একাত্তরের দিনগুলি সাজেশন


বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

একাত্তরের দিনগুলি

 জাহানারা ইমাম

পেজ সূচিপত্র : একাত্তরের দিনগুলি

  • ১. জাহানারা ইমামের জন্মসাল- ১৯২৯ সালের ৩ মে ।
  • ২. ১৯৭১ সালের ১০ই মে ছিল— সোমবার।
  • ৩. পিসফুলের রং মাখনের মতো ।
  • ৪. ১৯৭১ সালে জামী ছিল— দশম শ্রেণির ছাত্র ।
  • ৫. ১৯৭১ সালের ১৭ই মে ছিল— সোমবার।
  • ৬. বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে আনা হতো— বিবৃতির জন্য ।
  •  ৭. বেয়নেটের মুখে সই দিয়েছিল— বুদ্ধিজীবীরা।
  • ৮. শরীফ আর লেখিকা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন— রুমীর উদ্ধার প্রসঙ্গে।
  •  ৯. ইঞ্জিনিয়ার সুজা সাহেবের ভাস্তে- ডা. ফজলে রাব্বি ।
  • ১০. স্বাধীন বাংলা বেতারে খবর পড়েন- হাসান ইমাম।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. 'বিরান' শব্দের অর্থ কী?

ক) শূন্য

খ) উত্তপ্ত

গ) জনমানবহীন

ঘ) ভীষণ

উ:গ

২.'একাত্তরের দিনগুলি' রচনায় আজিজ মটরসের মালিক গুলি করতে করতে পালাচ্ছিল কেন?

ক) পরাজয় আসন্ন বুঝতে পেরে

খ)  মুক্তিযোদ্ধাদের দ্বারা আক্রান্ত হয়ে 

গ) নিরাপদে পালানোর জন্য

ঘ)  রাজাকারদের অবস্থান টের পেয়ে

উ:ক

৩.‘মেদিনী বিদার দেউ পসি লুকাও।'- এর বক্তব্যের সঙ্গে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে? 

ক) একাত্তরের দিনগুলি

খ) সাহিত্যের রূপ ও রীতি

গ) সাহসী জননী বাংলা

ঘ)  আমার পরিচয়

উ:ক

৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘সালেহ আহমেদ' ছদ্মনামে কে খবর পড়তেন?

ক) আলমগীর কবির

খ) আলী যাকের

গ) হাসান ইমাম

ঘ)  এম. আর আকতার মুকুল

উ্র:গ

৫.‘চরমপত্রে'র লেখক কে? 

ক) এম. আর আকতার মুকুল

খ)  আলমগীর কবির

গ) কামরুল হাসান

ঘ) ফয়েজ আহমেদ

উ:ক

৬.১৯৭১ সালে ৫ সেপ্টেম্বর কী বার ছিল? 

ক)  শনিবার

খ) রবিবার

গ) সোমবার

ঘ) মঙ্গলবার

উ:খ

৭.জাহানারা ইমাম রুমির জন্য পাকিস্তানি বাহিনীর নিকট ‘মার্সি পিটিশন’ করেননি কেন? 

ক) রুমির আত্মমর্যাদা রক্ষার কারণে

খ) ছেলেকে ফিরে না পাওয়ার হতাশায়

গ) রুমির জীবেনর ঝুঁকি হবে বলে

ঘ) পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুরতা বুঝতে পেরে

উ:ক

৮. বুদ্ধিজীবী ও শিল্পীরা কীসের মুখে সই দিতে বাধ্য হয়েছেন?

ক) বেয়েনেট

খ)  কার্তুজ 

গ) খুরপি

ঘ) গ্রেনেড

উ:ক

৯.জাহানারা ইমাম ঢাকার কোন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন?

ক)  সিদ্ধেশ্বরী গার্লস

খ) উদয়ন স্কুল

গ)  ভিকারুননিসা নূন

ঘ)  আজিমপুর গার্লস

উ:ক

১০. ১৯৭১ সালের ১৩ই এপ্রিল কী বার ছিল?

ক) মঙ্গলবার

খ) বুধবার

গ) শনিবার

ঘ) সোমবার

উ্র:ক

১১. ‘একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকার মনে ‘পাষাণ ভার’-কারণ কী?

ক) চারদিন ধরে মুষলধারে বৃষ্টি 

খ)  অন্ধ শ্বশুরের অসুস্থতা বেড়েছে

গ) সারাদেশে অশান্তি বিরাজ করছে 

ঘ) জামী স্কুলে যেতে পারে না বলে

উ:গ

১২. ‘একাত্তরের দিনগুলি' রচনায় হাত-পা বাঁধা, গুলিতে মরা লাশ দেখা গিয়েছিল কোথায়? 

