আধুনিক পদার্থবিজ্ঞান এর কুইজ
আধুনিক পদার্থবিজ্ঞান(Modern Physics )
Science New Shyllabus-2024 Hand Note/ Goudie
নবম শ্রেণীর বিজ্ঞান-2024
2024 সালের নতুন হ্যান্ড নোট বিজ্ঞান
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিজ্ঞান
অধ্যায় :3
আধুনিক পদার্থবিজ্ঞান
৩: আধুনিক পদার্থ বিজ্ঞান
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
বিজ্ঞান কুইজ সাজেশন
পেজ সূচিপত্র : অধ্যায় ৩: আধুনিক পদার্থবিজ্ঞান এর কুইজ
কুইজ-১
প্রশ্ন-১. পরমাণু, ইলেকট্রন, প্রোটন ইত্যাদি আণবিক কণার আচরণ বর্ণনা করে পদার্থবিজ্ঞানের কোন শাখা?
উত্তর: কোয়ান্টাম মেকানিক্স
প্রশ্ন-২. উত্তপ্ত বস্তুর ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য ব্যাখ্যা করা যায় কোন সূত্র দিয়ে?
উত্তর: ভীনের সূত্র
প্রশ্ন-৩. চিরায়ত পদার্থবিজ্ঞানে শক্তির বিকিরণকে কী মনে করা হতো?
উত্তর: নিরবচ্ছিন্ন
প্রশ্ন-৪. বিচ্ছিন্ন ক্ষুদ্রতম শক্তির কণার নাম কী ?
উত্তর: কোয়ান্টা
প্রশ্ন-৫. কোয়ান্টাম মেকানিক্স এর জনক কে?
উত্তর: ম্যাক্স প্ল্যাঙ্ক
প্রশ্ন-৬. আলোর ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কে?
উত্তর: আইনস্টাইন।
প্রশ্ন-৭. একটি তরঙ্গের উপর আরেকটি তরঙ্গ আপতিত হওয়ার ফলে লব্ধি তরঙ্গের বিস্তারের হ্রাস-বৃদ্ধি ঘটে—এই ব্যাপারটিকে কী বলে?
উত্তর: ব্যতিচার
প্রশ্ন-৮. কোনো ধাতুর উপর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে তা থেকে কী নির্গত হয়?
উত্তর: ৮। ইলেকট্রন;
প্রশ্ন-৯. সোলার সেলে কী ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তর: ফটো ইলেকট্রিক ইফেক্ট;
প্রশ্ন-১০. ফটোতড়িৎ ক্রিয়ায় আলোকে কী হিসাবে বিবেচনা করা হয়?
উত্তর: কণা।
প্রশ্ন-১১. প্রত্যেক বস্তুরই কোন কোন প্রকৃতি রয়েছে?
উত্তর: কণা ও তরঙ্গ;
প্রশ্ন-১২. প্রত্যেক চলমান কণার সাথে যে তরঙ্গ যুক্ত থাকে সেই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যকে কী বলে?
উত্তর: ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য;
প্রশ্ন-১৩. কোন সমীকরণটি কণা ও তরঙ্গের মতো দুটি সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যকে একত্র করেছে?
উত্তর: ডি-ব্রগলির সমীকরণ।
প্রশ্ন-১৪. কোন নীতি অবস্থা ও ভরবেগের ত্রুটির সীমা নির্দেশ করে?
উত্তর: হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি
প্রশ্ন-১৫.পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে না পারা কোন নীতির মাধ্যমে ব্যাখ্যা করা যায়?
উত্তর: হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ।
কুইজ-২
প্রশ্ন-১.পরমাণুর নিউক্লিয়াসের চেয়েও ক্ষুদ্র স্কেল নিয়ে কোন বিষয়টি কাজ করে?
উত্তর:কণা পদার্থবিজ্ঞান
প্রশ্ন-২. মৌলিক বলগুলো কীভাবে ক্রিয়া বিক্রিয়া করে থাকে?
উত্তর:শক্তিকণা বিনিময়ের মাধ্যমে
প্রশ্ন-৩. ফোটন কি কণা?
উত্তর:বোজন
প্রশ্ন-৪.লেপটন কোন নিউক্লিয় বল অনুভব করে না?
উত্তর:সবল নিউক্লিয় বল।
প্রশ্ন-৫. সাধারণ বস্তুসমূহ কোন কণা দিয়ে তৈরি?
উত্তর:ইলেকট্রন আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক
প্রশ্ন-৬.ফার্মিওনের শক্তির বাহক কে?
উত্তর:বোজন কণা
প্রশ্ন-৭.যে কণার যার ভর সংশ্লিষ্ট কণার সমান কিন্তু চার্জ বিপরীত তাকে কী বলে?
