পহেলা বৈশাখ সাজেশন


বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

পহেলা বৈশাখ 

 কবির চৌধুরী 

বাংলা ১ম পত্র(SSC)


পেজ সূচিপত্র : পহেলা বৈশাখ

  • ১.নববর্ষে ব্যবসায়ী মহলহালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান করে। 
  • ২. নববর্ষের বিষয়ে প্রায় সবখানেই চোখে পড়া মৌলিক ঐক্য হলো- পুনরুজ্জীবনের ধারণা।
  • ৩. সুদূর অতীতে কৃষিসমাজের সাথে পয়লা বৈশাখের যোগসূত্র অবিচ্ছেদ্য। 
  • ৪. সাড়ে তিনশ বছর আগে ঐতিহাসিক আবুল ফজল – 'আইন-ই- আকবরী' গ্রন্থে নববর্ষের উল্লেখ করেছেন।
  • ৫. 'পয়লা বৈশাখ' প্রবন্ধের রচয়িতা – কবীর চৌধুরী।
  • ৬. আজ ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করেছে— বাংলা নববর্ষ উৎসব। 
  • ৭. নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.ইংরেজ বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সিরাজদ্দৌলা হিন্দু- মুসলমানকে যে ডাক দিয়েছিলেন, তাতে ফুটে উঠেছে-

ক) স্বজাত্যবোধ

খ) জাতীয়তাবাদী চেতনা

গ) অসাম্প্রদায়িকতা

ঘ)  সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা 

উ:গ

২. পৃথিবীর সব দেশে নববর্ষ উদযাপনে কোনটিতে মৌলিক ঐক্য লক্ষ করা যায়?

ক)  রীতি প্রকৃতিতে

খ) আনন্দ যাত্রায়

গ) পুনরুজ্জীবনের ধারণায়

ঘ) উৎসবের ভিন্নতায়

উ:গ

৩.‘পয়লা বৈশাখ' প্রবন্ধে নিচের কোন কবির কবিতা উদ্ধৃত করা হয়েছে?

ক) মিন্টন

খ)  টেনিসন

গ) বায়রন

ঘ)  কিটস

উ:খ

৪. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন?

ক) নওরোজ

খ) জাতীয় উৎসব

গ) সর্বজনীন উৎসব

ঘ) বর্ষবরণ উৎসব

উ:ক

৫.১৯৪৭ সালের পর পূর্ব পাকিস্তানের শিক্ষিত মানুষ কীরূপ মনোভাব নিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপন করেছে? 

ক)  প্রতিবাদী

খ) সংকীর্ণ

গ) ধর্মান্ধ

ঘ) উদার

উ:ক

৬. বাংলা নববর্ষ উৎসব প্রাবন্ধিকের মতে, কোন চেতনার ধারক? 

ক) বাঙালি

খ) স্বদেশি

গ) ধর্মনিরপেক্ষ

ঘ) জাতীয়

উ;গ

৭.এদেশের মানুষের চিত্তে কখন স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল? 

ক) ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে 

খ) বিংশ শতাব্দীর প্রথমার্ধে

গ) উপমহাদেশ বিভক্তির ফলে

ঘ) পাকিস্তানি শাসন শুরু হলে

উ:ক

৮.পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে আমাদের কোন চেতনার প্রকাশ ঘটে?

ক) সামাজিক

খ) ধর্মীয়

গ) জাতীয়তাবাদী

ঘ) রাজনৈতিক

উ:গ

৯.বাংলা নববর্ষ উৎসব আমাদের —

ক)  অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ

খ) জাতীয় চেতনার ধারক

গ) বাঙালির বাৎসরিক উৎসব

ঘ) সাংস্কৃতিক বিজয়োৎসব

উ:ক

১০. 'আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের, তিতুমীর ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর।'- উক্তিটিতে আমাদের কোন ঐতিহ্যের কথা বলা হয়েছে?

ক) সর্বজনীনতার

খ) সার্বভৌমত্বের

গ)  দেশপ্রেমের 

ঘ)  অসাম্প্রদায়িকতার

উ:ঘ

১১. 'পয়লা বৈশাখ' রচনায় কবীর চৌধুরী কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন? 

ক) সমাজনীতি প্রচার করা 

খ)  শ্রেণিবৈষম্য হ্রাস করা

গ) বিলাসিতা পরিহার করা

ঘ) অসাম্প্রদায়িক চেতনা

উ:ঘ

১২. সাম্রাজ্যবাদ বলতে বোঝায়— 

ক) পররাজ্যে ব্যবসার কৌশল 

খ) পররাজ্যে কর্তৃত্ব স্থাপনের কৌশল 

গ) পররাজ্যে হিংসাত্মক কর্মকাণ্ড 

ঘ) পররাজ্যে কর্তৃত্বের লিঙ্গা 

উ:খ

১৩. রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়? 

ক)  হেমন্তের পূর্ণিমায়

খ) শীতের পূর্ণিমায়

গ) শ্রাবণ পূর্ণিমায়

ঘ) বসন্তের পূর্ণিমায়

উ:গ

১৪. 'শভিনিস্টিক' বলতে কী বোঝায়? 

ক) রুশ জীবন পদ্ধতি মতবাদী 

খ)  রুশ সংস্কৃতি মতবাদী

গ) আত্মগৌরব মতবাদী

ঘ)  রুশ শিক্ষাব্যবস্থা মতবাদী 

উ:গ

১৫. ১৯৪৭ সালের পরে বাংলাদেশে নববর্ষ পালন সম্পর্কে পাকিস্তানিদের মনোভাব ছিল— 

i. কৌতূহলোদ্দীপক

ii. ন্যক্কারজনক

iii. ধর্মনিরপেক্ষ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  ii ও iii 

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

 ১৬. ‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রীশ্চান’– ‘পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে উপরের কবিতাংশটির মিল রয়েছে—

i. ধর্মনিরপেক্ষতায়

ii. জাতীয়তাবোধে

iii. সর্বজনীনতায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  ii ও iii 

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

হিন্দু-মুসলিম-বৌদ্ধ, খ্রিষ্টান
দেশমাতা এক সকলের— 

১৭. উদ্ধৃতাংশে ‘পয়লা বৈশাখ' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে-

i. অসাম্প্রদায়িক চেতনা

ii. ধর্মনিরপেক্ষ চেতনা

iii. ঐতিহ্য রচনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  ii ও iii 

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

১৮. উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে?

ক)  নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন

খ) নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব

গ) পয়লা বৈশাখ একটি সার্বজনীন উৎসব

ঘ) নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত

উ:গ

উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

একটি বিশেষ তারিখে রমনার বটমূলে প্রতিবছর ভোর থেকে গানের আসর বসে। নানান সাজে সজ্জিত হয়ে নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা সেখানে জমায়েত হয়। 

১৯. উদ্দীপকটি কোন দিনের কথা স্মরণ করিয়ে দেয়?

ক) পয়লা বৈশাখ

খ) একুশে ফেব্রুয়ারি

গ) ছাব্বিশে মার্চ

ঘ) ষোলোই ডিসেম্বর

উ:ক

২০. রমনার বটমূলের অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির কোন চেতনাটি প্রকাশ পেয়েছে?

ক) উৎসবের শ্রেষ্ঠত্ব

খ) ঐক্যবোধ

গ)  সাংস্কৃতিক ভিন্নতা

ঘ) বহুমুখী ভাবনা

উ:খ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url