ক) পুকুরে 

খ) ক্যাম্পে 

গ) নদীতে 

ঘ) রাস্তায়

উ:গ

১৩. ‘পিস্ বা শান্তি' নামের গোলাপের রং কেমন?

ক) গাঢ় বেগুনি

খ)  কালচে মেরুন

গ) মাখনের মতো

ঘ) হালকা হলুদ

উ:গ

১৪. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী বার ছিল?

ক) বৃহস্পতিবার

খ)  শুক্রবার

গ)  শনিবার

ঘ)  রবিবার

উ:ক

১৫. বেয়নেটের মুখে সই দিয়েছে কারা? 

ক) মুক্তিযোদ্ধার

খ)  বুদ্ধিজীবীরা

গ) বিহারিরা

ঘ) পাকিস্তানিরা

উ:খ

১৬. ১৯৭১ সালের ২৫ মে কোন কবির জন্মজয়ন্তী ছিল? 

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) কাজী নজরুল ইসলাম

গ)  রবীন্দ্রনাথ ঠাকুর 

ঘ) জীবনানন্দ দাশ

উ:খ

১৭. 'তাই করা হোক' 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকার একথা বলার কারণ কী? 

ক) দেশপ্রেম

খ)  সন্তান বাৎসল্য

গ) আত্মমর্যাদাবোধ

ঘ) স্বাধীকার চেতনা

উ:খ

১৮. মিথ্যা প্রচার বোঝাতে ‘একাত্তরের দিনগুলি' প্রবন্ধে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

ক) তাজ্জব

খ) উদ্ভট

গ) গোয়েবল্‌ল্স 

ঘ) দুর্বুদ্ধি

উ:গ

১৯. ইঞ্জিনিয়ার সুজা সাহেবের ভাস্তে কে?

ক)  মতিয়ুর রহমান

খ)  মনিরুজ্জামান

গ) ডা. মিলন

ঘ) ডা. ফজলে রাব্বি

উ:ঘ

.২০. কার কথা মনে পড়তেই জাহানারা ইমামের মন খারাপ হয়ে গেল?

ক) ডলির কথা

খ)  স্বামীর কথা

গ)  রুমীর কথা

ঘ)  মিলির কথা

উ:ক

২১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাসান ইমাম কোন নামে সংবাদ পাঠ করতেন?

ক)  আৰু মোহাম্মদ আলী

খ) সালেহ আহমদ

গ)  আহমেদ চৌধুরী

ঘ) আলমগীর কবির

উ:খ

২২. 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফ হলেন লেখিকার –

ক)  স্বামী

খ) ভাই

গ) দেবর 

ঘ) বন্ধু

উ:ক

২৩. একাত্তরের দিনগুলি স্মৃতিকথায় মূলত ফুটে উঠেছে—

ক) লেখিকার ব্যক্তিগত অনুভূতি

খ) হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা

গ) ছেলে হারানোর বেদনা

ঘ)  প্রতিবাদী মনোভাব

উ:খ

২৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় জাহানারা ইমামের প্রকাশ পেয়েছে—

ক)  নিজের অগাধ পাণ্ডিত্য

খ)  হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা

গ) পাকিস্তানি হানাদারের প্রতি ঘৃণা 

ঘ)  অতীতের আবেগীয় স্মৃতিকথা

উ:খ

২৫. 'আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে'- কথাটি দ্বারা বোঝানো হয়েছে— 

i. যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে 

ii. লেখিকা নিজেকে নিরাপত্তাহীন ভাবছেন

iii. পুত্রশোকে কাতর হয়ে পড়েছেন

নিচের কোনটি সঠিক?

ক) iও i

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii 

উ:ক

২৬. জাহানারা ইমাম তার ছেলে রুমীকে বাঁচাতে হানাদার বাহিনীর কাছে কোনো  প্রার্থনা করেননি, কারণ—

i. তার মৃত্যুর শঙ্কা ছিল না

ii. রুমীর আদর্শকে সমুন্নত রাখা

iii. স্বাধিকার চেতনার প্রকাশ

নিচের কোনটি সঠিক?

ক) iও i

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii 

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। কবিতা চর্চা তাঁর নেশা। রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। 

২৭. উদ্দীপকে তামিম 'একাত্তরের দিনগুলি' রচনায় যাদের প্রতিনিধিত্ব করেন-

ক) শিল্পী-বুদ্ধিজীবী

খ) ছাত্র-জনতা

গ) জেলে-মাঝি

ঘ) কৃষক-শ্রমিক

উ:ক

২৮. প্রতিনিধিত্বকারী চরিত্রে ফুটে ওঠে-

i. জাতীয়তাবাদ

ii. স্বাধীকার চেতনা

iii. দেশাত্ববোধ

নিচের কোনটি সঠিক?

ক) iও i

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii 

উ:ঘ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url