পদার্থের অবস্থা,পদার্থের গঠন,পর্যায় সারণি,রাসায়নিক বন্ধন এর কুইজ

নবম শ্রেণীর বিজ্ঞান-2024

2024 সালের নতুন হ্যান্ড নোট বিজ্ঞান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিজ্ঞান

সম্পূর্ণ পাঠ : রসায়ন

অধ্যায় ৪:পদার্থের অবস্থা এর কুইজ 

অধ্যায় ৫:পদার্থের গঠন এর কুইজ 

অধ্যায় ৬:পর্যায় সারণি এর কুইজ 

অধ্যায় ৭:রাসায়নিক বন্ধন এর কুইজ 

বিজ্ঞান কুইজ  সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


State-of-matter-structure-of-matter-periodic-table-chemical-bond-quiz



পেজ সূচিপত্র :  রসায়ন (সম্পূর্ণ অধ্যায়:৪,৫,৬,৭)এর কুইজ 

বায়ু দূষণ

কুইজ-১

প্রশ্ন-১. রাদারফোর্ড কত সালে তাঁর পরমাণু মডেল উপস্থাপন করেন? 

উ:১৯১১  সালে

প্রশ্ন-২. রাদারফোর্ডের পরমাণু মডেলকে কী নাম দেওয়া হয়েছে? 

উ:সৌর মডেল

প্রশ্ন-৩.বোর কত সালে তাঁর পরমাণু মডেল উপস্থাপন করেন? 

উ:1913 সাল

প্রশ্ন-৪.পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনসমূহ কীভাবে সজ্জিত থাকে তা সম্পর্কে কোনো ধারণা কোন মডেলে নাই?

উ:রাদারফোর্ড মডেল

প্রশ্ন-৫. আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি, ইলেকট্রনের গতিবেগ ও শক্তি ইত্যাদি সম্পর্কে কোনো ধারণা কোন মডেলে নাই?

উ:রাদারফোর্ড 

প্রশ্ন-৬. কোন মডেল পারমাণবিক বর্ণালি ব্যাখ্যা করতে পারে নাই?

উ:রাদারফোর্ড পরমাণু মডেল

প্রশ্ন-৭. ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনকালে কোনো শক্তির গো বিকিরণ করে না। এই তথ্য দেন কে?

উ:বিজ্ঞানী নীলস বোর

কুইজ-২

প্রশ্ন-১. একটি ইলেকট্রনের ভর একটি H পরমাণুর ভরের কতগুণ?

উ:1/1837

প্রশ্ন-২. একটি ইলেকট্রনের প্রকৃত চার্জ কত?

উ:-1.602✖10^-19 C

প্রশ্ন-৩. একটি ইলেকট্রনের আপেক্ষিক ভর কত?

উ:0(শূন্য ধরা হয়)

প্রশ্ন-৪. হাইড্রোজেন পরমাণু থেকে 1টি ইলেকট্রন অপসারণের পর যা তাকে কী বলে?

উ:প্রোটন

প্রশ্ন-৫. নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তিস্তরে কোনটি থাকে?

উ:ইলেকট্রন

প্রশ্ন-৬. একটি নিউট্রনের প্রকৃত ভর কত?

উ:1.675✖10^-27 kg

প্রশ্ন-৭. একটি নিউট্রনের আপেক্ষিক ভর কত?

উ: 1;

প্রশ্ন-৮. একটি নিউট্রনের প্রকৃত চার্জ (আধান) কত? পাওয়া যায় তাকে কী বলে?

উ: 0

প্রশ্ন-৯. একটি নিউট্রনের আপেক্ষিক চার্জ (আধান) কত?

উ: 0

প্রশ্ন-১০.পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত চার্জবিহীন কণিকাকে কী বলে? 

উ:নিউট্রন

প্রশ্ন-১১. কোন কণিকা নিউক্লিয়াসের ভিতরে নিষ্ক্রিয় কিন্তু নিউক্লিয়াসের বাহিরে খুবই সক্রিয়?

উ:নিউট্রন

প্রশ্ন-১২. একটি হাইড্রোজেনের ভর বেশি নাকি নিউট্রনের?

উ:নিউট্রনে

কুইজ-৩

প্রশ্ন-১. পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন কীভাবে সজ্জিত আছে তার প্রকাশকে কী বলে?

উ:ইলেকট্রন বিন্যাস 

প্রশ্ন-২. পরমাণুর প্রধান শক্তিস্তরগুলো কী কী?

উ: K, L, M, N, O, P, Q; 

প্রশ্ন-৩. চতুর্থ কক্ষপথ পর্যন্ত প্রতিটি প্রধান কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয়?

উ:2n2; 

প্রশ্ন-৪. M শেল এ সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?

উ:18 

 প্রশ্ন-৫. উপশক্তিস্তর গুলো কী কী?

উ:s,p,d.f;

প্রশ্ন-৬. 1 = 0 হলে সেটি কোন উপশক্তিস্তরকে নির্দেশ করে? 

উ:s;

প্রশ্ন-৭. 1 = 1 হলে সেটি কোন উপশক্তিস্তরকে নির্দেশ করে? 

উ:p;

প্রশ্ন-৮. 1 = 2 হলে সেটি কোন উপশক্তিস্তরকে নির্দেশ করে? 

