বায়ুমণ্ডল
অধ্যায় ৫: বায়ুমণ্ডল
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ভূগোল সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায়৫: বায়ুমণ্ডল স্বাধিকার আন্দোলন
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১.পৃথিবীকে বেষ্টনকারী গ্যাসীয় আবরণ— বায়ুমণ্ডল ।
- ২. বায়ুমণ্ডলের প্রধান উপাদান— নাইট্রোজেন ও অক্সিজেন
- ৩. বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে- ২০.৭১ ভাগ ।
- ৪. বায়ুমণ্ডলে শতকরা CO2 এর পরিমাণ— .০৩ ভাগ ।
- ৫. মেঘ, ঝড়, বৃষ্টিপাত সংঘটনের স্তর— ট্রপোমণ্ডল।
- ৬. প্রতি ১,০০০ মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় প্রায় ৬° সেলসিয়াস ।
- ৭. ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত— ট্রপোবিরতি।
- ৮. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে — ওজোনস্তর ।
- ৯. বেতার তরঙ্গ প্রতিফলিত হয়— আয়নমণ্ডলে । ১০. বায়ুর চাপ মাপার যন্ত্র— ব্যারোমিটার।
- ১১. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র— রেইনগেজ।
- ১২. একই অক্ষাংশে হলেও জলবায়ু ভিন্ন হয়— উচ্চতার তারতম্যে।
- ১৩. মৌসুমি বায়ু প্রবাহ বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়— বর্ষাকালে
- ১৪. বায়ুর জলীয়বাষ্প ধারণ করাকে বলে— বায়ুর আর্দ্রতা।
- ১৫. নিরক্ষরেখার উপর সূর্য সারা বছর কিরণ দেয়— লম্বভাবে।
- ১৬. সারা বছর পরিচলন বৃষ্টি হয়ে থাকে— নিরক্ষীয় অঞ্চলে ।
- ১৭. জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে ঘটায়—শৈলোৎক্ষেপ বৃষ্টি ।
- ১৮. বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি দেখা যায়— নাতিশীতোষ্ণ অঞ্চলে ।
- ১৯. প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো অনুসরণ করত— অয়ন বায়ু।
- ২০. ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত— গর্জনশীল চল্লিশ ।
- ২১. অশ্ব অক্ষাংশের অবস্থান— আটলান্টিকে ।
- ২২. ঋতু পরিবর্তনের সঙ্গে দিক পরিবর্তন করে— মৌসুমি বায়ু।
- ২৩. চিনুক, সাইমুম, লু প্রভৃতি— স্থানীয় বায়ু ।
- ২৪. বিশ্ব উষ্ণায়নের ফল— জলবায়ুর পরিবর্তন।
- ২৫. কানাডা, নরওয়ে, সুইডেনে সুফলদায়ক— গ্রিনহাউস প্রভাব ৷
- ২৬. নোয়াখালী, বরিশাল, সাতক্ষীরা জলমগ্ন হবে- গ্রিনহাউস প্রতিক্রিয়ায়
প্রশ্ন-১, বায়মুণ্ডল কাকে বলে?
উত্তর: যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই বায়ুমন্ডল ।
প্রশ্ন-২ ট্রপোবিরতি কী?
উত্তর: ট্রপোমণ্ডলের শেষপ্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।
প্রশ্ন-৩. মেসোমণ্ডল কাকে বলে?
উত্তর: স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কি. মি. পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে মেসোমণ্ডল বলে ।
প্রশ্ন-৪. জলবায়ু কাকে বলে?
উত্তর: কোনো একটি অঞ্চলের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে ।
প্রশ্ন-৫, আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকেই সেই দিনের আবহাওয়া বলে ।
প্রশ্ন-৬.বৃষ্টিপাত কাকে বলে?
উত্তর: বায়ুমণ্ডলে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটার আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে ।
প্রশ্ন-৭, বায়ুপ্রবাহ কাকে বলে?
উত্তর: বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। একে বায়ুপ্রবাহ বলে ।
প্রশ্ন-৮: গর্জনশীল চল্লিশ কী?
উত্তর: ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি থাকায় এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশ বলে ।
(অনুধাবনমূলক)
প্রশ্ন-১.ধীর পরিবর্তন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
উত্তর: অনেকগুলো প্রাকৃতিক শক্তি, যেমন- সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা ভূপৃষ্ঠের যে পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয় তাকে ধীর পরিবর্তন বলে ।
ধীর পরিবর্তন বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে।
প্রশ্ন-২,তিব্বতের মালভূমিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: জলীয়বাষ্পসমূহ বায়ু উচ্চ পর্বতে বাধা পেয়ে অনুবাত পার্শ্বে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে ঐ বায়ু যখন পর্বতের অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত ঢালে
(Leeward slope) এসে পৌঁছায় তখন জলীয়বাষ্প কমে যায়। এছাড়া নিচে নামার ফলে ঐ বায়ু উষ্ণ ও আরও শুষ্ক হয়। এ দুটো কারণে এখানে বৃষ্টি বিশেষ হয় না। এরূপ প্রায় বৃষ্টিহীন স্থানকে
বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rain shadow region) বলে । জলীয়াষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায় কিন্তু তার উত্তর দিকে অবস্থিত তিব্বতের
মালভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম হওয়ায় একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
প্রশ্ন-৩,ওজোন গ্যাস জীবজগতকে কীভাবে রক্ষা করে?
