মূলধন ব্যয়

 অধ্যায় ৭: মূলধন ব্যয়

 অধ্যায় ৭: মূলধন ব্যয় সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



ফিনান্স এবং ব্যাংকিংসাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ৭: মূলধন ব্যয় 

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.তহবিল সরবরাহকারীদের প্রত্যাশিত আয় তহবিল সংগ্রহকারীর জন্য - মূলধন খরচ। 
  • ২.ব্যবসায় প্রতিষ্ঠানকে সর্বনিম্ন আয় করতে হবে— বিনিয়োগের তহবিল খরচ যতটুকু তার সমান।
  • ৩. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে।
  • 8. মূলধন ব্যয় হলো— বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়। 
  • ৫.প্রতিষ্ঠানের মূলধন যায় হিসেবে গণ্য — বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়। 
  • ৬. মূলধন কাঠামো নির্বাচনে গুরুত্বপূর্ণ— মূলধন ব্যয়।
  • ৭. ঋণ মূলধনের উৎস— বন্ড বা ঋণপত্র ও ব্যাংক ঋণ।
  • ৮. মূলধন কাঠামো পরিবর্তনে বিবেচনা করা হয়— তহবিলের সুযোগ ব্যয়, গড় মূলধন ব্যয় ও সর্বনিম্ন মূলধন ব্যয় ।
  • ৯.তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় অসমান থাকে।
  • ১০. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে ভূমিকা রাখে— মূলধন খরচ। 
  • ১১. মূলধন সংস্থানের মূলধন ব্যয় নির্ণয়ের সবচেয়ে সহজ উৎসটি হলো— ঋণ মূলধন । 
  • ১২. মূলধনী খরচ বিদ্যমান গৃহীত ঋণ, বন্ড ও শেয়ারে।
  • ১৩. কর কম করতে সমন্বয় করা হয়— করপূর্ব ঋণ মূলধন ব্যয়কে। 
  • ১৪. মূলধন ব্যয় নির্ণয় তাৎপর্যপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তে এবং মূলধন কাঠামোয় । 
  • ১৫. প্রতিষ্ঠানের লাভ হয়— প্রত্যাশিত আয় মূলধন ব্যয়ের থেকে বেশি হলে। 
  • ১৬, অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। 
  • ১৭. কোম্পানির লভ্যাংশ পায় শেয়ারের মালিকগণ।
  • ১৮. মূলধন ব্যয় যত কম করা যায়— তত লাভজনক । 
  • ১৯. মূলধন ব্যয় নির্ণয়ের সহজ পদ্ধতিটি হলো— শূন্য মূলধন। 
  • ২০. লভ্যাংশ,— বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ।
  • ২১. শেয়ার মালিকদের প্রত্যাশিত লাভের কোনো পরিবর্তন হয় না— শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে।
  • ২২. মূলধন ব্যয় নির্ণয় পদ্ধতি উদ্ভাবন করা হয়— অনুমানের ওপর ভিত্তি করে । 
  • ২৩. মুনাফার অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে যে তহবিলে সয় করা হয় সেটি সংরক্ষিত তহবিল।
  • ২৪. সংরক্ষিত আয়ের ক্ষেত্রে— সুযোগ ব্যয় সৃষ্টি হয়।
  • ২৫. গড় মূলধন ব্যয় জড়িত— তহবিলের উৎসের ব্যয় নির্ণয়ে ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

 প্রশ্ন-১. মূলধন ব্যয় কী?

 উত্তর: বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন সে হারকে মূলধন ব্যয় বলে।

 প্রশ্ন-২. তহবিলের খরচ কাকে বলে? 

উত্তর: বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর ন্যূনতম যে হারে আর প্রয়োজন, সে হারকে তহবিলের খরচ বলে।

প্রশ্ন-৩.কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি লিখ।

 উত্তর: কর-সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি হলো-

কর-সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় = করপূর্ব ঋণ মূলধন ব্যয় x (১ - করা হার)।

 প্রশ্ন-৪. কোন শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়?

 উত্তর: অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়।

 প্রশ্ন-৫. সংরক্ষিত আয় কী? 

উত্তর: প্রতিষ্ঠানের মুনাফার পুরো অংশ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বণ্টন না করে যে অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয় তাই সংরক্ষিত  আয়

 প্রশ্ন-৬.কোন আয়ের কোনো প্রত্যক্ষ ব্যয় নেই?

উত্তর: সংরক্ষিত আয়ের কোনো প্রত্যক্ষ ব্যয় নেই।

প্রশ্ন-৭. মোট মূলধন কী?

