পলিমার
অধ্যায়৬:পলিমার
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
বিজ্ঞান সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায়৬:পলিমার
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১.পিভিসি পাইপের মনোমার- ভিনাইল ক্লোরাইড।
- ২.একই ধরনের অনেকগুলো ছোট অণু যুক্ত হয়ে তৈরি করে- পলিমার।
- ৩.পলিমার অর্থ- অনেক অংশ।
- ৪.পলিথিন তৈরিতে ১০০০-১২০০ বায়ু চাপে রাখা হয় ইথিলিন গ্যাসকে
- ৫. তত্তুর রানি বলা হয়- রেশমকে।
- ৬.জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তত্ত্বকে বলে- কটনলিস্ট।
- ৭.পিভিসি পোড়ালে নিঃসৃত হয়-HCH
- ৮.সেলুলোজিক কৃত্রিম তন্তু হচ্ছে- নাইলন।
- ৯. সুতা কাটার দ্বিতীয় ধাপ- কার্ডিং |
- ১০.মেষ থেকে পাওয়া যায়- ফিসউল।
- ১১. প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহৃত হয়- নাইলন ।
- ১২. মৃত বা জবাই করা শেষ থেকে তৈরি হয় পুন্ড ডল।
- ১৩.লিনেন তত্ত্বর জন্য করা প্রয়োজন - ফ্লেকিং।
- ১৪. রেশম পোকার গুটিকে বলে কোকুন।
- ১৫. অনুযায়ী- ২ প্রকার।
- ১৬. বেল বা গাঁইট থেকে পাট তন্তুর মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে বলে - ব্যাচিং।
- ১৭. সুন্দর, উজ্জ্বল ও টেকসই হচ্ছে রেয়ন।
- ১৮. বিদ্যুৎ সংযোগের কাজ করলে ব্যবহার করতে হয়- প্লাস্টিকের জুতা।
- ১৯.পানিতে ধৰণীয়— প্রাকৃতিক রাবারের।
- ২০উত্তপ্ত করলে আয়তন কমে— রাবারের।
- ২১.গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায় এবং পানিতে অদ্রবণীয়— প্লাস্টিক ।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. কটন লিন্ট কী?
উত্তর: জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তু হলো কটন লিন্ট।
প্রশ্ন-২.পলিমার কাকে বলে?
উত্তর:একই ধরনের অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে যে বৃহৎ অণু সৃষ্টি হয় তাকে পলিমার বলে ।
প্রশ্ন-৩.মনোমার কাকে বলে?
উত্তর: যেসব ছোট অণু থেকে পলিমার তৈরি হয় সেগুলোই হলো মনোমার।
প্রশ্ন-8. পলিথিন কাকে বলে?
উত্তর: “ইথিলিন” নামক মনোমার দ্বারা তৈরি পলিমারকে পলিথিন বলে ।
প্রশ্ন-৫.পলিমারকরণ প্রক্রিয়া কী?
উত্তর: যে প্রক্রিয়াতে অনেকগুলো মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয় তাই পলিমারকরণ প্রক্রিয়া।
প্রশ্ন-৬. তন্তু কী?
উত্তর: তত্ত্ব হলো আঁশ জাতীয় পদার্থ যা বস্ত্রশিল্পে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত হয় ।
প্রশ্ন ৭.নন সেলুলোজিক তত্ত্ব কাকে বলে?
উত্তর: যেসব কৃত্রিম তত্ত্ব সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়.. তাদেরকে নন-সেলুলোজিক তন্তু বলে ।
প্রশ্ন-৮. 'পুন্ড উল' কাকে বলে?
উত্তর: মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম সংগ্রহ করা হয় তাকে পুত্ত উল বলে।
প্রশ্ন-৯. জিনিং কাকে বলে?
উত্তর: তুলা গাছ হতে কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে তুলা আলাদা করে ফেলার প্রক্রিয়াকে জিনিং বলে ।
প্রশ্ন-১০.ফ্লেকিং কী?
উত্তর: লিনেন তন্তু হতে মিহি, মসৃণ ও সরু সুতা তৈরির জন্য যে বিশেষ ধরনের কম্বিং করা হয় তাই হেলকিং।
প্রশ্ন-১১.স্লাইভার কাকে বলে?
