'কাকতাড়ুয়া' সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 'কাকতাড়ুয়া'

 সেলিনা হোসেন


পেজ সূচিপত্র : 'কাকতাড়ুয়া'

  • ১. আধুনিক উপন্যাসের সূত্রপাত ঘটে— ইউরোপে। 
  • ২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস— দুর্গেশনন্দিনী । 
  • ৩. আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ৪.সেলিনা হোসেন জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালে। 
  • ৫.তিনুর বয়স – দেড় বছর ।
  • ৬. বুধার ফুপুর নাম — আতা ।
  • ৭. আর্ট কলেজে পড়ে— শাহাবুদ্দিন ।
  • ৮. বুধাকে মাইনটি দিয়েছিল— শাহাবুদ্দিন।
  • ৯. বুধার চটপটে কাজ দেখে মনে মনে প্রশংসা করে— মতিউর। 
  • ১০. বুধা বুকের ভিতর ধরে রেখেছে— মুক্তিযুদ্ধ।
  • ১১. নৌকার পাটাতনে পা ছড়িয়ে শুয়ে পড়ে— বুধা।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বুধা বুকের ভিতর কী ধরে রেখেছে? 

ক) প্রতিশোধ

খ) দেশপ্রেম

গ) মুক্তিযুদ্ধ

ঘ) আত্মবিশ্বাস

উ:গ

২.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন? 

ক প্রতিহিংসায়

খ) প্রতিশোধ নিতে

গ) ব্যক্তিস্বার্থে

ঘ) ফুলকলিকে বাঁচাতে

উ:খ

৩. বুধা বোলতার ডাককে কীসের সঙ্গে তুলনা করে?

ক) বকুন্তির মধুর বচন

খ)  চাচির কণ্ঠস্বর

গ) আহাদ মুন্সীর হুংকার

ঘ) মাইন বিস্ফোরণের শব্দ

উ:খ

৪. মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?

ক) সৈন্যদের পেয়ারা খাইয়েছে বলে

খ) মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে 

গ) গ্রামের সকলের স্নেহভাজন হওয়ায় 

ঘ)  দৃঢ়চেতা স্বভাবের পরিচয় পেয়ে

উ:খ

৫. 'তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন? 'কাকতাড়ুয়া' উপন্যাসে কার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? 

ক) কুন্তির মা

খ) নোলক বুয়া

গ) হরিকাকুর স্ত্রী

ঘ) মিঠুর মা

উ:গ

৬.বুধার মতে রাতের বেলা সেপাইগুলো বাঙ্কারে শুয়ে কী দেখবে?

ক) গোলাগুলি

খ) . শত্রুর গতিবিধি

গ) আকাশের তারা

ঘ) হাউইবাজি

উ:ঘ

৭.“বুকের ভিতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ।”- বুধার প্রতি শাহাবুদ্দিনের এই উক্তির কারণ কী?

ক)  উপস্থিত বুদ্ধি

খ)  প্রতিশোধ

গ)  দেশপ্রেম

ঘ) আত্মবিশ্বাস

উ:গ

৮.কাদের চেহারা বুধার বুকের ভিতর গেঁথে আছে?

ক) যারা কলেরায় মারা গেছে

খ)  যারা গ্রাম ছেড়ে পালিয়েছে

গ) যারা মিলিটারিদের সাহায্য করেছে

ঘ) যারা মিলিটারির গুলিতে মারা গেছে

উ:ঘ

৯.বুধা ধান খেতের কাদায় মিশে গিয়েছিল কেন? 

ক) আনন্দে

খ)  ভয়ে

গ) হতাশায়

ঘ) বিস্ময়ে

উ:খ

১0. বুধা কাকে ভীতুর ডিম বলেছে? 

ক)  ফুলকলি

খ) নোলক বুয়া

গ) কুন্তি

ঘ) রানি

উ:ঘ

১১. 'আমি শোধ নিতে জানি' এ বাক্যে বুধার কোন ভাবটি ফুটে উঠেছে?

