সুভা কুইজ

বাংলা ১ম পত্র(SSC)



0%
প্রশ্ন 1:সুভা আপনাকে আপনি দেখিতেছে— কেন?
ক) বয়ঃসন্ধিকালে উপনীত বলে
খ) অবাঞ্ছিত কৌতূহলের জন্য
গ) সঙ্গীহীন থাকায়
ঘ) জ্যোৎস্নারাতে নিজেকে দেখতে
ট্রিকস:বয়ঃসন্ধিকালে উপনীত বলে সুভা আপনাকে আপনি দেখিতেছে।
প্রশ্ন 2:“তুমি আমাকে যাইতে দিয়ো না, মা।'— সুভার এ কথায় কী প্রকাশ পেয়েছে?
ক) চঞ্চলতা
খ) অস্থিরতা
গ) প্রার্থনা
ঘ) আকুলতা
ট্রিকস: আকুলতা
প্রশ্ন 3: 'সুভা' গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী?
ক) বাক্
খ) দৃষ্টি
গ) শ্রবণ
ঘ) বুদ্ধি
ট্রিকস:'সুভা' গল্পে সুভা বাক্ প্রতিবন্ধী
প্রশ্ন 4: ‘সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া' কোথায় লুটিয়া পড়ে?
ক) নদীতটে
খ) ঢেঁকিশালায়
গ) তেঁতুল তলায়
ঘ) গোয়াল ঘরে
ট্রিকস:‘সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া'নদীতট লুটিয়া পড়ে
প্রশ্ন 5: সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়?
ক) বিপুল নির্বাক প্রকৃতিতে
খ) স্বচ্ছ আকাশের সৌন্দর্যে
গ) সর্বশী ও পাঙ্গুলির স্পর্শে
ঘ) প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে
ট্রিকস: সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়- বিপুল নির্বাক প্রকৃতিত
প্রশ্ন6: ছোটো মেয়েটির নাম সুভাষিণী রাখে কে?
ক) নীলমণি
খ) বাণীকণ্ঠ
গ) প্রতাপ
ঘ) পাঙ্গুলির
ট্রিকস: ছোটো মেয়েটির নাম সুভাষিণী রাখে -বাণীকণ্ঠ
প্রশ্ন 7: কে সুভার গা চাটত?
ক) বিড়াল
খ) পাঙ্গুলি
গ) প্রার্থনা
ঘ) সর্বশী
ট্রিকস: পাঙ্গুলি সুভার গা চাটত
প্রশ্ন 8: সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল?
ক) মায়ের
খ) বাবার
গ) হরিহর
ঘ) সর্বশী
ট্রিকস: সুভা বাবার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল
প্রশ্ন 9: 'সুভা' গল্পে ‘চির নিস্তব্ধ হৃদয় উপকূল' বলতে কী বোঝানো হয়েছে?
ক) হৃদয়ের মহত্ত
খ) কূলের সদৃশ্য
গ) হৃদয়ের কিনার
ঘ) শান্ত হৃদয়
ট্রিকস: 'সুভা' গল্পে ‘চির নিস্তব্ধ হৃদয় উপকূল' বলতে বোঝানো-শান্ত হৃদয়
প্রশ্ন 10: কে ‘সুভার' মর্যাদা বুঝত?
ক) সুভার বাবা
খ) সুভার মায
গ) প্রতাপ
ঘ) সর্বশী-পাঙ্গুলি
ট্রিকস: ‘সুভার' মর্যাদা বুঝত- প্রতাপ
প্রশ্ন 11: ডাগর চোখ মেলে সুভা কার মুখের দিকে চেয়ে থাকত?
ক) সর্বশী-পাঙ্গুলির
খ) বিড়াল শাবকের
গ) বাবা-মায়ের
ঘ) সর্বশী-পাঙ্গুলি
ট্রিকস: ডাগর চোখ মেলে সুভা বাবা-মায়ের মুখের দিকে চেয়ে থাকত
প্রশ্ন 12: মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে কাকে?
ক) সুকেশিনীকে
খ) প্রতাপের
গ) দুর্গাকে
ঘ) সুভাকে
ট্রিকস: মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে - সুভাকে
প্রশ্ন 13: ৰাণীকণ্ঠ দুই বেলাই কী খেত?
ক) মাছভাত
খ) শাকভাত
গ) ডালভাত
ঘ) গোশতভাত
ট্রিকস: ৰাণীকণ্ঠ দুই বেলাই - মাছভাত খেত
প্রশ্ন 14: "বিজনমূর্তি" – বলতে কী বোঝায়?
ক) দূরবর্তী স্থান
খ) নির্জন অবস্থা
গ) গভীর অরণ্য
ঘ) থমথমে ভাব
ট্রিকস: "বিজনমূর্তি" –বলতে - নির্জন অবস্থা
প্রশ্ন 15: “কালো চোখকে তর্জমা করতে হয় না।' কারণ-
i.মনোভাব মুখাবয়বে প্রতিফলিত
ii. চোখে সৌন্দর্য প্রকাশ পায়
iii. অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
ট্রিকস: “কালো চোখকে তর্জমা করতে হয় না।' কারণ-
i.মনোভাব মুখাবয়বে প্রতিফলিত
ii. চোখে সৌন্দর্য প্রকাশ পায়
প্রশ্ন 16: পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল'— কথাটির দ্বারা বোঝানো হয়েছে-
i. সুভার প্রতি পিতামাতার অপত্যস্নেহ
ii. সুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা
iii. সুভার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
ট্রিকস: পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল'— কথাটির দ্বারা বোঝানো হয়েছে-
ii. সুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা
iii. সুভার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ
প্রশ্ন 17: তুমি আমাকে যাইতে দিয়ো না, মা - এ কথার মধ্য দিয়ে সুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে -
i. চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা
ii. পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা
iii. মাকে ছেড়ে না যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
ট্রিকস: তুমি আমাকে যাইতে দিয়ো না, মা - এ কথার মধ্য দিয়ে সুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে -
i. চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা
ii. পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা
প্রশ্ন 18: সুভার বাবার নাম কি?
ক) প্রতাপ
খ) বাণীকণ্ঠ
গ) শুক্লা
ঘ) ভানু
ট্রিকস: সুভার বাবার নাম— বাণীকণ্ঠ।
প্রশ্ন 19: প্রতাপ সুভাষিণীকে ডাকত কি বলে ?
ক) প্রতিমা
খ) সুভা
গ) শুক্লা
ঘ) ‘সু’
ট্রিকস: প্রতাপ সুভাষিণীকে ডাকত— ‘সু’ বলে।
প্রশ্ন 20: গোঁসাইদের বাড়ির ছোটো ছেলেটির নাম কি?
ক) প্রতাপ
খ) বাণীকণ্ঠ
গ) শুক্লা
ঘ) ভানু
ট্রিকস: গোঁসাইদের বাড়ির ছোটো ছেলেটির নাম— প্রতাপ ।

চূড়ান্ত ফলাফল

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url