অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ সাজেশন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
পেজ সূচিপত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
তথ্যকণিকা(Information)
- ১. একুশ শতকের সম্পদ হলো— জ্ঞান ।
- ২. একুশ শতকের পৃথিবীর ভিত্তি হলো— জ্ঞানভিত্তিক অর্থনীতি ।
- ৩. আধুনিক পৃথিবীর সম্পদ হলো— তথ্য।
- ৪. একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন — তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতা ।
- ৫. নতুন বিশ্বের অলিখিত নিয়ম হলো— আন্তর্জাতিকতা ।
- ৬. বর্তমান বিশ্বের মূল সম্পদ হচ্ছে— সাধারণ মানুষ ।
- ৭.Globalization এবং Internationalization ত্বরান্বিত করে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
- ৮. যন্ত্র আবিষ্কারের পর প্রকৃতির উপর নির্ভরশীলতা— কমেছে।
- ৯. শিল্প বিপ্লব সংগঠিত হয়— অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে।
- ১০. একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা হলো— সৃজনশীলতা ।
- ১১. আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ ।
- ১২. চার্লস ক্যাবেজ ছিলেন একজন— গণিতবিদ ।
- ১৩. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হলেন – অ্যাডা লাভলেস।
- ১৪. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন – জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
- ১৫. বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি পান— গুগলিয়েলমো মার্কনি
- ১৬. মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার— উইন্ডোজ।
- ১৭. ই-মেইল সিস্টেম প্রথম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
- ১৮. ইলেকট্রনিক লার্নিং-এর সংক্ষিপ্ত রূপ হলো — ই-লার্নিং ।
- ১৯. http ব্যবহার করা হয় তথ্য- ব্যবস্থাপনায়।
- ২০. আরপানেট বিকাশের ফলে তৈরি হয়— ইন্টারনেট।
- ২১. ই-লার্নিং পদ্ধতিতে পাঠদানের জন্য প্রয়োজন— ইন্টারনেট ।
- ২২. ই-লার্নিং বলতে বোঝায়— Distance Learning
- ২৩. শিক্ষাক্ষেত্রের সীমাবদ্ধতা সমাধান করে— ই-লার্নিং।
- ২৪. ই-লার্নিং সনাতন শিক্ষা পদ্ধতির— পরিপূরক।
- ২৫. প্রচলিত পাঠদানের বিকল্প নয়— ই-লার্নিং।
- ২৬. ঘরে বসে শিক্ষা লাভ করার সহজ উপায় – ইন্টারনেট ।
- ২৭. ই-লার্নিং পদ্ধতিতে অনুপস্থিত— মানবিক বিষয় ।
- ২৮. ই-লার্নিং-এর উপাদান— সিডিরম, ইন্টারনেট, টেলিভিশন ।
- ২৯. স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে— গুড গভর্ন্যান্সে ।
- ৩০. ই-গভর্ন্যান্সের পূর্ণরূপ হলো— ইলেকট্রনিক গভর্ন্যান্স ।
- ৩১. নাগরিক হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটায়— ই-গভর্ন্যান্স ।
- ৩২. ই-গভর্ন্যান্সের ফলে চালু হয়েছে— ই-সেবা কেন্দ্র।
- ৩৩. · ATM সেবা, মোবাইল ব্যাকিং, তথ্য সেবা পাওয়া যায়— ২৪ × ৭ × ৩৬৫ ঘন্টা ।
- ৩৪. সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধির কারণ— ই- গভর্ন্যান্সের ব্যবহার ।
- ৩৫. ই-গভর্ন্যান্সের মূল বিষয় হলো— নাগরিক জীবনমান উন্নত করা। করে— ই-সার্ভিস।
- ৩৬. স্বল্প খরচে, স্বল্প সময়ে, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত
- ৩৭. আখচাষিরা ই-সেবা পেতে ব্যবহার করে— ই-পূর্জি ।
- ৩৮. বর্তমানে দেশে চিনিকলের সংখ্যা- ১৫টি।
- ৩৯. ই-এমটিএস উপায়ে ১মিনিটে টাকা পাঠানো যায়- ৫০ হাজার টাকা।
- ৪০. অনলাইনে জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার সেবার নাম- ই-পর্চা ৷
- ৪১. সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকের পরামর্শ পাওয়াকে বলে- ই-স্বাস্থ্যসেবা ।
- ৪২. দেশের রেলওয়ের অন্যতম সেবা হলো— ই- টিকেটিং।
- ৪৩. ইলেকট্রনিক মাধ্যমে প্রচলিত বাণিজ্যকে বলে- ই-কমার্স।
- ৪৪. ইলেকট্রনিক কমার্স হলো— ই-কমার্স ।
- ৪৫. পণ্য বা সেবা বাণিজ্যের শর্ত থাকে— ৩টি 1
- ৪৬. ক্যাশ অন ডেলিভারি-এর সংক্ষিপ্ত রূপ হলো - COD
- ৪৭. পণ্য হাতে পেয়ে বিল পরিশোধ করার পদ্ধতি হলো - COD।
- ৪৮. ই-কমার্সে ব্যবসা প্রতিষ্ঠানের ধরন- দুই প্রকার ।
- ৪৯. ইন্টারনেটে বিক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করতে পারে— ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
- ৫০. কর্মক্ষেত্রে আইসিটি প্রয়োগের ফলে বৃদ্ধি পাচ্ছে— কর্মদক্ষতা। ৫১. কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব- দুই ধরনের।
- ৫২. বর্তমান সময়ে চাকরিতে প্রবেশের প্রাথমিক যোগ্যতা— আইটিতে দক্ষতা।
- ৫৩. ব্যাংকিং সফটওয়্যার একটি বিশেষায়িত সফটওয়্যার।
- ৫৪. কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহারের ফলে উন্নত হয়েছে— সেবার মান।
- ৫৫. আইসিটিতে দক্ষ কর্মীরা চাকরি পাচ্ছে— দেশের বাইরে।
- ৫৬. বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করছে— আউটসোর্সিং ।
- ৫৭. নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াই হলো— সামাজিক যোগাযোগ ।
- ৫৮. সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে— ফেসবুক, টুইটার লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম ।
- ৫৯. সবচেয়ে জনপ্রিয় দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো— ফেসবুক ও টুইটার ।