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের ইরাইটি অংশ এবং ঋণ এই দুটির যোগফলকেই মোট মূলধন বলে।

প্রশ্ন-৬. মূলধন কাঠামো কাকে বলে?

উত্তর: যে মূলধন কাঠামো কামা পরিমাণ ঋণ ও শেয়ার মূলধনের মিশ্রণে গঠিত হয় তাকে মূলধন কাঠামো বলে।

প্রশ্ন-৯. গড় মুলধন ব্যয় কী?

উত্তর: প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের গড় বায়কে গড় মূলধন ব্যয় বলে।

প্রশ্ন-১০. কাম্য ঋণনীতি কী?

উত্তর: যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য ঋণনীতি বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. মূলধন ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর: বিনিয়োগকারীদের প্রত্যাশিত ন্যূনতম আয়ের হারকে মূলধন ব্যয় বলা হ কোনো প্রকল্পের মূলধন ব্যয়ের থেকে বেশি হারে আয় করতে পারলে প্রকল্পটি লাভজনক বিবেচিত হয়। মূলধন ব্যয় ছাড়া বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন সম্ভব নয়। মূলধনের যেসব উৎসের ব্যয় সর্বনিম্ন ঐ উৎসগুলো থেকে মূলধন সংগ্রহ করা হয়। কারণ কম মূলধন ব্যয় বিনিয়োগের মুনাফাকে বাড়ায়।

প্রশ্ন-২. মূলধন ব্যয় কেন নিরূপণ করা হয়। 

উত্তর: সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত এবং সঠিক মূলধন কাঠামো নির্ণয় করার জন্য মূলধন ব্যয় নিরূপণ করা হয়। মূলধন ব্যয়ের মাধ্যমে কোম্পানি জানতে পারে তার বিনিয়োগসমূহ থেকে ন্যূনতম কী হারেমুনাফা অর্জন করতে হবে। আবার কোম্পানির সঠিক মূলধন কাঠামো নির্ণয় করার জন্য অর্থাৎ কোন উৎস থেকে কী পরিমাণ মূলধন সংগ্রহ করলে গড় মূলধন খরচ কম হবে সেটি নির্ণয় করার জন্যও মূলধন ব্যয় নিরূপণ করা হয়।

প্রশ্ন-৩. মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

উত্তর: প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ থেকে সর্বনিম্ন কত হারে আয় করতে হবে তা মূলধন বায় নির্দেশ করে বলে এটি নির্ণয় গুরুত্বপূর্ণ ।।কোনো বিনিয়োগ প্রকল্প থেকে মূলধন ব্যয়ের চাইতে বেশি হারে আয় করতে পারলে প্রবন্ধটি লাভজনক হয়। তাই মূলধন ব্যয় ব্যতীত বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন সম্ভব নয় । আবার মূলধনের যেসব উৎসের ব্যয় সর্বনিম্ন ঐ উৎসগুলো থেকে মূলধন সংগ্রহ করা হয়। কারণ কম মূলধন ব্যয় বিনিয়োগের মুনাফাকে বাড়ায়। এজন্যই মূলধন ব্যয় জানা জরুরি।

তাই বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন ও ঋণনীতি বাস্তবায়নে মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ।

 প্রশ্ন-৪. সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় কী? ব্যাখ্যা করো।

উত্তর: অর্থের অন্যত্র বিনিয়োগে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হওয়াকেই সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় বলা হয়। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানি অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশই শেয়ার মালিকদের বণ্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করলো। যদি শেয়ার মালিকরা এই অর্থ অন্যত্র বিনিয়োগ করে ১০% হারে আয়ে করতে পারে, তাহলে এই ১০% ই হবে কোম্পানির সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়।

প্রশ্ন-৫. অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীসের ওপর নির্ভরশীল?

উত্তর: অগ্রাধিকার শেয়ারের ব্যয় শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের ওপর নির্ভরশীল। এ শেয়ারের ব্যয় নির্ধারণ করা হয় প্রত্যাশিত লভ্যাংশের হার এবং শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের অনুপাতের মাধ্যমে।

 সূত্রটি নিম্নরূপ:

অগ্রাধিকার শেয়ারের ব্যয় =(প্রত্যাশিত লভ্যাংশ/শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ )X 100

অর্থাৎ, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বিনিয়োগকারীদের প্রত্যাশিত লভ্যাংশের ওপর নির্ভরশীল।

প্রশ্ন-৬. শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটি ব্যাখ্যা করো।

উত্তর: শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে মনে করা হয় কোম্পানি এ বছর যে পরিমাণ লভ্যাংশ দিয়েছে ভবিষ্যতের বছরগুলোতেও সমপরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে।এ পদ্ধতিতে কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না। যেমন: কোনো কোম্পানি যদি এ বছর শেয়ার প্রতি ১০ টাকা লভ্যাংশ ঘোষণা করে তাহলে এ পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে, পরবর্তী বছরগুলোতেও কোম্পানি ১০ টাকা করে লভ্যাংশ ঘোষণা করবে। 

প্রশ্ন-৭. প্রত্যাশিত আয় বলতে কী বোঝায়?