ক) দক্ষতা

খ)  প্রতিবাদ

গ) নিপুণতা

ঘ) ক্ষমতা

উ:খ

১২. বুধার মগজ ভরে কী খেলে?

ক) বাতাস

খ) বৃষ্টির পানি

গ) রোদ

ঘ)  জোছনা

উ:ক

১৩. উপন্যাসে উপস্থাপিত কাহিনিকে কী বলা হয়? 

ক)  আখ্যানভাগ

খ) ভাষার ভঙ্গি

গ)  উপকাহিনি

ঘ)  বলার ভঙ্গি

উ:ক

১৪. চোখ লাল হলে বুধার ভিতর কী জাগে? 

ক) কান্নার আবেগ

খ) অতীত স্মৃতি

গ) কিছু করার ইচ্ছা

ঘ)  তীব্র ঘৃণাবোধ

উ:গ

১৫. আমি যার তার কাছে হাত পাতি না'— বুধার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক) সাহসিকতা

খ) অহংবোধ

গ)  তাচ্ছিল্যভাব

ঘ)  আত্মমর্যাদাবোধ

উ:ঘ

১৬. বুধা বোলতার ডাককে কীসের সঙ্গে তুলনা করে?

ক) চাচির কন্ঠস্বর

খ) মিলিটারির বুটের শব্দ।

গ) মাইন বিস্ফোরণের শব্দ

ঘ)  বাজারে ঘর পোড়ার শব্দ

উ:ক

১৭. 'যুদ্ধ ছাড়াও মরণ থাকে'— এখানে 'মরণ' বলতে কী বোঝানো হয়েছে?

ক)  অত্যাচার

খ) ক্ষুধা

গ)  ভয় 

ঘ) পরাধীনতা

উ:খ

১৮. '১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার সাবু ও সাজু যুদ্ধে জড়িয়ে পড়ে।'— সাবু ও সাজুর সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র- 

ক)  আলি, মিঠু

খ) বুধা, আলি

গ) শাহাবুদ্দিন, বুধা

ঘ) আলি , মতিউর

উ:ক

১৯. আহাদ মুন্সির বড়ো ছেলের নাম কী?

ক) ) আলি, 

খ) মধু

গ) মিঠু

ঘ) মতিউর

উ:ঘ

২০. 'আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব- কথাটি কার?

ক) বুধা

খ) আলি

গ) কুন্তি 

ঘ) রানি

উ:গ

২১. 'তোকে দেখে আমাদের সাহস বেড়ে গেছে।' আলির এ কথায় কী প্রকাশ পেয়েছে? 

ক)  সাহসিকতা

খ)  মনোবলের দৃঢ়তা

গ)  প্রতিশোধ স্পৃহা

ঘ) কর্মক্ষমতা

উ:খ

২২. বুধার মা-বাবা কীভাবে মারা যান? 

ক)  যুদ্ধে

খ) কলেরায়

গ)  ক্ষুধায়

ঘ)  আগুনে

উ:খ

২৩. “এখন থেকে তোরা আমাকে 'বঙ্গবন্ধু' বলে ডাকবি।”-কথাটি কে  বলেছে?

ক)  বুধা

 খ) আলি

গ) মধু

ঘ) হরিকাকু

উ:ক

২৪. যুদ্ধে শত্রুরা কখন হেরে যায়? 

ক)  সৈন্য সংখ্যা বেশি হলে

খ)  সকলে ঐক্যবদ্ধ হলে

গ) আধুনিক অস্ত্র থাকলে

ঘ) উন্নত প্রশিক্ষণ থাকলে

উ:খ

২৫. শরীর মোচড়াতে মোচড়াতে কার চোখের মণি স্থির হয়ে যায়?

ক)  বুধার বাবার 

খ) তালেবের

গ) বুধার মার 

ঘ) শিলুর

উ:ক

২৬. 'কাকতাড়ুয়া' উপন্যাসে আশ্চর্যবীর বলা হয়েছে কাকে? 