- ৬০. মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠাতা করেন- ফেসবুকের।
- ৬১. Stastica _এর রিপোর্ট ২০১৮ অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা- ২.৭ বিলিয়ন
- ৬২. ফেসবুক চালু হয়— ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি।
- ৬৩. মাইক্রোব্লগিং ওয়েবসাইট হলো— টুইটার।
- ৬৪. টুইটারে ১৪০ অক্ষরের মধ্যে প্রকাশিত বার্তাকে বলে— টুইট
- ৬৫. প্রথম দিককার কম্পিউটারের কাজ ছিলো- হিসাব করা।
- ৬৬. কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- বিনোদনের জন্য।
- ৬৭. সিডিরম ও ডিভিডির কারণে সম্ভব হয়েছে— কম্পিউটারে বিশাল পরিমাণ তথ্য রাখা ।
- ৬৮. বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম— কম্পিউটার গেম।
- ৬৯. দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণ- ফাইবার অপটিক নেটওয়ার্ক ।
- ৭০. তথ্য প্রযুক্তির উন্নতির ফলে নতুন বিনোদন হলো- কম্পিউটার গেম।
- ৭১. তথ্য প্রযুক্তির ফলে চলচ্চিত্রগুলো এখন হয়ে উঠেছে গ্রাফিক্স নির্ভর।
- ৭২.এনিমেশন কার্টুন ও গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র তৈরিতে ব্যবহৃত হয়- শক্তিশালী কম্পিউটার ।
- ৭৩.ডিজিটালাইজেশনের ফলে সময় সাশ্রয় হচ্ছে— ৮০-৯০%।
- ৭৪.ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে- চারটি বিষয়কে ।
- ৭৫. প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সারা দেশে বসানো হবে- ফাইবার অপটিক লাইন ।
- ৭৬, মাত্র এক-দেড় দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল- নগণ্য ।
- ৭৭. বর্তমানে ইউনিয়ন পর্যায়ে খোলা হয়েছে— ইনফরমেশন সার্ভিস সেন্টার।
- ৭৮. Leap Frog অর্থ হলো— বড় বড় লাফ দেওয়া।
- ৭৯. নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৫৭ তম ।
- ৮০. ২০১৮ সালের ১২ই মে মহাকাশে প্রেরণ করা হয়— 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১. পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে?
ক) কৃষি
খ) কম্পিউটার
গ) জ্ঞান
ঘ) ইন্টারনেট
উ:গ
২. একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের?
ক) যান্ত্রিক
খ) প্রাকৃতিক
গ) জ্ঞানভিত্তিক
ঘ) ব্যক্তি কেন্দ্রিক
উ:গ
৩. কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে?
খ) সৃজনশীলতা
গ) জ্ঞান
ঘ) সুনাগরিকত্ব
উ:গ
৪. আধুনিক পৃথিবীর সম্পদ কোনটি?
খ) ইন্টারনেট
গ) তথ্য
ঘ) উপাত্ত
উ:গ
৫. একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কোন দক্ষতাটি অর্জন আবশ্যক?
ক) সমস্যা সমাধান
খ) বিশ্লেষণী চিন্তন
গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘ) পারস্পরিক সহযোগিতা
উ:গ
৬.নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি?
খ) আন্তর্জাতিকতা
গ) সাম্প্রদায়িকতা
ঘ) নৈতিকতা
উ:খ
৭.একুশ শতকের সম্পদ হচ্ছে--
i. জ্ঞান
ii. সাধারণ মানুষ
iii. খনিজ, কৃষি শিল্প সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
৮.কুশ শতকে এসে আমরা শুরু করেছি—
i. Informanation and Communication Technology
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
৯.একুশ শতকের পৃথিবী—
i. জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে
ii. বিশ্বায়ন ও আন্তর্জাতিকতা নির্ভর
iii. এর সম্পদ হচ্ছে শিল্প এবং বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১০.নিচের কোনটি Globalization এবং Internationalization ত্বরান্বিত হওয়ার কারণ?
খ) পারস্পারিক সহযোগিতা
গ) শিল্প বিপ্লব
ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
উ:ঘ
১১. কোনটির কারণে মানুষ নিজের দেশের গন্ডি ছেড়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে?
খ) প্রোগ্রামিং দক্ষতা
গ) আন্তর্জাতিকতা
ঘ) বিশ্বায়ন
উ:ঘ
১২. মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার কারণ কী?
খ) অর্থের ব্যবহার
গ) ইন্টারনেট
ঘ) তথ্যের ক্রমবিকাশ
উ:ক
১৩.মানুষ কখন যন্ত্রের উপর নির্ভর করে অর্থনীতি নিয়ন্ত্রণ শুরু করে?
খ) ঊনবিংশ থেকে বিংশ শতাব্দিতে
গ) বিংশ থেকে একবিংশ শতাব্দিতে
ঘ) একবিংশ শতাব্দিতে
উ:ক
১৪. শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল?
খ) ঊনবিংশ শতাব্দীর শুরুতে
গ) অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
ঘ) অষ্টাদশ শতাব্দীর শেষে
উ:খ
১৫. নিচের কোনটি একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা?
ক) সত্যবাদিতা
খ) সৃজনশীলতা
গ) মানুষের উপকার করা
ঘ) পারস্পরিক অসহযোগিতা
উ:খ
১৬.মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে সুনির্দিষ্ট দক্ষতা কোনটি?
খ) সুনাগরিকত্ব
গ) বিশ্লেষণী চিন্তন
ঘ) তথ্য প্রযুক্তি
উ:ঘ
১৭. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হলো—
i. পারস্পরিক সহযোগিতার মনোভাব
ii. যোগাযোগ দক্ষতা
iii. বিশ্লেষণী চিন্তন দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৮. একুশ শতকে টিকে থাকতে হলে নিচের কোনটি থাকতে হবে।
খ) তথ্য বিশ্লেষণ দক্ষতা
গ) জ্ঞান
ঘ) যোগাযোগ দক্ষতা
উ:ক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
১৯. চার্লস ব্যাবেজ কী ছিলেন?
