মানুষ মুহম্মদ (স.) সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

মানুষ মুহম্মদ (স.)

 মোহাম্মদ ওয়াজেদ আলী



পেজ সূচিপত্র : মানুষ মুহম্মদ (স.)

  • মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্মস্থান- সাতক্ষীরার বাঁশদহ গ্রাম।
  • সকলেরই মহাযাত্রা - আল্লাহর দিকে।
  • তরবারি হাতে লাফিয়ে উঠলেন- বীরবাহু ওমর।
  • উম্মে মা'বদ হযরতের তৃষ্ণা দূর করেন ছাগীর দুগ্ধ দিয়ে। 
  • তায়েফে সত্য প্রচারে ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন- হযরত মুহম্মদ (স.)।
  • আহযাব যুদ্ধক্ষেত্রের নাম- খন্দক ।
  • হযরত (স.)-এর ললাট কুঞ্চিত হলো বক্তৃতায় বাধা পেয়ে। 
  • 'অরাতি' শব্দের অর্থ- শত্রু।
  • 'রাহী' শব্দের অর্থ- মুসাফির।
  • হযরত আবু বকর (রা.)-এর মাজার - মদিনায়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবি (স.)-এর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক?

ক)  হিজরত

খ)  হুদায়বিয়ার সি

গ)  মক্কা বিজয়

ঘ) অন্ধব্যক্তির প্রতি আচরণ

উ:খ

২.তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ? 

ক)  পূর্ব

খ) উত্তর

গ)  পশ্চিম

ঘ)  দক্ষিণ

উ:ঘ

৩.'এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো'- এ উক্তিতে হযরত মুহম্মদ (স)-এর কোন গুণটি প্রকাশ পেয়েছে? 

ক) সহনশীলতা

খ) উদারতা

গ) মহানুভবতা

ঘ) বিচক্ষণতা

উ:ক

৪.হযরত মুহম্মদ (স)-এর অন্তরের লৌহকপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত?

ক)  শত্রুর নিষ্ঠুরতা

খ) অপমানের শর্ত

গ) বৈরিতার বিষাক্ত বাণ

ঘ) অরাতির অভিশাপ

উ:ক

৫. 'অরাতি' শব্দের অর্থ কী?

ক) শত্ৰু

খ) ঘাড়

গ) অত্যাচার

ঘ) অভিভূত

উ:ক

৬.কোনটি সৌদি আরবের প্রদেশ?

ক) মক্কা 

খ)  মদিনা 

গ) জেদ্দা

ঘ) তায়েফ

উ:ঘ

৭'এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর এ উক্তিতে হযরত মুহম্মদ (স.)-এর কোন গুণ প্রকাশ পেয়েছে ? 

ক) উদারতা

খ) সহনশীলতা

গ) মহানুভবতা

ঘ) বিচক্ষণতা

উ:গ

৮.সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ কোনটি? 

ক) মদিনা

খ) তায়েফ

গ)  মক্কা

ঘ) হুদায়বিয়া

উ:ঘ

৯.হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত ওমর (রা.) উন্মাদনার কারণ কী ছিল?

ক) অন্ধবিশ্বাস

খ) ভক্তি-শ্রদ্ধা

গ) সাময়িক বিভ্রান্তি

ঘ) আত্ম-অহমিকা

উ:ঘ

১০. হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইবার কারণ কী?

ক) আবুবকরের বস্তুৰ

খ) উপস্থিত জনতার চৈতন্য

গ) হযরতের মৃত্যু

ঘ) মহান আল্লাহর বাণী

উ:ঘ

১১. হযরত আবুবকরের গম্ভীর উত্তিতে সকলেরই চৈতন্য হইল।'- 'চৈতন্য' শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে।

ক) বোধোদয়

খ)  জেগে ওঠা

গ) জ্ঞান ফেরা

ঘ) সজাগ হও

উ:ক

১২. মুহম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য'- কার মনে

ক) আয়েশা (রা.) এঁর

খ) উমর (রা.) এঁর

গ) আবুবকর (রা.) এঁর

ঘ) খালিদ এঁর

উ:খ

১৩. সত্যের সাধনায় হযরত মুহম্মদ (স.) ফিরিয়ে দিয়েছিলেন?

