জীবপ্রযুক্তি

 অধ্যায় ১১: জীবপ্রযুক্তি

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 

বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ১১: জীবপ্রযুক্তি

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.ক্রোমোজোমে প্রোটিন থাকে- দুই ধরনের।
  • ২. বংশগতির ধারক ক্রোমোজোম ।
  • ৩. DNA এর গঠন কাঠামোকে বলে- ডাবল হেলিক্স।
  • 8. DNA ও RNA এর বাহক ক্রোমোজোম । 
  • ৫. জিনের বাহক হিসেবে কাজ করে— DNA। 
  • ৬. সিকিল সেল রোগের লক্ষণ- রক্তশূন্যতা।
  • ৭. যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না তাকে বলে- প্রচ্ছন্ন জিন। 
  • ৮. হেপাটাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয়— ইন্টারফেরন। 
  • ৯. পুংলিঙ্গ ও পুংগ্যামেট নির্ধারণে ভূমিকা রাখে— Y ক্রোমোজোম । 
  • ১০. দুইটি প্রকট ও প্রচ্ছন্ন জিনকে বলে- হোমোজাইগাস ।
  • ১১. শর্করা ও থাইমিন থাকে RNA তে।
  • ১২. জিন ক্লোনিং এর জন্য ব্যবহৃত হয়- ব্যাকটেরিয়া।
  • ১৩. জীব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত গোল্ডেন রাইস ভিটামিন এ সমৃদ্ধ। 
  • ১৪. সুপার রাইসে রয়েছে— ভিটামিন A।
  • ১৫. ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম ট্রিপসিন ।
  • ১৬, বটগাছ থেকে পাওয়া যায়- ফাইসিন এনজাইম।
  • ১৭. পনির তৈরিতে ব্যবহৃত হয় ছত্রাক।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১, জিন ক্লোনিং কী?

উত্তর: জৈব প্রযুক্তির মাধ্যমে একই জিনের অসংখ্য নকল তৈরি করার প্রক্রিয়াই জিন ক্লোনিং।

প্রশ্ন-২. সেন্ট্রোমিয়ার কাকে বলে?

উত্তর: মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রত্যেকটি ক্রোমোজোমে যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় তাই সেন্ট্রোমিয়ার ।

প্রশ্ন-৩. ক্রোমোজোম কাকে বলে?

উত্তর: নিউক্লিয়াসের ভেতর অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যেসব তত্ত্বর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্ঝারিত হয়, তাকে ক্রোমোজোম বলে।

প্রশ্ন-৪. সেল ক্লোনিং কাকে বলে?

উত্তর: একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে সেল ক্লোনিং বলে।

প্রশ্ন-৫, জিন কী?

উত্তর: বংশগতির ধারক ও বংশগত বৈশিষ্ট্যের নির্ধারকের এককই হলো

প্রশ্ন-৬. নিউক্লিওটাইড কী?

উত্তর: DNA-এর দ্বিসূত্র বিশিষ্ট লম্বা শৃঙ্খলের পলি নিউক্লিওটাইডের প্রতি এককই হলো নিউক্লিওটাইড ।

প্রশ্ন-৭. জীবপ্রযুক্তি কাকে বলে?

উত্তর: মানবকল্যাণে প্রয়োগের জন্য জীবকে ব্যবহার করে বিভিন্ন উপাদান তৈরির প্রযুক্তিকে জীবপ্রযুক্তি বলে ।

প্রশ্ন-৮, জিন প্রকৌশল কী?

উত্তর: একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলই হলো জিন প্রকৌশল।

প্রশ্ন-৯, ক্লোনিং কী?

উত্তর: ক্লোনিং হলো অযৌন অঙ্গজ জননের দ্বারা মাতৃজীবের অনুরূপ একটি বা একদল জীবের উদ্ভব ঘটানোর প্রক্রিয়া 

প্রশ্ন-১০. ট্রান্সজেনিক জীব কী?

সাভার ক্যান্ট পাবলিক ল এন্ড কলেজ, সাভার, ঢাকা। উত্তর: জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট কাঙ্খিত বৈশিষ্ট্যের জীবকে ট্রান্সজেনিক জীব।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. ডিএনএ টেস্ট বলতে কী বোঝায়? 

উত্তর: গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণীর DNA প্রোফাইল তৈরি করাকে DNA টেস্ট বলে। এ টেস্ট করার জন্য পিতামাতা ও সন্তানের মুখের ঝিল্লির পর্দা সংগ্রহ করা হয় এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এ থেকে পিতামাতা ও সন্তানের DNA এর একটি প্রোফাইল প্রস্তুত করা হয়। এরপর সন্তানের DNA প্রোফাইলের সাথে পিতার DNA প্রোফাইল মেলানো হয়। যদি ৫০% মিল পাওয়া যায় তাহলে সে ব্যক্তিকে সন্তানের প্রকৃত পিতা হিসেবে গণ্য করা হয়।