ক) রসায়নবিদ
খ) গণিতবিদ
গ) পদার্থবিদ
ঘ) পরমাণুর জনক
উ:খ
২০. আধুনিক কম্পিউটারের জনক কে?
খ) মার্ক জাকারবার্গ
গ) চার্লস ব্যাবেজ
ঘ) স্টিভ জবস
উ:গ
২১. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক) চার্লস ব্যাবেজ
খ) অ্যাডা লাভলেস -
গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ) জগদীশচন্দ্র বসু
উ:ক
২২. চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন?
খ) ১৭৯২
গ) 1991
ঘ) ১৭৯৩
উ:গ
২৩. চার্লস ব্যাবেজ কত সালে এনালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন?
ক) ১৭৮৬ সালে
খ) ১৮১২ সালে
গ) ১৮৩৩ সালে
ঘ) ১৮৭১ সালে
উ:গ
২৪. অ্যাডা লাভলেস (Ada Lovelace) কে ছিলেন?
খ) চার্লস ব্যাবেজের কন্যা
গ) ডি-মরগ্যানের কন্যা
ঘ) আইনস্টাইনের কন্যা
উ:ক
২৫. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
ক) চার্লস ব্যাবেজ
খ) অ্যাডা লাভলেস
গ) স্যামুয়েল টমলিনসন
ঘ) জন বার্নার্স-লি
উ:খ
২৬. কোন কবি অ্যাডা লাভলেসের পিতা?
খ) Lord Byron
গ) Lord Benjamin
ঘ) None of this
উ:খ
২৭. কত সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?
ক) ১৮৪০
খ)১৮৫২
গ) ১৮৩৩
ঘ) ১৮২২
উ:ক
২৮.কত সালে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণা প্রকাশ করেছিলেন?
ক) ১৯৫১
খ) ১৯৫২
গ) ১৯৫৩
ঘ) ১৯৫৪
উ:গ
২৯. অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর বিজ্ঞানীরা তাঁর প্রোগ্রামিংয়ের ধারণাটা বুঝতে পারেন?
ক) १०
খ) ৯০
গ) ৮০
ঘ) ১০০
উ:ঘ
৩০. অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণা কে প্রথম প্রকাশ করেন?
খ) অ্যাডা লাভলেস
গ) জগদীশ চন্দ্র বসু
ঘ) বিল গেটস
উ:খ
৩১. কে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন?
ক) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
খ) স্টিভ জবস
গ) অ্যাডা লাভলেস
ঘ) মার্ক জাকারবার্গ
উ:ক
৩২. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৩০
খ) ১৮৩২
গ) ১৮৩১
ঘ) ১৮৩৩
উ:গ
৩৩.তড়িৎ ও চৌম্বক বলকে একত্র করে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে?
ক) মার্ক জাকারবার্গ
খ) ম্যাক্সওয়েল
গ) চার্লস ব্যাবেজ
ঘ) অ্যাডা লাভলেস
উ:খ
৩৪. বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে?
(ক) চার্লস ব্যাবেজ
(খ) স্টিভ জবস
(গ) জগদীশ চন্দ্র বসু
(ঘ) অ্যাডা লাভলেস
উ:গ
৩৫. কে প্রথম দূরবর্তী দূরত্বে সংকেত প্রেরণে সফল হন?
খ) জি. মার্কনি
গ) সি. ম্যাক্সওয়েল
ঘ) টিম লি
উ:ক
৩৬. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণে সক্ষম হন?
ক) বেতার
খ) অতিবেগুনী
গ) অবলোহিত
ঘ) অতিক্ষুদ্র
উ:ঘ
৩৭. বেতার যন্ত্রের আবিষ্কারক কাকে বলা হয়?
খ) রেমন্ড স্যামুয়েল টমলিনসনকে
গ) অ্যাডা লাভলেসকে
ঘ) চার্লস ব্যাবেজকে
উ:ক
৩৮. বেতার তরঙ্গ ব্যবহারে জন্য সার্বজনীন স্বীকৃতি লাভ করেন?
ক) জগদীশচন্দ্র বসু
খ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
গ) বিল গেটস
ঘ) গুগলিয়েলমো মার্কনি
উ:ঘ
৩৯. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী?
খ) আমেরিকা
গ) ইতালি
ঘ) ফ্রান্স
উ:গ
৪০. মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৬৫
খ) ১৯৮৯
গ) ১৯৭১
ঘ) ২০০৯
উ:গ
৪১.এমএস ডস বিকশিত হয় কখন?
ক) ১৯৮১ সালে
খ) ১৯৮৪ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৯৮২ সালে
উ:ক
৪২.কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকাশিত হতে শুরু করেছে?
ক) Arpanet
খ) Ithernet
গ) Omninet
ঘ) Intranet
উ:ক
৪৩.সর্বপ্রথম ইন্টারনেট প্রটোকলের ধারণা দেন কে?
ক) গুগলিয়েলমো মার্কনি
খ) স্টিভ জবস
গ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
ঘ) মার্ক জাকারবার্গ
উ:গ
88. রেমন্ড স্যামুয়েলসন কোনটির প্রবর্তক?
খ) ইন্টারনেট
গ) ই-মেইল
ঘ) টুইটার
উ:গ
৪৫. কে প্রথম ই-মেইল পদ্ধতি চালু করেন?
ক) James Clerk Maxwell
খ) Guglielmo Marconi
গ) Raymond Samuel Tomlinson
ঘ) Steve Wozaniak
উ:গ
৪৬. কোন Protocal ব্যবহার করে আরপানেট (Arpanet) এর জন্ম হয়?
খ) Internet protocol
গ) TCP/IP protocol
ঘ) Server protocol
উ:খ
৪৭. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?
ক) ১৯৭০
খ) ১৯৭২
গ) ১৯৭১
ঘ) ১৯৭৩
উ:গ
৪৮. কোন প্রোগ্রামার আরপানেটে পত্রালাপের সূচনা করেন?
ক) মার্ক জাকারবার্গ
খ) স্যামুয়েল টমলিনসন
গ) বিল গেটস
ঘ) হেনরি
উ:খ
৪৯. আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা হয় কখন?