উ:d;

প্রশ্ন-৯. 1 = 3 হলে সেটি কোন উপশক্তিস্তরকে নির্দেশ করে? 

উ:f;

প্রশ্ন-১০. 3d এর মান নির্ণয় করো। 

উ:(n+1)=3+2=5

প্রশ্ন-১১. 4s এর মান নির্ণয় করো ।

উ:(n+1)=4+0=4

প্রশ্ন-১২. যেকোনো উপশক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয়? 

উ:2(21 + 1)

প্রশ্ন-১৩. p-উপশক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?

উ:ছয়টি

প্রশ্ন-১৪. d-উপশক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?

উ:দশটি

প্রশ্ন-১৫.অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো।

উ:Al(13)

প্রশ্ন-১৬. পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো ।

উ:K(19)

প্রশ্ন-১৭. Fe এর ৩য় শক্তিস্তরে মোট কতটি ইলেকট্রন থাকে?

উ:14টি

প্রশ্ন-১৮. Cu এর ৩য় শক্তিস্তরে মোট কতটি ইলেকট্রন থাকে? 

উ: 1৪টি

প্রশ্ন-১৯. Cr এর প্রকৃত স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কোনটি? 

উ:Cr(24)=1s22s 2p6 3s2 3p6 3d0 4s1

প্রশ্ন-২০. Cu এর প্রকৃত স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কোনটি?

উ:1s2 2s 2p6 3s2 3p6d10 4s1

কুইজ-৪

প্রশ্ন-১. কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কী বলে?

উ:পারমাণবিক সংখ্যা

প্রশ্ন-২. পারমাণবিক সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? 

উ:Z

প্রশ্ন-৩. অক্সিজেন মৌলের পারমাণবিক সংখ্যা কত?

উ:আট 

প্রশ্ন-৪. সোডিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত?

উ:11

প্রশ্ন-৫. কোনো মৌলের পরমাণুর প্রোটন ও নিউট্রিনের মোট সংখ্যাকে কী বলে?

উ:ভর সংখ্যা

প্রশ্ন-৬. ভরসংখ্যা কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?

উ:A

প্রশ্ন-৭. কার্বনের (C) ভর সংখ্যা কত?

উ:12

প্রশ্ন-৮. অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা কত?

উ:16

প্রশ্ন--৯. 1amu or 1 u এর মান কত?

উ:1.661

প্রশ্ন-১০.“Cu আইসোটোপের পারমাণবিক ভর কত? 

উ:62.9295975u

প্রশ্ন-১১. 107Ag আইসোটপের পারমাণবিক ভর কত?

উ:106.9050915u

প্রশ্ন-১২. 7CI আইসোটপের পারমাণবিক ভর কত?

উ:36.956u

প্রশ্ন-১৩. 235U আইসোটোপের পারমাণবিক ভর কত?

উ:235.0439299u

প্রশ্ন-১৪. "C আইসোটোপের পারমাণবিক ভর কত?

উ:13.003355u

প্রশ্ন-১৫.Na এর 1টি পরমাণুর ভর বা পারমাণবিক ভর কত?

উ:22.989u

প্রশ্ন-১৬. কার্বনের 1টি পরমাণুর ভর বা পারমাণবিক ভর কত?

উ:12.011u

 প্রশ্ন-১৭. ক্লোরিনের গড় পারমাণবিক ভর কত?

উ:35.4544

কুইজ-৫

প্রশ্ন-১. আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে অণুর ভর বের করা। 

উ:আপেক্ষিক আণবিক ভর

প্রশ্ন-২. CO2 এর আপেক্ষিক আণবিক ভর কত?

উ:44u

প্রশ্ন-৩. CaCl2 এর আপেক্ষিক আণবিক ভর কত?

উ:111u

প্রশ্ন-8. Na2CO3 এর আপেক্ষিক আণবিক ভর কত? 

উ:106u

কুইজ-৬love

প্রশ্ন-১. বিজ্ঞানী ডোবেরাইনার কোন তিনটি মৌলকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন?

উ:ক্লোরিন ব্রোমিন আয়োডিন

প্রশ্ন-২. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কতটি আনুভূমিক সারি ও কতটি ?

উ:12টি আনুভূমিক সারি ও ৪টি খাড়া কলাম

প্রশ্ন-৩. আর্গন ও পটাশিয়ামের পারমাণবিক ভর কত?

উ: আর্গনের পারমাণবিক ভর 40 ও  পটাশিয়ামের পারমাণবিক ভর 39;8

প্রশ্ন-৪. পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণিতে সাজানোর প্রস্তাব দেন কে?

উ:বিজ্ঞানী মোসলে

প্রশ্ন-৫. আর্গন ও পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

উ:আর্গনের পারমাণবিক সংখ্যা 18 ও পটাশিয়ামের পারমাণবিক 19;

প্রশ্ন-৬. IUPAC এর পূর্ণরূপ কী?

উ:International Union of Pure and Applied Chemistry.

প্রশ্ন-৭. ল্যাভয়সিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন? 

উ:33টি মৌল;

প্রশ্ন-৮. আধুনিক পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কতটি? খাড়া কলম ছিল?

উ:11৪ টি

কুইজ-৭

প্রশ্ন-১.পর্যায় সারণির বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে কী বলে ? 

উ:পর্যায়; 

প্রশ্ন-২.পর্যায় সারণির খাড়া কলামগুলোকে কী বলে?