ক) বুধাকে 

খ)  মিঠুকে

গ) , শাহাবুদ্দিনকে 

ঘ)  আলিকে

উ:ক

২৭. ‘মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না'—কুন্তি বুধাকে এ কথা বলেছে কেন?

ক)  পরিণতি বোঝাতে

খ) কান্না থামাতে

গ)  অনুপ্রাণিত করতে

ঘ) দেশপ্রেম জাগাতে

উ:গ

২৮. কোথায় আধুনিক উপন্যাসের সূত্রপাত ঘটে?

ক) এশিয়ায়

খ) আরবে

গ)আমেরিকায়

ঘ) ইউরোপে

উ:ঘ

২৯. উপন্যাসের প্রধান উপাদান কী?

ক) নায়ক-নায়িকা

খ)  অভিনয়

গ)  কাহিনি

ঘ) চরিত্র চিত্রণ

উ:গ

৩০. সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?

ক) ঢাকায়

খ)  খুলনায়

গ) রাজশাহীতে

 ঘ) চট্টগ্রামে

উ:গ

৩১. ‘পথ ওকে ডাকে শকুন্তি আয়। ও হেসে বলে, এইতো এসেছি।'—এখানে 'ওকে' বলতে কাকে বোঝানো হয়েছে? 

ক)  বুধা 

খ) মিঠু

গ) কুন্তি

ঘ) আলি

উ:ক

৩২. বুধারা কয় ভাই-বোন? 

ক)  ৪ জন

খ) ৫ জন

গ) ২ জন

ঘ) ৩ জন

উ:খ

৩৩. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?

ক) বিনু 

খ)  শিলু 

গ) তালেব

ঘ) বুধা

উ:ঘ

৩৪. গাঁয়ের মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে দেখে বুধা প্রথমে কার কাছে ছুটে যায়? 

ক)  হরিকাকুর কাছে

খ)  নোলক বুয়ার কাছে

গ)  মধুর কাছে

ঘ) কুন্তির কাছে

উ:খ

৩৫. হরিকাকুর জন্য বুধার ভীষণ কী হয়? 

ক) কষ্ট হয়।

খ) দুঃখ হয়

গ) মায়া হয়

ঘ) শ্রদ্ধায় মাথা নত হয়

উ:গ

৩৬. ‘আমরা তিনজন নই, একজন এ উক্তিতে প্রকাশ পেয়েছে-

ক) দেশপ্রেম

খ) প্রতিবাদ

গ) আত্মবিশ্বাস।

ঘ)  ঐক্যবোধ

উ:ঘ

৩৭. বুধা কাকে ভীতুর ডিম বলেছে? 

ক) শকুন্তিকে

খ) ফুলকলিকে

গ) রানিকে

ঘ) নোলক বুয়াকে

উ:গ

৩৮. ‘এই গাঁয়ে একটা গণকবর হবে'- কথাটা কে বলেছে?

ক) আলি

খ) মিঠু

গ) হাবিব

ঘ) শাহাবুদ্দিন

উ:গ

৩৯. বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সকলের উপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন?

ক) যুদ্ধ করার জন্য

খ) বিরোধিতা করার জন্য

গ) অত্যাচার করার জন্য

ঘ) গণহত্যার জন্য

উ:ঘ

৪০. আলির মতে, কী খেলে বুধার পেট ভরে?

ক) রোদ

খ) বাতাস

গ) জ্যোৎস্না

ঘ) বৃষ্টি

উ:ক

৪১. আহাদ মুন্সি বুধাকে কী কাজ দিতে চেয়েছিল?

ক) ধান মাড়াইয়ের কাজ

খ) গোরু চরানোর কাজ

গ) মাটি কাটার কাজ

ঘ) রেকি করার কাজ

উ:খ

৪২. ‘আমি যার তার কাছে হাত পাতি না'—বুধার সংলাপে কী প্রকাশ পেয়েছে?