ক) ১৮৭১ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ১৯৭১ সালে
উ:ঘ
৫০. IBM-এর পূর্ণনাম কী?
খ) Internal Business Machine
গ) Information Business Machine
ঘ) International Business Machine
উ:ঘ
৫১. প্রথম ই-মেইল সিস্টেম চালু হয়—
i. রেমন্ড স্যামুয়েল টমলিনসনের মাধ্যমে
ii. ১৯৭১ সালে অরপানেটের মাধ্যমে
iii. চার্লস ব্যাবেজের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
৫২. ১৯৭১ সালে--
i. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়
ii. ইলেকট্রনিক্স পত্রালাপের সূচনা হয়
iii. অ্যাপেল কম্পিউটার নামে প্রতিষ্ঠান চালু হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
৫৩. স্টিভ জবস জন্ম গ্রহণ করেন—
ক) ১৭৯১ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৮৩১ সালে
ঘ) ১৯৮৪ সালে
উ:খ
৫৪. অ্যাপল কম্পিউটার নামের প্রতিষ্ঠানটি চালু হয় কবে?
ক) ১৯৭৪ সালের ৩ মার্চ
খ) ১৯৭৫ সালের ২ জানুয়ারি
গ) ১৯৭৭ সালের ৭ মে
ঘ) ১৯৭৬ সালের ১লা এপ্রিল
উ:ঘ
৫৫.বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?
ক) Intel
খ) Apple
গ) IBM
ঘ) Asus
উ:খ
৫৬.অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।
i. স্টিভ জবস
iii. রোনাল্ড ওয়েনে
ii. স্টিভ ওজনিয়াক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৫৭. আইবিএম কোন দেশের কোম্পানি?
ক) যুক্তরাষ্ট্র
থ) যুক্তরাজ্য
গ) ফ্রান্স
ঘ) জার্মানি
উ:ক
৫৮. অ্যাডা লাভলেস —
i. কবি লর্ড বায়রনের কন্যা
ii. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
iii. চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন ১৮৩৩ সালে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৫৯. আইবিএম কোম্পানি তৈরি করে—
i. ডিফারেন্স ইঞ্জিন
ii. মেইনফ্রেম কম্পিউটার
iii. মাইক্রোপ্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
৬০. ‘মেইনফ্রেম কম্পিউটার' তৈরি করে কোন কোম্পানি?
ক) অ্যাপল
খ) আইবিএম
গ) ইনটেল
ঘ) জেরোক্স
উ:খ
৬১. বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
ক) অ্যাপল
খ) ইনটেল
গ) আইবিএম
ঘ) মাইক্রোসফট
উ:ঘ
৬২. মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে?
ক) স্টিভ জবস
খ) স্টিভ ওজনিয়াক
গ) বিল গেটস
ঘ) টিম বার্নার্স-লি
উ:গ
৬৩. DOS অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
ক) অ্যাপল
খ) মাইক্রোসফট
গ) এইচপি
ঘ) ডেল
উ:খ
৬৪. কত সালে হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল বাস্তবায়ন হয়?
ক) ১৯৮৭ সালে
খ) ১৯৮৯ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ১৯৯৪ সালে
উ:খ
৬৫. http ব্যবহার করা হয় তথ্য—
ক) সংগ্রহে
খ) প্রেরণে
গ) গ্রহণে
ঘ) ব্যবস্থাপনায়
উ:ঘ
৬৬. http ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেন কে?
ক) Mark Zukerberk
খ) Tim Berners Lee
গ) William Henry Gates
ঘ) Steve Wozniak
উ:খ
৬৭. HTTP এর পূর্ণরূপ কী?
ক) Hyper Text Transfer Protocol
খ) Hyper Text Terminate Protocol
গ) Hyper Text Type Program
ঘ) Hyper Thought Markup Language
উ:ক
৬৮. WWWএর জনক কে?
ক) রেমন্ড স্যামুয়েল
খ) স্টিভ জবস
গ) টিম বার্নার্স-লি
ঘ) জেমস ক্লার্ক
উ:গ
৬৯. ফেসবুক চালু হয় কত সালে?
ক) ১৯৮১
খ) ১৯৮৪
গ) ২০০৪
ঘ) ২০১৮
উ:গ
৭০. বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয়?
(ক) বিল গেটস্
(খ) স্টিভ জবস
(গ) টিম বার্নার্স লি
(ঘ) মার্ক জাকারবার্গ
উ:ঘ
৭১. ফেসবুক কে আবিষ্কার করেন?
ক) টিম বার্নার্স লি
খ) বিল গেটস
গ) মার্ক জাকারবার্গ
ঘ) স্টিভ জবস
উ:গ
৭২. মার্ক জাকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?
ক) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
খ) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ঘ) শিকাগো বিশ্ববিদ্যালয়
উ:ক
৭৩. ফেসবুকের প্রতিষ্ঠাতাদের একজন কে?
ক) স্টিভ জবস
খ) মার্ক জাকারবার্গ
গ) বিল গেটস
ঘ) রোনান্ড ওয়েনে
উ:খ
৭৪. আরপানেটের বিকাশের ফলে কী তৈরি হয়?
ক) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
খ) ইন্টারনেট
গ) ই-মেইল
ঘ) হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http)
উ:খ
৭৫. টুইট কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক) ফেসবুক
খ) টুইটার
গ) জোপ্পা
ঘ) মাইস্পেস
উ:খ
ই-লার্নিং
৭৬. ই-লার্নিং শব্দটির পূর্ণরূপ কী?
ক) ইলেকট্রনিক লার্নিং
খ) ই-মেইল লার্নিং
গ) ইমারজেন্সি লার্নিং
ঘ) ইন্টারনেট লার্নিং
উ:ক
৭৭. সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে। এ ক্ষেত্রে সুমন কীভাবে শিক্ষা অর্জন করছে?
ক) ভার্চুয়াল ক্লাস
খ) ই-লার্নিং
গ) ই-ক্লাস
ঘ) ই-টকিং
উ:খ
৭৮. ই-লার্নিং বলতে কী বোঝানো হয়?
ক) Distance Learning
খ) Echonomic learning
গ) Easy Learning
ঘ) Extra Learning
উ:ক
৭৯. শিক্ষার সাথে বর্তমানে কোনটি জড়িত?
