প্রাত্যহিক জীবনে সেট কুইজ
কুইজ-1 (প্রাত্যহিক জীবনে সেট )
Math New Shyllabus-2024 Hand Note/ Goudie
নবম শ্রেণীর গণিত-2024
2024 সালের নতুন হ্যান্ড নোট গণিত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক গণিত
অধ্যায় :1
প্রাত্যহিক জীবনে সেট
প্রশ্ন-১. {x∊ Z : x2 - 9 = 0} এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কী?
উ: {-3,3}
প্রশ্ন-২. {x ∈N : x2≥ 4 এবং x3 < 100} সেটটির তালিকা পদ্ধতিতে রূপ কেমন হবে?
উ:{2, 3, 4}
প্রশ্ন-৩. A = {6, 7, 9} সেটটির উপসেট কয়টি?
উ:৪
প্রশ্ন-৪. M = {m, n, o, p} সেটটির প্রকৃত উপসেট কয়টি?
উ:15
প্রশ্ন-৫. M = {1, 3}, N = {1, 2} এবং P = {3, 4} হলে (MON) x P এর মান কত?
উ:{(1, 3), (1, 4)}
প্রশ্ন-৬.
ভেনচিত্রটির চিহ্নিত অংশটির প্রকাশিত রূপ কি?
উ: BnCnAc
প্রশ্ন-৭. P = {x ∈ Z : x মৌলিক সংখ্যা এবং 7 < x ≤ 529} হলে সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কেমন হবে?
উ:{3, 5, 7, 11, 13, 17, 19, 23}
প্রশ্ন-৮.
ভেনচিত্রে চিহ্নিত অংশের প্রকাশিত রূপ কেমন হবে?
উ: B-(AB)-(COB), BOA OC
প্রশ্ন-৯. {x∊N: 11 < < 12 } সেটটিকে কি বলা যায়?
উ:ফাঁকা সেট
প্রশ্ন-১০. X = {1, 2, 3, 4, 51 এবং Y = 2, 3, 5, 6, 7} হলে (X/Y)/Y কত?
উ:{1, 4}
প্রশ্ন-১১. P সেট Q এর প্রকৃত উপসেট হলে এদের সম্পর্কের প্রকাশিত রূপ কী?
উ: P⊑Q
প্রশ্ন-১২. M⊆ N ও N⊆ M হলে M ও N সেটদ্বয়কে কি বলা যায়?
উ:সমান সেট
প্রশ্ন-১৩. ফাঁকা সেটের শক্তি সেট কী হবে?
উ:{6}
প্রশ্ন-১৪. A = {x : x ∈ IN এবং x, 105 এর গুণনীয়ক} এবংB = {x : x ∈ IN এবং x, 7 এর গুণিতক হলে A\B কত?
উ:{1, 3, 5, 15}
প্রশ্ন-১৫. B = { } এবং A{1, 2, 3} হলে P(A - B) এর উপাদান কয়টি?
উ:৪টি
প্রশ্ন-১৬.সকল স্বাভাবিক সংখ্যার সেট কি ধরনের সেট?
উ:অনন্ত সেট বা, অসীম সেট
প্রশ্ন-১৭.D= {x ∈ IN : x, 7 এর গুণিতক এবং x ≤ 10} হলে n(D) = ?
উ: 00 বা, অসীম
প্রশ্ন-১৮. A = {O}, B = { } হলে P(A∩B) কত?
উ:{{0}, O}
প্রশ্ন-১৯.M= {x: x ∈ A এবং x ∈ B} দ্বারা কি বোঝায়?
উ: M = A\B
প্রশ্ন-২০. A = {4, 5, 6, 7, 8, 9} হলে সেট গঠন পদ্ধতিতে A এর রূপ কেমন হবে?
উ: A = {x : x ∈ IN এবং 4 ≤ x ≤ 9}
প্রশ্ন-২১. কোনো সেটের শক্তি সেটের উপাদান 64টি হলে সেটটির উপাদান সংখ্যা কত?
উ:6
প্রশ্ন-২২. কোনো সেটের প্রকৃত উপসেট 15টি হলে সেটার উপাদান সংখ্যা কয়টি?
উ:4
প্রশ্ন-২৩. P = {x ∈ N : x2 – 6x + 8 = 0} এবং Q = {1, 3} হলে P ও Q এর সংযোগ সেট কেমন হবে?
উ:{1, 2, 3, 4}
প্রশ্ন-২৪. একটি শ্রেণিতে 50 জন ছাত্রের 35 জন ফুটবল খেলে এবং26 জন ক্রিকেট খেলে এবং ৪ জন কিছুই খেলে না । কত জন ছাত্র উভয় খেলা খেলে?
উ: 19
প্রশ্ন-২৫. C = {x ∈Z : x < 25} এবং D = {x ∈ Z : 2 <x≤5 } হলে সেটদ্বয়ের ছেদসেট কত?
উ:{3, 4}
প্রশ্ন-২৬.A = {x : x অঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x < 30} হলে P(A) এর উপাদান কয়টি?
উ:16
প্রশ্ন-২৭. A = {1}, B = {1, 2} এবং C = {2, 4} হলে কোন সেট দুইটি নিশ্ছেদ সেট?
উ:A.C
প্রশ্ন-২৮.A = {x : x, ৪ এর গুণনীয়ক} এবং B = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 144} হলে P(A/B) কত?