উত্তর: কার্ডিং এবং কম্বিং দ্বারা প্রাপ্ত পাতলা আস্তরের আকৃতি ধারণ করা তত্ত্বকে স্নাইডার বলে ।
প্রশ্ন-১২. রাবার কাকে বলে?
উত্তর: যেসব পদার্থ স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে, তাপ সংবেদনশীল হয় এবং তাপ দিলে আয়তনে কমে তাদেরকে রাবার বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১.বাকেলাইটকে কৃত্রিম পলিমার বলা হয় কেন?
উত্তর: বাকেলাইট তৈরি হয় ফেনল ও ফরমালডিহাইড নামক মনোমার থেকে, তাই বাকেলাইট একটি পলিমার। আবার বাকেলাইটকে যেহেতু প্রকৃতিতে পাওয়া যায় না, কৃত্রিমভাবে শিল্প-কারখানায় প্রস্তুত করা হয় তাই বাকেলাইটকে কৃত্রিম পলিমার বলা হয়।
প্রশ্ন-২. সুতি কাপড়ে ময়েশ্চারাইজেশন করা হয় কেন?
উত্তর: সুতি কাপড়ে ময়েশ্চারাইজেশন করা হয় কারণ আপাত দৃষ্টি েসুতি তেমন উজ্জ্বল নয়। ময়েশ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল ও চকচকে করে তোলা যায়। তাই সুতি কাপড়ে ময়েশ্চারাইজেশন করা হয়।
প্রশ্ন-৩. সুতি বস্ত্র বলতে কী বোঝায়?
উত্তর: সুতি তন্তুর অভ্যন্তরে বিদ্যমান সরু পদার্থটি প্রাথমিক অবস্থায় 'লুমেন' নামক পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর রোদের প্রভাবে শুকিয়ে যায় এবং নলাকৃতি তন্তুটি ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে ক্রমে একটি মোচড়ানো ফিতার মতো আকার ধারণ করে। এই ফিতার মতো সুতির আঁশ থেকে তৈরি বস্তুই হলো সুতি বস্তু ।
প্রশ্ন-৪. রেশমকে তন্তুর রানি বলা হয় কেন?
উত্তর: রেশম মূলত ফাইব্রেয়ন নামক এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে রেশম সব থেকে শক্ত ও দীর্ঘ। রেশম হালকা ও অধিকতর উষ্ণ এবং খুবই কম পরিসরে রাখা যায়। রেশমের প্রধান গুণ এর সৌন্দর্য। এধরনের বিভিন্ন গুণাগুণের জন্য রেশমকে তন্তুর রানি বলা হয়।
প্রশ্ন-৫. নাইলন কৃত্রিম তন্তু— ব্যাখ্যা করো।
উত্তর: যেসব তত্ত্ব সরাসরি প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা সম্ভব নয় বরং গবেষণাগারে বিভিন্ন পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদির সংমিশ্রণে তৈরি করা হয়, সেগুলোকেই কৃত্রিম তন্তু বলে। নাইলন একটি কৃত্রিম তন্তু। কারণ নাইলন সরাসরি প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা সম্ভব নয়। এডিপিক এসিড ও হেক্সামিথিলিন ডাই অ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয়।
প্রশ্ন-৬. রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয় কেন?
উত্তর: রাবার দীর্ঘদিন রেখে দিলে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কেননা এক্ষেত্রে রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অক্সিজেন ছাড়াও আরও কিছু রাসায়নিক পদার্থ, বিশেষ করে ওজোন (O3)-এর সাথে বিক্রিয়ার কারণে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়।
প্রশ্ন-৭. পানির পাইপ কী ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি? ব্যাখ্যা করো।
উত্তর: পানির পাইপ একধরনের পলিমারজাতীয় প্লাস্টিক পিভিসি দিয়ে তৈরি। পিভিসি পাইপ তৈরি হয় ভিনাইল ক্লোরাইড নামক মনোমার দিয়ে। পিভিসি পাইপ থার্মোপ্লাস্টিক জাতীয় পদার্থ। এটি তাপ দিলে নরম হয়ে যায় এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে শক্ত হয়ে যায়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.গ্রিক শব্দ 'মেরোস' এর অর্থ কী?
ক) অংশ
খ) অনেক
গ) শিকল
ঘ) বড়
ক
২.কোনটি প্রাকৃতিক পলিমার?
ক) রেজিন
খ) পিভিসি
গ) বাকেলাইট-
ঘ) সিল্ক
উ:ঘ
৩. পিভিসি পাইপের মনোমার কোনটি?