উত্তর: বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিনিয়োগকারীর লক্ষ্য অর্জনে যে ন্যূনতম পরিমাণ আয় করতে হয় তাকে প্রত্যাশিত আয় বলে। একজন বিনিয়োগকারী অর্থায়নের ক্ষেত্রে প্রথমত মূলধন খরচ নির্ধারণ করেন। এ মূলধন খরচ মেটাতে বিনিয়োগের ওপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন হয় তাকে প্রত্যাশিত আয় বলা হয়।

প্রশ্ন-৮.সংরক্ষিত আয়ের ব্যয় কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর: সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়কে সংরক্ষিত আয়ের ব্যয় বলে। আপাতদৃষ্টিতে সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই বলে মনে হলেও এর একটি সুযোগ ব্যয় থাকে। সংরক্ষিত আয় কোম্পানিতে জমা না রেখে শেয়ারহোল্ডারদের মাঝে ভাগ করে দেওয়া যায়। এক্ষেত্রে শেয়ারহোল্ডারগণ উক্ত অর্থ অন্য কোন প্রকল্পে বিনিয়োগ করে আয় করতে পারেন। কিন্তু কোম্পানির সংরক্ষিত আয় প্রতিষ্ঠানের তহবিলে জমা রাখায় শেয়ারহোল্ডাররা সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এটাই সংরক্ষিত আয়ের ব্যয় বা সুযোগ ব্যয়। 

প্রশ্ন-৯. সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই কেন? ব্যাখ্যা করো।

উত্তর: সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই— কথাটি যথার্থ নয়। সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই মনে হলেও এর একটি সুযোগ ব্যয় থাকে। সংরক্ষিত আয় কোম্পানিতে না রেখে শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করে দিলে তারা নিজের মতো করে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে আয় করতে পারতেন। কিন্তু শেয়ারহোল্ডারদের মধ্যে মুনাফা বণ্টন না করায় তারা এই আয়ের সুযোগ থেকে বঞ্চিত হন। এটিই সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় ।

প্রশ্ন-১০. জমি বিক্রয় করে প্রাপ্ত টাকা বন্ধুকে ধার দিলে এর সাথে কীভাবে সুযোগ ব্যয় জড়িত? ব্যাখ্যা করো। 

উত্তর: জমি বিক্রি করে প্রাপ্ত টাকা বন্ধুকে ধার দেওয়ার ক্ষেত্রে সুযোগ ব্যয় জড়িত সুযোগ ব্যয় বলতে কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো বিনিয়োগযোগ্য প্রকল্পের আয়ের সুযোগ হারানোকে বোঝায়। জমি বিক্রি করার ফলে তা থেকে ভবিষ্যৎ আয় হারাতে হয়। ধরা যাক, জমিটি বিক্রি না করলে তা থেকে আগামী বছরগুলোতে ১০% করে আয় করা সম্ভব হতো। তবে জমি বিক্রি করে বন্ধুকে টাকা ধার দেওয়ার ফলে এক্ষেত্রে সুযোগ ব্যয় হবে ১০%। 

প্রশ্ন-১১. কাম্য ঋণনীতি কী? ব্যাখ্যা করো।

উত্তর: কাম্য ঋণনীতি বলতে মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে তা বোঝায়। প্রতিষ্ঠান তার মোট মূলধনের কিছু অংশ ঋণ নিয়ে সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানকে গড় মূলধন খরচ বিবেচনায় রাখতে হয়। সাধারণত ঋণকৃত তহবিলের মূলধন ব্যয় সর্বনিম্ন হয়। এজন্য প্রতিষ্ঠানকে এমন পরিমাণ ঋণ সংগ্রহ করতে হয় যেন গড় মূলধন খরচ সর্বনিম্ন হয়। মূলধন খরচ মাথায় রেখে কী পরিমাণ ঋণ নেওয়া হবে সেটি নির্ধারণ করাই হলো কাম্য ঋণনীতি।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.মূলধন ব্যয় নির্ধারণের মাধ্যমে কোনটি ঠিক করা হয়?