উ: গ্রুপ বা শ্রেণি;

প্রশ্ন-৩. পর্যায় সারণিতে পর্যায় ও গ্রুপ কতটি?

উ:7টি পর্যায় ও 1৪টি গ্রুপ;

প্রশ্ন-৪. ল্যান্থানাইড মৌলগুলো কততম পর্যায়ে আছে?

উ:৬ষ্ঠ পর্যায়ে;

প্রশ্ন-৫. অ্যাক্টিনাইড মৌলগুলোকে কততম পর্যায়ে আছে?

উ: ৭ম পর্যায়ে;

প্রশ্ন-৬. পর্যায় 5 এ কতটি মৌল আছে।

উ: 1৪টি; 

প্রশ্ন-৭. গ্রুপ 3 এ কতটি মৌল আছে?

উ: 32টি,

প্রশ্ন-৮. ল্যান্থানাইড সারির মৌল কতটি?

উ:15টি,

প্রশ্ন-৯. অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত হতে কত পর্যন্ত?

উ:89-103পর্যন্ত

কুইজ-৮


প্রশ্ন-১. কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান  শক্তিস্তরের সংখ্যা দ্বারা কী নির্দেশ করা যায়?

উ:মৌলটি কততম পর্যায় রয়েছে তা; 

প্রশ্ন-২. লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো ।

উ:Li(3) ⇒ 1s2 2s';

প্রশ্ন-৩. পটাশিয়াম কততম পর্যায়ের মৌল?

উ: চতুর্থ; 

প্রশ্ন-৪. হাইড্রোজেন কোন গ্রুপ বা শ্রেণির মৌল?

উ: প্রথম; 

প্রশ্ন-৫. বোরনের শেষ কক্ষপথে s ও p অরবিটালে কতটি ইলেকট্রন আছে?

উ:s অরবিটালে 2টি ও p  অরবিটালে  1টি  ইলেকট্রন আছে;

প্রশ্ন-৬. আয়রনের পারমাণবিক সংখ্যা কত?

উ:26

কুইজ-৯

প্রশ্ন-১. হাইড্রোজেন কী ধাতু না অধাতু?

উ:অধাতু;

প্রশ্ন-২. কিছু তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুর প্রতীক লেখো । 

উ:Na K Rb Cs Fr;

প্রশ্ন-৩. হাইড্রোজেনকে কোন গ্রুপে স্থান দেওয়া হয়েছে?

উ:গ্রুপ-1 এ; 

 প্রশ্ন-৪. হ্যালোজেন মৌল কোনগুলো?

উ:F, Cl, Br, I ইত্যাদি; 

প্রশ্ন-৫. ল্যান্থানাইড সারির মৌলগুলোর পর্যায় ও গ্রুপ নম্বর কত? 

উ:6 নম্বর পর্যায় ও 3 নম্বর গ্রুপ:

প্রশ্ন-৬. অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর পর্যায় ও গ্রুপ নম্বর কত?

উ:7 নম্বর পর্যায় ও 3 নম্বর গ্রুপ:

কুইজ-১০

প্রশ্ন-১. কোনো মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারলে তার কোন -- 

উ: অধাতব ধর্ম;

প্রশ্ন-২. পর্যায় সারণিতে যেকোনো পর্যায়ের বাম হতে ডানে গেলে ধর্ম বেশি হবে?

উ: অধাতব ধর্ম বৃদ্ধি পায়;

প্রশ্ন-৩. যেসকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে --

উ:উপধাতু বা অপধাতু;

প্রশ্ন-৪. কয়েকটি অপধাতুর উদাহরণ দাও ।

উ:সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম । 

প্রশ্ন-৫. কোনো পর্যায়ে বাম হতে ডানে গেলে পরমাণুর আকারের কীরূপ এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আনে পরিবর্তন ঘটে?

উ:পরমাণুর আকার হ্রাস পায়;

প্রশ্ন-৬. যেকোনো গ্রুপে উপর হতে নিচের দিকে গেলে আয়নিকরণ শক্তির কীরূপ পরিবর্তন ঘটে?

উ:আয়নিকরণ শক্তি হ্রাস পায়;

 প্রশ্ন-৭. যেকোনো পর্যায়ে বাম হতে ডানে গেলে কোন কোন এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে কী বলে? 

উ:আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ অধাতব ধর্ম; 

প্রশ্ন-৮, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গা করলে যে শক্তি নির্গত হয় তাকে ঐ মৌলের কী বলে?

উ:ইলেকট্রন আসক্তি।

কুইজ-১১

প্রশ্ন-১. 2016 সাল পর্যন্ত পৃথিবীতে কতটি মৌল আবিষ্কার করা হয়েছে? 

উ:11৪টি; 

প্রশ্ন-২. মৌলের কিছু ভৌত ধর্ম উল্লেখ করো ।

উ:গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব ও কঠিন/তরল/ গ্যাসীয় অবস্থা; 

প্রশ্ন-৩. মৌলের কিছু রাসায়নিক ধর্ম উল্লেখ করো ।

উ:অক্সিজেন, পানি, এসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া;

প্রশ্ন-৪. পর্যায় সারণিতে কতটি পর্যায় ও কতটি গ্রুপ আছে?

