'বহিপীর' সাজেশন


বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 'বহিপীর' 

সৈয়দ ওয়ালীউল্লাহ



পেজ সূচিপত্র : 'বহিপীর'

  • ১. নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে— ৪টি।
  • ২. নাটকের প্রাণ হলো— সংলাপ ।
  • ৩. 'বহিপীর' নাটকটি প্রথম প্রকাশিত হয়— ১৯৬০ সালে । 
  • ৪. সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয়- সাংবাদিকতা দিয়ে । 
  • ৫. 'বহিপীর নাটকের প্রধান চরিত্র— বহিপীর।
  • ৬. নাটকের নাম বহিপীর হওয়ার কারণ— বহিপীর বইয়ের ভাষায় কথা বলেন।
  • ৭. বহিপীরের বাড়ি— সুনামগঞ্জ ।
  • ৮. 'বহিপীর' নাটকে হাতেম আলি — একজন ক্ষয়িষ্ণু জমিদার। 
  • ৯. বহিপীরের প্রথম স্ত্রী মারা গিয়েছে— চৌদ্দ বছর আগে। 
  • ১০. খোদেজা তাহেরাকে বজরায় তুলেছিল – ডেমরা ঘাট থেকে। 
  • ১১. ‘বহিপীর' নাটকের শেষ সংলাপমর্ম— বহিপীরের

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.'শাবাশ মেয়ে তুমি।—খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছে?

ক)  ঘর ছেড়ে পালিয়েছিল বলে।
খ) বহিপীরের স্ত্রী হতে পেরেছে বলে 
গ) আত্মহত্যা করতে চেয়েছিল বলে।
ঘ)  বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে।

উ:ঘ

২.ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি?

ক) বহিপীর

খ)  হাশেম

গ) হাতেম

ঘ) হকিকুল্লাহ

উ:গ

৩. রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত। তাই বিশ্বস্ত নিকট আত্মীয়ের কাছে টাকা ধার চায়। সেখানে নিরাশ হলে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়। উদ্দীপকে দুশ্চিন্তার কারণ 'বহিপীর' নাটকে কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ?

ক)  বহিপীরের তাহেরাকে না পাওয়া

খ) হাতেম আলির টাকা ধার না পাওয়া

গ) হাশেম আলির প্রেস ব্যাবসা না হওয়া

ঘ) হাতেম আলির জমিদারি নিলামে ওঠা

উ:ঘ

৪. 'আমি কি বকরি ঈদের গরু-ছাগল নাকি'- তাহেরার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক) প্ৰতিবাদ

খ) হতাশা

গ) অসহায়ত্ব

ঘ) বিরক্তি

উ:ক

৫.জমিদারি থাক বা না থাক, আমার তাতে কিছু আসে যায় না।' ‘বহিপীর নাটকে সংলাপটি কার?

ক)  হাশেম আলির

খ) খোদেজার

গ)  হাতেম আলির

ঘ) তাহেরার

উ:ক

৬.'দুনিয়াটা মস্ত এক পরীক্ষাক্ষেত্র'- 'বহিপীর' নাটকে উক্তিটি কে করেছে?

ক)  বহিপীর

খ)  হাশেম আলি

গ) হাতেম আলি

ঘ) খোদেজা

উ:ক

৭.নামে তাল পুকুর, ঘটি ডোবে নাএ প্রবাদের ভাবার্থ ‘বহিপীর' নাটকে'- কোন চরিত্রে প্রতীয়মান? 

ক)  বহিপীর

খ) হাশেম আলি

গ)  হাতের আলি

ঘ) খোদেজা

উ:খ

৮."আমি কি বকরি ঈদের গোরু ছাগল না কি?' তাহেরার এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে? 

ক) প্রতিবাদ

খ) হতাশা

গ) সেলফ

ঘ) উত্তর

উ:ক

৯.হাশেম আলিকে যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে - 

ক) শিক্ষা

খ) জমিদারি

গ) বাবা-মা

ঘ) সমাজব্যবস্থা

উ:ক

১০. 'নদীর এ কূল ভাঙে ওকূল গড়ে এইতো নদীর খেলা।সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা'।উদ্দীপকের পরিস্থিতি ‘বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) হাতেম আলি

খ) বহিপীর

গ)  হাশেম আলি

ঘ) তাহেরা

উ:ক

১১. ‘বহিপীর নাটকের অপ্রধান চরিত্র কোনটি?

ক) হাতেম আলি

খ) হাশেম আলি

গ)  হকিকুল্লাহ

ঘ) বহিপীর

উ:গ

১২. বহিপীরের প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় কত বছর আগে?

ক)  ১৪

খ)  ১৮

গ) ১৬

ঘ)  20

উ:ক

১৩. 'বহিপীর নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়? 