ক) পণ্যের মূল্য

খ) অর্থায়নের উৎস

গ) উৎপাদন ব্যয়

ঘ)  উপরিবায়

উ:খ

২.বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায় প্রতিষ্ঠানের কী হিসেবে গণ্য করা হয়?

ক)  সুযোগ ব্যয়

খ) মূলধন ব্যয়

গ) বিনিয়োগের হার

ঘ) মুনাফার হার

উ:খ

৩.ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকদের নিজস্ব মূলধনকে কী বলে ? 

ক)  ইক্যুইটি 

খ)  পড় মূলধন 

গ)  ঋণ মূলধন

ঘ) চলতি মূলধন

উ:ক

8. করপূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করার প্রয়োজন হয় কেন? 

(ক) কর প্রদান করতে

(খ) কর বৃদ্ধি করতে

(গ) কর কম করতে

(ঘ)  কর মওকুফ করতে

উ:গ

৫.জনাব হাসান ১৫% সুদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে মনিহারি ব্যবসায় শুরু করেন। করের হার ২০% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত?

ক) ৭.৫% 

খ)  ১৩.৫%

গ) ১২ %

ঘ) ২৫%

উ:গ

৬.সুদের হার ১২% এবং কর হার ২০% হলে, ১০ লক্ষ টাকার কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত হবে?

ক)  ২০.১২% 

খ)  ১২.২০%

গ) .৬০%

ঘ) ৬.৯০%

উ:গ

৭.কোনটির ব্যয় শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের ওপর নির্ভর করে?

ক) বিলম্বিত শেয়ারের

খ)  অগ্রাধিকার শেয়ারের

গ) বোনাস শেয়ারের

ঘ) রাইট শেয়ারের

উ:খ

৮.প্রতি অগ্রাধিকার শেয়ার মূল্য ২০০ ও লভ্যাংশ ১০ টাকা হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় কত? 

ক) ১৯%

খ)  ১০%

গ) ২০%

ঘ) ৫%

উ:ঘ

৯.শেয়ার মূল্য ২,০০০ টাকা, বৃদ্ধির হার ১৫% এবং লভ্যাংশ ২০ টাকা হলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?

ক) $2.80%

খ)  19.0%

গ) 16.15%

ঘ)  34.4%

উ:গ

১০. 'Y' কোং লি.-এর নীতি হলো এই বছর ১০% লভ্যাংশ দিলে আগামী বছরও ১০% লভ্যাংশ দিবে। এটি কোন ধরনের মূলধন ব্যয়?

ক) গাণিতিক হারে লভ্যাংশ বৃদ্ধি

খ) বাটাকৃত হারে লভ্যাংশ বৃদ্ধি

গ) শূন্য লভ্যাংশ বৃদ্ধি

ঘ) স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি

উ:গ

১১. রাফি লি.-এর শেয়ারের বর্তমান বাজার দর ২০০ টাকা। প্রতিষ্ঠানটি এ বছর প্রতি শেয়ারে ২০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?

ক)  ১০% 

খ) ১২% 

গ) ১৫%

ঘ) ২০%

উ:ক

১২. সংরক্ষিত আয় কোন মেয়াদি তহবিলের উৎস?

ক) স্বল্প মেয়াদি

খ) মধ্য মেয়াদি 

গ) দীর্ঘ মেয়াদি

ঘ) বিশেষায়িত

উ:গ

১৩. বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয় সৃষ্টি হয়? 

ক)  ঝুঁকি বণ্টন না করলে

খ) মালিকানা হস্তান্তর না করলে

গ) দায়িত্ব বণ্টিত না হলে

ঘ) লভ্যাংশ প্রদান না করলে

উ:ঘ

১৪ .নিচের কোনটি মূলধনের ব্যয়? 

ক) ঋণের সুদ

খ) শেয়ারের লভ্যাংশ

গ) নিজস্ব তহবিলের লাভ

ঘ) গড় মূলধনি ব্যয়

উ:ঘ

১৫. মূলধন ব্যয় বলতে বোঝায় -  

i. শেয়ার মালিকদের প্রত্যাশিত আয়

ii. নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রত্যাশিত আয়

iii. ব্যাংকের প্রত্যাশিত আয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ.i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

১৬. কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের ওপর নির্ভর করে-

i. সাধারণ শেয়ার ব্যয়

ii. ঋণ মূলধন ব্যয়

iii. অগ্রাধিকার শেয়ার ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক)i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

রনি ট্রেডার্সের অগ্রাধিকার শেয়ারের পরিমাণ ২০০ কোটি টাকা ও ঋণ মূলধন ১০০ কোটি টাকা। ঋণ মূলধনের সুদের হার ১০% ও অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ১২%। অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য ২৫০ টাকা এবং লিখিত মূল্য ২০০ টাকা। 

১৭. রনি ট্রেডার্সের অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কত?

