অধ্যায় ৬: ডেটাবেজ-এর ব্যবহার সাজেশন
অধ্যায় ৬: ডেটাবেজ-এর ব্যবহার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
- একাধিক ফিল্ডের সমন্বয় তৈরি হয়— রেকর্ড
- কলাম ও সারির সমন্বয়ে গঠিত হয়— ডেটাবেজ।
- ডেটাবেজকে বলা হয়— তথ্য ভাণ্ডার ।
- জনপ্রিয় ডেটাবেজ সফটওয়্যার হলো— মাইক্রোসফট এক্সস।
- ডেটাবেজ প্রোগ্রাম হলো- প্যারাডক্স ।
- ষাটের দশক থেকে প্রচলন শুরু হয়— কম্পিউটারে ডেটাবেজের।
- ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত হয় – ডেটাবেজ ।
- একাধিক ফাইলের সমষ্টিকে বলা হয় – ডেটাবেজ।
- ডেটাবেজ টেবিলের একটি সারিকে বলা হয় – রেকর্ড।
- ফক্সপ্রো, ডিবেজ, ফক্সবেইজ, ওরাকল, ফোর্থ ডাইমেনশন এমএ
- এক্সেস হলো – ডেটাবেজ প্রোগ্রাম ।
- অজস্র ডেটা রাখা যায়— ডেটাবেজে ।
- ডেটাবেজে করা যায় – ইনভেন্টরি ম্যানেজমেন্ট ।
- রিপোর্টে করা যায় পছন্দমতো গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন।
- ডেটাবেজের রেকর্ডসমূহ নিয়ে তৈরি করা যায়- মেইলিং লেবেল ।
- ফিল্ডে শর্ত দিয়ে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণকে বলে – ইনপুট ভেলিডেশন ।
- অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা হলো- ডেটাবেজ।
- ডেটাবেজে দুইটি টেবিলের মধ্যে তৈরি করা যায়- রিলেশন। ইন্ডেক্স।
- ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য ব্যবহার করা হয় -
- ডেটাবেজের ফাইলসমূহের মধ্যে তৈরি করা যায়— লিংক।
- ডেটাবেজের একই কাজ বারবার করতে ব্যবহার হয় Macro |
- Currency, text, date time, number হলো— ডেটা টাইপ ।
- ডেটা এন্ট্রির শুরুতেই নির্ধারণ করে নিতে হবে— ফন্ট ও ফন্টের আকার। যোগ, বিয়োগ, গুণ,
- ডেটাবেজের বর্ণভিত্তিক ফিল্ডে করা যায় না -ভাগ ইত্যাদি ।
- আরোহী পদ্ধতির উদাহরণ হলো - A... B...C... D... |
- চাহিদা মাফিক ডেটা বিন্যাস করাকে বলে – সর্টিং।
- ছোট ক্রম থেকে বড় ক্রমের বিন্যাসকে বলে – Ascending
- বড় ক্রম থেকে ছোট ক্রমের বিন্যাসকে বলে –Descending
- Find and Replace ডায়ালগ বক্স ব্যবহার করা হয়- ডেটাবেজে তথ্য অনুসন্ধানে ।
- Find what বক্সে টাইপ করতে হবে— অনুসন্ধানের জন্য ।
- একই নাম বার বার খুঁজতে ক্লিক করতে হবে –Find next-এ।
- শর্তের ভিত্তিতে রেকর্ড আনডু বা বাতিল করতে ব্যবহৃত হয়—Toggle Filter আইকন ।
- সর্টিং-এর কাজ হলো ডেটাবেজের উপাত্তসমূহ – বিন্যাস করা।
- তথ্য অনুসন্ধান করার সঠিক ক্রম হলো -Home Menu → Find Find and Replace - Find What.
- কুয়েরির মাধ্যমে আহরণ ও প্রদর্শন করা যায়— শর্তযুক্ত তথ্য।
- রিপোর্টের মাধ্যমে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়- তথ্যকে। - সরাসরি মুদ্রণযোগ্য ।
- কুয়েরি আকারে সংরক্ষিত তথ্য ।
- মুদ্রণ নৈয়ার জন্য তথ্যকে রূপান্তরিত করতে হয় – রিপোর্ট আকারে ।
- তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় - কুয়েরি ফাইলের ভিত্তিতে ।
- কুয়েরি ফাইলের ভিত্তিতে তৈরি করা যেতে পারে— রিপোর্ট।
- Query Design আইকনটি থাকে-Create রিবনে ।
- Create মেনুর রিবনে থাকে- Report আইকনটি ।
- রেকর্ডের উপরে-নিচের রেখা বা লাইন হলো – গ্রিডলাইন ।
- বিভিন্ন প্রকার গ্রিডলাইন হলো— Both, Cross Hatch, Horizontal.
