মমতাদি সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 মমতাদি

 মানিক বন্দ্যোপাধ্যায়



পেজ সূচিপত্র : মমতাদি 

  • ১.মমতাদির মুখ কালো হলো— রাঁধুনী বলায়। 
  • ২. মমতাদির মাইনে ঠিক হলো— পনেরো টাকা।
  • ৩.. মমতাদির কাজের শৃঙ্খলা দেখে খুশি হলেন— বাড়ির সবাই। 
  • ৪. বামুনদি ডাক শুনে মমতাদি হাসি বন্ধ করল- আত্মসম্মানের কারণে। 
  • ৫. মাস্টারের চড় খেয়ে গালে আঙুলের দাগ হয়েছিল— অবনির।
  • ৬. মমতাদি লেখকের বাড়ির কাজ ছাড়তে চায়নি – ভালোবাসা পাওয়ায়। 
  • ৭. মমতাদির ঘরের দড়িতে টানানো ছিল— খানকয়েক কাপড় । 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে? 

ক)  দ্বন্দ্বমুক্ত
খ) দ্বিধামুক্ত
গ) সংকোচহীন
ঘ) সরল
উ:গ

২.'দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু করে রাখিস'- এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে?

ক) কাঙালীর মা
খ) সুতার মা 
গ) সর্বজয়া
 ঘ) মমতাদি
উ্র:ঘ

৩.নোরা মনে করে ক্ষুদ্র কোণে অবস্থান করে সংসার করাই নারীর একমাত্র কাজ নয়। সে চায় বৃহত্তর সমাজ জীবনের মধ্যে আত্মমর্যাদা সমুন্নত রেখে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে।উদ্দীপকের নোরার মানসিকতা তোমার পঠিত কেন গল্পে দেখা যায়?

ক) মমতাদি
খ)  সুভা
গ) আম-আঁটির ভেঁপু
ঘ) নিয়তি
উ:ক

8.'আমার গা ঘেঁষে বসে পড়ল' – কে বসে পড়ল?

ক) খোকা
থ) অভাগী
গ) মমতাদি
ঘ) কাঙালী
উ:গ

৫. মমতাদি হয়তো বেতন আশা করেছিল— 

ক) ১০ টাকা
খ)  ১২ টাকা
গ)  ১৫ টাকা
ঘ) ১৮ টাকা
উ:খ

৬.মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জগতে পরিচিতি ঘটে কোন রচনার মধ্য দিয়ে? 

ক) পদ্মা নদীর মাঝি
খ) দিবারাত্রির কাব্য
গ) অতসীমামী
ঘ) পুতুলনাচের ইতিকথা
উ:গ

৭.‘মমতাদি' গল্পে ছেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হলেন কেন?

ক)  তার শৃঙ্খলা দেখে
খ) তার পরিশ্রম দেখে
গ) তার ধৈর্য দেখে
ঘ) তার ব্যবহার দেখে
উ:ক

৮.রহিমা তার স্বামীর মৃত্যুতে বাধ্য হয়ে শহরের একটি মেসে রান্নার কাজ নেয়। উদ্দীপকের রহিমার সাথে কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়?

ক) লক্ষ্মী বউ
খ)  সর্বজয়া
গ) সুভা 
ঘ) মমতাদি
উ:ঘ

৯.মমতাদির বেতন কত টাকা ঠিক হয়েছিল?

ক) ১২
খ) ১৩
গ) ১৫
ঘ) ১৬
উ:গ

১০. মমতাদির কাজে সকলে খুশি হলেন কেন?

ক) কাজে শৃঙ্খলা ক্ষিপ্রতা ছিল
খ)  কাজে আগ্রহ ছিল
গ) কাজে পটু ছিল 
ঘ)  কাজে একনিষ্ঠতা ছিল
উ:ক

১১.‘মমতাদি' গল্পে ছেলেটির মুখে, 'বামুনদি' ডাক শুনে মমতাদি চমকে হাসি বন্ধ করল কেন? 

ক) আত্মসম্মানে আঘাত লাগায় 
খ) গৃহকর্মে ব্যস্ত থাকায়
গ) আচমকা ডাকা দেওয়ায়,
ঘ) ছেলের কথা মনে পড়ায়
উ:

১২.মমতাদি নিজেকে 'বামুনদি' ডাকতে নিষেধ করেছিল কেন?

