সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ কুইজ

 Math New Shyllabus-2024 Hand Note/ Goudie

নবম শ্রেণীর গণিত-2024

2024 সালের নতুন হ্যান্ড নোট গণিত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক গণিত

কুইজ




প্রশ্ন-১. একটি বৃত্তকলার কেন্দ্রে উৎপন্ন কোণ 70° এবং ব্যাস 28 সে.মি হলে চাপের দৈর্ঘ্য কত সে.মি.?

উ:17.10 সে.মি. (প্রায়)

প্রশ্ন-২. চিত্রে AOB বৃত্তকলার ক্ষেত্রফল কত?


উ:9.82 বর্গমিটার (প্রায়)

প্রশ্ন-৩.r মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের কোন চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে ঐ কোণ ও চাপ দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল ও বৃত্তচাপের দৈর্ঘ্যের সাংখ্যিক মানের অনুপাত কত?

উ:1:4

প্রশ্ন-৪. একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 12 সেমি এবং এবং ভূমির ব্যাস 10 সেমি হলে হেলানো উচ্চতা কত সেমি? 

উ:13 সেমি

প্রশ্ন-৫. একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 3 সেমি এবং ব্যাসার্ধ 5 সেমি হলে কোণকের আয়তন কত?

উ: 78.54 ঘন সেমি (প্রায়)

প্রশ্ন-৬. কোণকের ব্যাসার্ধ 6 সেমি এবং হেলানো উচ্চতা ৪ সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত?

উ:48π বর্গ সেমি

প্রশ্ন-৭. একটি নিরেট কোণকের উচ্চতা ৪ সেমি, ভূমির ব্যাসার্ধ 6 সেমি এবং একে গলিয়ে 4 সেমি ব্যাসের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে?

উ:9টি

প্রশ্ন-৮. যদি উচ্চতা 24 সে.মি. এবং আয়তন 392 ঘন সে.মি. হয়, তাহলে সমবৃত্তভূমিক কোণকের হেলানো উচ্চতা কত? 

উ: 25 সেমি

প্রশ্ন-৯.3 সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি গোলকের আয়তন কত ? 

উ: 113.10 ঘন সেমি (প্রায়)

প্রশ্ন-১০. একটি ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল 400 বর্গ সেমি হলে বলটির ব্যাস কত?

উ: 20 সেমি

প্রশ্ন-১১. একটি গোলকের ব্যাস 2 সেমি হলে, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?

উ:12.57 বৰ্গ সেমি (প্রায়)

প্রশ্ন-১২, 6, 8, r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি কঠিন কাঁচের বল গলিয়ে 9 সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলো । r এর মান কত?

উ: 1 সেমি

প্রশ্ন-১৩. 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন কত ঘন সেমি?

উ:56.55 ঘন সেমি (প্রায়)

প্রশ্ন-১৪. একটি গোলক ও গোলকটির ব্যাসের সমান ধারবিশিষ্ট ঘনকের আয়তনের অনুপাত কত?

উ:π:6

প্রশ্ন-১৫. চিত্রে OA = 3 একক,AB = 5 একক হলে,

 ক্ষেত্রটি আয়তন কত ঘন একক?

উ:16π ঘন একক

প্রশ্ন-১৬. 2 সেমি বাহুবিশিষ্ট সুষম ষড়ভূজাকৃতি প্রিজমের ভূমির ক্ষেত্রফল কত হবে?

উ: 6√3 বর্গ সেমি

প্রশ্ন-১৭. একটি ত্রিভুজাকার সুষম প্রিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. এবং উচ্চতা 3 সে.মি. হলে প্রিজমের আয়তন কত ঘনসে.মি.?

উ: 3√3 ঘন সেমি

প্রশ্ন-১৮.একটি ত্রিভুজাকার সুষম প্রিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. এবং উচ্চতা 4 সে.মি. । প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল কত?

উ: 61.86 বর্গ সেমি (প্রায়)

প্রশ্ন-১৯.একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলি 7, 24, 25 সেমি এবং এর আয়তন 840 ঘন সেমি হলে প্রিজমটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?

উ: 728 ঘন সেমি

প্রশ্ন-২০. পিরামিডের শীর্ষবিন্দু ও ভূমির যেকোনো কৌণিক বিন্দুর সংযোজক রেখাকে কী বলে?

উ: ধার

প্রশ্ন-২১. খাড়া প্রিজমের পার্শ্বতলগুলোর আকৃতি কেমন?

উ: আয়তাকার

প্রশ্ন-২২.পিরামিডের বর্গাকার ভূমির দৈর্ঘ্য 4 একক এবং উচ্চতা 5 একক হলে পিরামিডের আয়তন কত ঘন একক?

উ: 26.67 ঘন একক (প্রায়)

প্রশ্ন-২৩. 15 সেমি বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 20 সেমি হলে এর আয়তন কত?

উ:1500 ঘন সেমি

প্রশ্ন-২৪. সুষম পিরামিডের পার্শ্বতলগুলো কিরূপ ত্রিভুজ হবে? 

উ: সর্বসম ত্রিভুজ

প্রশ্ন-২৫. একটি ক্যাপসুলের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে 3 সে.মি. ও 2 সে.মি. হলে এর সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

উ: 6. ঘন সে.মি. বা 18.85 ঘন  সে.মি

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url