তাপমাত্রা ও তাপ এর কুইজ

তাপমাত্রা ও তাপ(Temperature and Pressure )

Science New Shyllabus-2024 Hand Note/ Goudie

নবম শ্রেণীর বিজ্ঞান-2024

2024 সালের নতুন হ্যান্ড নোট বিজ্ঞান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিজ্ঞান

অধ্যায় :২

তাপমাত্রা ও তাপ

২: তাপমাত্রা ও তাপ এর কুইজ 


বিজ্ঞান কুইজ  সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

পেজ সূচিপত্র : অধ্যায় ১: বল,চাপ ও শক্তি এর কুইজ

কুইজ-১

প্রশ্ন-১. তাপশক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তর সংক্রান্ত বিজ্ঞানকে কী বলে? 

উত্তর: তাপগতিবিদ্যা। 

প্রশ্ন-২. কামানের নল ফুটো করার সময় ড্রিল দিয়ে ঘর্ষণ করে ক্রমাগত তাপ সৃষ্টি করেন কোন বিজ্ঞানী?

উত্তর:বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড। 

প্রশ্ন-৩.যান্ত্রিক কাজের সাথে তাপের সমানুপাতিক সম্পর্ক নির্ণয় করেন কে?

উত্তর:বিজ্ঞানী জুল। 

প্রশ্ন-৪. তাপগতিবিদ্যার জনক কে?

উত্তর:সাদি কার্নো। 

প্রশ্ন-৫. তাপগতিবিদ্যার কোন সূত্রকে ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়?

উত্তর:তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। 

প্রশ্ন-৬. শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না এটি তাপগতিবিদ্যার কোন সূত্রের মূল বক্তব্য?

উত্তর:তাপগতিবিদ্যার প্রথম সূত্র। 

প্রশ্ন-৭.তাপশক্তিকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না— এটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে সমর্থন করে?

উত্তর:তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। 

প্রশ্ন-৮. শক্তির বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়াকে কী বলে?

উত্তর:এনট্রপি। 

প্রশ্ন-৯. পরমশূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয় এটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে সমর্থন করে?

উত্তর:তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র ।

কুইজ-২

প্রশ্ন-১. তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তনকে কী বলা হয়? 

উত্তর: ভৌত পরিবর্তন। 

প্রশ্ন-২. কঠিন নিশাদলকে তাপ দিলে সেটি কোন অবস্থায় রূপান্তরিত হবে? 

উত্তর:গ্যাসীয় অবস্থায়। 

প্রশ্ন-৩. কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের প্রক্রিয়াটিকে কী বলা হয়? 

উত্তর:গলন। 

প্রশ্ন-৪. যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরল হতে শুরু করে সেই তাপমাত্রাকে ঐ পদার্থের কী বলে?

উত্তর:গলনাঙ্ক। 

প্রশ্ন-৫. তরল অবস্থা হতে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে কী বলে?

উত্তর:কঠিনীভবন। 

 প্রশ্ন-৬. তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তনের প্রক্রিয়াটিকে কী বলা হয়?

উত্তর:বাষ্পীভবন। 

 প্রশ্ন-৭. যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হতে শুরু করে সেই তাপমাত্রাকে ঐ পদার্থের কী বলে?

উত্তর:স্ফুটনাঙ্ক। 

প্রশ্ন-৮. গ্যাসীয় অবস্থা হতে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

উত্তর:ঘনীভবন। 

প্রশ্ন-৯. যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?

উত্তর:ঊর্ধ্বপাতন। 

প্রশ্ন-১০. যে প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থ থেকে তাপ সরিয়ে নিলে সেটি সরাসরি কঠিন অবস্থায় পরিণত হয় তাকে কী বলে?

উত্তর:অবক্ষেপণ। 

প্রশ্ন-১১. পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে ব্যবহৃত তাপকে কী বলে?

উত্তর:সুপ্ততাপ ।

কুইজ-৩ 

প্রশ্ন-১. কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে ঐ বস্তুর কী বলে?

উত্তর:তাপধারণ ক্ষমতা

প্রশ্ন-২. তাপধারণ ক্ষমতার এস.আই. একক কী ?

উত্তর:JK-1

প্রশ্ন-৩. বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত?

উত্তর:336000 Jkg-1

প্রশ্ন-৪. বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ কত?

উত্তর:2268000 Jkg-1

প্রশ্ন-৫. কোন নীতি অনুসারে একাধিক বস্তুর মধ্যে গৃহীত তাপ ও বর্জিত তাপের পরিমাণ সমান হয়?

উত্তর:ক্যালরিমিতির মূলনীতি অনুসারে

কুইজ-৪

প্রশ্ন-১. দুটি ভিন্ন ধাতব পদার্থকে একসাথে জোড়া দিয়ে কী তৈরি করা হয়? 

উত্তর:থার্মোস্ট্যাট সুইচ। 

প্রশ্ন-২. কঠিন পদার্থের যেকোনো একদিকে বৃদ্ধি বা প্রসারণকে কী বলে?

উত্তর:দৈর্ঘ্য প্রসারণ। 

প্রশ্ন-৩. 1m আয়তনের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1K বা 1°C ---

উত্তর:আয়তন প্রসারণ সহগ। 

 প্রশ্ন-৪. তাপ প্রয়োগে তরল পদার্থের শুধু কিসের পরিবর্তন ঘটে?

