সুভা সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা ১ম পত্র

পেজ সূচিপত্র :সুভা

  • সুভার বাবার নাম— বাণীকণ্ঠ।
  • শিশুকাল থেকেই নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে- সুভা । 
  • পিতামাতার মনে সর্বদাই জাগরূক ছিল — সুভা।
  • মেয়ে বোবা হওয়ার পেছনে মা দোষ দেন— নিয়তির।
  • সুভাদের গোয়ালের গাভী দুটির নাম— সর্বশী ও পাঙ্গুলি । 
  • সুভা দিনের মধ্যে গোয়ালঘরে যেত— তিনবার।
  • সুভার সঙ্গীদের মধ্যে ভাষাবিশিষ্ট জীব— প্রতাপ ।
  • গোঁসাইদের বাড়ির ছোটো ছেলেটির নাম— প্রতাপ ।
  • প্রতাপ সুভাষিণীকে ডাকত— ‘সু’ বলে ।
  • মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে— 'সুভাকে। 
  • সুভা চিরপরিচিত নদীতটে লুটিয়ে পড়ল— শুক্লাদ্বাদশীর রাতে । 
  • ‘বিজনমূর্তি' বলতে বোঝায়— নির্জন অবস্থাকে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. সুভা আপনাকে আপনি দেখিতেছে— কেন? 

ক) বয়ঃসন্ধিকালে উপনীত বলে

খ) অবাঞ্ছিত কৌতূহলের জন্য

গ) সঙ্গীহীন থাকায়

ঘ) জ্যোৎস্নারাতে নিজেকে দেখতে

উ:ক

২.‘সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না।'- এর কারণ কী?

ক) শারীরিক প্রতিবন্ধকতা

খ) নবযৌবনে পদার্পণ

গ) সুশিক্ষার অভাব

ঘ) আত্মসম্মানবোধের জাগরণ

উ:খ

৩.“তুমি আমাকে যাইতে দিয়ো না, মা।'— সুভার এ কথায় কী প্রকাশ পেয়েছে? 

ক) আকুলতা

খ) প্রার্থনা

গ) অস্থিরতা

ঘ) চঞ্চলতা

উ:ক

৪. সুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন?

ক) পিতামাতার নীরব হৃদয়ভার ভেদে

খ) বিধাতার অভিশাপস্বরূপ মনে করে 

গ) তাদেরকে একঘরে করতে চায় বলে

ঘ) সে মায়ের গর্ভকলঙ্ক- এ কথা মনে করে

উ:খ

৫.কে সুভার গা চাটত? 

ক) ছাগল

খ)বিড়াল

গ)পাঙ্গুলি 

ঘ) সর্বশী

উ:গ

৬. সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল? 

ক)বাবার

খ) মায়ের

গ) হরিহর

ঘ) সর্বশীর

উ:ক

৭. ছোটো মেয়েটির নাম সুভাষিণী রাখে কে? 

ক) পাঙ্গুলির

খ)প্রতাপ

গ)নীলমণি 

ঘ) বাণীকণ্ঠ

উ:ঘ

৮. 'সুভা' গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী?

ক) বুদ্ধি

খ) শ্রবণ

গ)দৃষ্টি

ঘ) বাক্

উ:ঘ

৯.‘সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া' কোথায় লুটিয়া পড়ে?

ক) গোয়াল ঘরে

খ) তেঁতুল তলায়

গ) ঢেঁকিশালায়

ঘ) নদীতটে

 উ:ঘ

১০. সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন। কেননা সুভা— 

ক) কর্মে অনাগ্রহী

খ) সংসার বিবাগী

গ) বাকপ্রতিবন্ধী

ঘ) শব্দহীন-সঙ্গীহীন

উ:গ

১১. 'কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস?'— প্রতাপের এই কথায় সুভার দুঃখ পাওয়ার কারণ কী? 

ক) অবহেলা 

খ) নিষ্ঠুরতা 

গ)  বিচ্ছেদ

ঘ) প্রতারণা

উ:ক

১২. সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়?

ক) স্বচ্ছ আকাশের সৌন্দর্যে

খ) বিপুল নির্বাক প্রকৃতিতে

গ) সর্বশী ও পাঙ্গুলির স্পর্শে

ঘ) প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে

উ:খ

১৩. 'সুভা' গল্পে ‘চির নিস্তব্ধ হৃদয় উপকূল' বলতে কী বোঝানো হয়েছে?

ক) শান্ত হৃদয়

খ) হৃদয়ের কিনার

গ) কূলের সদৃশ্য

ঘ) হৃদয়ের মহত্ত

উ:ক

১৪. সুভার সঙ্গীদের মধ্যে ভাষাবিশিষ্ট জীব বলা হয়েছে কাকে?

ক) সর্বশী

খ) পাঙ্গুলি

গ) প্রতাপ

ঘ) বাণীকণ্ঠ

উ:গ

১৫. কে ‘সুভার' মর্যাদা বুঝত?

ক) সুভার বাবা

খ) প্রতাপ

গ) সুভার মা

ঘ) সর্বশী-পাঙ্গুলি

উ:খ

১৬. ডাগর চোখ মেলে সুভা কার মুখের দিকে চেয়ে থাকত?

ক) সর্বশী-পাঙ্গুলির

খ) বিড়াল শাবকের

গ) বাবা-মায়ের

ঘ) সুভার বাবা

উ:গ

১৭. মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে কাকে?

ক) দুর্গাকে

খ) সুভাকে

গ) প্রতাপের

ঘ) সুকেশিনীকে

উ:খ

১৮. ৰাণীকণ্ঠ দুই বেলাই কী খেত? 

ক) শাকভাত

খ) মাছভাত

গ) ডালভাত

ঘ) গোশতভাত

উ:খ

১৯. "বিজনমূর্তি"  – বলতে কী বোঝায়?

ক) দূরবর্তী স্থান

খ) নির্জন অবস্থা

গ) গভীর অরণ্য

ঘ) থমথমে ভাব

উ:খ

২০. “কালো চোখকে তর্জমা করতে হয় না।' কারণ- 

i.মনোভাব মুখাবয়বে প্রতিফলিত 

ii. চোখে সৌন্দর্য প্রকাশ পায়

iii. অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ

নিচের কোনটি সঠিক?

ক)i ও  ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

২১. পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল'— কথাটির দ্বারা বোঝানো হয়েছে- 

i. সুভার প্রতি পিতামাতার অপত্যস্নেহ

ii. সুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা

iii. সুভার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ 

নিচের কোনটি সঠিক?

ক)i, ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

২২. তুমি আমাকে যাইতে দিয়ো না, মা - এ কথার মধ্য দিয়ে সুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে--

i. চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা 

ii. পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা 

iii. মাকে ছেড়ে না যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক)i, ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url