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. একাধিক ফিল্ড নিয়ে কী তৈরি হয়?
ক) টেবিল
খ) ফাইল
গ) লেবেল
ঘ) রেকর্ড
উ:ঘ
২.ডেটাবেজ কীসের সমন্বয়ে গঠিত হয়?
ক) সফটওয়্যার ও হার্ডওয়্যার
খ) রেকর্ড ও স্প্রেডশিট
গ) ফিল্ড ও ডিজাইন ভিউ
ঘ) কলাম ও সারি
উ:ঘ
৩.ডেটাবেজকে কী বলা হয়?
ক) ছাপাখানা
খ) তথ্য ভাণ্ডার
গ) ফাইল
ঘ) তথ্য ও উপাত্ত
উ:ঘ
৪. নিচের কোন ডেটাবেজ প্রোগ্রাম নয়?
ক) ওরাকল
খ) এমএস ডস
গ) ফোর্থ ডাইমেনশন
ঘ) প্যারাডক্স
উ:খ
৫.ডেটাবেজে প্রতিটি সারিকে কী বলা হয়?
ক) ফিল্ড
খ) ডেটা টেবিল
গ) রেকর্ড
ঘ) তথ্যসারি
উ:গ
৬. নিচের কোনটি জনপ্রিয় ডেটাবেজ সফটওয়্যার?
ক) মাইক্রাসফট এক্সেল
খ) মাইক্রোসফট এক্সেস
গ) মাইক্রোসফট ওয়ার্ড
ঘ) মাইক্রোসফট ডেটাবেজ
উ:খ
৭.কোন দশক থেকে কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয়?
ক) চল্লিশের দশক
খ) পঞ্চাশের দশক
গ) ষাটের দশক
ঘ) সত্তরের দশক
উ:গ
৮. ডেটাবেজে একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী গঠিত হয়?
ক) সেল
খ) সারি
গ) টেবিল
ঘ) রেকর্ড
উ:ঘ
9.কোনটি ডেটাবেজ প্রোগ্রাম নয়?
ক) ওরাকল
খ) প্যারাডক্স
গ) ফক্সপ্রো
ঘ) ভিসিক্যালক
উ:ঘ
১০. কোনটির উপর ভিত্তি করে student ও Result টেবিল ২টির মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য রিলেশন তৈরি করা যাবে?
ক) রেকর্ড
খ) ফিল্ড
গ) ফর্ম
ঘ) রিপোর্ট
উ:খ
১১. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
ক) পিগাসা
খ) প্রিমিয়াম
গ) প্যারাডক্স
ঘ) ভিয়েনা
উ:গ
১২. Foxpro কী ধরনের সফটওয়্যার?
ক) মাল্টিমিডিয়া
খ) স্প্রেডশীট
গ) ডাটাবেজ
ঘ) গ্রাফিক্স
উ:গ
১৩. ডেটাবেজের 'Student' টেবিলের একজন শিক্ষার্থীর Id, Name, Class, Roll, Section ফিন্ডের সমন্বয়কে কী বলে?
ক) সেল
খ) রেকর্ড
গ টেবিল
ঘ) ডেটাবেজৎ
উ:খ
১৪. কলামের হেডিং কী নামে পরিচিত?
ক) ফিল্ড
খ) রেকর্ড
গ) রো
ঘ) টেবিল
উ:ক
১৫. ডেটাবেজ প্রোগ্রাম হলো—
i. ডিবেজ
ii. ওরাকল
iii. ফক্সপ্রো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৬. ডেটাবেজ গঠিত হয় —
i. কলাম নিয়ে
ii. ইনফরমেশন নিয়ে
iii. সারি নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
১৭. ডাটাবেজ সফটওয়্যার হলো—
i. Microsoft Excel
ii. Microsoft Access
iii. Oracle
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
১৮. ডেটাবেজ ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান—
i. সহজেই নতুন তথ্য যোগ করতে পারে
ii. কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজতে পারবে
iii. অফিস ব্যবস্থাপনার ব্যয় কমাতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১৯. ডেটাবেজে ব্যবহৃত ফাইল হলো—
i. ডেটা টেবিল
ii. কুয়েরি
iii. ফর্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
শিউলী একটি স্কুলের সবগুলো শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করলেন । তিনি তথ্যগুলো ভালোভাবে সংরক্ষণ করতে প্রোগ্রামের এর সাহায্য নিলেন।
২০. উদ্দীপকের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে কোনটি প্রয়োজন?