ক) ই-লার্নিং
খ) ডিজিটাল লার্নিং
গ) ই-এডুকেশন
ঘ) ডিজিটাল এডুকেশন
উ:ক
৮০. পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত?
ক) ই-লার্নিং
খ) ই-সার্ভিস
গ) ই-গর্ভন্যান্স
ঘ) ই-এমটিএস
উ:ক
৮১. ই-লার্নিং –
i. সনাতন পদ্ধতির পরিপূরক
ii. এর মাধ্যমে দক্ষ একজন শিক্ষকের পাঠদান অসংখ্য স্কুলে বিতরণ করা যায়
iii. সিস্টেমটি সনাতন পদ্ধতির বিকল্প রূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
৮২. ই-লার্নিং—
i. সনাতন পদ্ধতির বিপরীত
ii. সনাতন পদ্ধতির পরিপূরক
iii. সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
৮৩. প্রচলিত ই-লার্নিং এর জন্য দরকার-
i. ইন্টারনেটের স্পিড
ii. প্রয়োজনীয় অবকাঠামো
iii. শিখন সামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৮৪. কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত?
ক) ইন্টারনেট ইয়াহু
খ) জি-মেইল
ঘ) গুগল ক্রোম
উ:ক
৮৫. আমাদের দেশের স্কুলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে তা হলো-
i. দক্ষ শিক্ষকের অভাব
ii. লেখা পড়ার প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব
iii. ল্যাবরেটরি অপ্রতুল
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
ই-গভর্ন্যান্স ও বাংলাদেশ
৮৬. গুড গর্ভন্যান্স কী?
ক) জবাবদিহিহীন ব্যবস্থা
খ) স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা
গ) স্বচ্ছতা ও দক্ষতামূলক ব্যবস্থা
ঘ) অস্বচ্ছ ব্যবস্থা
উ:খ
৮৭. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় কোন সেবার মাধ্যমে?
ক) ইন্টারনেট স্পিড
খ) প্রয়োজনীয় অবকাঠামো
গ) শিক্ষাসামগ্রী
ঘ) ই-গভর্ন্যান্স
উ:ঘ
৮৮. শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক) ডিজিটাল গভর্ন্যান্স
খ) ই-গভর্ন্যান্স
গ) ই-লার্নিং
ঘ) ই-সার্ভিস
উ:খ
৮৯. সরকারি অফিসের কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কী বলে?
ক) ই-কমার্স
খ) ই-স্বাস্থ্যসেবা
গ) ই-গভর্ন্যান্স
ঘ) ই-এমটিএস
উ:গ
৯০. গভর্ন্যান্স বা সুশাসনের জন্য কী ধরনের ব্যবস্থা দরকার?
ক) ই-লার্নিং
খ) ডিজিটাল ব্যবস্থা
গ) যোগাযোগ দক্ষতা
ঘ) স্বচ্ছতা ও জবাবদিহিতা
উ:ঘ
১০০. দেশের সুশাসনের পথ নিষ্কণ্টক করতে নিচের কোনটি প্রয়োজন?
ক) ই-গভর্ন্যান্স
খ) ই-স্বাস্থ্য সেবা
গ) আইসিটি
ঘ) ইন্টারনেট
উ:ক
৯২. শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক) ই-লার্নিং
খ) ই-মেইল
গ) ই-গভর্ন্যান্স
ঘ) ডি-লার্নিং
উ:গ
৯৩. যেকোনো দেশের নাগরিকদের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে কোনটির কারণে?
ক) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে
খ) এনালগ ব্যবস্থা প্রচলনে
গ) হাইব্রিড ব্যবস্থা প্রচলনে
ঘ) ইলেকট্রনিক ব্যবস্থা প্রচলনে
উ:ঘ
৯৪. বর্তমানে গ্যাস পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করার সহজ উপায় কোনটি?
ক) মোবাইলের মাধ্যমে
খ) সরাসরি অফিসে গিয়ে
গ) ব্যাংকে গিয়ে
ঘ) থানায় গিয়ে
উ:ক
৯৫. বর্তমানে মোবাইল ফোনে--
i. বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়
ii. পানি বিল পরিশোধ করা যায়
iii. গ্যাস বিল পরিশোধ করা যায়।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৯৬. ই-গভর্ন্যান্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রমের সময়কাল কত দিন হতে পারে?
ক) 124 × ৭ × ৩৬৫
খ) ২৪x৭x ৩৬৫
গ) ৩৬৫
ঘ) ৭৩৬৫
উ:খ
৯৭. গভর্ন্যান্সের মূল বিষয় কোনটি?
ক) জেলা অনলাইন কেন্দ্র স্থাপন করা
খ) তথ্যের ডিজিটালকরণ করা
গ) জেলা ই-সেবা কেন্দ্র চালু করা
ঘ) নাগরিকদের জীবন মান উন্নত করা
উ:ঘ
৯৮. বর্তমানে সরকারি ও বেসরকারি কাজে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে -
i. স্বল্প সময়ে সেবা পাওয়া যায়
ii. সেবার মান উন্নত হয়েছে।
iii. ছুটির দিনেও সেবা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
ই-সার্ভিস বাংলাদেশে
৯৯. আখচাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য?
ক) ই-পর্চা
খ) ই-টিকেটিং
গ) ই-এমটিএস
ঘ) ই-পূজিঁ
উ:ঘ
১০০. দেশের প্রথম দিককার ই-সেবাসমূহের একটি হচ্ছে—
ক) মোবাইল ব্যাংকিং
খ) ই-পূজি
গ) ই-পর্চা
ঘ) ই-স্বাস্থ্য সেবা
উ:খ
১০১. টেক্সট বইয়ের ডিজিটাল ভার্সন একটি কোন ধরনের সেবা?
ক) ই-সার্ভিস
খ) -সেটেলমেন্ট
গ) ই-লার্নিং
ঘ) ই-প্রেসেন্স
উ:ক
১০২. স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি?
ক) ইভিএম
খ) ইএমটিএস
গ) ইএমআর
ঘ) এমটিসি
উ:খ
১০৩. বাংলাদেশে ডাক বিভাগের MTS এর মাধ্যমে ১ মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়?
