অধ্যায় ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স সাজেশন
অধ্যায় ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
- মাল্টিমিডিয়া হলো- বহু মাধ্যম।
- ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া হলো- ভিডিও গেমস ।
- মাল্টিমিডিয়ার মাধ্যম— ৩টি।
- মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো হলো- বর্ণ, চিত্র এবং শব্দ ।
- বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় হলো – মাল্টিমিডিয়া ।
- বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলা হয়— মাল্টিমিডিয়া ।
- ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো- শিক্ষামূলক সফটওয়্যার।
- টেলিভিশন, ভিডিও, সিনেমা হলো- মাল্টিমিডিয়া।
- সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র হলো-কম্পিউটার।
- সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হয়
- সিনেমাকে বলা যায় মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ। ১৮৯৫ সালে।
- গ্রাফিক্স এক ধরনের ভিডিও।
- মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনে কম্পিউটারের ব্যবহার হয়—নব্বই দশকে
- বর্তমানে মাল্টিমিডিয়া হিসেবে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে শিক্ষার উপকরণ।
- মাল্টিমিডিয়ার ব্যবহার দিন দিন বেড়েই চলছে- আইসিটিতে।
- মাল্টিমিডিয়া সফটওয়্যার বাংলাদেশে ব্যাপকভাবে তৈরি হবে-একুশ শতকে।
- মুদ্রণ ও প্রকাশনা ব্যবহারের অন্যতম ক্ষেত্র হলো- মাল্টিমিডিয়া।
- বিনোদনের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে— মাল্টিমিডিয়া।
- বিশ্বজুড়ে ভিডিও এখন এনালগ থেকে রূপান্তরিত হচ্ছে – ডিজিটালে ।
- এনিমেশন জনপ্রিয় একটি বিষয় হলো- মাল্টিমিডিয়ার ।
- ডিরেক্টর/ফ্লাশ সফটওয়্যার হলো— শক্তিশালী অথরিং
- গ্রাফিক্সের আরো একটি রূপ হলো সিনেমা।
- মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে মায়া।
- পাওয়ার পয়েন্টের অপর নাম- প্রেজেন্টেশন সফটওয়্যার।
- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তৈরি করে – মাইক্রোসফট কোম্পানি ।
- সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালায় ব্যবহৃত হয়— প্রেজেন্টেশন সফটওয়্যার।
- প্রেজেন্টেশন ফাইল বলা হয়- পাওয়ার পয়েন্টেকে।
- প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলে – স্লাইড।
- প্রেজেন্টেশন তৈরির খসড়াকে বলা হয়- Slide Layout ।
- প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের জন্য চাপতে হবে কীবোর্ডের F5 বোতাম।
- একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয়- হ্যান্ড আউটস ।
- একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ব্যবহৃত ইফেক্টকে বলে – ট্রানজিশন।
- স্লাইডের ছোট সংস্করণ দেখা যায়— থাম্বনেইল ভিউয়ে।
- এডোবি ফটোশপ প্রোগ্রাম হলো - জনপ্রিয় গ্রাফিক্স।
- পিক্সেলের সাহায্যে ইমেজ বা ছবি তৈরি হয়— ফটোশপে।
- ছবি বড় করে পিক্সেলগুলো দেখতে পাওয়ার অবস্থাকে বলে পিক্সেলেটেড ।
- প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে বলে – রেজুলিউশন ।
- এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ ৭২ × ৭২ = ৫১৮৪পিক্সেল।
- ৬৯ প্রকার কাজ করার জন্য কমবেশি টুল রয়েছে— ফটোশপে।
- একই অবস্থানে মার্কি টুলস রয়েছে— চারটি।
- ফটোশপে ছবি সম্পাদনার লেয়ারটিকে বলা হয়- Target Layer.
- ফটোশপে টাইটেল বারের নিচে রয়েছে— মেনুবার ।
- ফটোশপে মেনু বারের নিচে রয়েছে— অপশন বার ।
- ইলাস্ট্রেটর তৈরির জন্য প্রোগ্রাম ব্যবহৃত হয়— ছবি আঁকা, নকশা প্রণয়ন ও লোগো।
- অঙ্কন শিল্পের কাজ প্রধান কাজ হলো- ইলাস্ট্রেটরের।
- পেন টুল জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে— ইলাস্ট্রেটর।
- ইলেকট্রনিক মাধ্যমে কালার মোড হলো - RGB
- ইলাস্ট্রেটরে Color Mode-এর দুটি অপশন হলো- RGB & CMYK.
