মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

 অধ্যায় ২: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 ভূগোল  সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ২: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.নক্ষত্র এবং এদের গ্রহ ও উপগ্রহকে বলে – জ্যোতিষ্ক 
  • ২. কৃষ্ণগহ্বরের ইংরেজি প্রতিশব্দ - Black hole. 
  • ৩. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি নক্ষ
  • ৪. মহাকাশে অসংখ্য স্বপ্নালোকিত তারকার আস্তরণ হলো— নীহারিকা। 
  • ৫. সূর্যের আলোয় দিনে দেখা যায় না- নক্ষত্র।
  • ৬. আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা— এক আলোকবর্ষ। 
  • ৭. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপা হয়- আলোকবর্ষে। 
  • ৮. পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য ।
  • ৯. একটি মাথা ও একটি লেজ আছে- ধূমকেতুর
  • ১০. হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায়— ১৯৮৬ সালে।
  • ১১. ৮৮ দিনে এক বছর- বুধ গ্রহের।
  • ১২. শুক্র গ্রহের উপরিভাগ থেকে দেখা যায় না- সূর্য। 
  • ১৩. এসিড বৃষ্টি হয় শুক্র গ্রহে।
  • ১৪. বুধ ও শুক্র গ্রহের নেই- উপগ্রহ।
  • ১৫. মঙ্গলের উপরিভাগে রয়েছে- আগ্নেয়গিরি ও গিরিখাত।
  • ১৬. মঙ্গল গ্রহের রং- লালচে।
  • ১৭. শনির ভূত্বক ঢাকা- বরফে।
  • ১৮. ইউরি গ্যাগারিন পৃথিবী প্রদক্ষিণ করেন ১৯৬১ সালের ১২ এপ্রিল। 
  • ১৯. বিষুবরেখার অপর নাম- মহাবৃত্ত বা গুরুবৃত্ত।
  • ২০. নিরক্ষরেখার সমান্তরালে রেখাগুলোকে বলে- অক্ষরেখা।
  • ২১. পৃথিবীর অক্ষরেখার উত্তর ও দক্ষিণ প্রান্ত যথাক্রমে- সুমেরু ও কুমেরু। 
  • ২২. একই দ্রাঘিমায় ১৮০° তে সময়ের ব্যবধান হলো ২৪ ঘণ্টা। 
  • ২৩. সেক্সট্যান্ট যন্ত্র ও ধ্রুবতারার সাহায্যে নির্ণয় করা যায়- অক্ষাংশ। 
  • ২৪, স্থানীয় ও গ্রিনিচের সময় দ্বারা নির্ণয় করা যায়- দ্রাঘিমা। 
  • ২৫. ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়- ৪ মিনিট 
  • ২৬. প্রতিপাদ স্থানন্বয়ে সময়ের পার্থক্য- ১২ 
  • ২৭. আহ্নিক গতির বেগ সর্বাধিক— নিরক্ষরেখায় । 
  • ২৮. বাসন্তবিষুক বা মহাবিষুব - ২১ মার্চ।
  • ২৯. উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত— ২১ জুন। 
  • ৩০. পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়- ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর।
  • ৩১. দিবারাত্রির হ্রাসবৃদ্ধি ও ঋতু পরিবর্তন হয়— বার্ষিক গতির ফলে।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১.গ্যালাক্সি কী? 

 উত্তর: মহাকাশে কোটি কোটি নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, ধূমকেতু এবং বিশাল বাষ্পকুণ্ড নিয়ে জ্যোতিষ্কমণ্ডলীর যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বলে।

প্রশ্ন-২ নক্ষত্র কাকে বলে?

 উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। 

প্রশ্ন-৩.ছায়াপথ কী?

উত্তর: কোনো একটি গ্যালক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে।

প্রশ্ন-৪.ধূমকেতু কাকে বলে?

উত্তর: মাঝে মাঝে মহাকাশে আবির্ভূত একটি মাথা ও লেজ সদৃশ অতি বিস্ময়কর জ্যোতিষ্ককে ধূমকেতু বলে।

প্রশ্ন-৫. সৌরজগৎ কাকে বলে?

উত্তর: সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে যে জগৎ গঠিত হয় তাকে সৌরজগৎ বলে । 

প্রশ্ন-৬. দ্রাঘিমাংশ কাকে বলে?

উত্তর: গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌনিক দূরত্বকে ঐ স্থানের দ্রাঘিমাংশ বলে।

প্রশ্ন-৭.কৃত্রিম উপগ্রহ কাকে বলে?