উত্তর:আয়তনের। 

প্রশ্ন-৫. পাত্রের প্রসারণ বিবেচনায় এনে তরলের যতটুকু প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?

উত্তর:তরলের প্রকৃত প্রসারণ। 

প্রশ্ন-৬. তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের আয়তন, চাপের সাথে কিভাবে পরিবর্তিত হয়?

উত্তর:ব্যাস্তানুপাতিকভাবে। 

প্রশ্ন-৭. চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন, তাপমাত্রার সাথে কিরূপে পরিবর্তিত হয় ।বৃদ্ধি করলে ঐ দণ্ডের আয়তন যে পরিমাণ বৃদ্ধি পায়, তাকে কী বলে?

উত্তর:সমানুপাতিকভাবে। 

প্রশ্ন-৮. সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান কত ?

উত্তর:R = 8.314 JK -1mol-1

কুইজ-৫

প্রশ্ন-১. ক্যালরি এবং জুলের মধ্যে সম্পর্ক কী?

উত্তর:1 ক্যালরি = 4.2 জুল

প্রশ্ন-২. কোন অবস্থায় পদার্থের মধ্যস্থিত তাপশক্তি সবথেকে বেশি?

উত্তর:বায়বীয় অবস্থায়। 

প্রশ্ন-৩. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা | কিরূপ?বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কী বলে?

উত্তর:নিম্নস্থিরাঙ্ক। 

প্রশ্ন-৪.প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয়, তাকে কী বলে?

উত্তর:উর্ধ্বস্থিরাঙ্ক। 

প্রশ্ন-৫. স্থিরাঙ্ক দুটির মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে?

উত্তর:মৌলিক ব্যবধান। 

প্রশ্ন-৬.সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক?

উত্তর:C/5=(F-32/9)= (K-273.15)/5.

কুইজ-৬

প্রশ্ন-১. তাপ কী?

উত্তর: তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। 

প্রশ্ন-২. তাপ সঞ্চালন পদ্ধতি কয়টি?

উত্তর:তিনটি। 

প্রশ্ন-৩. কঠিন পদার্থের ভিতর কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়?

উত্তর: পরিবহন পদ্ধতিতে।

প্রশ্ন-৪. তাপ প্রয়োগে নিজ স্থানে থেকে কম্পিত হয় কোন পদার্থের অণুগুলো?

উত্তর: কঠিন পদার্থ। 

প্রশ্ন-৫. লোহা বা অন্য কোনো ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে ধরলে তা কীসের উপর? গরম হয় হয় এবং পুরো দণ্ডে তাপ ছড়িয়ে পরার কারণ কী?

উত্তর:পরিবহন পদ্ধতিতে একটি অণু থেকে আরেকটি অণুতে কম্পনের মাধ্যমে তাপ সঞ্চালন হয়। 

প্রশ্ন-৬. কোন পদার্থের মধ্যে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? 

উত্তর:তরল ও বায়বীয়। 

প্রশ্ন-৭. পদার্থের অণুগুলোর স্থানান্তরের মাধ্যমে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে?

উত্তর:পরিচলন

প্রশ্ন-৮. তাপ দিলে গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় কোন পদার্থের অণুগুলো?

উত্তর:তরল ও বায়বীয় পদার্থের অণুগুলো। 

প্রশ্ন-৯. মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হতে পারে কোন পদ্ধতিতে?

উত্তর:বিকিরণ। 

প্রশ্ন-১০. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

উত্তর:বিকিরণ। 

প্রশ্ন-১১. আগুনের সংস্পর্শে না থাকলেও আমরা তাপ অনুভব করি কেন? 

উত্তর:আগুন থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ এসে আমাদের গায়ে লাগে বলে আমরা তাপ অনুভব করি

প্রশ্ন-১২.একাধিক পদার্থকে সংস্পর্শে আনা হলে কোন পদার্থটি তাপ দিবে আর কোনটি তাপ নিবে তা নির্ধারণ করে কোনটি?

উত্তর:তাপমাত্রা। 

প্রশ্ন-১৩. তাপমাত্রার এস.আই. একক কী?

উত্তর:কেলভিন। 

প্রশ্ন-১৪. কোনো বস্তুতে কী পরিমাণ তাপ সঞ্চিত আছে তা নির্ভর করে? 

উত্তর:উপাদান, ভর, তাপমাত্রা এবং সর্বোপরি আপেক্ষিক তাপের উপর। 

প্রশ্ন-১৫. দুটি ভিন্ন বস্তুতে সমান তাপ প্রয়োগে কার তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে?

উত্তর:যার আপেক্ষিক তাপ কম। 

প্রশ্ন-১৬. একই উপাদানের ভিন্ন ভরের দুটি বস্তুতে সমান তাপ প্রয়োগ করলে কোনটিতে কেমন তাপ সঞ্চিত হবে তাপ কীসের উপর নির্ভর করে? 

উত্তর:তাপ ধারণক্ষমতার উপর। 

প্রশ্ন-১৭. তাপের প্রবাহ কোন দিকে হয়?

উত্তর: উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে।

 কুইজ :এইচ এস সি আইসিটি ৪র্থ অধ্যায়  ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url