উ: 7টি পর্যায় ও 18টি গ্রুপ;

প্রশ্ন-৫. বিজ্ঞানী মেন্ডেলিফ তার পর্যায় সারণিতে কতটি মৌলকে স্থান দিয়েছিলেন?

উ: 63টি মৌলকে

কুইজ-১২

প্রশ্ন-১. কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে কী  বলে?

উ: যোজ্যতা ইলেকট্রন;

প্রশ্ন-২. কোনো মৌল যৌগ গঠনের সময় যে কয়টি ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ অথবা শেয়ার করে, সেই সংখ্যাকে কী বলে?

উ:যোজনী; 

প্রশ্ন-৩. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?

উ: 6

প্রশ্ন-৪. পটাশিয়াম (K) এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?

উ:1

প্রশ্ন-৫. কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সে মৌলের যোজনীকে কী বলে? 

উ:পরিবর্তনশীল যোজনী;

 প্রশ্ন-৬. কোনো যৌগে মৌলের যে যোজনী কার্যকর অবস্থায় থাকে তাকে কী বলে?

উ: সক্রিয় যোজনী;

প্রশ্ন-৭. কোনো যৌগে মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী পার্থক্যকে কী বলে? 

উ:সুপ্ত যোজনী; 

প্রশ্ন-৮. সালফার (S) মৌলের যোজনী কত?

উ: 2, 4, 6; 

প্রশ্ন-৯. কপার (Cu) এর যোজনী কত?

উ:1 ও 2;

 প্রশ্ন-১০. ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 

উ: 5; 

প্রশ্ন-১১. FeCl3; যৌগে Fe এর যোজনী কত? 

উ:3; 

 প্রশ্ন-১২. PCl5, যৌগে P এর সুপ্ত যোজনী কত?

উ:P এর সুপ্ত যোজনী = P এর সর্বোচ্চ যোজনী- P এর সক্রিয় যোজনী, = 5 - 3 = 2;

 প্রশ্ন-১৩. SO3, যৌগে s এর সক্রিয় যোজনী কত?

উ: 6;

 প্রশ্ন-১৪. যখন দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে মিলিত হয়ে একটি দল বা গ্রুপ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া একটি পরমাণুর ন্যায় আচরণ করে তখন ঐ দল বা গ্রুপকে কী বলে?

উ:যৌগমূলক;

প্রশ্ন-১৫. একটি ধনাত্মক যৌগমূলকের উদাহরণ দাও । 

উ:NH (অ্যামোনিয়াম);

প্রশ্ন-১৬, একটি ঋণাত্মক যৌগমূলকের উদাহরণ দাও । 

উ:SO4 2- (সালফেট);

প্রশ্ন-১৭.ফসফেট মূলকের সংকেত লেখো। 

উ:PO43- ;

প্রশ্ন-১৮. ফসফোনিয়াম মূলকের সংকেত লেখো ।

উ: PH+4 ;

প্রশ্ন-১৯. সালফাইট মূলকের চার্জ সংখ্যা লেখো । 

উ: –2

প্রশ্ন-২০. সালফেট মূলকের যোজনী কত?

উ:1 2

কুইজ-১৩

প্রশ্ন-১. মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে কী বলে? 

উ:সংকেত;

প্রশ্ন-২. নাইট্রোজেন অণুর সংকেত কী? 

উ: N2;

প্রশ্ন-৩. ওজোন গ্যাসের সংকেত কী?

উ:O3;

প্রশ্ন-৪. ফসফরাসের সত্যিকার সংকেত কোনটি? 

উ: P4;

প্রশ্ন-৫. সালফারের সত্যিকার সংকেত কোনটি?

উ:S8; 

প্রশ্ন-৬. ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? 

উ:Mg3(PO4)2;

প্রশ্ন-৭. একাধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে কী বলে?

উ:যৌগিক অণু।

কুইজ-১৪

প্রশ্ন-১. যে সকল গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না  তাদেরকে  কী বলে?

উ:নিষ্ক্রিয় গ্যাস; 

প্রশ্ন-২. নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টি?

উ: 7 টি;

প্রশ্ন-৩. কোন গ্যাসকে নোবেল বা অভিজাত গ্যাস বলা হয়? 

উ:নিষ্ক্রিয় গ্যাসকে;

প্রশ্ন-৪. বাতাসে নিষ্ক্রিয় গ্যাসের শতকরা পরিমাণ কত? 

উ:1%;

প্রশ্ন-৫. হিলিয়াম গ্যাসের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 

উ: ২টি;

প্রশ্ন-৬. নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী?

উ: He, Ne, Ar, Kr, Xe Rn, Og; 

প্রশ্ন-৭. নিষ্ক্রিয় গ্যাস ওগানেসন এর প্রতীক কী?

উ:Og; 

প্রশ্ন-৮. নিষ্ক্রিয় গ্যাস রেডনের (Rn) পারমাণবিক সংখ্যা কত? 

উ:86; 

প্রশ্ন-৯. পর্যায় সারণির সর্বশেষ আবিষ্কৃত মৌল কোনটি?

উ: Og (ওগানেসন);

 প্রশ্ন-১০. পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের নিষ্ক্রিয় মৌল কোনটি? তাদেরকে কী বলে?

উ: Kr(36), ক্রিপ্টন; 

প্রশ্ন-১১. অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন অথবা শেয়ার করে তার সর্বশেষ শক্তিস্তরে ৮  টি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করাকে কী বলে?