ক) ১৯৫৮

খ) ১৯৬০

গ) ১৯৫৯

ঘ) ১৯৬১

উ:খ

১৪. বিয়ের ব্যাপার কি আইন-মোকদ্দমা না কি? 'বহিপীর' নাটকের এ উক্তিটি কার? 

ক) তাহেরা

খ) খোদেজা

গ) হাতেম আলি

ঘ) হকিকুল্লাহ

উ:খ

১৫. কত সালে সূর্যাস্ত আইন প্রণীত হয়? 

ক) ১৭৯০ সালে

খ) ১৭৯১ সালে

গ) ১৭৯২ সালে

ঘ) ১৭৯৩ সালে

উ:ঘ

১৬. খোদেজার বুক কাঁপে কেন?

ক) জমিদারি হারানোর ভয়ে

খ)  স্বামীর অসুস্থতার কথা শুনে

গ) হাশেম তাহেরাকে বিয়ে করতে চায় -বলে

ঘ) তাহেরা পীর সাহেবের মুখের উপর কথা বলেছে বলে

উ:ঘ

১৭. 'কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করতে পারে।'— 'বহিপীর' নাটকে উক্তিটি কে করেছে?

ক) তাহেরা

 খ) হাশেম আলি

গ) বহিপীর

ঘ) হাতেম আলি

উ:গ

১৮. হাতেম আলির কোথায় জমিদারি ছিল?

ক) ডেমরায়

খ) চাটগাঁয়ে

গ)  সুনামগঞ্জে

ঘ)  রেশমপুরে

উ:ঘ

১৯. নাটকের প্রাণ বলা হয় কোনটিকে? 

ক) সংলাপ

খ)  চরিত্র

গ) দৃশ্য

ঘ)  অঙ্ক

উ:ক

২০. 'জান দিমু তবু ধান দিমু না।'
“বহিপীর' নাটকের কোন চরিত্রে উক্তিটির ভাবার্থের প্রতিফলন ঘটেছে ?

ক) তাহেরা

খ) বহিপীর

গ) খোদেজা

ঘ) হাশেম

উ:ক

২১. নাটকের একটি কাহিনি যেভাবে অগ্রসর হয় তাকে কয়টি পর্বে ভাগ করা হয়?

ক) ১

খ) ৫

গ) ৩

ঘ) ৪

উ:খ

২২. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন শহরে জন্মগ্রহণ করেন?

ক)  ঢাকা

খ) ময়মনসিংহ

গ) চট্টগ্রাম 

ঘ) রংপুর

উ:গ

২৩. 'বহিপীর' নাটকটি প্রথম কৰে প্রকাশিত হয়?

ক)  ১৯৫৮ সালে

খ)  ১৯৬২ সালে

গ) ১৯৬০ সালে

ঘ)  ১৯৬৪ সালে

উ:গ

২৪. 'বহিপীর' নাটকে তাােকে কীসের প্রতীক চরিত্র বলা যায়?

ক)  ধৈর্যশীলতার 

খ) নারী অধিকারের

গ) অস্থিরতার

ঘ) মানবিকতার

উ:খ

২৫. ‘বহিপীর' নাটকে নতুন দিনের প্রতীক কে? 

ক) বহিপীর

খ) তাহেরা

গ) হাশেম আলি

ঘ) খোদেজা

উ:খ

২৬. বহিপীর' নাটকে তাহেরা চরিত্রের মধ্যে ফুটে উঠেছে—

ক) নারীর পশ্চাৎপদতা

খ)  নারী জাগরণের অগ্রগতি

গ) দুর্বিষহ জীবন

ঘ) প্রচ্ছন্ন ব্যাপার

উ:খ

২৭. 'গূঢ়তত্ত্ব' বলতে পীর সাহেব কী বোঝাতে চেয়েছেন? 

ক)  নারীর অবনত অবস্থা

খ) নারী জাগরণের অগ্রগতি

গ) আধ্যাত্মিক বিষয়

ঘ) বাস্তব জ্ঞান

উ;গ

২৮. ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র—

ক)  বহিপীর

খ)  হাতেম আলি

গ) হাশেম আলি

ঘ) হকিকুল্লাহ্

উ:গ

২৯. 'বহিপীর' নাটকে প্রধান চরিত্র নয় কোনটি? 

ক) খোদেজা

খ) হাশেম আলি

গ) হাতেম আলি

ঘ) বহিপীর

উ:ক

৩০. কত সালে সূর্যাস্ত আইন প্রণীত হয়?

ক) ১৭৯১ সালে

খ)  ১৭৯২ সালে

গ) ১৭৯৩ সালে

ঘ) ১৭৯৪ সালে

উ:গ

৩১. 'বহিপীর' নাটকের প্রথম অংশে কোন কালের কথা বলা হয়েছে?

