ) Hyper Text Management Larning

ঘ) High Tough Mark-up Language

উ:ঘ

৩৪. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন ফরম্যাটে প্রকাশিত হয়?

ক)  Document Format-এ

খ) Epub Format-

গ) Html Format-এ

ঘ) PDF Format-এ

উ:ঘ

৩৫. ত্রি-মাত্রিক ছবি যুক্ত ই-বুককে কী বলা হয়? 

ক) টেক্সট বুক

খ) ) অ্যাপল

গ) স্মার্ট ই-বুক

ঘ) ই-পাব

উ:গ

৩৬. EPUB এর পূর্ণরূপ কী?

ক) Electric Publicatión 

খ) Electronic Publication

গ) Electronic Policy

ঘ) Emergency Publication

উ:খ

৩৭. পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বইগুলো --

i. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি

ii. সম্পূর্ণ বই অধ্যায় হিসেবে পাওয়া যায়

iii. সম্পূর্ণ বই একসঙ্গে পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৮. ই-বুক ব্যবহারের সুবিধা হলো— 

i. সহজে স্থানান্তরযোগ্য 

ii. তথ্য অনুসন্ধান সহজতর

iii. সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৩৯. চৌকস ই-বুকে থাকে –

i. অডিও/ভিডিও

ii. ত্রিমাত্রিক ছবি

iii. কুইজ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৪০. চৌকস ই-বুকের ক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে- 

i. ই-পাব ফরম্যাটে প্রকাশিত হয়।

ii. কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে 

iii. ম্যাক কম্পিউটারে ভালো পড়া যায় 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটির আলোকে ৪১ ও ৪২ নং প্রশ্নগুলোর উত্তর দাও: 

সাজিদ সবসময় ই-বুক রিডার ব্যবহার করে বই পড়ে। তার পাঠ্যবইয়ের বাইরেও সে অন্য বই ই-বুক
 রিডার ব্যবহার করে পড়ে। বর্তমানে সে যে ধরনের ই-বুক পড়ছে তার নাম হলো স্মার্ট বা চৌকস ই-বুক ।

৪১. সাজিদ ব্যবহৃত ই-বুক নিম্নের কোনটি সমৃদ্ধ?

ক) পিডিএফ

খ) ইন্টারনেট

গ) ই-পাব

ঘ) মাল্টিমিডিয়া

উ:ঘ

৪২. এই ধরনের ই-বুকে থাকে-

i. ত্রিমাত্রিক ছবি

ii. ভিডিও

iii. কুইজ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও : 

রাফিন বিভিন্ন ই-বুক সম্পর্কে জানতে এসেছে। সে সবচেয়ে দরকারী হিসেবে স্মার্ট ই-বুককে বিবেচনা করে ।

৪৩. রাফিন কোন ফরম্যাটে মুদ্রিত সংস্করণের সঠিক অনুলিপি পড়তে পারে?

ক) html

খ) e-pub

গ) pdf

ঘ) doc

উ;গ

৪৪. উদ্দীপকে উল্লিখি ই-বুকের বৈশিষ্ট্য— 

i. এর কনটেন্ট ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সমৃদ্ধ 

ii. এটি আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে পড়া যায়

iii. এর প্রশ্ন ও উত্তরের সুযোগ-সুবিধা রয়েছে 

নিচের কোনটি সঠিক?

ক)  i ও ii

খ) i ও iii

গ)  ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৪৫. EPUB এর পূর্ণরূপ কী?

ক) Electric Publication

খ) Electronic Policy

গ) Electronic Publication

ঘ) Emergency Publication

উ:গ

৪৬. স্মার্ট ই-বুককে কী বলা হয়?

ক) পিডিএফ

খ) ই-পাব

গ) ডেটাবেজ

ঘ) চৌকস ই-বুক

উ:ঘ

৪৭. আইবুক কোন যন্ত্রে ভালোভাবে পড়া যায়?

