অধ্যায়:২ দৈব চালক ও সম্ভাবনাবিন্যাস
অধ্যায় ২: দৈব চালক ও সম্ভাবনাবিন্যাস
অধ্যায় ২: দৈব চালক ও সম্ভাবনাবিন্যাস সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
এইচ এস সি পরিসংখ্যান ২য় পত্র
১। বিন্যাস অপেক্ষকের সর্বনিম্ন মান----
(ক) ০ (খ)১ (গ) ১ অপেক্ষা বেশি (ঘ) -১
উত্তর: ক
২। দৈব চলক কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: ক
৩। যে দৈব চালকের মানসমুহ কোন নির্দিষ্ট পরিসরের সকল মান গ্রহন করে তাকে কী বলে ?
(ক) অবিচ্ছিন্ন দৈব চালক (খ) অবিচ্ছিন্ন চালক
(গ) বিচ্ছিন্ন দৈব চালক (ঘ) বিচ্ছিন্ন চালক
উত্তর: ক
৪। কোন বিচ্ছিন্ন চালকের প্রতিটি মান এবং তাদের সম্ভাবনাকে যে সারণিতে উপস্থাপন করা হয় তাকে কী বলে?
(ক) সম্ভাবনা বিন্নাস (খ) সম্ভাবনার ঘনত্ব ফাংশন
(গ) বিন্যাস ফাংশন (ঘ) সম্ভাবনা ফাংশন
উত্তর: ক
৫। বিছিন্নদৈব চালকের সম্ভাব্য মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় ,তাকে কী বলে?
(ক) সম্ভাবনা বিন্যাস (খ) সম্ভাবনা ঘনত্ব ফাংশন
(গ) বিন্যাস ফাংশন (ঘ) সম্ভাবনা ফাংশন
উত্তর:ঘ
৬। বিন্যাসের অপেক্ষকের সর্বনিম্ন ও সর্বোচ্চ মান কত?
(ক) ০ও১ (খ) ০ও ∞ (গ) -∞ ও১ (ঘ) ১-ও ∞
উত্তর: ক
৭। দুটি বিছিন্ন দৈব চলকের মান এবং তাদের সম্ভাবনাকে যে সারণিতে উপস্থাপন করা হয় তাকে কীবলা হয়?
(ক) সম্ভাবনা বিন্নাস
(খ) যুক্ত সম্ভাবনা বিন্যাস
(গ) যুক্ত সম্ভাবনা ফাংশন
(ঘ) সম্ভাবনা ফাংশন
উত্তর:খ
৮। যে দৈব চালকের মানসমূহ পরস্পর বিচ্ছিন্ন বা পৃথক পৃথক মান গ্রগণ করে তাকে কী বলে?
(ক) অবিচ্ছিন্ন দৈব চালক
(খ) অবিচ্ছিন্ন চালক
(গ) বিচ্ছিন্ন দৈব চালক
(ঘ) বিচ্ছিন্ন চালক
উত্তর: গ
৯। দুইটি বিচ্ছিন্ন দৈব চারকের মান গ্রহণ করার সম্ভাবনা যে গাণিতিক ফংশনের সাহায্যে প্রকাশ করা হয় , তাকে কী বলে?
(ক) সম্ভাবনা বিন্যাস
(খ) যুক্ত সম্ভাবনা বিন্যাস
(গ) যুক্ত সম্ভাবনা ফাংশন
(ঘ) সম্ভাবনা ফাংশন
উত্তর: গ
১০। একটি দৈব চালক x- এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন ঃ f(x) =cx2, 0 ,<_x <_3 হলে c-এর মান কত?
(ক) ১/২৭ (খ) ১/১৮ (গ) ১/৯ (ঘ) ১/৩
উত্তর:গ
১২। P(1<x<5) এর মান কত?
(ক) 1/6 (খ) 1/2 (গ) 2/3 (ঘ) 1
উত্তর: খ
১৩। উপরের পিঠে প্রপ্ত সংখ্যা চলক x হবে নিম্নের কোন ধরণের?
(ক) অবিচ্ছিন্ন দৈব চালক
(খ) অবিচ্ছিন্ন চালক
(গ) বিচ্ছিন্নদৈব চালক
(ঘ) বিচ্ছিন্ন চালক
উত্তর:গ
১৩। P(0<_ x <1) এর মান কত?
(ক) ১/৩ (খ)১/২ (গ) ৩/৪ (ঘ) ১
উত্তর: ক
১৪। উদ্দীপকে চালক x এর সম্ভাবনা ফাংশন নিচের কোনটি?
(ক) P(x)=1/2 x=0,1,2
(খ) P(x) =2Cx (1/2) 2 ; x=0,1,2,
(গ) P (x) =1/4; x=0,1.2
(ঘ) P(x) =2Cx (1/2)2; 0<x<2
উত্তর: খ
১৫।বিচ্ছিন্নদৈব চলকের ক্ষেত্রে দৈব চালকের সর্বশেষ মানের বিন্যাস অপেক্ষকের মান কত?
(ক) -১ (খ) ০ (গ) ১ (ঘ) -০
উত্তর: গ
১৬। দৈব চলকের সাথে কিসের সম্পর্ক আছে?
ক) গড় খ) সম্ভাবনা
গ) মধ্যমা ঘ) প্রচুরক
উ:খ
১৭। দৈব চলকের অনেক সময় কি বলা হয়?
ক) সম্ভাবনা চলক খ) বিচ্ছিন্ন চলক
গ) অবিচ্ছিন্ন চলক ঘ) কোনটিই নয়
উ:ক
১৮। ১টি প্রশ্নপত্রে ভুলের সংখ্যা কোন দৈব চলক?
ক) বিচ্ছিন্ন দৈব চলক খ) অবিচ্ছিন্ন দৈব চলক
গ) উভয়ই ঘ) কোনটিই নয়
উ:ক
অন্যান্য বিষয় সমূহ:HSC-2024
- এইচএসসি বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- এইচএসসি বাংলা ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- এইচএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- এইচএসসি ইংরেজী ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
- এইচএসসি কৃষি শিক্ষা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
- এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url