ক) শরৎ

খ) হেমন্ত

গ) শীত

ঘ) বসন্ত

উ:খ

৩২. 'একটি স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।'- এ উক্তি দ্বারা হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে? 

ক) আত্মবিশ্বাস

খ) নিভীকতা

গ) সাহসিকতা

ঘ)  ধৈর্যশীলতা

উ:ক

৩৩: ঝড় উঠেছিল কখন? 

ক)  সন্ধ্যায়

খ) সকালে

গ) দুপুর রাতে

ঘ) শেষ রাতে

উ:ঘ

৩৪. 'বাড়িতে কে আছে আপনার?' তাহেরাকে এ প্রশ্ন করে কে? 

ক) হাশেম আলি ..

খ) খোদেজা

গ). হাতেম আলি

ঘ) বহিপীর

উ:ক

৩৫. বাড়ি ছেড়ে পালানোর সময় তাহেরার সঙ্গী হয়েছিল তার—

ক)  চাচাতো ভাই।

খ) খালাতো ভাই

গ) মামাতো ভাই

ঘ) সৎ ভাই

উ:ক

৩৬. তাহেরা নদীতে কী ভাসতে দেখে?

ক)  পদ্মফুল

খ) শাপলাফুল

গ) কচুরিপানা

ঘ) পলাশ

উ:গ

৩৭. বহিপীর কোন ভাষায় কথা বলেন? 

ক) প্রমিত ভাষায়

খ) আঞ্চলিক ভাষায়

গ) আরবি ভাষায়

ঘ) বহি ভাষায়

উ:ঘ

৩৮. বহিপীরের বাড়ি কোথায়?

ক)  সুনামগঞ্জ

খ)  লক্ষ্মীপুর

গ) ডেমরা

ঘ)  চাঁদপুর

উ:ক

৩৯. ‘পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না'- উক্তিটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে? 

ক)  সাহসিকতা

খ) প্রতিবাদ

গ) অবাধ্যতা

ঘ)  দৃঢ়তা

উ:ঘ

৪০. 'বহিপীর' নাটকে 'পীর' সাহেবকে মুরিদানরা কীভাবে বেঁধে রেখেছে?

ক) শ্রদ্ধার সঙ্গে

খ) আষ্টে পৃষ্ঠে

গ) আস্থার সাথে

ঘ)  মায়ার বন্ধনে

উ:খ

৪১. চিকিৎসার অজুহাতে কে শহরে গিয়েছিলেন?

ক)  হাশেম আলি

খ)  বহিপীর

গ) হাতেম আলি

ঘ)  খোদেজা

উ:গ

৪২. বাইরের আবছায়ায় বসে হুঁকা খায় কে?

ক) বহিপীর

খ) হাশেম

গ) হাতেম

ঘ) হকিকুল্লাহ

উ:ঘ

৪৩.‘বিলাপ করিয়া কী হইরে?'— উক্তিটি কার?

ক) বহিপীরের

খ) হাশেমের

গ)  হাতেমের

ঘ) তাহেরার

উ:ক

৪৪. 'আমার সত্যিই আর ভালো লাগছে না' উক্তিটি— 

ক) হাশেমের

খ) বহিপীরের

গ)  হাতেমের

ঘ) খোদেজার

উ:ক

৪৫. ‘অর্থসাধনাই জীবন সাধনা নয়’– এই চেতনা প্রকাশিত হয়েছে কোন চরিত্রে?

ক) বহিপীর

খ) হাতেম আলি

গ) হাশেম আলি

ঘ) খোদেজা

উ:গ

৪৬. হাতেম মূলত শহরে গিয়েছিল যে জন্য তা হলো— 

ক)  চিকিৎসা করতে

খ) টাকা ধার করতে

গ)  ব্যাবসার জন্য

ঘ) খাজনা দেওয়ার জন্য

উ:খ

৪৭. 'বহিপীর' নাটকে কোন ঋতুর উল্লেখ আছে? 

ক) হেমন্ত

খ)  গ্রীষ্ম

গ) বসন্ত

ঘ)  শীত

উ:ক

৪৮. ‘অপরের মাথায় সুরঙ্গ কাটিয়ে প্রবেশ না করিলে যেন মনের কথা জানা যায় না।'— উক্তিটিতে প্রকাশ পেয়েছে বহিপীরের—

ক) রাগ

খ)  ক্ষোভ

গ) বিচক্ষণতা

ঘ) ধূর্ততা

উ:ক

৪৯. ‘আমি এভাবে টাকা নিতে চাই না'– হাতেম আলির এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার- 

ক)  মানবিকতা

খ) ভীরুতা

গ) সাহসিকতা

ঘ) দৃঢ়তা

উ:ক

৫০. বহিপীর শেষ পর্যন্ত জয়ী হতে পারেন না কেন?