ক) ওয়ার্ড প্রসেসর
খ) রেকর্ড
গ) ডেটাবেজ
ঘ) ফাইল
উ:গ
২১. শিউলী ম্যাডাম ডেটাবেজ ব্যবহার করার ফলে
i. সংগৃহীত তথ্যগুলো সুরক্ষিত থাকবে
ii. যে কোনো তথ্য অতি সহজে খুঁজে পাবে
iii. সিদ্ধান্ত নিতে সুবিধা হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
২২. কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা?
ক) Sort
খ) Query
গ) Report
ঘ) Database
উ:ঘ
২৩. শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কী বলে?
ক) কুয়েরি
খ) সার্চ
গ) রিপোর্ট
ঘ) ফাইল
উ:ক
২৪. ডেটা টেবিল ফিল্ডে সর্বনিম্ন বেতন 2000 এবং সর্বোচ্চ বেতন 11500 হলে ইনপুট ভেলিডেশনের শর্ত কোনটি?
ক) =>200 & <= 11500
খ) >= 2000 & <= 11500
গ) => 200 &>=11500
ঘ) <= 2000 & <= 11500 ร
উ:গ
২৫. শর্ত দিয়ে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করাকে কী বলে?
ক) OutPut Validation
খ) Entry Validation
গ) Input Validation
ঘ) Auto Validation
উ:গ
২৬. DBMS এর গুরুত্ব বহন করে না নিচের কোন কাজটি?
ক) ডেটা সংরক্ষণ করা
খ) ডেটা অনুসন্ধান করা
গ) ডেটার অনুলিপি তৈরি করা
ঘ) ডেটার নিরাপত্তা নিশ্চিত করা
উ:গ
২৭. একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করাকে কী বলে?
ক) রেফারেন্স
খ) কুয়েরি
গ) রিলেশন
ঘ) লিংক
উ:গ
২৮. DBMS কী?
ক) Database Management
খ) Database Machine System
গ) Database Microsoft System
ঘ) Database Management System
উ:ঘ
২৯. ডেটাবেজকে অপর কোন নামে ডাকা হয়?
ক) DBMS
খ) DBS
গ) DB
ঘ) DBM
উ:ক
৩০. কোনটিকে “তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি” বলা হয়?
ক) ওয়ার্ড প্রসেসর
খ) ডেটাবেজ
গ) ব্রাউজিং,
ঘ) ওয়েবসাইট
উ:খ
৩১. ডেটাবেজ থেকে তথ্য খোঁজ করার জন্য কী ব্যবহার করা হয়?
ক) কন্ট্রোলার
খ) আউটার
গ) ইন্ডেক্স
ঘ) ডেক্সটুল
উ:গ
৩২. ডেটাবেজে একই কাজ বারবার করার ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য কী করা হয়?
ক) রেকর্ড তৈরি করা হয়।
খ) টেবিল তৈরি করা হয়
গ) ইনপুট ভেলিডেশন হয়
ঘ) ম্যাক্রো তৈরি করা হয়।
উ:ঘ
৩৩. ডেটাবেজে ভুল এড়াতে ফিন্ডে শর্তযুক্ত ডেটা এন্ট্রি সীমাকে কী বলে?
ক) কুয়েরি
খ) ডিবেজ
গ) রেকর্ড রেফারেন্স
ঘ) ইনপুট ভেলিডেশন
উ:ঘ
৩৪. ইন্ডেক্স কী কাজে ব্যবহার করা হয়?
ক) ডেটাবেজ হতে তথ্য খোঁজ করতে
খ) ফাইল খুলতে
গ) ডেটাবেজ হতে তথ্য মুছে ফেলতে
ঘ) নতুন ডেটাবেজ খুলতে
উ:ক
৩৫. কুয়েরিতে বিভিন্ন শর্তারোপ করে ডেটাবেজ থেকে রেকর্ডসমূহকে আলাদা করে কোনটি তৈরি করা যায়?
ক) ডকুমেন্ট
খ) ডেটা টেবিল
গ) মনুমেন্ট
ঘ) ডেটাবেজ
উ:গ
৩৬. কোনটি মূল ডেটা ফাইলের কোনোরূপ পরিবর্তন না করে রেকর্ডসমূহকে সাজাতে পারে?
ক) রেকর্ড
খ) রিলেশন
গ) ম্যাক্সো
ঘ) ইন্ডেক্স
উ:খ
৩৭. কীসের উপর ভিত্তি করে ডেটাবেজে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়?