ক) 80,000
খ) ৪৫০০
গ) ৫০,০০০
ঘ) ৭০,০০০
উ:গ
১০৪. MTS পদ্ধতির মাধ্যমে কোন কাজটি করা হয়?
ক) ফেসবুকিং
খ) একাউন্ট খোলা
গ) মানি ট্রান্সফার
ঘ) ডাক পাঠানো
উ:গ
১০৫. বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে?
ক) ই-পুর্জি
খ) ই-পর্চা
গ) ই-ল্যান্ড
ঘ) ই-রেকর্ড
উ:খ
১০৬.ই-সেবার বৈশিষ্ট্য হলো—
i. স্বল্প সময়ে সেবা পাওয়া
ii. হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে
iii. সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১০৭. ই-সার্ভিসে বাংলাদেশের সেবাগুলো হচ্ছে---
i. ই-পূর্ণি
ii. ইএমটিএস
iii. ই-পর্চা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১০৮. ই-সার্ভিসগুলো হলো—
i. ই-পারমিট
ii. ই-টিন রেজিস্ট্রেশন
iii. টেলিমেডিসিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১০৯. গুড গভর্ন্যান্স বলতে কী বোঝ?
ক) স্বচ্ছতা ও দক্ষতামূলক ব্যবস্থা
খ) অস্বচ্ছ ব্যবস্থা
গ) স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা
ঘ) জবাবদিহিবিহীন ব্যবস্থা
উ:গ
১১০। বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়?
ক) ই-পূর্জি
খ) ই-পর্চা
গ) ই-কমার্স
ঘ) এমটিএস
উ:ঘ
১১১. বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে?
ক) ই-পর্চা
খ) ই-পুর্জি
গ) ই-রেকর্ড
ঘ) ই-ল্যান্ড
উ:ক
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও: হাসান কুয়াকাটা বেড়াতে গিয়ে অসুস্থ হলে স্থানীয় ডাক্তারের দ্বারস্থ্য হয়।পরে স্থানীয় ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে হাসানের চিকিৎসার ব্যবস্থা করলেন।
১১২. স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করলেন তা হলো-
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১১৩. হাসানের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক) টেলিভিশন
খ) রোবট
গ) আইসিটি
ঘ) কম্পিউটার
উ:গ
১১৪. একজন লোক কীভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন?
ক) ই-পর্চা সেবার
খ) ইমএমটিএস
গ) টেলিমেডিসিনের
ঘ) ই-কমার্স
উ:গ
ই-কমার্স বাংলাদেশে
১১৫. ই-কমার্স এর পূর্ণরূপ কী?
ক) ইন্টার কমার্স
খ) ইলেকট্রনিক্স কমার্স
গ) ইলেকট্রিক্যাল কমার্স
ঘ) ইলেকট্রনিক কমার্স
উ:ঘ
১১৬. ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কী?
ক) ই-পূর্জি
খ) ই-ট্রেড
গ) ই-ক্রেডিট
ঘ) ই-কমার্স
উ:ঘ
১১৭. COD এর পূর্ণরূপ কী?
ক) ক্যাশ অব ডেলিভারি
খ) ক্যাশ অন ডেলিভারি
গ) কমিশন অন ডেলিভারি
ঘ) কমিশন অব ডেলিভারি
উ:খ
১১৮. কোনো প্রতিষ্ঠানে ই-কমার্স চালু করতে কোনটির প্রয়োজন?
ক) ই-গভর্ন্যান্স
খ) ওয়েবসাইট-
গ) ব্যাংকিং সফটওয়্যার
ঘ) আউটসোর্সিং
উ:খ
১১৯. কোনটির মাধ্যমে দ্রুত ই-কমার্সে মূল্য পরিশোধের সুযোগ থাকে?
ক) ই-মেইল
খ) স্মার্ট ফোন
গ) ব্যাংক
ঘ) ক্রেডিট কার্ড
উ:ঘ
১২০. ই-কমার্সের কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ করা যায়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) 8
উ:খ
১২১. অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির যে উপাদান দরকার—
i. ইন্টারনেট
ii. কম্পিউটার বা মোবাইল
iii. টেলিভিশন,
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১২২. অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়—
i. ডেবিট কার্ডের মাধ্যমে
ii. আইডি কার্ডের মাধ্যমে
iii. ক্রেডিট কার্ডের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২৩ ও ১২৪ প্রশ্নের উত্তর দাও:
কাইফা অনলাইনে একটি কেনাকাটা ওয়েবসাইটে গিয়ে 'পাইথন | লার্নিং বইটি অর্ডার করে এবং সাথে সাথে মূল্য পরিশোধ করে।
১২৩. কাইফা কোন ধরনের ওয়েব সাইট থেকে বইট কিনেছে?
ক) ইন্টারনেট
খ) ই-পর্চা
গ) ই-কমার্স
ঘ) ই-লার্নিং
উ:গ
১২৪. কাইফা যেভাবে মূল্য পরিশোধ করলো—
i. ডেবিট কার্ডে
ii. ক্রেডিট কার্ডে
iii. COD পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২৫ ও ১২৬ নং প্রশ্নের উত্তর দাও:
রাইয়ান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন।পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন।
১২৫. উদ্দীপকে উল্লিখিত দোকানের জন্য প্রয়োজন--
i. পণ্যের ছবি
ii. নির্দিষ্ট মার্কেট
iii. পণ্যের ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
১২৬.রাইয়ান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি?
ক) ATM Card
খ) COD
গ) Mobile Banking
ঘ) EMTS
উ:খ
১২৭. COD পদ্ধতি কী?
ক) চেক অন ডিউটি
খ) ক্লিক অন ডিমান্ড
গ) কল অন ডেলিভারি
ঘ) ক্যাশ অন ডেলিভারি
উ:ঘ
১২৮. Online-এ পণ্যের মূল্য পরিশোধ করার মাধ্যম হলো—
i. Debit Card
ii. Credit Card
iii. ID Card
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১২৯.কত সাল থেকে বাংলাদেশে আস্তে আস্তে ই-কমার্সের প্রসার হচ্ছে?
ক) ২০০৮-২০০৯
খ) ২০১০-২০১১
গ) ২০০৯-২০১০
ঘ) ২০১১-২০১২
উ:ঘ
বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি
১৩০. কর্মক্ষেত্রে আইসিটির কত ধরনের প্রভাব লক্ষ করা যায়?