ক) হাতেম আলির উচ্চ নৈতিকতার কারণে-

খ) জমিদার গিন্নির সাহায্য না পাওয়া

গ) হাশেম আলির চরম বিরোধিতায়

ঘ) সঠিক কৌশল গ্রহণ না করায়

উ:ক

৫১. বুঝতে পারছি, সবার বদান্যতার পরীক্ষা চলছে'— হাশেমের এমন বক্তব্য প্রকাশ পেয়েছে— 

i. বহিপীর তাহেরা হাশেমের সম্পর্ক মেনে নিয়েছেন

ii. তাহেরা বহিপীর সঙ্গে যেতে রাজি

iii. হাতেম আলি তাদের অসম বিয়ের সমর্থন দিচ্ছেন না।

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

৫২. 'বহিপীর' নাটকে তুলে ধরা হয়েছে—

i. জমিদারি প্রথা

ii. যৌতুক প্রথা

iii. পীরভক্তি

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

৫৩ ‘আমি কি বকরি-ঈদের গরু ছাগল না কী?'— এখানে তাহেরার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? 

i. প্রতিবাদ

ii. স্বকীয়তা

iii. অহমিকা

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

৫৪. বজরায় তরকারি কাটছিল— 

i. হকিকুল্লাহ্ 

li. তাহেরা

iii. খোদেজা

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

৫৫. উভয়ের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটিকে সমর্থন করা যায়—

i.ব্যক্তিস্বাধীনতার হস্তক্ষেপের কারণে

ii. অনুপযুক্ত পাত্রের সাথে বাবা-মা বিয়ে দিয়েছিল বলে

iii. বিয়েতে তাদের মত নেওয়া হয়নি বলে

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ৫৬ ও ৫৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

নিম্নবর্ণের সুদাংশু বারো বছরের মেয়ে শশীর চল্লিশ বছর বয়সি কুলীন পঞ্চাননের সঙ্গে বিয়ে ঠিক করে। এতে শশী বিরোধিতা করলে সুদাংশু বলে,
 “সমাজে তো উঠতে হবে'।

৫৬. উদ্দীপকের শশীর সঙ্গে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

ক) খোদেজা

খ)  হাতেম আলি

গ) বহিপীর

ঘ) তাহেরা

উ:ঘ

৫৭. উদ্দীপকের সুদাংশুর মধ্যে এবং 'বহিপীর' নাটকে প্রকাশ পেয়েছে—

i. নারীর অবমূল্যায়ন 

ii. প্রতিবাদী চেতনা 

ii. সামাজিক কুসংস্কার

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৫৮ ও ৫৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

রজত সাহেব সামান্য বেতনের কর্মচারী। তার ছেলে বুয়েটে পড়ার সুযোগ পেলেও খরচের কথা ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এ কথা জেনে এক ঠিকাদার রজত সাহেবকে অর্থের বিনিময়ে অন্যায় প্রস্তাব দিলেও তিনি রাজি হননি।

৫৮. উদ্দীপকের রজত সাহেবের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? 

ক) তাহেরা

খ) খোদেজা

গ) বহিপীর 

ঘ) হাতেম আলি

উ:ঘ

৫৯. উদ্দীপকের মূলভাবের মধ্যে ‘বহিপীর নাটকের কোন দিকটি ফুটে উঠেছে?

ক) নৈতিকতা

খ) স্বার্থপরতা

গ) মনোবেদনা 

ঘ) দুঃখকথা

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও:

অটোচালক সোহেলকে টাকার বিনিময়ে কিছু অবৈধ জিনিসপত্র বহনের প্রস্তাব দিলে সোহেল সাফ জানিয়ে দিলো ‘গরিব হতে পারি স্যার, তাই বলে জেনে-বুঝে অন্যায় করতে পারি না।' 

৬০. সোহেলের সাথে ‘বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক) হকিকুল্লাহ

খ) খোদেজা

গ) হাতেম আলি

ঘ) হাশেম আলি

উ:গ

৬১. উক্ত চরিত্রটি যে কারণে সাদৃশ্যপূর্ণ—

i. অহংকার

ii. সচেতনতা

iii. মানবিক মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 ‘গাছ-গাছালি শেকড়-বাকলসুদ্ধ সবাই গেলে,বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে।' 

৬২. উদ্দীপকের চেতনায় বিশ্বাসী ‘বহিপীর' নাটকের কোন চরিত্র?

ক)  তাহেরা

খ) খোদেজা

গ) বহিপীর

ঘ) হাতেম আলি

উ:খ

৬৩. উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে প্রকাশ পেয়েছে—

i. কুসংস্কারাচ্ছন্নতা

ii. ধর্মভীরুতা

iii. অনুশোচনা

নিচের কোনটি সঠিক?

ক) iও  ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:***


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url