ক) সাহসিকতা

খ) তাচ্ছিল্য

গ) অহংকার 

ঘ) গৌরব

উ:খ

৪৩. বুধা খুব খুশি হয়—

ক) কেউ বাড়িতে গেলে

খ) কেউ খেতে দিলে

গ) কেউ নতুন নাম দিলে

ঘ) কেউ টাকা দিলে

উ:গ

৪৪. 'ওইটুকু তেলের দাম শোধ দিতে হবে না'- কার উক্তি?

ক) হাবিব 

খ)  মিঠু

গ)  মধু

ঘ) আলি

উ:ঘ

৪৫. আলি আর মিঠুকে কে ছাড়বে না?

ক) শাহাবুদ্দিন 

খ) বুধা

গ) মতিউর

ঘ) আহাদ মুন্সি

উ:ঘ

৪৬. শাহাবুদ্দিনের মতে, গ্রামের কে একাই লড়াই করছে?

ক)  মিঠু

খ)  আলি

গ) আহাদ মুন্সি

ঘ)) বুধা

উ:ঘ

 ৪৭. “মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না'- কথাটি কে বলেছে? 

ক) বুধা

খ) শাহাবুদ্দিন

গ)  ফুলকলি

ঘ) কুন্তি

উ:ঘ

৪৮. 'কাকতাড়ুয়া' উপন্যাসে কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে?

ক) গেরিলা আক্রমণ

খ) বুধার দেশপ্রেম

গ) রাজাকারদের দৌরাত্ম্য

ঘ) পাক বাহিনীর নিপীড়ন

উ:খ

৪৯. বুধাকে কাজে নেওয়ায় ফজু মিয়া চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?

ক) দেশপ্রেম

খ)  করুণা

গ) মমতা

ঘ) পরোপকারিতা

উ:গ

৫০. কখন বাঙ্কারের কাজ শেষ হয়? 

ক) সন্ধ্যার মধ্যে

খ) রাতের মধ্যে

গ) দুপুরের মধ্যে

ঘ) বিকেলের মধ্যে

উ:ঘ

৫১. বুধার কাজে আগ্রহ দেখে কে খুশি হয়?

ক)  আহাদ মুন্সি 

খ) কুদ্দুস

গ) মতিউর 

ঘ) ফজু মিয়া

উ:গ

৫২. বাঙ্কার দেখতে যেতে দেওয়ায় বুধা ফজু চাচার প্রতি কী প্রকাশ করে ?

ক) আনন্দ 

খ) পাগলামি 

গ)  বিনয়

ঘ) উৎকণ্ঠ

উ:গ

৫৩. এখন শব্দটি শোনার জন্য বসে থাকব'- কে বলেছে?

ক)  মিঠু

খ)  বুধা 

গ) শাহাবুদ্দিন 

ঘ) মতিউর

উ:খ

৫৪. “কাকতাড়ুয়া' উপন্যাসে বুধার চরিত্রে লক্ষ করা যায়— 

 ক) দেশের মানুষের প্রতি মমত্ববোধ 

খ)  দেশের প্রতি কৃতজ্ঞতা 

গ) মিলিটারিদের প্রতি ঘৃণা 

ঘ) চাচির প্রতি শ্রদ্ধা

উ:গ

৫৫. বুধাকে সকলের সন্দেহ না করার কারণ-

i.বাপ-মা মরা ছেলে

ii. ছন্নছাড়া ভাব 

iii. অল্পবয়সি বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:ঘ

৫৬. ‘রুখে দিচ্ছে শত্রুর গতি। বুকের ভিতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ।'-উক্তিটিতে প্রকাশ পেয়েছে বুধার

i. বীরত্ব

ii. সাহস

iii. মুক্তির আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:ঘ

৫৭. বুধার কল্পনায় ভেসে ওঠে— 

i. তেপান্তরের মাঠ

ii. রাজপুত্র কোটাল পুত্র 

iii. পঙ্খীরাজ ঘোড়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:খ

৫৮. ‘কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা স্বাধীন মানুষ হওয়ার সুযোগ পায় —

i. চাচির বাড়ি থেকে বের হয়ে

ii. একা থাকার অভ্যাসে

iii. গ্রামের মধ্যে অবস্থান করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:ক