ক) রেকর্ড
খ) টেবিল
গ) সেল
ঘ) ফিল্ড
উ:ঘ
৩৮. ডেটাবেজ থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে কী তৈরি করা হয়?
ক) ছবি
খ) শব্দ
গ) রিপোর্ট
ঘ) সি প্রোগ্রাম
উ:গ
৩৯. নিচের কোনটি তথ্য খোঁজার সাথে সম্পর্কিত?
ক) Table
খ) Chart
গ) Report
ঘ) Query
উ:ঘ
80. Microsoft Access খোলার ধাপ কোনটি?
ক) Start - All Programs → Microsoft office-Microsoft Access
খ) Start- Microsoft office →→ All Programs-Microsoft Access
গ) All Programs-Start→ Microsoft office →→→Microsoft Access
ঘ) Start → All Programs → Microsoft Access
উ: ক
৪১. Blank Database এর উইন্ডোর View ড্রপ ডাউন থেকে কোনটি সিলেক্ট করলে সেভ অ্যাজ (Save As) ডায়ালগ বক্স আসবে?
ক) Create Database
খ) Design Database
গ) Design View
ঘ) Same As
উ:গ
৪২. পরিসংখ্যান ব্যুরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক?
ক) স্প্রেডশিট
খ) ওয়ার্ড প্রসেসর
গ) ডেটাবেজ
ঘ) প্রেজেন্টেশন
উ:গ
৪৩. ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো—
i. ফাইলসমূহের মধ্যে লিংক তৈরি করা
ii. প্রয়োজনীয় রেকর্ড নিয়ে মেইলিং লেবেল তৈরি করা
iii. আকর্ষণীয় গ্রাফ, চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৪৪. ডেটাবেজের অপর নাম হলো—
i. DBMS
ii. তথ্য সংগ্রহ পদ্ধতি
iii. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
৪৫. ডেটাবেজের বৈশিষ্ট্য হলো—
i. ডেটার অনুলিপি তৈরি করা
ii. রিপোর্ট তৈরি করা
iii. রেকর্ড আপডেট করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
৪৬. ডেটাবেজ ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান—
i. সহজেই নতুন তথ্য যোগ করতে পারে
ii. কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজতে পারবে
iii. অফিস ব্যবস্থাপনার ব্যয় কমাতে পারবে
নিচের কোনটি সঠিক?.
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৪৭. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী হচ্ছে-
i. নতুন রেকর্ড সংযোজন করা
ii. অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা
iii. নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৪৮. অনেক জনবল বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের DBMS কাঅজ করে-
i. আয়কর হিসাব ও বিশ্লেষণে
ii. ডেটার অনুলিপি রোধ করে
iii. ব্যক্তিগত নথি তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
নিচের লেখাটি পড়ে ৪৯ ও ৫০ নম্বরের উত্তর দাও :
মালেকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টসের মালিক। তিনি তার গার্মেন্টসে সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান ।
৪৯. মালেকা বেগমের জন্য কোন সফটওয়্যারটি সর্বপেক্ষা উপযোগী?
ক) ডেটাবেজ
খ) স্প্রেডশিট
গ) প্রেজেন্টেশন
ঘ) ফটোশপ
উ:ক
৫০. উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালেকা বেগম——
i. গার্মেন্টসের সকল তথ্য হালনাগাদ রাখতে পারে
ii. সহজে তথ্য যোগ করতে পারে
iii. অফিস ব্যবস্থাপনার ব্যয় হ্রাস করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:
প্রধান শিক্ষক বিদ্যালয়ের আয়-ব্যয়, ছাত্র-ছাত্রীর তথ্যসহ অন্যান্য তথ্য কম্পিউটারে সংরক্ষণ করার জন্য অফিস সহকারীকে নির্দেশ প্রদান করলেন। তিনি কম্পিউটার শিক্ষকের সহায়তায় ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার শুরু করেন ।
৫১. ডেটাবেজ সফটওয়্যার চালু করার ধাপগুলো —
i. Start মেনু হতে All program-এ ক্লিক
ii. Microsoft Office- এ ক্লিক
iii. Microsoft Access-এ ক্লিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৫২. উদ্দীপকে ব্যবহৃত ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়—
i. বার্ষিক রিপোর্ট
ii. প্রাপ্য ও প্রদেয় চাহিদা
iii. তথ্য অনুসন্ধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :ডেটাবেজ-এর ব্যবহার (MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :ডেটাবেজ-এর ব্যবহার(MCQ)-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url