৩) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উ:ক
১৩১. বর্তমানে নিচের কোনটি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা?
ক যোগাযোগ দক্ষাতা
খ) আইসিটিতে দক্ষতা
গ) সমস্যা সমাধানে পারদর্শী
ঘ) সুনাগরিকত্ব
উ:খ
১৩২.বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য সহকারী উদ্যোগ কোনটি?
ক) ইন্টারনেট ভিত্তিক প্ৰশিক্ষণ দেয়া
থ) আউটসোর্সিং-এর প্রশিক্ষণ দেয়া
গ) তরুণ সমাজকে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেয়া
ঘ) সারা দেশে ফাইবার অপটিক কেবল বসানো
উ:ঘ
১৩৩. বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে?
ক) মানবসম্পদ
খ) বেকারত্ব
গ) তথ্য প্রযুক্তির বিকাশ
ঘ) দারিদ্রতা.
উ:গ
১৩৪. আইসিটি প্রয়োগের ফলে –
i. কর্মদক্ষতার বৃদ্ধি হচ্ছে
ii. বাজার সম্প্রসারণ হচ্ছে
iii. আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৩৫. ভবিষ্যতের চাকরির জন্য যেসব দক্ষতার প্রয়োজন হবে-
i. অফিস সফ্টওয়্যার সম্পর্কে জ্ঞান
ii. ইন্টারনেট ব্যবহার
iii. ই-মেইলের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
উদ্দীপকটি পড়ে ১৩৬ ও ১৩৭ নং প্রশ্নের উত্তর দাও:
আঃ করিম আউটসোর্সিং এর কাজ করবে বলে সিদ্ধান্ত নিলেন।
১৩৬.আঃ করিমের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুবিধাজনক মাধ্যম কোনটি?
ক) লোকাল এরিয়া নেটওয়ার্ক
খ) ইন্টারনেট সমৃদ্ধ মোবাইল
গ) কম্পিউটার ও ইন্টারনেট
ঘ) কম্পিউটার ও ফ্যাক্স
উ:গ
১৩৭.আঃ করিমের মতো অন্যদেরকেও উক্ত কাজে যুক্ত করতে পারলে—
i. বেকারত্বের হ্রাস ঘটবে
ii. জনগণের মাথাপিছু গড় আয় বাড়বে
iii. কম্পিউটার গেম খেলার এক্সপার্ট বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের ১৩৮ ও ১৩৯ প্রশ্নের উত্তর দাও:
কবির তথ্য প্রযুক্তিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে কিছু কম্পিউটার ক্রয় করে বাড়িতে আইটি ফার্ম খুলেছে। সে সহ আর ৭৫ জন কর্মী নিয়ে অন লাইনে কাজ করে অর্থ উপার্জন করেন।
১৩৮. উদ্দীপকে কবিরের অর্থ উপার্জন পদ্ধতিটিকে কী বলে?
ক) আউটসোর্সিং
খ) ফ্রিল্যান্সার
গ) ইনফরমেশন সার্ভিস সেন্টার
ঘ) ই-গভর্ন্যান্স
উ:ক
১৩৯. শিল্পের উৎপাদন কাজে কম্পিউটার ব্যবহারের ফলে---
i. পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে
ii. উৎপাদন ব্যয় কম হবে
iii. বাজারে চাহিদা বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
সামাজিক যোগযোগ ও আইসিটি বিনোদন ও আইসিটি
১৪০.সামাজিক যোগযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?
ক) ফেসবুক ও ইয়াহু
খ) ফেসবুক ও গুগল
গ) ফেসবুক ও টুইটার
ঘ) ফেসবুক ও ইউটিউব
উ:গ
১৪১.২০১৫ এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় কতজন ফেসবুক. ব্যবহার করেন?
ক) ১৪০০ মিলিয়ন
খ) ১৪১৫ মিলিয়ন
গ) ১৪১০ মিলিয়ন
ঘ) ১৪২০ মিলিয়ন
উ:খ
১৪২. সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি?
ক) Google+
খ) M Instagram
গ) Twitter
ঘ) সবগুলো
উ:ঘ
১৪৩.কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়?
ক) টুইটার
খ) ই-মেইল
গ) ফেসবুক
ঘ) স্কাইপি
উ:ক
১৪৪. টুইটারে একটি টুইটে (Tweet) সর্বোচ্চ অক্ষরের বার্তা দেয়া যায়?
ক) ১৪০
খ) ১৫০
গ) ১৪৪
ঘ) ১৫৪
উ:ক
১৪৫. আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ হলো—
i. ই-মেইল
ii. মেসেজিং সিস্টেম
iii. ব্লগিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৪৬. ফেসবুক হচ্ছে—
i. সামাজিক যোগাযোগ সাইট
ii. মার্ক জাকারবার্গ দ্বারা প্রতিষ্ঠিত
iii. একটি ওয়েবসাইট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৪৭. সামাজিক যোগাযোগ মাধ্যমে-
i. শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারবে
ii. সমাজের কুসংস্কার সম্পর্কে অবগত হওয়া যায়
iii. সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৪৮. আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ হলো-
i. ই-মেইল
ii. মেসেজিং সিস্টেম
iii. ব্লগিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৪৯. সামাজিক যোগাযোগ ব্যবস্থা হলো—
i. টুইটার
ii. ফেসবুক
iii. ই-লার্নিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১৫০. সামাজিক যোগযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?
ক) ফেসবুক ও ইয়াহু
খ) ফেসবুক ও টুইটার
গ) ফেসবুক ও গুগল
ষ) ফেসবুক ও ইউটিউব
উ:খ
১৫১.আইবিএম কোন কোম্পানিকে দিয়ে তাদের কাজটি করিয়ে নেয়?
ক) মাইক্রোসফট
খ) অ্যাপল
গ) ইনটেল
ঘ) ডেল
উ:ক
১৫২. কে তার বন্ধুদের নিয়ে ফেসবুক চালু করেন?
ক) বিল গেটস
খ) স্টিফেন হকিং
গ) মার্ক জাকারবার্গ
ঘ) স্টিভ জবস
উ:গ
১৫৩. ২০১৪ সালের শুরুতে বিশ্বের কত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন?