উত্তর: প্রতিকণা।
কুইজ-৩
প্রশ্ন-১.যে কাঠামোর সাপেক্ষে আমরা ব্যক্তি বা বস্তুর অবস্থান, বেগ ও ত্বরণ প্রকাশ করে থাকি তাকে কী বলে?
উত্তর:প্রসঙ্গ কাঠামো
প্রশ্ন-২. কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর বেগকে কী বলা হয়?
উত্তর:আপেক্ষিক বেগ
প্রশ্ন-৩. আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কয়টি স্বীকার্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তর:দুইটি
প্রশ্ন-৪.আপাত স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল কোনো জড় প্রসঙ্গ কাঠামোতে সময় কীভাবে অতিবাহিত হবে?
উত্তর:ধীরে
প্রশ্ন-৫. স্যাটেলাইটের অবস্থান সুনিপুণভাবে নির্ণয় করতে কীসের সমীকরণ ব্যবহার করা হয়?
উত্তর: সময় প্রসারণের
প্রশ্ন-৬. মিউওনের প্রসঙ্গ কাঠামোতে মিউওনের জীবনকাল কত?
উত্তর:2.2μs
প্রশ্ন-৭.কোন কোন স্থানাংকের মাধ্যমে ত্রিমাত্রিক জগতে বস্তুর অবস্থান প্রকাশ করা যায়?
উত্তর:X, Y ও Z
জ্ঞানভিত্তিক মূল্যায়ন
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন ১. কোয়ান্টাম মেকানিক্স কী?
উত্তর: পদার্থবিজ্ঞানের যে শাখা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা এবং তাদের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করে থাকে তাই কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স পরমাণু, ইলেকট্রন, প্রোটন ইত্যাদি আণবিক কণার আচরণ বর্ণনা করে থাকে ।
প্রশ্ন২.ফটোতড়িৎ ক্রিয়া কী?
উত্তর: কোনো ধাতুর উপর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। এ ঘটনাকে ফটোতড়িৎ ক্রিয়া বলা হয়।
প্রশ্ন৩. ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কী?
উত্তর: প্রত্যেকটি চলমান কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে । এ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যকে ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বলে ।
প্রশ্ন৪. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে কী বুঝা যায়?
উত্তর: একই সময়ে কোনো গতিশীল বস্তুর ভরবেগ এবং অবস্থান একসাথে জানা যায় না।
প্রশ্ন৫. কণা পদার্থবিজ্ঞান কী?
উত্তর: পদার্থবিজ্ঞানের যে শাখায় পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ এবং তাদের মধ্যকার ক্রিয়া-বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, তাকে কণা পদার্থবিজ্ঞান বলা হয় ।
প্রশ্ন ৬. প্রাথমিকভাবে মহাবিশ্বে কয় ধরনের কণা পাওয়া যায়?
উত্তর: ২ ধরনের, যথা: বস্তুকণা এবং শক্তিকণা
প্রশ্ন৭. বস্তুকণার মধ্যে কয় ধরণের মৌলিক বল ক্রিয়া করে?
উত্তর: ৪ ধরনের, যথা: মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল ।
প্রশ্ন ৮. ফার্মিওন কণাকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ২ ভাগে, যথা: কোয়ার্ক ও লেপটন
প্রশ্ন ৯. সাধারণ বস্তুসমূহ কোন কোন কণা দিয়ে তৈরি?
উত্তর: আপ ওয়ার্ক ও ডাউন কোয়ার্ক।
প্রশ্ন১০. পরমাণুর নিউক্লিয়াসে দুটি কোয়ার্কের মধ্যে আকর্ষণ কোন কণারআদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে?
১১. প্রতিকণা কী?
উত্তর: প্রতিকণা হল এমন একটি কণা যার ভর সংশ্লিষ্ট কণার সমান কিন্তু চার্জ তার বিপরীত ।
১২. প্রসঙ্গ কাঠামো কী?
উত্তর: যে কাঠামোর সাপেক্ষে আমরা ব্যক্তি বা বস্তুর অবস্থান, বেগ ও ত্বরণ প্রকাশ করে থাকি তাই প্রসঙ্গ কাঠামো।
১৩. আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য দুইটি লিখো।
উত্তর: আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দুইটি স্বীকার্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
স্বীকার্য দুইটি হল:
- ১. সব জড় প্রসঙ্গ কাঠামোয় পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে।
- ২. সব জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর গতিবেগ একই হবে।
১৪. চতুর্মাত্রিক জগতের চতুর্থ মাত্রা কি?
উত্তর: সময় ।
১৫. সাধারণ আপেক্ষিক তত্ত্ব কী?
উত্তর: আপেক্ষিকতার তত্ত্বে সমবেগের পরিবর্তে যখন ত্বরণযুক্ত অবস্থা বিবেচনা করা হয়, তখন তাকে সাধারণ আপেক্ষিক তত্ত্ব বলে।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url