উত্তর: মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরছে, সেগুলোকে কৃত্রিম উপগ্রহ বলে। যেমন- বঙ্গবন্ধু-১ উপগ্রহ। 

 প্রশ্ন-৮ আহ্নিক গতি কাকে বলে?

 উত্তর: পৃথিবী নিজ অক্ষরেখায় ২৪ ঘণ্টা বা একদিনে একবার যে গতিতে আবর্তন করে তাকে আহ্নিক গতি বলে ।

প্রশ্ন-৯.অক্ষাংশ কাকে বলে?

উত্তর: নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের অক্ষাংশ বলে।

প্রশ্ন-১০. অক্ষ বা মেরু রেখা কাকে বলে? 

 উত্তর: পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বা অক্ষ (Axis) বলে।

প্রশ্ন-১১.নিরক্ষরেখা কাকে বলে? 

 উত্তর: দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে, বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে ।

প্রশ্ন-১২.প্রতিপাদ স্থান কাকে বলে? 

উত্তর: ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্রে ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান বলে ।

প্রশ্ন-১৩. পৃথিবীর গতি কত প্রকার?

উত্তর: পৃথিবীর গতি দুই প্রকার। যথা: 

  • আহ্নিক ও 
  • বার্ষিক গতি

প্রশ্ন-১৪ বার্ষিক গতি কাকে বলে?

উত্তর: মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে যে গতিতে সূর্যের চারদিকে ঘুরছে সেই গতিকে বার্ষিক গতি বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. প্রতি চার বছরে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় কেন?

অথবা, 

অধিবর্ষ গণনার কারণ ব্যাখ্যা করো।

 উত্তর: পৃথিবীর পরিক্রমণ গতির সময়ের সামান্য আনার জন্য অধিবর্ষ গণনা করা হয়। পৃথিবীতে ৩৬৫ দিনে এক বছর ধরা হয় আর অধিবর্ষ দিনে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু ৩৬৫ দিনে করে • গণনা করায় প্রতিবছর ৬ ঘন্টা অতিরিক্ত থেকে যায়। এ অভি সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি ৪ বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ২৪ ঘণ্টাবা ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়। ফলে বছরটি হয় ৩৬৬ দিনে । এই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়।

প্রশ্ন-২.হ্যালির ধূমকেতু প্রতি বছর দেখা যায় না কেন?

অথবা, 

মহাকাশে অনেক বছর পরপর কোন জ্যোতিষ্ক দেখা যায়? ব্যাখ্যা করো।

উত্তর: সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে এরা পরিক্রমণ করে। সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়।অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে বলে অনেক বছর পরপর ধূমকেতু আবির্ভূত হয়। এ কারণে হ্যালির ধূমকেতু প্রতিবছর দেখা যায় না, ৭৬ বছর পরপর দেখা যায়।

প্রশ্ন-৩. কোন গতির কারণে দিবা-রাত্রি সংঘটিত হয়? ব্যাখ্যা করো। 

উত্তর: আহ্নিক গতির কারণে পৃথিবীর দিবারাত্রি সংঘটিত হয়। পৃথিবী গোল এবং এর নিজের কোনো আলো নেই। আবর্তন গতির জন্য পৃথিবীর যেদিক সূর্যের সামনে আসে, সেদিক সূর্যের আলোয় আলোকিত হয়। তখন ঐ আলোকিত স্থানসমূহে দিন। আলোকিত স্থানের উল্টোদিকে সূর্যের আলো পৌঁছায় না । সেদিকটা অন্ধকার থাকে। এসব অন্ধকার স্থানে তখন রাত্রি। পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকারে আর অন্ধকারের দিকটি সূর্যের দিকে বা আলোতে চলে আসে। অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে এসব স্থানে দিন হয়। আর আলোকিত স্থান অন্ধকার হয়ে যাওয়ায় ঐ সব স্থানে রাত হয়।

 এভাবে পর্যায়ক্রমে দিনরাত্রি সংঘটিত হতে থাকে।

প্রশ্ন-৪.আন্তর্জাতিক তারিখ রেখা কোথাও কোথাও বাঁকা কেন? 