ক)  10.৮০% 

খ)  ৯.৬০%

গ) .80%

ঘ) 8.60% 

উ:খ

১৮. রনি ট্রেডার্সের কর হার ৪০% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত হবে?

ক) ৮%

খ) ১০% 

গ) ৬%

ঘ) ৭ %

উ:গ

উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

ABC কোম্পানির সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য ১০ টাকা । প্রতিষ্ঠানটি এ বছর প্রতি শেয়ারে ১ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে ১০% বৃদ্ধি পায়।

১৯. ABC কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত?

ক) ১২.৪০%

খ) ১০% 

গ)  ১১% 

ঘ) ২১% 

উ:ঘ

২০. ABC কোম্পানি কোন নীতি অনুসরণ করে লভ্যাংশ প্রদান করে?

ক) স্থিরহার লভ্যাংশ বৃদ্ধি

খ) বিশেষ লভ্যাংশ

গ) লভ্যাংশ প্রদান অনুপাত

ঘ) স্থির হারে লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ

উ:ক

সৃজনশীল প্রশ্ন

১. 'গোমতী কোম্পানি' একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ৪৫ পঞ্চ টাকার মূলধন সংগ্রহের প্রয়োজন। উক্ত মূলধন কাঠামোতে ১৩ লক্ষ টাকা সাধারণ শেয়ার মূলধন, ১৮ লক্ষ টাকার ঋণ মূলধন ও অবশিষ্ট অংশ অগ্রাধিকার শেয়ার মূলধনের মাধ্যমে সংগ্রহ করা হবে। কোম্পানিটির অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ৯%, ঋণের সুদের ১২% ও কর হার ৪০% । সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে ৯০ টাকা ও ১২০ টাকা। সাধারণ শেয়ারের লভ্যাংশ ১৪ টাকা এবং তা বৃদ্ধির হার ৬% । প্রকল্পে কোম্পানি কর্তৃক  ধার্যকৃত গড় মূলধন ব্যয় ১২% ।

ক. মূলধন কাঠামো কাকে বলে?

খ. ঋণপত্রের সুদ করযোগ্য নয় কেন? ব্যাখ্যা করো ।

গ. ‘গোমতী কোম্পানি'-এর সাধারণ শেয়ার মূলধন নির্ণয় করো।

ঘ. উদ্দীপকে গোমতী কোম্পানির মূলধন মিশ্রণটি ব্যবহার করা যৌক্তিকতা বিশ্লেষণ করো।

২. মাহি ট্রেডার্স-এর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। যার মধ্যে সাধারণ শেয়ার ৪০%, অগ্রাধিকার ৪৫% এবং অবশিষ্ট মূলধন ৬% অগ্রাধিকার শেয়ার এবং খাণকৃত মূলধনের সুদের হার ১০%। সাধারণ শেয়ারঅগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে ৩০০ টাকা ও ২৫০ টাকা। কোম্পানি এ বছর শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং অতীতে লভ্যাংশের বৃদ্ধির হার ছিল ৫%, কর হার ২৫%। 

ক.. কামা ঋণনীতি কী?

খ.মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

গ. মাহি ট্রেডার্সের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো । 

ঘ. মাহি ট্রেডার্সের গড় মূলধন বায় নির্ণয় করো।

৩. হিমু কোম্পানি বর্তমান বছরে শেয়ার প্রতি ২০ টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানিটির অনুমিত লভ্যাংশ বৃদ্ধির হার ১০%। কোম্পানির প্রতি শেয়ারের বর্তমান বাজার মূল্য ২১০ টাকা।

ক. মূলধন ব্যয় কী?

খ. সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই কেনো?

গ. ৪ বছর পর প্রত্যাশিত লভ্যাংশ কত টাকা হবে? নির্ণয় করো । 

ঘ. কোম্পানিটির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো।

৪. ফারহানা লি.-এর মোট মূলধন ১০ লক্ষ টাকা। সাধারণ শেয়ার ব্যয় ১৫%, ঋণপত্রের ব্যয় ১০% এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার ১০%। মোট মূলধনের বিভিন্ন উৎসের স্তরবিন্যাস নিম্নরূপ-


ক. মূলধন ব্যয় কী?

খ. সংরক্ষিত আয়ের ব্যয় নেই কেন? ব্যাখ্যা করো।

গ. অগ্রাধিকার শেয়ার ব্যয় ও ঋণপত্রের ব্যয় নির্ণয় করো।

ঘ. ফারহানা লি.-এর গড় মূলধন ব্যয় নির্ণয় করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url