প্রশ্ন-২. সিকিল সেল রোগের কারণ কী? ব্যাখ্যা করো।

 উত্তর: জেনেটিক বিশৃঙ্খলার কারণে সৃষ্ট মানুষের রক্তের একটি রোগ হলো সিবিল সেল। মানুষের রক্ত কণিকায় এ রোগটি হয় পয়েন্ট মিউটেশনের ফলে। সিকিল সেলের ক্ষেত্রে লোহিত কণিকার স্বাভাবিক চ্যাপ্টা আকৃতির পরিবর্তে কিছুটা কাস্তে আকৃতির হয়। সিকিল সেলগুলো সূক্ষ্ম রক্তনালি গুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং শরীরের সেই স্থানগুলোতে তীব্র ব্যথা অনুভূত হয়। এই রক্তকণিকাগুলো যত দ্রুত ভেঙে যায়, তত দ্রুত লোহিত কণিকা তৈরি হয় না বলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়।

প্রশ্ন-৩. 'ডাউন'স সিনড্রোম' বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।

 উত্তর: ডাউন'স সিনড্রোম হলো মানুষের জেনেটিক বিশৃঙ্খলা দ্বারা সৃষ্ট এক ধরনের বংশগত রোগ। মানুষের ২১তম ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে ডাউনস সিনড্রোম রোগ হয়। এ রোগ হলে চোখের পাতা ফুলা, নাক  চ্যাপ্টা, জিহ্বা লম্বা এবং হাতগুলো ছোট হয়।

প্রশ্ন-৪. অধিক ফলনশীল জাত তৈরিতে জীবপ্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো। 

উত্তর: উচ্চ ফলনশীল কোনো উদ্ভিদের উৎকৃষ্ট জিন কম ফলনশীল উদ্ভিদে প্রতিস্থাপন করে কিংবা জীনের গঠন বা বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে জীব প্রযুক্তির মাধ্যমে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। ধান, গম, তেলবীজসহ অনেক শস্যের অধিক ফলনশীল উন্নত জাত উদ্ভাবনে জীব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রশ্ন-৫. জীব প্রযুক্তি বলতে কী বোঝায়?

উত্তর: মানব কল্যাণের জন্য জীব প্রতিনিধিদের যেমন— অণুজীব বা জীবকোষের কোষীয় উপাদানের নিয়ন্ত্রিত ব্যবহারই হলো জীবপ্রযুক্তি। জীব প্রযুক্তি একটি সমন্বিত বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান, টিস্যু কালচার ও জিন প্রকৌশল এই তিনটি বিষয়ের সমন্বয়ে গড়ে ওঠা জীববিজ্ঞানের অত্যাধুনিক এই শাখাটি মানবসভ্যতার নতুন দিগন্তে প্রবেশ করেছে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি? 

ক) ১টি

খ) দুই

গ) তিন

ঘ) চার

উ:খ

২.ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে? 

ক) ১টি

খ)  ২টি

গ) ২২টি

ঘ) ৪৪টি

উ:খ

৩. মানব ক্লোনিং এর প্রধান অন্তরায় কী?

ক)  ধর্ম

খ) জনবল

গ)  অর্থ

ঘ) যন্ত্রপাতি

উ:ক

৪.বংশগতির ধারক - 

ক) লাইসোজোম

খ) রাইবোজোম

গ) মাইটোকড়িয়া

ঘ) ক্রোমোজোম

উ:ঘ

৫.চিত্রটিতে কোনটি অনুপস্থিত?

ক) থাইমিন

খ) ইউরাসিল

গ) সাইটোসিন

ঘ) গুয়ানিন

উ:খ

৬.কোন এনজাইমটি আঠার মতো কাজ করে? 

ক)  লাইগেজ

খ) লাইপেজ

গ) প্রোটিয়েজ

ঘ) অ্যামাইলেজ

উ:ক

৭.DNA কত সালে আবিষ্কার হয়? 

ক) ১৯৬৩ 

খ) ১৯৫২ 

গ) ১৯৫৩

ঘ) ১৯৪৩

উ:গ

৮. জিনের বাহক হিসেবে কোনটি কাজ করে ?

ক) ডি এন এ

খ)  আর এর 

গ)  প্লাজমিড 

ঘ) এনজাইম

উ:ক

৯.সন্তানের পরিচয় সনান্তকরণে কোনটি ব্যবহৃত হয়?

ক) ব্লাড টেস্ট

খ) ফরেনসিক টেস্ট

গ) ডি.এন.এ টেস্ট

ঘ) কর্ণিয়া টেস্ট

উ:গ

১০. বংশগত কোন রোগের কারণে পুরুষের দেহে নারীসুলভ বৈশিষ্ট্য প্রকাশিত হয়?

ক) সিকিল সেল

খ)  হানটিংটন'স রোগ

গ) টার্নার'স সিনড্রোম

ঘ)  ক্লিনিফেলটার'স সিনড্রোম

উ:ঘ

১১. কোন রোগে দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি লোপ পায়?