ক) আইপ্যাড

 খ) ক্যালকুলেটর

গ)  প্রিন্টার

ঘ) ফ্যাক্স

উ:ক

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:

 একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের পথ প্রদর্শক। তিনি তাঁর শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা 
প্রদান করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করেন। এক্ষেত্রে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ও সহায়তা নিয়ে থাকেন। 

৪৮. উদ্দীপকের পথ প্রদর্শক হলেন—

i. একজন আলোক শিখার মতো

ii. তিনি অন্ধকারে আলো জ্বেলে দেন এবং শিক্ষার্থীরা সে আলোতে সব দেখতে পায়

iii. তিনি কিছু শেখাতে পারেন না- তিনি শুধু শিখতে সাহায্য করেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৪৯. উদ্দীপকের আলোকে নিম্নের কোনটির মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষকের মতো সহায়তা পেতে পারে?

ক) মোবাইল

খ) ইন্টারনেট

গ) ল্যাপটপ

ঘ) কমিউটার

উ:খ

৫০. ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়? 

ক) EPUB

খ) E-learning

গ) Internet

ঘ) Computer

উ:খ

৫১. International Network এর সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক) Internic

খ) Internet

গ) Ehernet

ঘ) Intranet

উ:খ

৫২. ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি যন্ত্রের নাম কী?

ক) সিডিরম

খ) পিডিএফ

গ) ট্যাবলেট

ঘ) আইফোন

উ:গ

৫৩. ইন্টারনেটে কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কী?

ক) ফেসবুক

খ) টুইটার

গ) ই-মেইল

ঘ)সার্চ ইঞ্জিন

উ:ঘ

৫৪. তোমাদের সবগুলো পাঠ্য বই কোন সাইট থেকে বিনামূল্যে পেতে পার?

ক) NTC

খ) NCTB

গ)  Shikhok.com

ঘ)  youtube

উ:খ

৫৫. ই-লার্নিং এর জন্য প্রয়োজন— 

i. কম্পিউটার

iii. টেলিভিশন

ii. ইন্টারনেট সংযোগ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৫৬. ই-ক্লাস রুম তৈরির জন্য প্রয়োজন—

i. ওয়েব ক্যাম

ii. ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার 

iii. সাউন্ড সিস্টেম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও: 

কোভিড-১৯ মহামারির কারণে লুবাবার মতো অনেক শিক্ষার্থী কম্পিউটার বা মোবাইল ভিত্তিক পাঠদানে অভ্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে লুবাবার একজন আত্মীয় বাংলাদেশে থেকে একটি | বিদেশী বিশ্বব্যিালয়ে ক্রেডিট অর্জন করতে পেরেছে।

৫৭. লুবাবার উল্লিখিত পদ্ধতিতে কী বলা হয়?

ক)  মোবাইল লানিং

খ) কম্পিউটার লার্নিং

গ) ই-লার্নিং

ঘ) ইন্টারঅ্যাকটিভ লার্নিং

উ:গ

৫৮. লুবাবার আত্মীয় ক্রেডিট অর্জন করতে পেরেছে—

i. অনলাইনে পরীক্ষা দিয়ে

ii. হোমওয়ার্ক জমা দিয়ে

iii. মাল্টিমিডিয়া ব্যবহার করে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii & iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৫৯. Bandwidth কী?

ক) ডেটার পরিমাণ

খ)  তথ্য ডাউনলোডের উপায়

গ) তথ্য আপলোডের উপায়

ঘ) ডেটা প্রবাহের গতির হার

উ: ঘ

৬০. কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত?

ক)  ইন্টারনেট

খ) ইয়াহু

গ) জি-মেইল

ঘ)  গুগল ক্রোম

উ:ক

৬১. আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়? 

ক) বিজ্ঞানীকে

খ) ডাক্তারকে

গ)  শিক্ষককে

ঘ) ইঞ্জিনিয়ারকে

উ:গ

৬২. ভবিষ্যতে মানুষের রোগ কোন ডিভাইসের মাধ্যমে নির্ণয় করা যাবে?

ক)  কম্পিউটার

খ) ল্যাপটপ

গ) ইন্টারনেট

ঘ) মোবাইল

উ:ঘ

৬৩. বাংলাদেশের প্রযুক্তিবিদদের তৈরি করা কোন ধরনের ওয়েবসাইটগুলো দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে?