ক) ফরমালডিহাইড
খ) ভিনাইল ক্লোরাইড
গ) ফেনল
ঘ) পিভিসি
উ:খ
8. কোনটি মনোমার?
ক) ফেনল
খ) পলিথিন
গ) মেলামাইন রেজিনৎ
ঘ) পিভিসি
উ:ক
৫. কোনটি কৃত্রিম পলিমার?
ক) রেজিন
খ) রাবার
গ) পাট
ঘ) সিল্ক
উ:ক
৬.পলিথিন তৈরিতে কত তাপমাত্রা দরকার?
ক) 200°C
খ) ১১০০ °C
গ) ৩ooo°C
ঘ) 200°C
উ:ক
৭.কোনটি প্রাকৃতিক তত্ত্ব?
ক) লিনেন
খ) রেয়ন
গ) ডেক্রন
ঘ) নাইলন
উ:ক
৮. সেলুলোজিক তন্তু কোনটি?
ক) রেয়ন
খ) ডেব্ৰুন
গ) নাইলন
ঘ) পলিস্টার
উ:ক
৯. নিচের কোনটি নন-সেলুলোজিক কৃত্রিম তত্ত্ব?
ক) অ্যাসিটেট রেয়ন
খ) কিউপ্রামোনিয়াম রেয়ন
গ) ভিসকোস রেয়ন
ঘ) পলি প্রোপিলিন
উ:ঘ
১০. কোন তন্তু লুমেন নামক পদার্থে পূর্ণ থাকে--
ক) রেশম
খ) রেয়ন
গ) পশম
ঘ) তুলা
উ:ঘ
১১. প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে কোনটি সবচেয়ে শক্ত ও দীর্ঘ?
ক) পশম
খ) রেশম
গ) রেয়ন
ঘ) নাইলন
উ:খ
১২. নিচের কোনটিকে দীর্ঘক্ষণ সূর্যালোকে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়?
ক) রেশম
খ) পশম
গ) নাইলন
ঘ) ফিন্সউল
উ:ক
১৩. কোনটি পশম তন্তুকে নষ্ট করে দিতে পারে?
ক) ভাইরাস
খ) শৈবাল
গ) ব্যাকটেরিয়া
ঘ) ছত্রাক
উ:ঘ
১৪. মৃত বা জবাই করা মেষ থেকে তৈরি পশমকে বলা হয়—
ক) ফিস উল
খ) রেশম
গ) পশম
ঘ) পল্ড ওল্ড
উ:ঘ
১৫. মানুষের চুলে ও নখে কোন প্রোটিন থাকে?
ক) সেলুলোজ
খ) ফাইব্রয়েড
গ) কেরাটিন
ঘ) জ্যান্সফিল
উ:গ
১৬. আলপাকা কী?
ক) রেয়ন
খ) নাইলন
গ) রেশম
ঘ) পশম
উ:ঘ
১৭. নাইলন কোন রাসায়নিক পদার্থ থেকে তৈরি হয়?
ক) ) হাইড্রোক্লোরিক এসিড
খ) পেন্টামিথিলিন ভাই এমিন
গ) অ্যাসিটিক এসিড
ঘ) এডিপিক এসিড ও হেক্সামিথিলিন ডাই এমিন
উ:ঘ
১৮. বোরাক্স বিড গঠন করে কোনটি?
ক) রেশম
খ) লিনেন
গ) নাইলন
ঘ) পশম
উ:গ
১৯. কোন পদ্ধতিতে তুলা সংগ্রহ করা হয়?
ক) স্পিনিং
খ) ব্যাচিং
গ) জিনিং
ঘ) ব্লেন্ডিং
উ:গ
২০. কোনটি সুতা কাটার দ্বিতীয় ধাপ-
ক) কার্ডিং
খ) মিক্সিং
গ) ব্রেডিং
ঘ) ব্যাটিং
উ:ক
২১. কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন?
ক) পার্ট
খ) লিনেন
গ) রেশম
ঘ) পশম
উ:খ
২২. রেশম পোকা থেকে তৈরি গুটিকে বলে—
ক) হেলকি
খ) কোকুন
গ) স্লাইভার
ঘ) ব্যাচিং
উ:খ
২৩. প্রাকৃতিক রাবার -
ক) পানিতে দ্রবণীয়
খ) পানিতে আদ্রবণীয়
গ) দানাদার কঠিন পদার্থ
ঘ) পদার্থ
উ:খ
২৪. তাপ দিলে রাবার এর আয়তন—
ক) বেড়ে যায়
খ) খুব বেড়ে যায়
গ) ঠিক থাকে
ঘ) কমে যায়
উ:ঘ
২৫. নিচের কোনটি থার্মোসেটিং প্লাস্টিকস?