- মুদ্রণের জন্য কালার মোড হলো— CMYK.
- ইলাস্ট্রেটরে একাধিক টুলের অবস্থানকে বলে- গ্রুপ টুল ।
- টাইপ মেনুতে প্রয়োজনীয় কমান্ডগুলো পাওয়া যায়— লেখা সম্পাদনার ।
- একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয়— স্ট্রোক।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
মাল্টিমিডিয়ার ধারণা ও মাধ্যমসমূহ
১. মাল্টিমিডিয়া কী?
২. কোনটি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া?
৩. মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি?
৪. আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি?
৫. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
৬.প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কি-বোর্ড কমান্ড কোনটি?
৭.এনিমেশনের সাথে সম্পর্ক রয়েছে—
৮. মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো হচ্ছে—
৯.ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত —
১০.মাল্টিমিডিয়া হচ্ছে—
১১. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার উদাহরণগুলো হচ্ছে-
১২. মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপার তিনি, যিনি —
১৩. আদৃত একজন— (অনুধাবন)
১৪. আদৃত ব্যবহার করতে পারে—
১৫. সেই বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কী বলে?
১৬. কোনটিকে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলা হয়?
১৭. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
১৮. নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম?
১৯. এক কথায় মাল্টিমিডিয়া মানে কী?
২০. সিনেমা আবিষ্কৃত হয় কোন সালে?
২১. আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?
২২. মাল্টিমিডিয়া----
২৩. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কখন থেকে?
২৪. নিচের কোনটিতে এনিমেশন প্রিয় একটি বিষয়?
২৫. কোনটি চলমান গ্রাফিক্স?
২৬. ভিডিও কার্যত এক ধরনের কী?
২৭. বাংলাদেশ-৭১ কী?
২৮. মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?
২৯. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?
৩০. নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার।
৩১. পাওয়ার পয়েন্টের অপর নাম হলো-
৩২. প্রেজেন্টেশন হলো একটি—
৩৩. পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কোন কোম্পানি তৈরি করেছেন?
৩৪. প্রেজেন্টেশনের এক একটি অংশ কে কী বলা হয়?
৩৫. একাধিক স্লাইডবিশিষ্ট পৃষ্ঠাকে কী বলে?
৩৬. প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয়—
৩৭. পাওয়ার পয়েন্টে ফাইলকে কী বলে?
৩৮. পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত ২০টি স্লাইডের একটি প্রেজেন্টেশন ৫ পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কী বলা হবে?
৩৯. Power Point Open করতে হলে কোন বোতাম চাপতে হবে?
৪০. পাওয়ার পয়েন্টে টেক্সট বক্সের কোথায় ক্লিক করলে বক্সের সিলেকশন চলে যাবে?
৪১. সিলেকশনের আয়তাকার বক্সে মোট কতটি ফাঁপা চতুষ্কোণ বক্স দেখা যায়?
৪২.পাওয়ার পয়েন্ট-এর প্রথম স্লাইডের পর্দার মূল অংশের বক্সের লেখা দুটির ক্লিক করলে---
৪৩. পাওয়ার পয়েন্ট স্লাইডে থাকে—
৪৪. নতুন স্লাইড যুক্ত করার জন্য কীবোর্ড কমান্ড কোনটি?
৪৫. পাওয়ার পয়েন্টে পূর্ববর্তী স্লাইডে ফেরার জন্য কোন তীর বোতামে চাপ দিতে হবে?
৪৬. পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় Ctrl+m চাপলে কোনটি যুক্ত হবে?
৪৭. প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনে কীবোর্ডের কোন কী চাপতে হবে?
৪৮. পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কী বোর্ডের Ctrl বোতাম চেপে রেখে M চাপলে কোনটি ঘটবে?
৪৯. একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কী ব্যবহার করতে হয়?
৫০. চলমান স্লাইডকে প্রদর্শন ব্যবহৃত হয় —
৫১. প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপন করার জন্য কী বোর্ডের কোন ফাংশন কী চাপতে হবে?
৫২. Slide show কোন মেনুতে থাকে?
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স (MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স(MCQ)-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url