ক প্রায় ১১৯ কোটি
ব প্রায় ১২০ কোটি
গ) প্রায় ১২১ কোটি
ঘ) প্রায় ১২২ কোটি
উ:ক
১৫৪. শিল্প বিপ্লব কখন হয়?
ক) অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী
খ) ঊনবিংশ থেকে বিংশ শতাব্দী
গ) বিংশ থেকে একবিংশ শতাব্দী
ঘ) একবিংশ শতাব্দী
উ:ক
১৫৫. ফেসবুক হচ্ছে-
i. সামাজিক যোগাযোগ সাইট
ii. মার্ক জাকারবার্গ দ্বারা প্রতিষ্ঠিত
iii. ব্যবহারকারীর সংখ্যা ১৪১৫ মিলিয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৫৬. ফেসবুক যারা ব্যবহার করেন তারা—
i. সামাজিক যোগাযোগ সাইটের সদস্য
ii. নেটিজেন
iii. ফলোয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১৫৭. ১৪০ অক্ষরের মধ্যে বার্তাকে কী বলা যায়?
ক) ফেসবুক
খ) মাইক্রোব্লগিং
গ) ই-মেইল
ঘ) ব্লগিং
উ:খ
১৫৮. http ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন কে?
ক) বিল গেটস
খ) স্টিভ জবস
গ) স্যার টিমোথি
ঘ) মার্ক জুকারবার্গ
উ:গ
১৫৯. টুইট কী?
ক) যে কোন বার্তাকে টুইট বলে
খ) ১৪০ অক্ষরের মধ্যে বার্তাকে টুইট বলে
গ) ২৪০ অক্ষরের মধ্যে বার্তাকে টুইট বলে
ঘ) ১০০০ অক্ষরের মধ্যে বার্তাকে টুইট বলে
উ:খ
ডিজিটালা বাংলাদেশ
১৬০. 'ডিজিট' শব্দটির অর্থ কী?
ক) সংখ্যা
খ) বাইনারি
গ) অক্ষর
ঘ) দশমিক
উ:ক
১৬১. Leap Frog অর্থ কী?
ক) বড় বড় লাফ দেওয়া
খ) জোরে দৌড়ানো
গ) কথা এড়িয়ে যাওয়া
ঘ) চুপ করে বসে থাকা
উ:ক
১৬২.ডিজিটালাইজেশনের ফলে কত শতাংশ সময় সাশ্রয় হচ্ছে?
ক) ৭০-৮০%
খ) ৮০-৯০%
গ) ৯০-১০০%
ঘ) কোনটিই নয়
উ:খ
১৬৩.তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্তগ্রহণে কত শতাংশ সময় কম লাগছে?
ক) ৫০- ৬০
খ) ৮০ - ৯০%
গ) ৬০-৭০
ঘ) ৯০ - ১০০
উ:খ
১৬৪. ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে—
i. স্বাস্থ্যসেবা
ii. মানব সম্পদ উন্নয়ন
iii. জনগণের সম্পৃক্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
১৬৫. ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ কোনটি?
ক) গ্রামের মানুষকে শহরে নিয়ে আসা
খ) শহরে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি
গ) গ্রামীণ মানুষকে প্রযুক্তি সেবার আওতায় আনা
ঘ) সামাজিক যোগাযোগ বৃদ্ধি করা
উ:গ
১৬৬. কোনটি দেশের অবকাঠামোতে একটি বড় সংযোজন?
ক) স্থানীয় ভূমি অফিস
খ) পোস্ট অফিস
গ) কৃষি অফিস
ঘ) ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল
উ:ঘ
১৬৭. বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে?
ক) ৫৫ তম
খ) ৫৭ তম
গ) ৬৫ তম
ঘ) ৫৮ তম
উ:খ
১৬৮. ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য দরকার গুরুত্ব দিয়েছেন—
i. মানবসম্পদ উন্নয়ন
ii. জনগণের সম্পৃক্ততা
iii.দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৬৯.বাংলাদেশ কত তারিখে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' মহাকাশে প্রেরণ করে?
ক) ২০১৮ সালের ১২ই মে
খ) ২০১৮ সালের ১২ই জুন
গ) ২০২০ সালের ১২ই মে
ঘ) ২০২০ সালের ১২ই জুন
উ:ক
১৭০. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট বিষয় হচ্ছে—
i. দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার
ii. মানব সম্পদ উন্নয়ন
iii. জনগণের সম্পৃক্ততা
গনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৭১. ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর কোনটি সহজলভ্য হয়েছে?
ক) অপারেটিং সিস্টেম
খ) ইন্টারনেট
গ) উইন্ডোজ
ঘ) ডস
উ:খ
১৭২. কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে?
ক) ফাইবার অপটিক নেটওয়ার্ক
খ) মোবাইল নেটওয়ার্ক
গ) লোকাল এরিয়া নেটওয়ার্ক
ঘ) ওয়্যারলেস নেটওয়ার্ক
উ:ক
১৭৩. বাংলাদেশে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
ক) ইউনিয়ন ইনফরমেশন সেন্টার
খ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
গ) কম্পিউটার
ঘ) ফেসবুক
উ:খ
১৭৪. তথ্য-প্রযুক্তির পুরো সুবিধা পেতে হলে কোনটির প্রয়োজন হয়?
ক) স্বচ্ছতা
খ) জবাবদিহিতা
গ) দায়বদ্ধতা
ঘ) দক্ষ জনশক্তি
উ:ঘ
নিচের উদ্দীপকটি লক্ষ করে ১৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
খুলেছে। সে ৫০ জন কর্মী নিয়ে অনলাইনে কাজ করে অর্জন উপার্জন করে।
১৭৫. উদ্দীপকে সাকিবের অর্থ উপার্জন পদ্ধতিটিকে কী বলে?
ক) ইনফরমেশন সার্ভিস সেন্টার
খ) আউটসোর্সিং
গ) ফ্রি ল্যান্সার
ঘ) ই-গভর্ন্যান্স
উ:খ
১৭৬.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করা যাবে—
i. টেলিভিশন সেবায়
ii. জাতীয় নিরাপত্তার কাজে
iii. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কাজে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
উ:ঘ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ (MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ(MCQ)-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url