উপেক্ষিত শক্তির উদ্বোধন সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 উপেক্ষিত শক্তির উদ্বোধন 

 কাজী নজরুল ইসলাম 



পেজ সূচিপত্র : উপেক্ষিত শক্তির উদ্বোধন 

  • ১. কাজী নজরুল ইসলাম বাক্শক্তি হারিয়েছিলেন— দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে।
  • ২. সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ ছিল তাঁর- সাহিত্যের ভাষা ।
  • ৩. আমাদের দেশে উপেক্ষা করা হচ্ছে— দেশের দশ আনা শক্তি শ্রমজীবী শ্রেণিকে।
  • ৪. অভিজাত-গর্বিত সম্প্রদায় উপেক্ষিত সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর নাম দিয়েছে— ছোটোলোক সম্প্রদায় ।
  • ৫. তথাকথিত ‘ভদ্রলোকেদের' বড়ো ত্রুটি— বাসর্বস্বতা।
  • ৬. মহাত্মা গান্ধীর আহ্বানে— জাতিভেদ, ধর্মভেদ, সমাজভেদ ছিল না । 
  • ৭. “উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধে ছোটোলোকের আত্মাও— ভদ্রশ্রেণির আত্মার মতোই ভাস্বর ।
  • ৮. চণ্ডাল বলতে বোঝায়— চাড়াল; হিন্দু বর্ণব্যবস্থায় নিম্নবর্ণের লোক । 
  • ৯. ‘বোধন বাঁশি' হলো— বোধ বা চেতনা জাগিয়ে তোলার বাঁশি। 
  • ১০. “উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধটি রচনা করেছেন— কাজী নজরুল ইসলাম ।
  • ১১. “উপেক্ষিত শক্তির উদ্‌বোধন' রচনার পটভূমি— অবিভক্ত ভারতবর্ষ । 
  • ১২. দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দূর করতে হবে— ছোটো-বড়ো, উঁচু-নিচু বিভেদ ।
  • ১৩. একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আবশ্যক ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. আমাদের কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করে?

ক) চার

খ) ছয়

গ আট

ঘ) দশ

উ:ঘ

২.“উপেক্ষিত শক্তির উদ্‌বোধন' প্রবন্ধ মতে আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?

ক. ব্যক্তিকে প্রাধান্য দেওয়া

খ) মেহনতি মানুষের প্রতি অবহেলা

গ) স্বপ্নরাজ্যে বিচরণ

ঘ) গণজাগরণের অভাব

উ:খ

৩.আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কী?

ক) বর্ণ বৈষম্য

খ) আভিজাত্যের অহংকার

গ) শ্রমজীবীদের উপেক্ষা

ঘ) জাগরণের অভাব

উ:গ

৪. “রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?

ক) গল্প

খ) উপন্যাস

গ)  প্রবন্ধ

ঘ) কবিতা

উ:গ

৫. হে মোর দুর্ভাগা দেশ। যাদের করেছ অপমান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান।'— এখানে কাদের কথা বলা হয়েছে?

ক) নেতাদের

খ) ভদ্র-সম্প্রদায়ের

গ) শ্রমজীবী মানুষের

ঘ) মনীষীদের

উ্র:গ

৬.“উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হলো—

ক) গণজাগরণ

খ) ক্ষুদ্র জনগোষ্ঠীর জাগরণ

গ) উপেক্ষিতদের জাগরণ

ঘ) মনুষ্যত্বের জাগরণ

উ:গ

৭.আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি- এ বাক্যে তাহাদিগকে বলতে কাদের বোঝানো হয়েছে?

ক) ভদ্র-সম্প্রদায়

 খ) ছোটোলোক সম্প্রদায়

গ) বিদ্রোহী জনতা

ঘ) চণ্ডালদের

উ:খ

৮. উপেক্ষিত জনগোষ্ঠীকে উপেক্ষা করার কারণ কী? 

ক) অবস্থানগত স্বাতন্ত্র্য

খ) আভিজাত্যের গৌরব

গ) বিত্তবৈভবের অহংকার

ঘ) তাদের দারিদ্র্য

উ:খ

৯.তথাকথিত ছোটোলোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাবার কারণ কী?

ক) নিজেদের অজ্ঞানতা

খ) ভদ্র সমাজের অত্যাচার

গ) সামাজিক বিশৃঙ্খলা

ঘ) অর্থনৈতিক বৈষম্য

উ:খ

১০. সমাজ উন্নয়নে যা কাম্য উপেক্ষিত শক্তির উদ্‌বোধন' প্রবন্ধানুসারে  তার নাম কী?

ক) মন

খ) সাম্য

গ) নেতৃত্ব

ঘ) অন্তর

উ:খ

১১. কবি কাজী নজরুল ইসলামের মতে কারা দেশে যুগান্তর আনবে?

ক) তরুণ প্রজন্ম

খ) উঁচু শ্রেণির মানুষ

গ) উপেক্ষিত জনতা

ঘ) তথাকথিত ভদ্র-সম্প্রদায়

উ:গ

১২. তাহা হইলে আজ তাঁহাকে কে মানিত? তাঁকে মানার কারণ কী?

ক) আভিজাত্য গৌরব না থাকা 

খ) সাংগঠনিক তৎপরতা 

গ) মানুষের প্রতি সমবেদনা

ঘ) অসাম্প্রদায়িক চেতনা

উ:ক

১৩.‘উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা?

ক) অবিভক্ত ভারতবর্ষ 

খ) বিভাগ-উত্তর বাংলা

গ) স্বৈরাচারী পাকিস্তান

ঘ) অবহেলিত ও উপেক্ষিত পূর্ব বাংলা

উ:ক

১৪.কাজী নজরুল ইসলামের ‘উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধে ফুটে উঠেছে—

i. সাম্যবাদী মানসিকতা

ii. মর্যাদাবান জাতিগঠন

iii. বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) ii, iii

গ) i,iii

ঘ) i,iiও iii

উ:ঘ

১৫.'আজ আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না'— বলতে বোঝানো হয়েছে- 

i. সভ্যতার উন্নয়নে প্রাকৃতজনের অবদান 

ii. দেশগঠনে আমজনতার প্রয়োজনীয়তা 

iii. জাতিগঠনে সাধারণ মানুষের গুরুত্ব 

নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) i, iii

গ) ii,iii

ঘ) i,iiও iii

উ:ঘ

১৬.“উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধে 'মহাজাগরণের দিন' বলতে বোঝানো হয়েছে-

i. জাতিগঠনে নতুন চেতনায় উদ্‌বুদ্ধ হওয়া

ii. স্বাধীনতা আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হওয়া 

iii. বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া 

নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) ii, iii

গ) i,iii

ঘ) i,iiও iii

উ:গ

১৭. উপেক্ষিত শক্তির উদবোধন না হওয়ার কারণ- 

i. ছোটোলোক বলে অবহেলা 

ii. সহজ-সরল জীবনযাপন 

iii. ভদ্র-সম্প্রদায়ের অত্যাচার 

নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) ii, iii

গ) i,iii

ঘ) i,iiও iii

উ:গ




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url