উত্তর: ওজোন স্তর সূর্যরশ্মি থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগতকে রক্ষা করে স্ট্রাটোস্ফিয়ার উপরে ওজোন গ্যাসের স্তরটিকে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর বলা হয়।
এর গভীরতা ১২-১৬ কি.মি.। এ স্তরটি সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে। এ স্তরটি না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মির দহেন প্রাণীর দেহ পুড়ে যেত এবং প্রাণিকুল অন্ধ হয়ে যেত। সুতরাং
এ স্তর আছে বলেই জীবজগত টিকে আছে।
প্রশ্ন-৪ বায়ুমণ্ডলের কোন স্তরে উড়োজাহাজ চলাচল করে? ব্যাখ্যা করো।
উত্তর: বায়ুমণ্ডলের স্ট্রাটোমণ্ডল স্তরে উড়োজাহাজ চলাচল করে । এই স্তরে বায়ুতে অতি সুক্ষ্মা ধূলিকণা ছাড়া কোনোরকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড় বৃষ্টি থাকে না বলেই
এই স্তরের মধ্য দিয়ে সাধারণত উড়োজাহাজ চলাচল করে।
প্রশ্ন-৫. 0° - ৫° অক্ষাংশকে কেন শান্তবলয় বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখার নিকটবর্তী হলে অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায়। ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর অনুভূমিক প্রবাহ বন্ধ হয়ে যায় এবং নিরক্ষরেখার
উভয়দিকে ০°-৫° অক্ষাংশ পর্যন্ত একটি বলয়ের সৃষ্টি হয় । এখানকার আবহাওয়া উষ্ণ, শুষ্ক ও মেঘমুক্ত প্রকৃতির হওয়ায় ০°-৫° পর্যন্ত অক্ষাংশকে শান্ত বলয় বলা হয় ।
প্রশ্ন-৬.প্রাণিজগতের জন্য ট্রপোমণ্ডল কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। আবহাওয়া ও জলবায়ুর জন্য বায়ুমণ্ডলের এ স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ স্তরের নিম্নভাগে মানুষসহ সব ধরনের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান। এ স্তরেই মেঘ,
বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড় প্রভৃতি ঘটে থাকে । সুতরাং প্রাণিজগতের শ্বসনকার্য থেকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবদিক দিয়েই ট্রপোমণ্ডল গুরুত্বপূর্ণ ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.কোন মণ্ডলে বায়ুর স্তর অত্যন্ত হালকা?
ক) স্ট্রাটো
খ) ট্রপো
গ) তাপ
ঘ)মেসো
উ:গ
২.বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্র ধারণ করে?
ক) উপোমণ্ডল
খ) মেসোমণ্ডল
গ) তাপমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উ:খ
৩.আরগন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে?
ক)স্ট্রাটোমণ্ডল
খ)এক্সোমণ্ডল
গ)ট্রপোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উ:খ
৪.আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে সংঘটিত হয়?
ক)টোমণ্ডল
খ) মেসোমণ্ডল
গ) ট্রপোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উ:গ
৫. পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি?
ক) নাইট্রোজেন ও হিলিয়াম
খ) আরগন ও হিলিয়াম
গ) জলীয়বাষ্প
ঘ) মিথেন
উ:ক
৬. প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৭
উ:গ
৭. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত?
ক) ০.০৩
খ) ০.৮০
গ) ২০,৭১
ঘ) ৩০.৮০
উ:ক
৮.বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
ক) থার্মোস্ফিয়ার
খ) স্ট্র্যাটোস্ফিয়ার
গ) ট্রপোস্ফিয়ার
ঘ) মেসোস্ফিয়ার
উ:গ
৯.বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে?
ক) ট্রপোমণ্ডল
খ) মেসোমণ্ডল
গ) স্ট্রাটোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উ:গ
১০. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে কোনটি?
ক) অক্সিজেন
খ) ওজোন স্তর
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন ডাইঅক্সাইড
উ:খ
১১. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে রয়েছে?
ক) ট্রপোমণ্ডল
খ) মেসোমণ্ডল
গ) স্ট্রাটোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উ:গ
১২. বায়ুমণ্ডলের কোন স্তর উল্কা পৃথিবীতে ছুটে আসতে বাধা দেয়/ধ্বংস করে?