ক) আপন হয়ে ওঠার জন্য
খ) আত্ম-অহমিকা প্রতিষ্ঠার জন্য
গ) অতিশয় আবেগাপ্লুত হওয়ায় 
ঘ)  আত্মমর্যাদাবোধ থেকে
উ:ঘ

১৩.‘বেশি আস্কারা দিয়ো না, জ্বালিয়ে মারবে – 'মমতাদি' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) কৃতজ্ঞতা
খ) মমতা
গ) সতর্কতা
ঘ) দায়িত্ব
উ:গ

১৪.‘মমতাদি' গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙুলের দাগ হয়েছিল?

ক)  অবনির
খ) জীবনময়ের
গ) মমতাদির
ঘ) বামুনদির
উ:ক

১৫.মমতাদি' গল্পে মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে লেখককে কী খাওয়াতে চেয়েছিল?

ক) বাতাসা
খ)  রসগোল্লা
গ)  সন্দেশ
ঘ) কমলালেবু
উ:গ

১৬.মমতাদির ঘরের সামনে দুহাত চওড়া কী ছিল?

ক) রোয়াক
খ) কুয়োতলা
গ) বসার বেঞি
ঘ) গোসলখানা 
উ:ক

১৭. সোহানদের বাড়িতে একজন দরিদ্র মহিলা থাকেন। সোহান তার সাথে ভাব করে। মহিলাও সোহানকে নিজ সন্তানের মতো ভালোবাসেন। উদ্দীপকটি নিচের কোন রচনার সাথে সংগতিপূর্ণ?

ক) মমতাদি
খ) একাত্তরের দিনগুলি
গ) আম-আঁটির ভেঁপু
ঘ) সুভা
উ:ক

১৮. ‘মমতাদি’ গল্পে মমতাদির মাঝে সব সময় কী সমুন্নত ছিল?

ক) অহংকার
খ) দুঃখ
গ) আত্মমর্যাদাবোধ
ঘ) বিলাসিতা
উ:গ

১৯. মা যদি বলতেন খোকা উঠে আয়— তবে পরদিন থেকে সে আর আসত না’ মমতাদির না আসার কারণ হতে পারত— 

i. চক্ষুলজ্জা
ii. অপমানিত বোধ করা
iii. আত্মসম্মানবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii 
গ)  ii ও iii
ঘ) i, ii 3 iii
উ:ক

২০.‘সে যেন ছায়াময়ী মানবী।'- মমতাদি সম্পর্কে লেখকের এ মন্তব্যের কারণ হলো, মমতাদির-

i. মৌনতা
ii. লৌকিকতা
iii. কর্মনিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii 
গ)  ii ও iii
ঘ) i, ii 3 iii
উ:খ

২১.‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও সুখী - মায়ের এ উক্তিতে ফুটে উঠেছে— 

i. মমতাদিকে সম্মানিত করা
ii. মমতাদিকে নিজের লোক মনে করা
iii. মমতাদির কাজের প্রতি সন্তুষ্ট থাকা 
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii 
গ)  ii
ঘ) i, ii 3 iii
উ:গ

২২.‘এত কথা কইতে পারে আপনার ছেলে।' – মমতাদির এ কথাটির দ্বারা প্রকাশ পেয়েছে— 

i. ব্যাকুলতা
ii. চঞ্চলতা
iii. স্নেহকাতরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii 
গ)  ii ও iii
ঘ) i, ii 3 iii
উ:খ

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

উঠিতে বসিতে করি শাপান্ত শুনেও শুনে না, কানে
যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে।

২৩. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে ‘মমতাদি' গল্পের কোন বাক্যের বৈসাদৃশ্য রয়েছে?

ক)  তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে
খ)  আচ্ছা তুমি কাল থেকে এসো
গ) বেশি আস্কারা দিয়ো না, জ্বালিয়ে মারবে
ঘ)  তুমি ইচ্ছা করলে এ বেলা কাজ ছেড়ে দিতে পার
উ:ক

২৪. এই বৈসাদৃশ্যের ভিত্তি হলো—

i. মর্যাদা প্রদানে 
ii. আত্মসম্মান রক্ষায় 
iii. উপযুক্ত পারিশ্রমিকে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii 
গ)  ii ও iii
ঘ) i, ii 3 iii

উ:ঘ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url