উ:অষ্টক নিয়ম; 

প্রশ্ন-১২. অণু গঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এই নিয়মকে কী বলে?

উ:‘দুই' এর নিয়ম।

কুইজ-১৫

প্রশ্ন-১. ধাতুর আয়নিকরণ শক্তির মান কেমন?

উ:কম; 

প্রশ্ন-২. অধাতুর ইলেকট্রন আসক্তির মান কেমন?

উ:বেশি; 

প্রশ্ন-৩. ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে কী বলে?

উ:আয়নিক যৌগ

প্রশ্ন-৪. দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন কী বলে? গঠন করে তাকে কী বলে?

উ: সমযোজী বন্ধন; 

প্রশ্ন-৫. NaCl, CaO, CaCl2 এরা কী ধরনের যৌগ?

উ:আয়নিক যৌগ;

প্রশ্ন-৬. একই মৌলের দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে  যে অণু গঠন করে তাকে কী বলে?

উ:মৌলিক অণু; 

প্রশ্ন-৭. ভিন্ন মৌলের দুটি অধাতব পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে কী বলে?

উ:যৌগিক অণু;

প্রশ্ন-৮.Cl2, H2, O2, N2 এরা কী ধরনের অণু? 

উ:মৌলিক অণু;

প্রশ্ন-৯. NH3, H2O, CO2 এরা কী ধরনের অণু?

উ:যৌগিক অণু;

প্রশ্ন-১০. কোন কোন সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়?

উ: গ্লুকোজ, চিনি, অ্যালকোহল;

প্রশ্ন-১১. ধাতব খণ্ডে পরমাণুসমূহ যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে  কী বলে?

উ: ধাতব বন্ধন; 

প্রশ্ন-১২. কোন কারণে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী?

উ: সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য; 

প্রশ্ন-১৩. ধাতব পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হয়। এই ধাতব আয়নকে কী বলে?

উ:পারমাণবিক শাঁস।

কুইজ-১৬

প্রশ্ন-১. আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কী বলে? 

উ:কণার গতিতত্ত্ব

প্রশ্ন-২. সকল পদার্থ কী দ্বারা গঠিত?

উ: ক্ষুদ্র ক্ষুদ্র কণা;

প্রশ্ন-৩. কোন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি?

উ:কঠিন পদার্থ; 

প্রশ্ন-৪. কোন বস্তুর আন্তঃকণা আকর্ষণ শক্তি একেবারেই নেই বললেই চলে?

উ:গ্যাসীয় বস্তুর;

প্রশ্ন-৫. কোন বস্তুর নির্দিষ্ট আয়তন থাকলেও আকার নেই ? 

উ: তরল বস্তুর; 

প্রশ্ন-৬. কোন পদার্থের কণাগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে?

উ:গ্যাসীয় পদার্থ।

কুইজ-১৭

প্রশ্ন-১. কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কী বলে? 

উ:ব্যাপন;

প্রশ্ন-২. NH3, এবং HCI এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি?

উ:ব্যাপন; 

প্রশ্ন-৩. ঘরের ভিতর পারফিউমের খোলা বোতল রাখলে তার সুগন্ধ কোন প্রক্রিয়ায় ঐ ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে।

উ: NH3;

প্রশ্ন-৪. NH3, এবং HCI বিক্রিয়া করে কোনটি উৎপন্ন করে?

উ:NH4Cl;

প্রশ্ন-৫.বদ্ধ কাচনলের এক প্রান্তে NH4OH এবং অন্য প্রান্তে HCl সিক্ত তুলা নিয়ে উভয় প্রান্ত বন্ধ করে দিলে NH4OH বিয়োজিত হয়ে NH3উৎপন্ন করে যা HCl এর বিক্রিয়া করে NH4CI এর সাদা ধোঁয়া তৈরি করে । এই ধোঁয়া কোন প্রান্তের দিকে সৃষ্টি হবে?

উ: যে প্রান্তে HCl নেওয়া হয়েছে;

প্রশ্ন-৬. যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কেমন?

উ: কম;

প্রশ্ন-৭. যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার কেমন?

উ:বেশি ।

কুইজ-১৮

প্রশ্ন-১. কোনো পাত্রে রাখা গ্যাস বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্র পথ  দিয়ে সজোরে বেরিয়ে আসাকে কী বলে? 

উ:নিঃসরণ;

প্রশ্ন-২,আমরা বিভিন্ন যানবাহনে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করি?

উ:CNG; 

প্রশ্ন-৩. CNG মূলত কোন গ্যাস?

উ: CH4 (মিথেন);

প্রশ্ন-৪. বাসাবাড়িতে জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়?

উ:প্রোপেন (C3H8) ও বিউটেন (C4H10); 

প্রশ্ন-৫. গ্যাসপাত্রের ভেতরের এবং বাইরের চাপের পার্থক্যের কারণে কোনটি ঘটে?

উ: নিঃসরণ;

প্রশ্ন-৬.গাড়ির চাকার টিউবের ছিদ্রপথে কোন প্রক্রিয়ায় বাতাস বের হয়?

উ:নিঃসরণ; 

প্রশ্ন-৭. ফুলের সুগন্ধ ও H2S গ্যাসের দুর্গন্ধ কোন প্রক্রিয়ায় বাতাসে ছড়িয়ে পড়ে?

