বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ কুইজ

 5.বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ  কুইজ   

Math New Shyllabus-2024 Hand Note/ Goudie

নবম শ্রেণীর গণিত-2024

2024 সালের নতুন হ্যান্ড নোট গণিত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক গণিত

Equations in solving practical problems quiz


কুইজ-1

প্রশ্ন-১. সরল সমীকরণের চলকের ঘাত কত?

উ:এক 

প্রশ্ন-২.-1/ 2 x + y = - 1, x + y = 5 সমীকরণজোটের সমাধান কয়টি?

উ:. একটি

প্রশ্ন-৩. কোনো সমীকরণজোটের একাধিক সমাধান থাকলে তাকে কি বলে?

উ: সমঞ্জস

প্রশ্ন-8. 2x + y − 3 = 0 সমীকরণটির সমাধান কয়টি?

উ:অসংখ্য

প্রশ্ন-৫. k এর কোন মানের জন্য 3x – y + 8 = 0 এবং 6x – ky=-16 সমীকরণজোটের অসংখ্য সমাধান থাকবে?

উ:2

প্রশ্ন-৬. 3x – 4y = 10; 6x - 8y = 18 সমীকরণ জোটের সমাধান সম্পর্কে কি বলা যায়?

উ:সমাধান নেই

প্রশ্ন-৭.[3x – 5y + 9 = 0 ,5x - 3y - 1 = 0] সমীকরণজোটের সমাধান কত?

উ:(x, y) = (2, 3)

প্রশ্ন-৮.ax + by = a2 এবং bx – ay = ab হলে (x, y) = কত?

উ:(a, 0)

প্রশ্ন-৯. 3x + y = 15 এবং y = 8 – 2x সমীকরণদ্বয় সমাধান করলে x এর মান কত? 

উ:7

প্রশ্ন-১০. x + 2y = 7, x - y = 0 হলে (x, y) = কত?

উ:(7/3,7/3)

প্রশ্ন-১১.x/a+y/b=2; ax + by = a2 + b2 সমীকরণজোটের সমাধান কত?

উ:(x, y) = (a, b)

প্রশ্ন-১২.x/5+y/6=2  x/6+y/5=2  হলে x ও y এর সম্পর্ক কেমন হবে?

উ: x=y

প্রশ্ন-১৩.5x - 10y - 6, x - 2y - 4 সমীকরণজোটের লেখচিত্র কেমন হবো?

উ: সমান্তরাল সরলরেখা

প্রশ্ন-১৪.দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে এদের সাধারণ বিন্দু কটি?

উ:একটি

প্রশ্ন-১৫. (a + 6)x - 4y - 3 (a - 2)x = 2y + 6 সমীকরণজোটে a= 3 হলে সমীকরণজোটটির সমাধান কয়টি?

উ:একটি

প্রশ্ন-১৬. 3y - 6x + c = 0; 12x - 6y + 2 = 0 সমীকরণ জোটের লেখচিত্র সমাপতিত সরলরেখা হলে c = ?

উ:c=-1

প্রশ্ন-১৭. 4x2 - bx - 1 সমীকরণটিতে b এর মান কত হলে মূলদ্বয় সমান হবে?

উ:b = -+ 4

প্রশ্ন-১৮. 3x2 - 5x + 1 = 0 সমীকরণটির নিশ্চায়ক কত? 

উ: 13

প্রশ্ন-১৯. 7x-2-3x2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? 

উ: মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান

প্রশ্ন - ২০.x2 - x - 13 = 0 হলে সমীকরণটির মূল কত হবে? 

উ:1+√53/2, 1-√53/2

প্রশ্ন-২১. 5x2 - x - 4 = 0 সমীকরণটির মূল কত?

উ:-4/5 ও1

প্রশ্ন-২২. x - 5 = × -5/x সমীকরণটির x এর মান কত?

উ:1 ও 5

প্রশ্ন-২৩. (3x - 5)2 = 0 সমীকরণকে ax2 + bx + c এর সাথে তুলনা করলে a, b ও c এর মান কত?

উ:a = 9, b = – 30, c = 25

প্রশ্ন-২৪. y = ax2 + bx + c সমীকরণটির লেখচিত্র x অক্ষকে স্পর্শ না করলে মূলদ্বয় কেমন হবে?

উ: অবাস্তব

প্রশ্ন-২৫. y = 14x2 - 25x - 51 সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে?

উ:(3,0) (-17/14, 0)


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url