ক) আউটসোর্সিং-বিষয়ক

খ) অনলাইন শিক্ষা-বিষয়ক

গ) প্রোগ্রামিং প্রশিক্ষণ-সংক্রান্ত

ঘ) বিজ্ঞানের এক্সপেরিমেন্ট-সংক্রান্ত

উ:গ

৬৪. ভবিষ্যতে রান্নাঘর থেকে স্যাটেলাইট পরিচালনা পর্যন্ত সবকিছুই কিসের মাধ্যমে পরিচালিত হবে?

ক)  মাল্টিমিডিয়া

খ) মোবাইল

গ) কম্পিউটার প্রোগ্রামিং

ঘ) ফ্যাক্স

উ:গ

দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের আকৃতি ছোট হয়ে আসছে এবং এদের কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এটি আরও বৃদ্ধি পাবে। রান্না থেকে স্যাটেলাইট পরিচালনা পর্যন্ত সবকিছুই মানুষের হাতের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এর সব কিছুই পরিচালিত হবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে।

৬৫. বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে---

i. প্রোগ্রামিং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে 

ii. সবকিছু কম্পিউটারাইজড হচ্ছে 

iii. সফটওয়্যারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ)  i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও: 

জনাব কাজল কম্পিউটার ট্রেনিং নিয়েছে এবং খুব ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখেছে।  সে তার কম্পিউটার ব্যবহার করে ওয়েবসাইটে একটি প্রোফাইল তৈরি করেছে এবং তাতে তার সকল দক্ষতা হালনাগাদ করেছে। দিনের পর দিন তার কাজের চাহিদা বেড়েই চলছে।

৬৬. জনাব কাজলের চাকরি প্রতিষ্ঠার জন্য কীসের প্রয়োজন?

ক) ইন্টারনেট সংযোগ

খ) সুপার কম্পিউটার

গ) অনেক টাকা-পয়সা

ঘ) স্মার্ট ই-বুক

উ:ক

৬৭. উদ্দীপকে উল্লিখিত কোন পদ্ধতিতে জনাব কাজল কাজ করেছে—

i. ই-কমার্স

ii. আউটসোর্সিং

iii. ফ্রিল্যান্সিং

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ)  i, ii ও iii

উ:খ

৬৮. ফ্রিল্যান্সের কাজ করার জন্য বেশি দরকার- 

i. ফ্রি-ল্যান্সারের ধৈর্য্য

ii. ফ্রি-ল্যান্সারের কম্পিউটার ভাষার দক্ষতা

iii. ফ্রি-ল্যান্সারের ইংরেজি ভাষার দক্ষতা

নিচের কোনটি সঠিক?.

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ)  i, ii ও iii

উ:গ

৬৯. বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তিনির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে?

ক)  মোবাইল ইঞ্জিনিয়ারিং

খ) ডেটা কমিউনিকেশন

গ) প্রোগ্রামিং

ঘ) হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং

উ:গ

৭০. কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কী?

ক)  ফ্যাশন ডিজাইনার

খ) ইন্টেরিয়র ডিজাইনার

গ) ইংরেজি শিক্ষক

ঘ) আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স

উ:ঘ

৭১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?

ক) কম্পিউটার

খ) টেলিফোন

গ)  মোবাইল

ঘ) ইন্টারনেট

উ:ক

৭২. বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তিনির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে? 

ক) ইঞ্জিনিয়ারিং

খ) ওয়েব ডিজাইনিং

গ) প্রোগ্রামিং

ঘ)  নেটওয়ার্কিং

উ:গ

৭৩. ভবিষ্যতে কোনটি ছাড়া একটি দিনও কল্পনা করা যাবে না?

ক) ইন্টারনেট

খ) মোবাইল

গ) আইসিটি

ঘ) কম্পিউটার

উ:গ

৭৪. E-mail এর পূর্ণনাম কী? 

ক) Electronic Mail

খ) Electronic Message

গ) Electric Mail

ঘ) Electronic MMS

উ:ক

৭৫. Internet-এর পূর্ণনাম কী?

ক) Internal network

খ) International Network

গ) Intermix Network

ঘ) Initial Network

উ:খ















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url