প্রবাস বন্ধু সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 প্রবাস বন্ধু

 সৈয়দ মুজতবা আলী



পেজ সূচিপত্র : প্রবাস বন্ধু 

  • ১.সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস - মৌলভীবাজারে। 
  • ২. কাবুল থেকে খাজামোল্লা গ্রামটির দূরত্ব— আড়াই মাইল । 
  • ৩. অধ্যক্ষ জিরার জাতে ফরাসি।
  • ৪. গ্রীষ্মকালে খাজা মোল্লা গ্রামে বরফ আসে— পাগমানের পাহাড় থেকে। 
  • ৫. 'প্রবাস-বন্ধু' রচনায় পাগমান পাহাড়ের রং— নীল
  • ৬. মসিয়ে জিরারের সঙ্গে লেখকের দেখা হয়— নদীর ধারে। 
  • ৭. চা খাওয়া শেষ করে আবদুর রহমান বেরিয়ে গেল— দশ মিনিটের জন্য । 
  • ৮.তামাম আফগানিস্তানে মশহুর বাগেবালার আঙুর।
  • ৯. পানশির অবস্থিত – আফগানিস্তানে ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.'হরফন-মৌলা' বলতে কী বোঝানো হয়েছে? 

ক) সকল কাজ পণ্ডকারী

খ) মৌলা সকল কাজে ওস্তাদ

গ) সকল কাজে দালালি

ঘ) সকল কাজের কাজি

উ:ঘ

২. আফগানিস্তানের রিলিফম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ চেহারা কার?

ক) অধ্যক্ষ জিরার

খ)  মুজতবা আলীর

গ) আমির রহমানের

ঘ) আবদুর রহমানের

উ:ঘ

৩. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কী? 

ক) খাবারের আধিক্য

খ) রান্নায় দক্ষতা

গ) খাবারের অপচয়

ঘ) রান্নায় বিলম্ব

উ:ক

৪. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাত্তের মনে হয়েছে?

ক)  আল 

খ)  বাদাম 

গ) কিসমিস 

ঘ) মাংস '

উ:ক

৫.প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন?

ক)  আঙুর

খ) ফালুদা 

গ) সবুজ 

ঘ) আখরোট

উ:খ

৬. 'ওরভোয়া' শব্দের অর্থ কী? 

ক) . আজ বিদায়

খ)  আবার আসিও

গ) আবার দেখা হবে

ঘ) আবার কথা হবে

উ:গ

৭. কোনটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?

ক) চাচা কাহিনী

খ) শহরতলী

গ) শবনম

ঘ্)  দেশে-বিদেশে

উ:খ

৮. রাইফেল চালানোর কথা শুনে আবদুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার— 

ক)  আন্তরিকতা

খ) বুদ্ধিমত্তা

গ) সাহসিকতা

ঘ) সাবলীলতা

উ:ঘ

৯. লেখক আবদুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আবদু রহমান -

ক)  অতিশয় কর্মতৎপর

খ) নরদানব আকৃতির 

গ) আফগান-সংস্কার মানে 

ঘ) ভীমসেন তুল্য

উ:গ

১০. কাবুল থেকে খাজামোল্লা গ্রামটির দূরত্ব কত? 

ক)  দেড় মাইল

খ) আড়াই মাইল

গ) সাড়ে তিন মাইল

ঘ) পাঁচ মাইল

উ:খ

১১. 'এক একবার দম ফেললে একশটা বেমারি বেরিয়ে যাবে'- এ কথার দ্বারা 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কী বোঝানো হয়েছে?

ক) মনোমুগ্ধকর দৃশ্য

খ) ঋতু বৈচিত্র্য

গ) নিৰ্মল প্রকৃতি

 ঘ) জীবনযাত্রা

উ:গ

১২.'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির লেখক শীতকালটা পানশিরে কাটাতে চান কেন?

ক)  নিজের প্রাণ বাঁচাবার জন্য

খ) আবদুর রহমানের খুশির জন্য

গ) আস্ত দুম্বা খাওয়ার জন্য

ঘ)  নিজের আয়ু বাড়াবার জন্য

উ:ক

১৩. চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লাজাতীয় মিষ্টিকে কী বলে?