৫৯. লোহার টুপি কি মানুষের মগজ খায়?'— বুধার এ কথায় প্রকাশ ... পেয়েছে পাকিস্তানিদের - 

i. মনুষ্যত্বহীনতা

ii. বুদ্ধিহীনতা

iii. অত্যাচারী মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:খ

৬০. সারা দিন মাটি কাটার দল আসেনি, তাই বুধা —

i. ডোবার পানি খায়

ii. ফড়িং ধরে

iii. কাকতাড়ুয়া সাজে

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:খ

নিচের উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

'লক্ষ লক্ষ হা-ঘরে দুর্গত
ঘৃণ্য যম-দূত-সেনা এড়িয়ে সীমান্ত পারে ছোটে মানুষ।'

 ৬১. উদ্দীপকের ‘সীমান্তপারে ছোটে মানুষ' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কার সাথে সাদৃশ্যপূর্ণ।

ক) আলি

খ) কুস্তি

গ) মিঠু

ঘ) হরিকাকু

উ:ঘ

৬২. উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্র ও উদ্দীপকের মানুষের ছুটে যাওয়ার কারণ কী?

ক)  প্রাণ বাঁচানোর তাগিদ

খ) অভাবের তাড়না

গ) দেশের প্রতি মমত্ববোধ

ঘ) মুক্তির আকাঙ্ক্ষা

উ:ক

উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

শত্রু এলো দলে দলে
মারল মানুষ কত।
পুড়ল শহর পুড়ল বন্দর,
গ্রাম যে শত শত। 

৬৩. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে?

ক) মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ

খ)  স্বাধীনতার আগমনী বার্তা

গ) রাজাকারদের সহযোগিতা 

ঘ)  পাকিস্তানি বাহিনীর নৃশংসতা

উ:ঘ

৬৪. ফুটে ওঠা দিকটির বহিঃপ্রকাশ ঘটেছে- 

i. বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়া 

ii. আহাদ মুন্সীর চাটুকারিতা

iii. মুক্তিযোদ্ধাদের হত্যা

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:খ

নিচের উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

পাকিস্তানি হানাদাররা রহিমার চোখের সামনে তার একমাত্র সন্তান রাবুকে গুলি করে মেরে ফেলে। সেই থেকে রহিমা পাগলপ্রায়। রাবুর সমবয়সি কাউকে দেখলেই সে 'রাবু' ভেবে ডাকতে থাকে; কান্না জুড়ে দেয়। 

৬৫. উদ্দীপকের ‘রহিমা' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক)  বুধার চাচির

খ)  ফুলকলির

গ) আতা ফুফুর

ঘ)  মধুর মায়ের

উ:ঘ

৬৬. উদ্দীপকের দৃশ্যপট 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে তাৎপর্য বহন করে তা হলো-

i. পাকিস্তানি বাহিনীর বর্বরতা

ii. শহিদ জননীর যাতনা

iii. বাঙালির আত্মত্যাগ

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ৬৭ ও ৬৮ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ

'হত্যার উৎসব ভেবে পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ
দিয়েছে ছড়ায়ে
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।

৬৭. উদ্দীপকের ভাবনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন বাক্যে প্রতিধ্বনিত হয়েছে?

ক) 'লোকে জানুক আমি স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছি।'

খ) 'আধা-পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে 

গ) রাতের বেলা ওরা বাঙ্কারে শুয়ে হাওইবাজি দেখবে।'

ঘ) 'সবার উচিত গাঁয়ে থেকে লড়াই করা।

উ:গ

'৬৮. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে বিষয়ের ছায়াপাত ঘটেছে, তা হলো-

i. মুক্তিকামী বাঙালির প্রতিরোধ স্পৃহা 

ii. পাকিস্তানি সেনার নৃশংস নিপীড়ন

iii. মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাফল্য . 

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii

খ) i ও  iii 

গ) ii ও iii 

ঘ) i, ii ও iii

উ:ক




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url