উ: ব্যাপন প্রক্রিয়ায়;

 প্রশ্ন-৮. কোন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসপাত্রের ভিতরের এবং বাইরের বায়ুচাপ একই থাকে? 

উ: ব্যাপন; 

প্রশ্ন-৯. কোন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসপাত্রের ভেতরে অধিক চাপ এবং বাহিরে কম চাপ থাকে?

উ:নিঃসরণ। 

কুইজ-১৯

প্রশ্ন-১. যে প্রক্রিয়ায় কোনো মিশ্রণের তরল উপাদানকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করে মিশ্রণ থেকে পৃথক করা হয় তাকে কী বলে?

উ:পাতন; 

 প্রশ্ন-২. কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণকে অংশ কলামযুক্ত একটি ফ্লাস্কে তাপ প্রয়োগ করে পৃথক করার পদ্ধতিতে কী বলে?

উ:আংশিক পাতন; 

প্রশ্ন-৩. অপরিশোধিত তেলের বিশোধনে কোন পদ্ধতি অবলম্বন করা  হয়?

উ: আংশিক পাতন;

প্রশ্ন-৪. যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?

উ:ঊর্ধ্বপাতন; 

প্রশ্ন-৫. NH4Cl, C10H16O12, AlCl3, এগুলো কী ধরনের পদার্থ?

উ:ঊর্ধ্বপাতিত পদার্থ;

 প্রশ্ন-৬. যে সকল পদার্থকে তাপ দিলে তা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে কী বলে? 

উ: উর্ধ্বপাতিত পদার্থ

প্রশ্ন-৭. কঠিন কার্বন ডাইঅক্সাইড [CO2(s)] কে তাপ দিলে তা তরল না হয়ে বাষ্পে পরিণত হয় কোন প্রক্রিয়ায়?

উ: ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়;

প্রশ্ন-৮. খাবার লবণের (NaCl) সঙ্গে নিশাদল (NH, CI) মিশ্রিত থাকলে কোন প্রক্রিয়ায় NHCI কে আলাদা করা যাবে?

উ:ঊর্ধ্বপাতন ।

কুইজ-২০

প্রশ্ন-১. যে সকল খনিজ হতে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা হয় তাদেরকে কী বলে?

উ:আকরিক;

প্রশ্ন-২. লেড ধাতুর আকরিক কোনটি?

উ:PbS (গ্যালেনা); 

প্রশ্ন-৩. অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক কোনটি?

উ:Al2O3.2H2O (বক্সাইট); 

প্রশ্ন-৪. ক্যালসিয়ামের আকরিক কোনটি?

উ:CaCO3 (চুনাপাথর);

প্রশ্ন-৫. জিংক (Zn) ধাতুর আকরিক কোনগুলো?

উ:ZnS (জিংক ব্লেন্ড), ZnCO, কুইজ ২০ (ক্যালামাইন);

প্রশ্ন-৬. কপার (Cu) ধাতুর আকরিক কোনগুলো?

উ:CuFeS2 (কপার পাইরাইট), Cu2S (চালকোসাইট); 

প্রশ্ন-৭. HgS (সিন্নাবার) কোন ধাতুর আকরিক?

উ:Hg (মার্কারি); 

প্রশ্ন-৮. আয়রনের কোন খনিজ হতে আয়রন ধাতু নিষ্কাশন করা যায় না? 

উ: FeS2 (আয়রন পাইরাইটস);

প্রশ্ন-৯. অ্যালুমিনিয়ামের কোন খনিজ হতে লাভজনক উপায়ে AI ধাতু নিষ্কাশন করা যায় না?

উ: কাদামাটি।

কুইজ-২১

প্রশ্ন-১. World Health Organization (WHO) বা বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে সেই অবস্থাকে কী বলে? 

উ:বায়ু দূষণ; 

প্রশ্ন-২. যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ায় কী কী উপাদান থাকে?

উ:কার্বন মনোক্সাইড, কার্বনডাই অক্সাইড এবং নাইড্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ; 

প্রশ্ন-৩. শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়ায় কী কী ক্ষতিকর উপাদান থাকে?

উ: CO, CO2, SO2 ইত্যাদি ।

প্রশ্ন-৪. ১৯৪৫ সালে হিরোশিমা নাগাসাকিতে কীসের বিস্ফোরণ  ঘটেছিল?

উ:পারমাণবিক বোমার;

প্রশ্ন-৫. ডিজেল বা পেট্রোল^ চালিত যানের তুলনায় কী দ্বারা চালিত যানের দূষণ মাত্রা অনেক কম?

উ:সিএনজি (CNG); 

 প্রশ্ন-৬. কতটি সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষন স্টেশন (Continuous Air Monitoring Station বা CAMS) চালু রয়েছে? 

উ:১১টি;

প্রশ্ন-৭. ইটভাটার মাধ্যমে দূষণে হ্রাসের লক্ষে ইট প্রস্তুত ও ভাটা স্থান নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয়?

উ:২০১৩ সালে;

প্রশ্ন-৮. শিল্প দূষণ রোধে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়?

উ:১৯৯৫ সালে;

প্রশ্ন-৯. শিল্প দূষণ রোধে পরিবেশ সংরক্ষণ বিধিমালা কত সালে প্রণয়ন করা হয়?

উ:১৯৯৭ সাল ।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. আন্তঃআণবিক শক্তি কাকে বলে?