ক) পলিথিন
খ) পিভিসি পাইপ
গ) মেলামাইন
ঘ) বাচ্চাদের খেলনা
উ:গ
২৬. ফ্রাইং প্যানের হাতলে ব্যবহার হয় কোনটি?
ক) ব্যাকেলাইট
খ) পিভিসি
গ) পলিস্টার
ঘ) পলিথিন
উ:ক
২৭. PVC পোড়ালে কোন গ্যাসটি নির্গত হয়?
ক) কার্বন মনোক্সাইড
খ) হাইড্রোজেন সায়ানাইড
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) হাইড্রোজেন ক্লোরাইড
উ:ঘ
২৮. ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক) সিল্ক
খ) নাইলন
গ) পশম
ঘ) প্লাস্টিক
উ:ঘ
২৯. পশমের বৈশিষ্ট্য---
i.নমনীয়তা
ii. ভিলেজ স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়
iii. তাপ কুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
৩০. রেশম তত্ত্ব---
i. পলু পোকার গুটি থেকে তৈরি
ii. সূর্যের তাপে নষ্ট হয় না।
iii. ফাইব্রেয়ন প্রোটিন দিয়ে তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
৩১. রেয়নের বৈশিষ্ট্য হলো, এটি--
i. কৃত্রিম তত্ত্ব
ii. সেলুলোজিক
iii. অধিক উত্তাপে গলে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
৩২. থার্মোপ্লাস্টিককে---
i. তাপ দিলে নরম ও ঠাণ্ডা করলে শক্ত হয়
ii. একবারের বেশি নির্দিষ্ট আকারে দেওয়া যায় না
iii. পলিথিন তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
সৃজনশীল প্রশ্ন
ক. পলিমারকরণ কাকে বলে?
খ. বাকেলাইটকে কেন পলিমার বলা হয়?
গ. সেলিনার পছন্দের কাপড়ের সুতা সংগ্রহের পদ্ধতি ব্যাখ্যা করো।
ঘ. পিংকির পরিহিত পোশাক তুলনামূলক আরামদায়ক — বিশ্লেষণ করো ।
২. P : তন্তুর তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি। Q: পানিতে অদ্রবণীয় একটি অদানাদার কঠিন স্থিতিস্থাপক পদার্থ । R : নরম অবস্থায় ছাঁচে ফেলে নির্দিষ্ট আকৃতি দেয়া যায় ।
ক. হেলকিং কাকে বলে?
খ. ডেক্রন কী ধরনের তন্তু? ব্যাখ্যা করো ।
গ. P তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. Q ও R কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে? বিশ্লেষণ করো।
৩. অন্বেষার জামাটি যে তন্তু দিয়ে তৈরি তাকে তন্তুর রানি বলা হয় । অন্য দিকে তার বোন আরিবার দুটো জামার একটি বীজ তন্তু থেকে অন্যটি পশুর লোম থেকে তৈরি ।
ক. পলিমার কাকে বলে?
খ. রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন?
গ. অন্বেষার জামার তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো, আরিবার দুটো জামা শীতকালে ব্যবহারের জন্য উপযোগী? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
8. (i) X
(উচ্চতাপ ও চাপ) → (CH2 - CH2 ) n
O2 প্রভাবক
(ii) PVC
ক. অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখো ।
খ. ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন?
গ. উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে সঠিক সমীকরণ উপস্থাপন করো ।
ঘ. পরিবেশের ভারসাম্যহীনতায় উদ্দীপকের যৌগসমূহের ভূমিকা বিশ্লেষণ করো।
৫. i) n(H2C = CH2 ) ( CH 2 – CH2 - n
ii) ফেনল' + ফরমালডিহাইড → বাকেলাইট
ক. তন্তু কী?
খ. রেশমকে তন্তুর রানি বলা হয় কেন?
গ. (i) নং প্রক্রিয়াটি দ্রুত ও জনপ্রিয় করার কৌশল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের (i) নং ও (ii) নং প্রক্রিয়া কি একই ধরনের? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url