নিমগাছ সাজেশন

 নিমগাছ

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

নিমগাছ

 বনফুল



পেজ সূচিপত্র :নিমগাছ

  • বনফুলের প্রকৃত নাম - - বলাইচাঁদ মুখোপাধ্যায়। 
  • কেউ কেউ শিলে পিষে নিমগাছের পাতা। 
  • নিমের কচি ডাল চিবালে - দাঁত ভালো থাকে।
  • নিমগাছের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন কবি। 
  • বেগুন-সহযোগে ভেজে কেউ কেউ খায় নিমগাছের কচি পাতা। 
  • বাড়ির পাশে নিমগাছ গজালে খুশি হন - বিজ্ঞরা। 
  • নিমগাছ' গল্পের রচয়িতা- বনফুল।
  •  'নিমগাছ' গল্পটি অন্তর্ভুক্ত – 'অদৃশ্যলোক' গ্রন্থে । 
  • 'অদৃশ্যলোক' গ্রন্থটি রচিত হয় – ১৯৪৭ সালে। 
  • নিমগাছ চলে যেতে যায় কবির সাথে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.'নিমগাছ' কোন ধরনের গল্প?

ক) রম্য গল্প

খ) অনুগল্প

গ) জীবনমুখী গল্প

ঘ) প্রতীকী গল্প

উ:ঘ

২.প্রধান শিক্ষক বললেন, 'তোমরা বাড়ির আঙিনায় তুলসি, এলোভেরা গাছ লাগাবে, কারণ এগুলো ঔষধি গাছ।'- প্রধান শিক্ষকের বক্তব্য 'নিমগাছ' গল্পে কার প্রতিনিধিত্ব করে? 

ক) কবিরাজ

খ) বিজ্ঞ

গ) কবি

ঘ) গৃহস্থ

উ:খ

৩. নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইল? 

ক)  কবি

খ) কবিরাজ 

গ) বিজ্ঞ 

ঘ) জ্ঞানি

উ:ক

৪. বনফুলের প্রকৃত নাম কী?

ক) প্যারীচাঁদ মিত্র

খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়

গ) প্রমথ চৌধুরী

ঘ) আশুতোষ মুখোপাধ্যায়

উ:খ

৫. বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।' এখানে 'আবর্জনা' গৃহবধূর ক্ষেত্রে কী প্রতীকী অর্থ প্রকাশ করে? 

(ক) সাংসারিক ঝামেলা

খ) অসীম আত্মত্যাগ

গ) সামাজিক গুরুত্ব

ঘ) পারিবারিক অবহেলা

উ:ঘ

৬.নিমপাতা কোন রোগের মহৌষধ? 

ক) চর্মের 

খ) দাঁতের

গ) পেটের

ঘ)  যকৃতের

উ:ক

৭. নিম গাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী?

ক)  পাতা 

খ) ডাল

গ) ছাল

ঘ) শিকড়

উ:ক

৮. কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?

ক) কবিরা

খ) কবিরাজরা

গ)  বিজ্ঞরা

ঘ) পাড়ার লোকেরা

উ:খ

৯. 'নিমগাছ' গল্পের ম্যাজিক লাইন কোনটি?

ক) প্রথম লাইন

খ) শেষ লাইন

গ) মাঝের লাইন

ঘ) দ্বিতীয় লাইন

উ:খ

১০. নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? 

ক) এটা দেখতে সুন্দর

খ) এটা আকারে ছোট

গ) এটার যত্ন নিতে হয় না।

ঘ) এটা উপকারী

উ:ঘ

১১. 'নিমগাছ' গল্পে বিজ্ঞরা নিমগাছের কোনটির পক্ষে বলেন? 

ক) ) কচি ডালের

খ) হাওয়ার

গ)  কচি পাতার

ঘ) নরম ছালের

উ:খ

১২. 'বাহ্ কী সুন্দর পাতাগুলি - বাক্যটিতে কীসের প্রকাশ ঘটেছে?

ক) মায়ার

খ) স্তুতির

গ) ব্যঙ্গের

(ঘ) মুগ্ধতার

উ:ঘ

১৩. 'নিমগাছ' গল্পে নতুন ধরনের লোকটি কে? 

