পল্লি সাহিত্য সাজেশন


বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

পল্লি সাহিত্য

 মুহম্মদ শহীদুল্লাহ্ 



পেজ সূচিপত্র : পল্লি সাহিত্য

  • মুহম্মদ শহীদুল্লাহ্ জন্মস্থান—পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রাম ।
  • মুহম্মদ শহীদুল্লাহ্ অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন—প্রাচীন ভাষা ও সাহিত্যের দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা—বিশ্লেষণে। 
  • মৈমনসিংহ গীতিকার নায়িকা মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন—সাহিত্যরসিক রোমা রোলাঁ ।
  • আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে তলিয়ে যাচ্ছে— প্রাচীন উপকথাগুলো। 
  • এখনকার শিক্ষিত মায়েরা সন্তানদের শুনান না— রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যা ও পঙ্খিরাজ ঘোড়ার গল্প ।
  • অতীতের সাথে আমাদের সম্পর্ক লোপ পাচ্ছে— রূপকথা হারিয়ে যাওয়ার কারণে ।
  • ইউরোপ, আমেরিকায় বিদ্বানদের সভাকে বলা হয়— Folklore Society. 
  • সরস প্রাণের জীবন্ত উৎস হলো- ঘুমপাড়ানি গান ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।'- কীসে? 

ক) পল্লিগান
খ) ছড়া
গ) প্রবাদ-প্রবচন
ঘ) খনার বচন
উ:ক

২.“দিনের মেঘে ধান, রাতের মেঘে বান।'- কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন উপাদান?

ক) প্রবাদ বাক্য
খ) খনার বচন
গ)  ডাকের কথা
ঘ) ছড়া গান
উ:খ

৩. আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কোনটি? 

(ক) ছড়া
(খ) প্রবাদ
(গ) উপকথা
(ঘ) পল্লিগান
উ:গ

৪. 'ধরি মাছ না ছুই পানি।'- এটি কোন ধরনের পল্লিসাহিত্য?

ক) ছড়ার গান
খ) খনার বচন
গ) প্রবাদবাক্য
ঘ) ডাকের কথা
উ:গ

৫.পল্লিসাহিত্য অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে, এর মূল কারণ-

ক) বিদেশি সাহিত্যের প্রচলন
খ)  ফোকলোর সোসাইটির অভাব
গ) স্বেচ্ছাসেবা ও সংরক্ষণের অভাব
ঘ)  সময় ও রুচির পরিবর্তন।
উ:ঘ

৬. পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ?

ক) ছড়া
খ) পল্লিগান
গ) প্রবাদ
ঘ) উপকথা
উ:খ

৭.'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহের মধ্য দিয়ে ডক্টর দীনেশচন্দ্র সেন আমাদের কী বোঝাতে সক্ষম হয়েছেন?

ক) পল্লিসাহিত্যের গুরুত্ব
খ) . পল্লিবাংলার দারিদ্র্য
গ) পরিপ্রকৃতির সৌন্দর্য
ঘ) পল্লিগ্রামের কুসংস্কার
উ:ক

৮.ধরি মাছ না ছুঁই পানি'— এ কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ লাইনটি হলো-

ক) আপনি বাঁচলে বাপের নাম
খ) শক্তের ভক্ত নরমের যম ‘
গ)  দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই
ঘ)  সাপও মরবে লাঠিও বাঁচবে
উ:ঘ

৯. নাচতে না জানলে উঠান বাঁকা'কোন ধরনের পল্লিসাহিত্যের উদাহরণ?

ক) ছড়া
খ) প্রবাদবাক্য
গ) খনার বচন
ঘ) ডাকের কথা
উ:খ

১০. কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত'— এটা কী?

ক) প্রবাদ
খ) লোককথা
গ). খনার বচন
ঘ) প্রবচন
উ:গ

১১.‘পল্লিসাহিত্য' প্রবন্ধে নিচের কোনটিতে ভূয়োদর্শনের পরিপক্ব ফল সঞ্চিত থাকার কথা বলা আছে? 

ক) ডাক ও খনার বচনে
খ) 'ঠাকুরমার ঝুলি' গ্রন্থে
গ) পল্লির বিভিন্ন গানে
ঘ) পল্লির ছড়া ও উপকথায়
উ:ক

১২. ‘খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে— এটি কীসের উদাহরণ?

ক) ছড়ার
খ) খনার বচনের
গ) ধাঁধার
ঘ) গানের
উ:ক

১৩.'পল্লিসাহিত্য' প্রবন্ধে খোকা-খুকির ছড়াকে সরস-প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে কেন? 

(ক) প্রাণের উচ্ছ্বাস আছে বলে
(খ) প্রাচীনকাল থেকে প্রচলিত হওয়ায়
(গ) জাতির পুরোনো ইতিহাসের গোপন কথা খুঁজে পাওয়া যায় বলে
(ঘ) মন থেকে উৎসারিত হওয়ায়
উ:ঘ

১৪. হাট্টিমা টিম টিম/তারা মাঠে পাড়ে ডিম... এটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধে উল্লিখিত পল্লিসাহিত্যের কোন উপাদানের প্রতিনিধিত্ব করে?

ক) ছেলেভুলানো গান
খ) ঘুমপাড়ানি গান
গ) খেলার ছড়া
ঘ) প্রবাদ বাক্য
উ:গ

১৫. ‘পল্লিসাহিত্য' প্রবন্ধে 'সরস প্রাণের জীবন্ত উৎস' বলা হয়েছে কোন সাহিত্যকে? 

ক) রূপকথাকে
খ) পল্লিগানকে
গ) খোকা-খুকির ছড়াকে
ঘ) খনার বচনকে
উ:গ

১৬. 'মনমাঝি তোর বৈঠা নে রে আমি আর বাইতে পারলাম না।'- কোন ধরনের লোকগান?

ক) ভাটিয়ালি
খ)  মুর্শিদি
গ) রাখালি
ঘ) মারফতি
উ:ঘ

১৭. পিঁড়েয় বসে পেঁড়োর খবর – এটা কী?

ক) খনার বচন
খ) ডাক
গ) প্রবাদ বাক্য
ঘ) উপকথা
উ:গ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url