ক) ট্রপোমণ্ডল
খ) মেসোমণ্ডল
গ) স্ট্রাটোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উ:খ
১৩. বায়ুমণ্ডলের কোন স্তরটি না থাকলে আমরা বেতার শুনতে পারতাম না?
ক) মেসোমণ্ডল
খ) এক্সোমণ্ডল
গ) আয়নমণ্ডল
ঘ) স্ট্রাটোমণ্ডল
উ:গ
১৪. কোন জেলায় শীত-গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না?
ক) পাবনা
খ) রাজশাহী
গ) পঞ্চগড়
ঘ) কক্সবাজার
উ:ঘ
১৫. বায়ুর জলীয়বাষ্প ধারণ করাকে কী বলে?
ক) বায়ুর সম্পৃত
খ) বায়ুর পরিপুস্ততা
গ) বায়ুর আর্দ্রতা
ঘ) বায়ুর অসম্পৃক্তকরণ
উ:গ
১৬. নিরক্ষীয় এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়?
ক) ঘূর্ণি
খ) শৈলোৎক্ষেপ
গ) পরিচলন
ঘ) বায়ুপ্রাচীরজনিত
উ:গ
১৭.. অয়ন বায়ুর অপর নাম কী?
ক) স্থল বায়ু
খ) বাণিজ্য বায়ু
গ) মেরু বায়ু
ঘ) সমুদ্র বায়ু
উ:খ
১৮. কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়?
ক) পশ্চিমা
খ) মেৰু
গ) মৌসুমি
ঘ) স্থল
উ:গ
১৯. মিসরের 'খামসিন' কোন বায়ুর উদাহরণ?
ক) সমুদ্র বায়ু
খ) স্থানীয় বায়ু
গ) পশ্চিমা বায়ু
ঘ) মৌসুমি বায়ু
উ:খ
২০. কোনটি আরব মালভূমির বায়ু?
ক) চিনুক
খ) সাইমুম
গ) মিস্ট্রাল
ঘ) খামসিন
উ:খ
২১. গ্রিন হাউস প্রভাব কী?
ক) উষ্ণতা কমার প্রক্রিয়া
খ) হিমবাহের দ্রুত গলন
গ) জলবায়ুর একটি নিয়ামক
ঘ) উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া
উ:ঘ
২২. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
ক) চীন
খ) ভারত
গ) বাংলাদেশ
ঘ) পাকিস্তান
উ:গ
২৩. মাত্রাতিরিক্ত গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে কারণ—
ক) শিল্প স্থাপন
খ) নগরায়ন
গ) মানুষের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড
ঘ) অবকাঠামো নির্মাণ
উ:গ
২৪. বিশ্ব উষ্ণায়নের ফলে খাদ্য ঝুঁকিতে পড়তে পারে, নিচের কোন দেশ?
ক)কানাডা
খ) নরওয়ে
গ) মালদ্বীপ
ঘ) রাশিয়া
উ:গ
২৫. একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও তাপমাত্রা ভিন্ন
i. রংপুরে
ii. দিনাজপুরে
iii. শিলং-এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:গ
২৬. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস—
i. মিথেন
ii. নাইট্রাস অক্সাইড
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
দৃশ্যকল্প-২: রাজু নিরক্ষীয় অঞ্চলের একটি দেশে বেড়াতে গেল এবং দেখল সেখানে প্রায় প্রতিদিনই দিনের শেষভাগে বৃষ্টি হয়, অপরদিকে রাজুর বন্ধু ওয়াসিম মধ্য ইউরোপের এমন এক দেশে থাকে
যেখানে শীতকালে দীর্ঘস্থায়ী একটি বৃষ্টিপাত দেখা যায় ।
ক. বারিপাত কাকে বলে?
খ. ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশের বায়ুর গতিবেগ ব্যাখ্যা করো ।
গ. মেহরাবের দেখা অঞ্চলটিতে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বৃষ্টিপাত দুটির মধ্যে কোন বৃষ্টিপাতটি নাতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত হয়ে থাকে? যুক্তিসহ মতামত দাও।
২.
চিত্র-১ pic hoba
চিত্র-২
ক. বায়ুমণ্ডল কাকে বলে?
খ. ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো শীতল হয় না কেন? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে ‘চিত্র-২' এ প্রদর্শিত বৃষ্টিপাতটি নিরক্ষীয় অঞ্চলে কেন বেশি সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে ‘চিত্র-১' এ সংঘটিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ করো।
চিত্র
D
C pic hoba
B
A
ভূ-পৃষ্ঠ
ক. বৃষ্টিপাত কাকে বলে?
খ. নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'B' চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের 'A' ও 'D' চিহ্নিত স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
8. ► pic hoba
S
Q
P
ক. বায়ুমণ্ডল কী?
খ. বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বেশি থাকার সুবিধা কী বর্ণনা করো ।
গ. বায়ুমণ্ডলে 'Q' চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. ‘R' এবং ‘S’ স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url