উত্তর; আন্তর্জাতিক তারিখ রেখা তথা ১৮০° দ্রাঘিমারেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে। এ রেখা অতিক্রম করলে সময়ের পার্থক্য একদিন হয়। এ রেখাকে ১৮০° অনুসরণ করে প্রশান্ত মহাসাগরে শুধু পানির উপর দিয়ে টানা হলেও যেখানে স্থলভাগ (যেমন— ফিজি, চ্যাথাম দ্বীপপুঞ্জ) রয়েছে সেথায় বাঁকিয়ে দেওয়া হয়েছে। কারণ তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো। কারণ একই স্থানের মধ্যেই সময় এবং বার দুই রকম হতো।

প্রশ্ন-৫. তথ্য আদান-প্রদানে কোন উপগ্রহটি ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো। 

উত্তর: তথ্য আদান-প্রদানে কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয়। তারহীন তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্যে কৃত্রিম উপগ্রহ তথ্য আদান-প্রদান করে। এ ধরনের উপগ্রহ বিশ্বের দুইটি ভিন্ন অবস্থানে অবস্থিত বেতার তরঙ্গ প্রেরক উৎস ও গ্রাহকের মধ্যে যোগাযোগ সৃষ্টি করে।

 প্রশ্ন-৬. পৃথিবীর আহ্নিক গতির বেগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কেন? ব্যাখ্যা করো। 

 উত্তর: পৃথিবীর আহ্নিক গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পৃথিবী পৃষ্ঠ পুরোপুরি গোল না হওয়ায় এরপরিধি সর্বত্র সমান নয়। সে কারণে পৃথিবী পৃষ্ঠের সকল স্থানের আবর্তন বেগও সমান নয়। নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি। এজন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে ঘণ্টায় প্রায় ১৭০০ কিলোমিটার। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ ১৬০০ কিলোমিটার। মেরুর দিকে এ আবর্তনের বেগ কমতে থাকে এবং মেরুদ্বয়ে প্রায় নিঃশেষ হয়ে যায়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী ?

ক)প্রক্সিমা সেনটোরাই

খ) সূর্য

গ) নীহারিকা

ঘ) গ্যালাক্সি

উ:-গ

২.একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক) ছায়াপথ 

খ) নীহারিকা

গ) উল্কা

ঘ) ধূমকেতু

উ:ঘ

৩.সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

ক)পৃথিবী

খ) মঙ্গল

গ) বুধ

ঘ) শুরু

উ:গ

৪.কোন জ্যোতিষ্কটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত? 

ক)গ্রহ

খ) নক্ষত্র

গ) পালসার

ঘ) উল্কা

উ:খ

৫. হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর?

ক) ৭৬

খ) ৮৬

গ)৭৮

ঘ)৯৮

উ:ক

৬. পৃথিবীর আকাশে সর্বশেষ কত সালে 'হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল? 

ক) ১৬৮৬

খ) ১৭৮৬

গ) ১৯৮৬

ঘ) ২০২১

উ:গ

৭. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?

ক)  মিটার

খ) কিলোমিটার 

গ) আলোকবর্ষ

ঘ) সেকেন্ড 

উ:গ

৮.কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে?

ক) গ্রহ

খ) নক্ষত্র

গ) উপগ্রহ

ঘ) উল্কা

উ:খ

কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?

ক) বুধ ও শনি

খ)বুধ ও ইউরেনাস

গ) বুধ ও মঙ্গল

ঘ) বুধ ও শুরু

উ:

১০. কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়? 

ক) বুধ

খ)শুরু

গ) শনি

ঘ) নেপচুন

উ:খ

১১. কোন গ্রহের উজ্জ্বল বলয় রয়েছে?

ক) বৃহস্পতি

খ) বৃহস্পতি

গ) পৃথিবী

ঘ) শনি

উ:ঘ

১২. কোন গ্রহের ভূত্বক বরফে ঢাকা? 

ক) শুরু 

খ) মঙ্গল

গ)বৃহস্পতি

ঘ) শনি

উ:ঘ

১৩. পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহটির নাম কী?

ক) মঙ্গল

খ) বৃহস্পতি 

গ) ইউরেনাস 

ঘ)শুরু

উ:ক

১৪. আমাদের সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ কোনটি? 

ক)মঙ্গল

খ) বৃহস্পতি

গ)শনি

ঘ) শুরু

উ:ঘ

১৫. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা ১৪টি মানে-

ক) শনি

খ)বৃহস্পতি 

গ)ইউরেনাস

ঘ)নেপড়ন

উ:ঘ

১৬. মঙ্গল গ্রহের রং কীরূপ? 

ক) গোলাপি

খ) নীলাভ

গ) লালচে

ঘ) সবুজ

উ:গ

১৭. নিরক্ষরেখার মান কত ডিগ্রি?

ক) ৮০°

খ) ০°

গ)  ১২০°

ঘ) ১৮০°

উ:খ

১৮. বিষুবরেখার অপর নাম কী? 