উ:{{4}, {8}, {4, 8}, ¢}}
প্রশ্ন-২৯. A = {1, 2, 3} হলে A × A এর উপাদান কয়টি?
উ:9 টি
প্রশ্ন-৩০. A = {a, x} এবং B = {6, 9, x} হলে (A\B) × (B\A) কত হবে?
উ:{(a, 6), (a, 9)}
জ্ঞানভিত্তিক মূল্যায়ন
প্রশ্ন-১ মানসাঙ্ক:
১. বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলে?
উত্তর: সেট।
২. সেটের উপাদান প্রকাশের চিহ্ন কোনটি?
উত্তর: "E"
৩. প্রকাশ করার পদ্ধতি অনুসারে সেট কত প্রকার?
উত্তর: 2 প্রকার।
৪. সেটের তালিকা বা গঠন পদ্ধতিতে কোন বন্ধনী ব্যবহার করা হয়?
উত্তর: দ্বিতীয় বন্ধনী।
৫. সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: R+
৬. কোন ধরনের সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়?
উত্তর: সসীম সেট
৭. ফাঁকা সেট কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়?
উত্তর: Ø বা {}
৮. কোন সেটটি সকল সেটের উপসেট হবে?
উত্তর: ফাঁকা সেট।
৯. A⊑B দ্বারা কি বোঝায়?
উত্তর: A সেট B সেটের প্রকৃত উপসেট
১০. দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে?
উত্তর: সংযোগ সেট।
১১. A সেটের পূরক সেটকে কিভাবে প্রকাশ করা হয়?
উত্তর: A বা A'.
১২. A⋂B=Ø হলে; A ও B সেটকে পরস্পরের কি সেট বলা হয়?
উত্তর: নিশ্ছেদ সেট ।
১৩. (AA) সেটটি কোন সেটের সমান?
উত্তর: U বা সার্বিক সেট।
১৪. সেটকে আয়তক্ষেত্র এবং তার অভ্যন্তরে বৃত্ত দিয়ে প্রকাশ করতে যে চিত্র আঁকা হয়, তাকে কি বলে?
উত্তর: ভেনচিত্র।
১৫. ফাঁকা সেটের মোট উপসেট সংখ্যা কত?
উত্তর: 1
১৬. F সেট ও ফাঁকা সেটের কার্তেসীয় গুণজ প্রক্রিয়ায় প্রাপ্ত ক্রমজোড়ের সেটটি কী হবে?
উত্তর: ফাঁকা সেট ।
১৭. M সেটের উপাদান সংখ্যা a টি, N আরেকটি সেট যেখানে _N⊑M হলে N সেটে সর্বোচ্চ উপাদান সংখ্যা কত হওয়া সম্ভব?
উত্তর: a – 1
১৮. A = {x ∈ IN: পূর্ণসংখ্যা} হলে A সেটটি কী ধরনের সেট?
উত্তর: অসীম সেট।
১৯. {0} সেটের উপাদান সংখ্যা কয়টি?
উত্তর: 1টি।
২০. উপসেটকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর:⊆
প্রশ্ন-২ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মৌলিক সংখ্যার সেট এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সেটটি কী হবে?
উত্তর: {2, 3, 5, 7, 11,............}
২.15 এর চেয়ে ছোট সকল ধনাত্মক পূর্ণসংখ্যার সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ কি হবে?
উত্তর: {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14)
৩. A = {x : x - x - 6 = 0} হলে, A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সেটটি কি হবে?
উত্তর: A = {- 2, 3}
8. B = {x : x মৌলিক সংখ্যা এবং 2x পূর্ণবর্গ সংখ্যা} হলে, B সেটের সদস্য কয়টি?
উত্তর: 1টি।
৫. A = {x : x মৌলিক সংখ্যা এবং 3x < 31} হলে, A সেটের তালিকা পদ্ধতির রূপ কি হবে?
উত্তর: {2, 3, 5, 7}
৬. B = {x : x ∈ R x 2 + 4 = 0} হলে, n(B) = ?
উত্তর: 0
৭. A = {a, b, c, d} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
উত্তর: 16
৮. {x : x, 12 এর গুণনীয়ক} সেটটির প্রকৃত উপসেট সংখ্যা কত?
উত্তর: 63টি
৯. A = {2, 4, 6} ও B = {1, 3, 5} হলে, (A∩B) = ?
উত্তর: Ø
১০. সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5, 6, 7} হলে, A = {2, 3, 4, 5} সেটের পূরক সেট Ac = ?
উত্তর: {1, 6, 7}
১১. A n B=Ø হলে, A \ B = ?
উত্তর: A.
১২. X - Y হলে, (X \ Y) সেটটি কেমন সেট হবে?
উত্তর: ফাঁকা সেট ও চ্যা
১৩. A = {3, 5, 6, 7, 8} এবং B = {5, 7, 8, 9, 10} হলে, A\B = ?
উত্তর: {3, 6}
১৪. একটি সেটের মোট উপসেটের সংখ্যা 512 হলে, ঐ সেটের উপাদান সংখ্যা কত?
উত্তর: 9 টি।
১৫. A = {a, b, c} হলে P(A) = ?
উত্তর: {{a, b, c}, {a, b}, {b, c}, {a, c}, {a}, {b}, {c}, Ø}
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url