ক)  রাবড়ি

খ) পাওয়া 

গ) রসমালাই 

ঘ) চমচম

উ:খ

১৪. 'প্রবাস বন্ধু' ভ্ৰমণকাহিনিটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) দেশে-বিদেশে

খ) 

গ) পঞ্চতন্ত্র

ঘ) শবনম

উ:ক

১৫. 'প্রবাস বন্ধু' ভ্ৰমণকাহিনিতে আবদুর রহমান চরিত্রে পাই— 

ক) মহানুভবতা

খ)  স্বদেশপ্রেম

গ) দায়িত্বহীনতা

ঘ) অসহযোগিতা

উ:খ

১৬. কোনটি আফগানদের একটা সংস্কার?

ক)  আপ্যায়ন

খ) বিনয়

গ) পুভক্তি

(ঘ) অতিথি সেবা

উ:গ

১৭. 'বৃদ্ধ মায়ের দেখভালের দায়িত্ব দিয়েছিল কাজের মেয়ের উপর। বাসা ফাকা পেয়ে বৃদ্ধার উপর নির্যাতন করে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় কাজের মেয়েটি।' আবদুর রহমানের কোন উক্তিতে উদ্দীপকের কাজের মেয়ের মানসিকতার বিপরীত দিক ফুটে উঠেছে?

i. আমার রান্না হুজুরের পছন্দ হয়নি'

ii. সে বড়ো খুশির বাত হবে হুজুর'

iii. তবে ভালো করে খেলেন না কেন?'

 নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) ii, iii

গ) i,iii

ঘ) i,iiও iii

উ:ঘ

১৮. আবদুর রহমানের বাড়ি সম্পর্কে তার ভাষ্য-

i.পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত

ii. যেখানে আবহাওয়া খুব ভালো

iii. শীতকালে সাত দিন পর্যন্ত বরফ পড়ে 

নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) ii, iii

গ) i,iii

ঘ) i,iiও iii

উ:ঘ

১৯. 'আমার বাড়ি যাইও ভোমর

বসতে দেবো পিঁড়ে

জলপান যে করতে দেবো

শালি ধানের চিড়ে।'

প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমানের যে চারিত্রিক বৈশিষ্ট্যউদ্দীপকে প্রাসঙ্গিক, তা হলো— 

i. সৌজন্যবোধ

ii. অতিথি পরায়ণতা

iii. কর্মদক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) ii, iii

গ) i,iii

ঘ) i,iiও iii

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রূপের নাই তো শেষ তোমার

আমার প্রিয় জন্মভূমি

ভালোবাসি সবুজের সমারোহ

সত্যিই অপরূপ তুমি দিবো, 

২০. উদ্দীপকের সাথে কোন রচনাটির সাদৃশ্য রয়েছে?

ক)  আম-আঁটির ভেঁপু

খ) প্রবাস বন্ধু

গ)  ঝরনার গান

ঘ) কপোতাক্ষ নদ

উ:খ

২১. উদ্দীপকটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?

i. স্মৃতিকাতরতা

ii. স্বদেশপ্রেম

iii. প্রকৃতির বর্ণনা

নিচের কোনটি সঠিক?

ক) i,ii

খ) ii, i

গ) i,iii

ঘ) iiও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও

আমাদের দেশে চা ও চিনি এসেছে চীন দেশ থেকে। চায়ের সহজলভ্যতার

কারণে সেখানে অনেকটা পানির মতো চা পান করা হয়।

২২. উদ্দীপকের বিষয়ের সাথে কোন রচনার প্রসঙ্গত মিল রয়েছে?

ক)  বই পাড়া

খ) নিমগাছ

গ) মমতাদি

ঘ) প্রবাস বন্ধু

উ:ঘ

২৩. উক্ত রচনায় যে দিকটি ইঙ্গিত করা হয়েছে?

i. কাবুলের ভৌগোলিক পরিবেশ

ii. খাদ্যাভ্যাস

iii. ধর্মীয় অজ্ঞতা

নিচের কোনটি সঠিক

ক) i, ii

খ) ii, iii

গ) i, iii

ঘ) iiও iii

উ:ক



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url