উত্তর: যে শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরস্থ অণুসমূহ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে, তাকে আন্তঃআণবিক শক্তি বলে । 

২.কণার গতিতত্ত্ব কাকে বলে?

উত্তর: যে তত্ত্বের মাধ্যমে পদার্থের কণাসমূহ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় গতিশীল থাকে তা জানা যায় তাকেকণার গতিতত্ত্ব বলে ।

৩. ব্যাপন কাকে বলে?

উত্তর: কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

৪. আয়তন কাকে বলে?

উত্তর: কোনো বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে তার আয়তন বলে ।

৫. ব্যাপন হার কী?

উত্তর: একক সময়ে কোন বস্তুর যে পরিমাণ, পদার্থ স্বত:স্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাই ঐ বস্তুর ব্যাপন হার।

৬. নিঃসরণ কাকে বলে? অথবা, অণুব্যাপন কী?

উত্তর: সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে ।

৭. বাষ্পীভবন কাকে বলে?

উত্তর: তাপ প্রয়োগে কোনো পদার্থের তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে ।

৮. স্ফুটনাঙ্ক কাকে বলে?

উত্তর: স্বাভাবিক চাপে (latm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে ঐ পদার্থের স্ফুটনাঙ্ক বলে।

৯.গলনাঙ্ক কি ?

উ: স্বাভাবিক চাপে (I am) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে। 

১০. পাতন কাকে বলে?

উত্তর: তাপ প্রয়োগে তরুণকে বাষ্পে রূপান্তর ও শীতলকরণে ঘনীভূত হয়ে একই তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পাতন বলে।

১১. উর্ধ্বপাতন কাকে বলে?

উত্তর: যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি ন্যাসে এবং ঠাণ্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তাকে উর্ধ্বপাতন বলে।

১২. ঘনীভবন কাকে বলে?

উত্তর: কোনো পদার্থকে এর বাষ্পীয় অবস্থা থেকে শীতল করে তরল অবস্থায় পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।'

১৩. ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে?

উত্তর: যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং শীতলীকরণের ফলে পুনরায় গ্যাসীয় হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে।

১৪. শুষ্ক বরফ কাকে বলে?

উত্তর: কঠিন CO, কে শুষ্ক বরফ বা dry ice বলে । 

১৫. পরমাণু কাকে বলে?

উত্তর: মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে । 

১৬. অণু কাকে বলে?

উত্তর: মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে অণু বলে।

১৭. নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে?

অথবা, ভরসংখ্যা কাকে বলে?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলে।

১৮. মৌলিক কণিকা কী?

উত্তর: পরমাণু অতি সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত, এরূপ সূক্ষ্ম কণিকাগুলোকে পরমাণুর মৌলিক কণিকা বলে।

১৯. ইলেকট্রন কী?

উত্তর: ইলেকট্রন হলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থিত নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকা।

২০. প্রোটন কী?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকা হলো প্রোটন ।

২১. নিউট্রন কী ?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিরপেক্ষ চার্জযুক্ত মৌলিক কণিকাকে নিউট্রন বলে ।

২২. অরবিট কাকে বলে?

উত্তর: নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার যে স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ আবর্তন করে তাকে অরবিট বলে।

২৩. অরবিটাল কী?

উত্তর: নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তনশীল ও নির্দিষ্ট। শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের সর্বাধিক প্রাপ্তির সম্ভাবনা থাকে, ভালে অরবিটাল বলে।

২৪. শক্তিস্তর কাকে বলে?

উত্তর: কোনো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, সেই কক্ষপথগুলোকে ঐ পরমাণুর। শক্তিস্তর বলে।

২৫. বর্ণালি কী?

উত্তর: পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণের ফলে এর শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমনকালে যে আলোক রশ্মির সৃষ্টি হয় তাকে বর্ণালি বলে ।

২৬. ম্যাক্সওয়েলের তত্ত্ব কী?

উত্তর: “কোনো আধানযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পরে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে ও এর আবর্তনচর ধীরে ধীর ছোট হতে থাকবে।”

২৭. ইলেকট্রন বিন্যাস কাকে বলে?

উত্তর: কোনো পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে কয়টি ইলেকট্রন কীভাবে আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে।

২৮. আইসোটোপ কাকে বলে?

উত্তর: বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়।

২৯. তেজস্ক্রিয়তা কী?

উত্তর: কোনো পরমাণুর নিউক্লিয়াসে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি (আলফা, বিটা, গামা) বিকিরণ করে নিউক্লিয়াসের পরিবর্তন হওয়াকে তেজষ্ক্রিয়তা বলে।

৩০. তেজস্ক্রিয় আইসোটোপ কী?

উত্তর: মৌলের যেসব আইসোটোপ স্বঃস্ফুর্তভাবে ভেঙে গিয়ে আলফা (a.), বিটা (B) ও গামা (y) ইত্যাদি রশ্মি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।

৩১. IUPAC কী?

উত্তর: International Union of Pure and Applied Chemistry এর সংক্ষিপ্ত রূপ হলো IUPAC এর অর্থ- আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা।

৩২. পর্যায় সারণি কাকে বলে?