ক) মায়োপিয়া

খ) মাসকুলার ডিসট্রফি

গ) হিমোফিলিয়া

ঘ) বর্ণান্ধতা

উ:খ

১২. হেপাটাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?

ক) ফাইসিন

খ) লাইপেজ 

গ) ইন্টারফেরন 

ঘ) ফ্রম বিন

উ:গ

১৩. প্রকৃতিতে অংগজ প্রজননের ফলে উৎপন্ন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে? 

ক) জিন ক্লোনিং 

খ) সেল ক্লোনিং

গ) জীব ক্লোনিং

ঘ) রিপ্রোডাকটিভ ক্লোনিং

উ:গ

১৪.কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়?

ক) প্রোফেজ

খ) এনাফেজ

গ) টেলোফেজ

ঘ) প্রোমেটাফেজ

উ:ক

১৫. জিন-ক্লোনিং এর জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক) নিউক্লিওপ্রোটিন

খ) প্রোটোভাইরাস

গ) ভাইরাস

ঘ) ব্যাকটেরিয়া

উ:ঘ

১৬. জীব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত গোল্ডেন রাইস কোন ভিটামিন সমৃদ্ধ ?

ক)  ভিটামিন A

খ) ভিটামিন B

গ) ভিটামিন C

ঘ) ভিটামিন D

উ:ক

১৭. বটগাছ থেকে উৎপাদিত কোন এনজাইম কৃমিরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? 

ক) প্যাপেইন 

খ) ফাইসিন 

গ) ট্রিপসিন

ঘ) থ্রম্বিন

উ:খ

১৮. সুপার রাইসে কোন ভিটামিন রয়েছে? 

ক) A

খ)  B

গ) C

ঘ) D

উ:ক

১৯পতঙ্গের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য কোন টেকনিক ব্যবহৃত হয়? 

ক)  BTI

খ) BDT

গ)  SIT

ঘ) SDT

উ:গ

২০. বটগাছ থেকে কোন এনজাইম পাওয়া যায়?

ক) ফাইসিন 

খ) প্যাপেইন 

গ) ট্রিপসিন 

ঘ) মিন

উ:ক

২১. হোমোজাইগাস বলতে বোঝায়— 

i. দুটি প্রকট জীন

ii. একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন জীন

iii. দুইটি প্রচ্ছন্ন জীন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

২২.সেক্স লিংকড জিনের কারণে সৃষ্ট রোগ—

i. হোয়াইট ফোরলক

ii. মায়োপিয়া

iii. রাতকানা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের চিত্রের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

২৩. A চিহ্নিত অংশটি কী?

ক) ক্যালসিয়াম

খ) ফসফেট

গ) রাইবোজ

ঘ) ম্যাগনেসিয়াম

উ:খ

২৪.উদ্দীপকে B চিহ্নিত অংশটি হলো—

i. অ্যাডেনিন

ii. গুয়ানিন

iii. থাইমিন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন

১. বংশগতি বস্তুগুলোর মধ্যে একটি দেখতে অনেকটা প্যাঁচানো সিড়ির মতো । আরেকটি একটি মাত্র পলিনিউক্লিওটাইড শেকলের ভাঁজ। বংশগতির আরেকটি বস্তু বিজ্ঞানী মেন্ডেল আবিষ্কার করে নাম দেন ফ্যাক্টর।
ক. ক্রোমোজোম কাকে বলে?
খ. নারীরা কখন বন্ধ্যা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথম বংশগতি বস্তুটির গঠন ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় বংশগতি বস্তু দুটির মধ্যে কোনটি জীবের আকৃতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
২. দৃশ্যকল্প-১: রিক্তা বেগম ও সান্তা বেগম প্রমিকে তাদের নিজের সন্তান হিসেবে দাবি করেন। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালত তিনজনকে একটি বিশেষ পরীক্ষার নির্দেশ প্রদান করেন ।
দৃশ্যকল্প-২: জিন প্রকৌশলী সাত্তার সাহেব একটি উদ্ভিদ থেকে জিন নিয়ে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে অন্য একটি উদ্ভিদে সংযোজন করেন এবং উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন নতুন উদ্ভিদ তৈরি করেন ।
ক. ক্রোমোজোম কাকে বলে?
খ. ইন্টারফেরন উৎপাদন রোগ প্রতিরোধে প্রয়োজন— ব্যাখ্যা করো। 
গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিশেষ পরীক্ষাটি কী? ব্যাখ্যা করো। 
ঘ. দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সাত্তার সাহেবের বিশেষ প্রযুক্তিটির কৃষিক্ষেত্রে ভূমিকা বিশ্লেষণ করো।
৩. X → এ পদ্ধতিতে রিকম্বিনেন্ট DNA সৃষ্টি হয়।
Y → এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঔষধ শিল্পে উন্নয়ন ঘটানো হয়েছে।
ক. ট্রান্সজেনেসিস কী?
খ. ফরেনসিক টেস্ট বলতে কী বোঝায়?
গ. X-পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করো।
ঘ. Y-এর গুরুত্ব বিশ্লেষণ করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url