ক) নেতৃত্বের মর্যাদা 

খ) বংশীয় মর্যাদা

গ)  আনুগত্য

ঘ) স্বীকৃতি

উ:ক

১৪. ছাগী দুগ্ধ দিয়ে কে মহানবি (স.)-এর তৃষ্ণা দূর করেছিলেন কে?

ক)  খাদিজা (রা.)

খ) উম্মে মা'বদ

গ) আয়েশা (রা.)

ঘ)  আৰু মা বদ

উ:খ

১৫. সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র কেমন হয়ে উঠেছিল?

ক)  সুকোমল

খ)  আকর্ষণীয় 

গ) সুন্দর

ঘ) মধুময়

উ:ঘ

১৬. হযরত (স.) সত্য প্রচারে ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন-

ক) তায়েফে

খ) নবিত্ব লাভের পর

গ) বদরের যুদ্ধে

ঘ) হুদায়বিয়ার সন্ধিতে

উ:ক

১৭. “তাহা বহন করার শক্তি আমায় দাও' কী? 

ক) ইসলামের পতাকা

খ) মক্কা বিজয়ের পতাকা

গ) মুসলমানদের পতাকা

ঘ) বীরের পতাকা

উ:ক

১৮. কোন যুদ্ধক্ষেত্রের নাম খন্দক?

ক) খয়বর

খ)  ওহুদ

গ) বদর

ঘ) আহযাব

উ:ঘ

 ১৯. 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে? 

ক) বদর 

খ)  ওহোদ 

গ) আহ্যাব

ঘ) খয়বর

উ:ঘ

২০. 'এই কথা কাহারো মনে আসে নাই'- কোন কথা কারো মনে আসেনি?

ক) তিনি অন্ধকে ঘৃণা করেছেন 

খ)  তিনি অন্ধকে অবহেলা করেছেন

গ) যুদ্ধ ঘোষণা করেছেন

ঘ) তিনি অন্ধকে তুচ্ছ করেছেন

উ:ক

২১. কী বেশে মহানবি (স.) মৃত্যুরহস্যের দেশে চলে গেলেন?

ক) নিতান্ত সাধারণ বেশে

খ)  শুভ্র সাধু বেশে

গ) নিঃস্ব কাঙালের বেশে

ঘ) আভিজাত্যের ছদ্মবেশে

উ:গ

২২. হুদায়বিয়ার সন্ধিতে হযরত মুহম্মদ (স.)-এর চরিত্রের কোন দিকটির পরিচয় মেলে?

ক) ধর্মীয় চেতনার

খ) রাজনৈতিক দূরদর্শিতার

গ) ধর্মনিরপেক্ষতার

ঘ) উদার মানসিকতার

উ:খ

২৩. হযরত মুহম্মদ (স.) রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন-

ক)  খয়বরের যুদ্ধে

খ) তায়েফবাসীর প্রতি আচরণে

গ) মক্কাবাসীকে ক্ষমা করায়

ঘ)  হুদায়বিয়ার সন্ধিতে

উ:ঘ

২৪. মহানবি (স.)-এর অজস্র মানবীয় গুণের মধ্যে কোনটিকে সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয়? 

ক) ক্ষমাশীলতা

খ) দয়াশীলতা

গ) মানবপ্রেম

ঘ) মহানুভবতা

উ:গ

২৫. স্থিতধী হযরত আবুবকর (রা.) রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন-

i. শোকের মাতম থামাতে 

ii. বিশৃঙ্খলা দূর করতে

iii. সকলের চেতনা ফেরাতে

 নিচের কোনটি সঠিক?

ক) i, ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২৬. 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে 'সুমহান প্রতিশোধ' বলতে বোঝানো হয়েছে—

1. দয়ার মনোভাব

ii. ক্ষমাশীলতা

iii. প্রতিশোধপরায়ণ

 নিচের কোনটি সঠিক?

ক) i, ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

২৭. আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুল্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য— এ কথায় প্রকাশ পেয়েছে হযরতের

i. ঔদার্যবোধ

ii. সামান্যতাবোধ

iii. মহত্ত্ববোধ

নিচের কোনটি সঠিক?

ক) ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url