উত্তর: আবিষ্কৃত মৌলগুলোকে তাদের ধর্ম, বৈশিষ্ট্য ও ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানোর জন্য যে ছক ব্যবহার করা হয়েছে তাকে পর্যায় সারণি বলে।

৩৩. ত্রয়ী সূত্রটি লেখো।

উত্তর: তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে পর পর সাজালে দেখা যায় যে, মাঝের মৌলটির পারমাণবিক ভর ১ম ও ৩য় মৌলের পারমাণবিক ভরের গাণিতিক গড়ের 
সমান বা কাছাকাছি। ( বিজ্ঞানী ডোবেরাইনারের নামানুসারে) একে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে ।

৩৪. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।

উত্তর: অণু গঠনকালে কোনো মৌল গ্রহণ বা বর্জন বা শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ শক্তিস্তরে আটটি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিকটতম নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করাবে 
অষ্টক নিয়ম বা অষ্টক তত্ত্ব বলে।

৩৫. সংশোধিত মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। 

অথবা, 

আধুনিক পর্যায় সূত্র অথবা, পর্যায় সূত্রটি লেখো।

উত্তর: “মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।" 

৩৬. নিউল্যান্ডের অষ্টক সূত্র বিবৃতি করো?

উত্তর: মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে দেখা যায় যে কোনো প্রথম মৌল থেকে শুরু করে অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে।

৩৭. পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে?

উত্তর: পর্যায় সারণিতে একই পর্যায়ভুক্ত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের যে সকল ধর্ম ধারাবাহিকভাবে পরিবর্তিত হয় সেই ধর্মসমূহকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে। 

৩৮. ইলেকট্রন আসক্তি কী?

উত্তর: গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ঐ 
মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

৩৯. হ্যালোজেন কাকে বলে?

উত্তর: পর্যায় সারণির গ্রুপ-17 তে অবস্থিত মৌল F, CI, Br, I, At এবং Ts এই 6টি মৌলকে একত্রে হ্যালোজেন (Halogen) বলে ।

৪০. ক্ষার ধাতু কাকে বলে?

উত্তর: যে সকল মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলে।

৪১. উপধাতু কাকে বলে?

উত্তর: যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে (অপধাতু) বা উপধাতু বলা হয়।

৪২. অভিজাত ধাতু কাকে বলে?

উত্তর: অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু যেমন- সোনা, রূপা, প্লাটিনাম এর সাধারণত অন্য কোন মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করতে চাই না। এজন্য এদেরকে অভিজাত ধাতু বলে ।

৪৩. মৃৎক্ষার ধাতু কাকে বলে?

উত্তর: গ্রুপ-২ এ অবস্থিত মৌলগুলিকে মৃৎক্ষার ধাতু বলে । যেমন: Be, Mg, Ca, Sr, Ba, Ra

৪৪. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?

উত্তর: কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে ঐ মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে ।

৪৫. যোজ্যতা কী?

উত্তর: কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলে ।

৪৬. সুপ্ত যোজনী কী?

উত্তর: কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও কোনো যৌগে ঐ মৌলের সক্রিয় যোজনীর মধ্যেকার পার্থক্যকে সেই যৌগে সেই মৌলের সুপ্ত যোজনী বলে।

৪৭. পরিবর্তনশীল যোজনী কাকে বলে?

উত্তর: কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোগনীকে পরিবর্তনশীল যোজনী বলে।

৪৮. যৌগমূলক কাকে বলে?

উত্তর: একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে, যা একটি মৌলের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে।

৪৯. গাঠনিক সংকেত কাকে বলে?

উত্তর: একটি অণুতে পরমাণুগুলো একে অপরের সাথে কীভাবে যুক্ত থাকে তা প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে।

৫০. রাসায়নিক বা আণবিক সংকেত কাকে বলে?

উত্তর: মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত।

৫১. অষ্টক এর নিয়মটি লেখো।

উত্তর: বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান কিংবা শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ৮টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে। 

৫২. আয়নিক বন্ধন কাকে বলে?

উত্তর: ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়নসমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।

৫৩. সমযোজী বন্ধন কাকে বলে?

উত্তর: অধাতব পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাকে সমযোজী বন্ধ বলে।

৫৪. বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

উত্তর: দুটি পরমাণুর বহিঃস্থ শক্তিস্তরের যে সকল ইলেকট্রন পরমাণুদ্বয়ের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে সেই সকল ইলেকট্রনজোড়কে বন্ধন জোড় ইলেকট্রন বলে।

৫৫. নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কাকে বলে?

অথবা মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে?

উত্তর: রাসায়নিক বিক্রিয়ায় যৌগ গঠনের সময় পরমাণুর যোজ্যতা এরর যে ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশ গ্রহণ করে না তাকে মুক্ত জোড় (নিঃসঙ্গ জোড়) ইলেকট্রন বলে ।

৫৬. ধাতু কাকে বলে?

উত্তর: যেসব মৌলের পরমাণুগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাকে ধাতু বলে।

৫৭. ধাতব বন্ধন কী?

উত্তর: ধাতব খণ্ডে দন্ডে পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাকে ধাতব বন্ধন বলে।

৫৮. পারমাণবিক শাস কী?

উত্তর: ধাতব কেলাসে ধাতব পরমাণুসমূহ এদের যোজ্যতা স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, একে পারমাণবিক শাঁস বলে।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url