ক)  লক্ষ্মী বউ

খ)  বিজ্ঞ ব্যক্তি

গ) কবিরাজ

ঘ) কৰি

উ:ঘ

১৪. 'এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে এখানে 'নক্ষত্র' বলতে বোঝানো হয়েছে— 

ক)  নিমগাছের কচি পাতাগুলোকে 

খ)  নিমগাছের সুন্দর রূপকে 

গ) নিমগাছের কচি ডালগুলোকে

ঘ) নিমগাছের ফুলের বাহারকে 

উ:ঘ

১৫. নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়— এখানে লোকটি কে? 

ক) কবিরাজ

খ) কবি

গ) লেখক 

ঘ) চিকিৎসক 

উ:খ

১৬. ‘নিমগাছ' গল্পে নিমগাছটি কার প্রতীক?

ক) একজন সর্বংসহা নারী

গ) একজন ব্যথিত নারী

খ) একটি সাধারণ গাছ

ঘ) একজন নির্যাতিত নারী

উ:ক

১৭. 'মাটির ভিতরে শেকড় অনেক দূরে চলে গেছে'— এখানে 'শিকড়' বলতে বোঝানো হয়েছে— 

ক) শিকড়ের বিস্তৃতি

(খ) বউয়ের সংসারের জালে চারদিকে আবদ্ধ হওয়া

গ) নিমগাছের বিস্তৃতি

ঘ) নিমগাছটির স্থিরতা

উ:খ

১৮. রওনক দুটি টিয়া পাখি এনে খাজায় রেখে পুষতে থাকে। পাখি দুটি 'খাঁচা' মুক্ত হওয়ার চেষ্টা করলেও পারে না। উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের কার মিল লক্ষ করা যায়?

ক) লক্ষ্মী বউ 

খ) নিমগাছ 

গ) কবি

ঘ)  কবিরাজ

উ:ক

১৯. 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যে লেখক কী পুরে দিয়েছেন?

ক) নিমগাছের উপকারিতার কথা 

খ) নামকরণের সার্থকতা

গ) কবির প্রশংসা

ঘ) সীমাহীন কথার আখ্যান

উ:ঘ

২০. 'ওদের বাড়ির গৃহকর্মে নিপুণা লক্ষ্মীবউটির ঠিক এক দশা। - এখানে যে দশার কথা বোঝানো হয়েছে— 

i. অবহেলিত

ii. যত্নাকাঙ্ক্ষী

iii. উচ্চাকাঙ্ক্ষী

নিচের কোনটি সঠিক?

ক)i

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

২১. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন যে--

i. নিম গাছের হাওয়া ভালো 

ii. নিম একটি উপকারী গাছ 

iii. এটা যত্ন ছাড়াই বেড়ে ওঠে 

নিচের কোনটি সঠিক?

ক)i

খ)i ও ii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

২২. 'নিমগাছ' গল্পটি 'নিমগাছ' প্রতীকের সূত্রে লেখক যে বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন— 

i. নারীর মানবিক মর্যাদা

ii. নারীর পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি

iii. নারীর অপরিসীম আত্মত্যাগ

নিচের কোনটি সঠিক?

ক)i

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

“তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সে কি মোর অপরাধ।”

২৩. উদ্দীপকের ভাবার্থ 'নিমগাছ' গল্পের কোন চরিত্রে প্রকাশ পেয়েছে?

ক) লক্ষ্মীবউ

খ) কৰি

গ) কবিরাজ

ঘ) বিজ্ঞ

উ:খ

২৪. উক্ত সাদৃশ্যের কারণ কী?

ক) উপেক্ষার যন্ত্র

খ)  গুণের কদর

গ) রূপের প্রশংসা

ঘ) আত্মত্যাগী মনোভাব

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রাহেলা বেগম স্বামী ও শাশুড়ির অনেক অত্যাচার সহ্য করে। তবুও সন্তানের টানে এই সংসারে পড়ে আছে।

২৫. উদ্দীপকের রাহেলা বেগমের সাথে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক)  কাঙালীর মা

খ) বাড়ির লক্ষ্মীবউটি

গ) মমতাদি

ঘ) সর্বজয়া

উ:খ

২৬. উক্ত সাদৃশ্যের কারণ-

i. অসহায়ত্ব

ii. সংসারের মায়া

iii. দায়িত্ববোধ

নিচের কোনটি সঠিক?

ক)i

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url