ক) মহাবৃত্ত

খ) মকরক্রান্তি 

গ) কর্ককক্রান্তি

ঘ) কুমেরুবৃত্ত

উ:ক

১৯. সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?

ক) ইনকিউবেটর

খ) সিসমোগ্রাফ

গ) ব্যারোমিটার

ঘ) সেক্সট্যান্ট যন্ত্র

উ:ঘ

২০. ১০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 

ক) ৪০ সেকেন্ড 

খ) ৪০ মিনিট 

গ) ৬০ সেকেন্ড 

ঘ) ৬০ মিনিট 

উ:খ

২১. মূল মধ্যরেখা থেকে ৪° পশ্চিম দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে?

ক) ১৬

খ) ২০

গ) ২৪

ঘ) ২৮

উ:ক

২২. ১° = কত মিনিট? 

ক) ৪৫

খ) ১৫

গ) ৮

ঘ) ৪

উ:ঘ

২৩. পৃথিবীর গতি কত প্রকার?

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

উ:খ

২৪. ঢাকার প্রতিপাদ স্থান কোন দেশে?

ক) মিশর

খ) চিলি

গ) মেক্সিকো

ঘ) চীন

উ:খ

২৫. 'M' এর প্রতিপাদ স্থান 'N'। স্থান দুটির সময়ের পার্থক্য কত?

ক) ৪ ঘণ্টা

খ) ৬ ঘণ্টা 

গ) ১২ ঘণ্টা

ঘ) ২৪ ঘণ্টা

উ:গ

 ২৬. উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন কোনটি? 

ক) ২৩ সেপ্টেম্বর

খ) ২১ জুন

গ) ২২ ডিসেম্বর

ঘ) ২১ মার্চ

উ:গ

২৭. কোন তারিখে দিন রাত্রি সমান হয়?

ক) ২১শে ফেব্রুয়ারি

খ) ২১শে মার্চ

গ) ২১শে জুন

ঘ) ২২শে ডিসেম্ব

উ:খ

২৮. সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় কত তারিখে?

ক) ২১শে জুলাই

খ) ২১ শে জুন

গ) ২২ ডিসেম্বর

ঘ) ২১ শে মার্চ

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন 

বাংলাদেশ থেকে শিব্বির ১০ জুন সকাল ৬ টায় দঃ আফ্রিকায় তার বন্ধু কাদেরের সাথে ভিডিও কলে কথা বলার সময় দেখল তার বন্ধু চাদর মুড়িয়ে রাত ১০ টাকায় টিভি দেখছে। 
ক. আহ্নিক গতি কাকে বলে?
খ. অধিবর্ষ গণনার কারণ ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের স্থান দুটির দাঘিমার পার্থক্য নির্ণয় করো। 
ঘ. শিব্বিরের বন্ধুর চাদর মোড়ানোর কারণ বিশ্লেষণ করো। 
২. জ্যোতিষ্ক
বৈশিষ্ট্য
মাথা ও লেজবিশিষ্ট বিস্ময়কর
P                                       pic hoba
Q
R
হলুদ বর্ণের, মাঝারি আকারের এসিড বৃষ্টিবহুল
ক. অক্ষরেখা কী?
খ. দিন-রাত কেন সংঘটিত হয়? ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকের O জ্যোতিষ্কটির বর্ণনা দাও। Q
ঘ. উদ্দীপকে 'P' এবং 'R' জ্যোতিষ্ক দুটির মধ্যে বহু বছর পরপর দৃশ্যমান হয়? বিশ্লেষণ করো।
৩.                                                                                                     pic hoba     
                                                                                                       চিত্র : সৌরজগৎ
ক. নীহারিকা (Nebula) কী?
খ. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি কেন? ব্যাখ্যা করো। 
গ. 'C' চিহ্নিত গ্রহটি ব্যাখ্যা করো।
ঘ. ‘A’ ও ‘B’ গ্রহ দুটির মধ্যে কোনটিতে জীববৈচিত্র্য (Biodiversity) ও জীবনের বেঁচে থাকার পরিবেশ রয়েছে। বৈশিষ্ট্যসহ তুলনামূলক আলোচনা করো।
 8. ►                                 pic hoba     
২০ এ সেপ্টেম্বর
২২. এ ডিসেম্বর
৩ রা জানুয়ারি
ক. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? 
খ. অধিবর্ষ বলতে কী বোঝায়?
গ. 'W' অবস্থানে দিনরাত্রির কী ধরনের পরিবর্তন হবে? ব্যাখ্যা করো 
ঘ. পৃথিবীর পরিক্রমণকালে 'W' এবং 'X' অবস্থানে কি একই ধরনের ঋতু পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url