অভাগীর স্বর্গ সাজেশন
বাংলা ১ম পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
অভাগীর স্বর্গ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পেজ সূচিপত্র :বইপড়া
তথ্যকণিকা(Information)
- ১. 'অভাগীর স্বর্গ' গল্পটি রচনা করেছেন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- ২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' একটি ছোটোগল্প।
- ৩. 'অভাগীর স্বর্গ' সংকলিত হয়েছে— 'শরৎ সাহিত্যসমগ্র' গ্রন্থের প্রথম খন্ড থেকে।
- ৪. 'শরৎ সাহিত্যসমগ্র' সম্পাদনা করেছেন- সুকুমার সেন ।
- ৫. 'অভাগীর স্বর্গ' গল্পের প্রধান চরিত্র— অভাগী।
- ৬. গল্পটির মূল বিষয় সামন্তবাদী সমাজে হতদরিদ্র মানুষের দুঃখ-যন্ত্রণা।
- ৭. 'অভাগীর স্বর্গ' গল্পে সামন্তপ্রভু ঠাকুরদাস মুখোপাধ্যায়।
- ৮.এ গল্পে অভাগীর পরিণতি – করুণ মৃত্যু এবং অবহেলিত সৎকার।
- ৯. অভাগীর স্বর্গ গল্পের অন্তর্নিহিত তাৎপর্য- তৎকালীন সমাজের সমাজচিত্র।
- ১০. 'অভাগীর স্বর্গ' গল্পটি লিখিত হয়েছে- সাধু ভাষারীতিতে
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. 'অভাগীর স্বর্গ' গল্পের গতিশীল চরিত্র কোনটি?
ক) অভাগী
খ) কাঙালী
গ) রসিকদুলে
ঘ) ঠাকুর দাস
উ:খ
২.'অভাগীর স্বর্গ' গল্পে কুটির প্রাঙ্গণে কী গাছ আছে?
ক) বই
খ) বেল
গ) জলপাই
ঘ) তাল
উ:খ
৩.অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
উ:গ
৪.“আয় তোকে রূপকথা বলি’– ‘অভাগীর স্বর্গ' গল্পে কথাটি কেন বলা হয়েছে?
ক) সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য
খ) সন্তানকে স্বপ্ন দেখানোর জন্য
গ) সন্তানবাৎসল্যের কারণে
ঘ) সন্তানের অনুরোধ রক্ষায়
উ:ক
৫.'ও রে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে!' এ কথা রা কী বোঝানো হয়েছে?
ক)নিচু শ্রেণির অবস্থা
খ) পরিচ্ছন্নতার লক্ষণ
গ) সামন্ত শ্রেণির দৌরাত্ম্য
ঘ) প্রচলিত রীতিনীতি
উ:ঘ
৬.আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল'— কে?
ক) কাঙালী
খ) রসিক দুলে
গ) কাঙালীর মা
ঘ) ঈশ্বর নাপিত
উ:গ
৭.“ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়'- কাঙালীর মা এই ইচ্ছা পূরণ করতে পারে না কেন?
ক) গরিব হওয়ায়
খ) লোকলজ্জা
গ) ছোটোজাত হওয়ায়
ঘ) ব্যস্ততার কারণে
উ:গ
৮. কাঙালীর পিতার নাম কী?
ক) সতীন বাঘ
খ) রথিন বাঘ
গ) হরিহর বাঘ
ঘ) রসিক বাঘ
উ:ঘ
৯. 'কাঙালী পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল .....।' 'আঁচান' অর্থ কী?
ক) থালা-বাসন মাজা
খ) হাত-মুখ ধোয়া
গ) কাপড় কাচা
ঘ) স্নান করা
উ:খ
১০. "তোর হাতের আগুন যদি পাই বাৰা, ৰামুন-মার মতো আমিও সখ্যে "যেতে পাবো”- উপ্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক) ধর্মবিশ্বাস
খ) সানা
গ) কুসংস্কার
ঘ) শোককাতরতা
উ:ক
১১.“দুলে। দুলের মড়ার কাঠ কী হবে শুনি।"- উক্তিটিতে অধর রায়ের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) অবজ্ঞা
খ) অহংকার
গ)ঘৃণা
ঘ) তিরস্কার
উ:ক
১২.“কালো আর ধলো বাহিরে কেবল ' ভিতরে সবার সমান রাঙা”— এ উক্তির বিপরীত বৈশিষ্ট্য ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রে দেখা যায়?
ক) অধর রায়
খ) অভাগী
গ) ঠাকুর দাস
ঘ) কাঙালী
উ:ক
১৩. ‘পাঁড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত।'— অধর রায়ের এ উক্তিতে প্রকাশ পেয়েছে—
ক) উপেক্ষা
খ) তাচ্ছিল্য
গ) বিরক্তি
ঘ) উপহাস
উ:গ
১৪. কাঙালীকে কে গলাধাক্কা দিলো?
ক) অধর রায়
খ) পাঁড়ে
গ) দারোয়ান
ঘ) ঠাকুরদাস
উ:খ
১৫. ‘সব ব্যাটারাই এখন বামূন-কায়েত হতে চায়’—‘অভাগীর স্বর্গ' গল্পে এ বক্তব্যে কোন ভাব ফুটে উঠেছে?
ক) বিরক্তি
খ) ক্রোধ
গ) ক্ষোভ
ঘ) বিদ্রূপ
উ:ঘ
১৬. ‘অভাগীর স্বর্গ' গল্পে কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক) রসিক
খ) অধর রায়
গ) অভাগী
ঘ) কাঙালী-
উ:ঘ
১৭. কাঙালীর মায়ের মৃতদেহ সৎকারের কাঠ জোগাড় করতে না পারার কারণ-
i. দরিদ্রতা
ii. উঁচু শ্রেণির নিষ্ঠুরতা
iii. জাতি বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৮.‘আর একটি প্রাণী দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল’– এখানে অভাগীকে ‘প্রাণী’ বলে উল্লেখ করার কারণ—
i. ছোটোজাত বলে অবজ্ঞার পাত্র
ii. নারী বলে অবহেলিত
iii. দরিদ্র বলে উপেক্ষিত
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১৯.রসিক বেলগাছটি কাটতে গেলে দারোয়ান বাধা দেওয়ার কারণ—
i. দুলের মড়া পোড়ানোর নিয়ম নেই
ii. বেলগাছটির মালিক জমিদার
iii. গোমস্তার অনুমতি নেয়নি
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মহেশ' গল্পে গফুর ব্রাহ্মণ তর্করত্নের পায়ের কাছে বসিয়া কাহন-দুই খড় ধার চাহিতে গেলে তর্করত্ন তীরবৎ পিছাইয়া গিয়া কহিলেন, ‘আ মর, ছুয়ে ফেলবি না কি?'
২০. উদ্দীপকে তর্করত্নের আচরণে ‘অভাগীর স্বর্গ' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
ক) সামন্তবাদ
খ) জাতিভেদ
গ) নিপীড়ন
ঘ) পণপ্রথা
উ:খ
২১. উক্ত দিকটি প্রকাশ পেয়েছে যে বাক্যে—
i. মুখে একটু নুড়ো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে
ii. সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়,
iii. দুলের মড়ার কাঠ কী হবে শুনি
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url